Amar Ganit Class 4 – রঙিন কার্ড নিয়ে খেলি | গুণ – সমতুল্য পাঠ ৬ – পাতা (৫০-৫৩)
রঙিন কার্ড নিয়ে খেলি, গুণ
মিতালী ঠিক করেছে যে সে আজকে ১০, ১০০
ও ১০০০ এই কার্ড নিয়ে খেলবে। শৌভিক ও মৃণালও
খেলবে। ওরা এক একজন ইচ্ছামতো কার্ড তুলবে ও বাকিরা মোট কত হলো বলবে। তাহলে চল রঙিন
কার্ড খেলি বা গুণ পাঠে কে কি কি কার্ড তুলেছে এবং তার মানের হিসাব নিচে দেখি।
মিতালি তুলল, ১০⋅১০⋅১০⋅১০⋅১০⋅১০ →
৬০
অর্থাৎ, ১০+১০+১০+১০+১০+১০=৬০
পেলাম, ৬×১০=৬০, ১০×৬=৬০
তাহলে, ৬×১০=১০×৬
আবার, মৃণাল তুলল,
১০টি ১০-এর
কার্ড-১০⋅১০⋅১০⋅১০⋅১০⋅১০⋅১০⋅১০⋅১০⋅১০ → ১০০
অর্থাৎ, ১০+১০+১০+১০+১০+১০+১০+১০+১০+১০=১০০
তাই, ১০×১০=১০০ পেলাম।
শৌভিক তুলল,
৩টি ১০০-এর
কার্ড→১০০
১০০ ১০০→৩০০
১০০+১০০+১০০=৩০০
৩×১০০=১০০×৩
মৃণাল তুলল,
২টি ১০০০-এর
কার্ড→১০০০ ১০০০→২০০০
২×১০০০=১০০০×২
নিজে করি [পাতা-৫১] গুণ বুঝি
অথবা,
৩০
×৩
৯০
অথবা,
৪০০
×৩
১২০০
পেলাম, ৪০০×৩- এর ক্ষেত্রে প্রথমে একক ও দশকে
দুটো শূন্য বসিয়ে ৪×৩-এর মান বাঁদিকে বসাব।
অথবা,
৩০০০
×৩
৯০০০
৩০০০×৩-এর ক্ষেত্রে প্রথমে একক, দশক ও শতকে
তিনটি শূন্য বসিয়ে ৩×৩-এর মান বাঁদিকে বসাব।
নিজে করি [পাতা-৫১] এর গুণ
(১) ৭০×৬=____
(২) ৮০×৭=____
(৩) ৯০×৫=____
(৪) ৪০০×৯=____
(৫) ৬০০×৪=____
(৬) ৭০০×৮=____
(৭) ৯০০×৩=____
(৮) ২০০০×৪=____
(৯) ৪০০০×২=____
(১০) ২০০০×৩=____
(১১) ____×৬=৪২০
(১২) ____×৫=৪৫০
(১৩) ____×৮=১৬০
(১৪) ____×৪=২৪০০
(১৫) ____×৩=২৭০০
(১৬) ____×৪=২০০০
(১৭) ____×২=৪০০০
(১৮) ____×৩=৯০০০
সমাধানঃ
(১) ৭০×৬=_৪২০_
(২) ৮০×৭=_৫৬০_
(৩) ৯০×৫=_৪৫০_
(৪) ৪০০×৯=_৩৬০০_
(৫) ৬০০×৪=_২৪০০_
(৬) ৭০০×৮=_৫৬০০_
(৭) ৯০০×৩=_২৭০০_
(৮) ২০০০×৪=_৮০০০_
(৯) ৪০০০×২=_৮০০০_
(১০) ২০০০×৩=_৬০০০_
(১১) _৭০_×৬=৪২০
(১২) _৯০_×৫=৪৫০
(১৩) _২০_×৮=১৬০
(১৪) _৬০০_×৪=২৪০০
(১৫) _৯০০_×৩=২৭০০
(১৬) _৫০০_×৪=২০০০
(১৭) _২০০০_×২=৪০০০
(১৮) _৩০০০_×৩=৯০০০
১০ কার্ডের খেলা [পাতা-৫২]
এখন আমরা শুধুমাত্র ১০ কার্ডের খেলা খেলব।
০×১০→কোনো ১০-এর কার্ড নিলাম না। তাই ০×১০=১০×০=০
১×১০→একটা ১০ কার্ড
নিলাম। ১×১০→১০→১০
তাই, ১×১০=১০×১=১০
পেলাম, ২০×১০=১০×২০=২০০
অর্থাৎ,
২০
×১০
২০০
এবার, ৩০×২০ নিয়ে দেখি
পেলাম, ৩০×২০=২০×৩০=৬০০
অর্থাৎ,
৩০
×২০
৬০০
তাই, ৩০×২০ এর ক্ষেত্রে একক ও দশকে শূন্য বসিয়ে
৩×২ এর মান বসালাম।
নিজে করি [পাতা- ৫৩] এর গুণ
১। ২০×২০=____
২। ২০×৪০=____
৩। ৬০×৩০=____
৪। ৫০×২০=____
৫। ৯০×৩০=____
৬। ৭০×২০=____
৭। ৩০×____=৯০০
৮। ____×৪০=১২০০
৯। ৭০×____=১৪০০
১০। ____×৩০=২৭০০
×৬০
×৮০
×৮০
×৮০
সমাধানঃ
১। ২০×২০=_৪০০_
২। ২০×৪০=_৮০০_
৩। ৬০×৩০=_১৮০০_
৪। ৫০×২০=_১০০০_
৫। ৯০×৩০=_২৭০০_
৬। ৭০×২০=_১৪০০_
৭। ৩০×_৩০_=৯০০
৮। _৩০_×৪০=১২০০
৯। ৭০×_২০_=১৪০০
১০। _৯০_×৩০=২৭০০
×৬০
৩০০০
১২। ৬০
×৮০
৪৮০০
১৩। ৪০
×৮০
৩২০০
১৪। ৭০
×৮০
৫৬০০
অন্য কিছু করার চেষ্টা করি [পাতা-৫৩] এর গুণ
১০×১২
= ১০×১০+১০×২
= ১০০+২০
= ১২০
অর্থাৎ,
১০
×২০
১২০
আবার,
৩০×৪৫
= ৩০×৪০+৩০×৫
= ১২০০+১৫০
= ১৩৫০
পেলাম, ৩০×৪৫-এর ক্ষেত্রে এককে শূন্য বসিয়ে
৪৫×৩ এর মান বসাব।
নিজে করি [পাতা-৫৩] এর গুণ
×৩০
×৪০
×৫০
×৪০
সমাধানঃ
×৩০
১৮৯০
[অন্যভাবে হিসাবঃ ৬৩×৩০=৬০×৩০+৩×৩০=১৮০০+৯০=১৮৯০]
×৪০
২২৪০
[অন্যভাবে হিসাবঃ ৫৬×৪০=৫০×৪০+৬×৪০=২০০০+২৪০=২২৪০]
×৫০
২৩০০
[অন্যভাবে হিসাবঃ ৪৬×৫০=৪০×৫০+৬×৫০=২০০০+৩০০=২৩০০]
×৪০
৩৩২০
[অন্যভাবে হিসাবঃ ৮৩×৪০=৮০×৪০+৩×৪০=৩২০০+১২০=৩৩২০]
পরের পাঠঃ