Amar Ganit Class 4 – মুনিয়া কত ছোটো দেখি | গুণ ভাগ – সমতুল্য পাঠ ১১ – পাতা (৮৮-৯১)

Amar Ganit Class 4 – মুনিয়া কত ছোটো দেখি | গুণ ভাগ – সমতুল্য পাঠ ১১ – পাতা (৮৮-৯১), West bengal board class 4 math book solution, আমার গণিত চতুর্থ,

মুনিয়া কত ছোটো দেখি, গুণ ভাগ

এই পাঠের নাম মুনিয়া কত ছোটো দেখি যেখানে আমরা গুণ ও ভাগ বিষয়ক বিভিন্ন গাণিতিক প্রশ্নের সমাধান করব। চল পাঠের বিভিন্ন বিষয়কে আমরা একটু ভিন্ন উপস্থাপনার মাধ্যমে বুঝার চেষ্টা করি।

যেমনঃ মুনিয়া তার দাদার বয়সের থেকে ৬০ মাসের ছোটো। এখন তুমি কি বলতে পারবে ৬০ মাস কত বছরের সমান।

সমাধানঃ

১২মাস = বছর

৬০মাস = (৬০÷১২)বছর = বছর।

ভাগ এর হিসাবঃ

     ৫  
১২|৬০
    -৬০  
      ০

অর্থাৎ ৬০মাস বছরের সমান।

ফলাফলঃ মুনিয়া তার দাদার বয়সের থেকে ৫ বছরের ছোটো।


আবার,

মুনিয়া তার মামাতো দিদির বয়সের থেকে ৭০ মাসের বড়ো। এখন তুমি কি বলতে পারবে ৭০ মাস কত বছরের সমান।

ভাগ এর মাধ্যমে হিসাবঃ

     ৫   
১২|৭০
   -৬০  
     ১০

এখানে, ভাজ্য = ৭০, ভাজক = ১২, ভাগফল = ৫, ভাগশেষ = ১০

অর্থাৎ, ৭০মাস বছর১০মাসের সমান।

ফলাফলঃ মুনিয়া তার মামাতো দিদির বয়সের থেকে ৫ বছর ১০ মাসের বড়ো।


আবার,

আমার বয়স ৯ বছর। তাহলে আমার বয়স কত মাস?

সমাধানঃ

বছর = ১২মাস

বছর = ১২×মাস = ১০৮মাস

অর্থাৎ, আমার বয়স ১০৮ মাস।


আবার,

আমার বন্ধু দীপা আমার থেকে ৪ মাসের বড়ো। দীপার বয়স কত মাস তা কষে দেখি।

সমাধানঃ

আমার বয়স ৯ বছর

দীপার বয়স

 = ×১২মাস + মাস

 = ১০৮মাস + মাস

 = ১১২মাস


আবার,

আমার ভাইয়ের বয়স ৮৪ মাস হলে তার বয়স কত বছর তা কষে দেখি।

সমাধানঃ

ভাগের মাধ্যমে হিসাবঃ

     ৭    
১২|৮৪
   -৮৪  
      ০

তাই, ৮৪মাস = বছরমাস

আমার ভাইয়ের বয়স = বছর।


আবার,

আমার পিসতুতো বোন মিতার বয়স ১০০ মাস। ১০০ মাস = কত বছর কত মাস কষে দেখি।

সমাধানঃ

      ৮   
১২|১০০
    -৯৬   
       ৪

১০০ = ১২ × +

তাই, মিতার বয়স = বছরমাস।


নিজে করি [পাতা-৮৯]

১। ১০৮_মাস_____বছর।

সমাধানঃ

ভাগ এর মাধ্যমে হিসাবঃ

     ৯    
১২|১০৮
   -১০৮   
       ০

১০৮_মাস__বছর।


২। ১৮০_মাস_____বছর।

সমাধানঃ

ভাগ এর মাধ্যমে হিসাবঃ

     ১৫    
১২|১৮০
    -১২     
      ৬০
     -৬০    
        ০

১৮০_মাস_১৫_বছর।


৩। _বছর_____মাস।

সমাধানঃ

গুণ এর মাধ্যমে হিসাবঃ

৯×১২ = ১০৮

_বছর_১০৮_মাস।


৪। ৫ বছর ১১ মাস_____মাস।

সমাধানঃ

গুণ এর মাধ্যমে হিসাবঃ

৫×১২ = ৬০

৬০+১১ = ৭১

৫ বছর ১১ মাস_৭১_মাস।


৫। ৯ বছর ১০ মাস_____মাস।

সমাধানঃ

গুণ এর মাধ্যমে হিসাবঃ

৯×১২ = ১০৮

১০৮+১০ = ১১৮

৯ বছর ১০ মাস_১১৮_মাস।


৬। ২০০ মাস_____বছর_____মাস।

সমাধানঃ

ভাগ এর মাধ্যমে হিসাবঃ

     ১৬   
১২|২০০
   -১২    
      ৮০
     -৭২    
       ৮

২০০ মাস_১৬_বছর__মাস।


৭। ১১০_মাস_____বছর_____মাস।

সমাধানঃ

ভাগ এর মাধ্যমে হিসাবঃ

     ৯    
১২|১১০
   -১০৮  
       ২

১১০_মাস__বছর__মাস।


৮। ১২ বছর ৩ মাস_____মাস।

সমাধানঃ

গুণ এর মাধ্যমে হিসাবঃ

১২×১২ = ১৪৪

১৪৪+৩ = ১৪৭

১২ বছর ৩ মাস_১৪৭_মাস।


৯। ৭ বছর ৬ মাস_____মাস।

সমাধানঃ

গুণ এর মাধ্যমে হিসাবঃ

৭×১২ = ৮৪

৮৪+৬ = ৯০

৭ বছর ৬ মাস_৯০_মাস।


১০। ১৫_বছর_____মাস।

সমাধানঃ

গুণ এর মাধ্যমে হিসাবঃ

১৫×১২ = ১৮০

১৫_বছর_১৮০_মাস।


গল্প লিখি ও কষে দেখি [পাতা-৮৯]

১১। ১২০ মাস_____বছর।

সমাধানঃ

গল্পঃ আমার দিদি তরুলতার বয়স ১২০ মাস। বলতো তরুলতার বয়স ঠিক কত বছর।

     ১   
১২|১২০
   -১২    
       ০
     -০      
      ০

১২০ মাস_১২_বছর।

তাহলে, আমার দিদি তরুলতার বয়স ১২ বছর।


১২। ১২ বছর ২ মাস_____মাস।

সমাধানঃ

গল্পঃ মিতুলদাদা ১২ বছর ২ মাস পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। কত মাস পর তিনি দেশে ফিরেছেন হিসাব করি।

হিসাবঃ

১২×১২ = ১৪৪

১৪৪+২ = ১৪৬

১২ বছর ২ মাস_১৪৬_মাস।

অর্থাৎ, মিতুলদাদা ১৪৬ মাস পর দেশে ফিরেছেন।


১৩। ১৯০_মাস_____বছর_____মাস।

সমাধানঃ

গল্পঃ রাজেন্দ্র মিতুলকে বলল আমার বয়স ১৯০ মাস, তাহলে বলতো আমার বয়স ঠিক কত বছর কত মাস। মিতুল হিসাব কষতে শুরু করল। মিতুলের হিসাবটি দেখাও।

মিতুলের ভাগ এর হিসাবঃ

     ১৫   
১২|১৯০
    -১২   
      ৭০
    -৬০     
     ১০

১৯০_মাস_১৫_বছর_১০_মাস।

অর্থাৎ, রাজেন্দ্রর বয়স ১৫ বছর ১০ মাস।


১৪। ১০০ মাস_____বছর_____মাস।

সমাধানঃ

আমাদের বাড়ির সামনের গাছটির বয়স ১০০ মাস। বাবা বললেন, গছটি আর আমার বয়স সমান। তাহলে হিসাব করে দেখি আমার বয়স কত বছর কত মাস।

ভাগ এর হিসাবঃ

      ৮   
১২|১০০
    -৯৬   
       ৪

১০০_মাস__বছর__মাস।

অর্থাৎ, আমার বয়স ৮ বছর ৪ মাস।


দুটি করে ১০ কার্ডের খেলা [পাতা-৯০]

মানব আর মেহের দুজনে মিলে বেশকিছু ১০ কার্ড তৈরি করে সেগুলো একটা ঝুড়িতে রেখেছে। এখন মেহের দুটি করে কার্ড মানবকে দিবে আর মানব পর্যায়ক্রমে হিসেব করতে থাকবে কার্ড বাবদ কত নম্বর হলো।

প্রথমবার মেহের দিল ১০১০ ২০×১ = ২০

দ্বিতীয়বার মেহের দিল ১০১০ ২০×১ = ২০, ফলে মোট হলোঃ ১০১০১০১০ ২০×২ = ৪০

তাই, এই অনুসারে,

মেহের দিল মানব পেল

১০১০ ২০×১ = ২০
১০১০১০১০ ২০×২ = ৪০
১০১০১০১০১০১০ ২০×৩ = ২০+২০+২০ = ৬০
১০১০১০১০১০১০১০১০ ২০×৪ = ৬০+২০ = ৮০
১০১০১০১০১০১০১০১০১০১০ ২০× = ৮০+২০ = ১০০
১০১০১০১০১০১০১০১০১০১০১০১০ ২০× = ১০০+২০ = ১২০
১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০ ২০× = ১২০+২০ = ১৪০
১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০ ২০× = ১৪০+২০ = ১৬০

ফাঁকা বেলুনে সঠিক সংখ্যা লিখি [পাতা-৯১]

সঠিক সংখ্যা লিখি

৬০×৩ এর মান কার্ড ব্যবহার করে বের কর।

৬০×৩ এর মান

৬০×৫ এর মান কার্ড ব্যবহার করে বের কর।

৬০×৫ এর মান

নিজে করি [পাতা-৯১]

১। ২০×৫ = ____

২। ৬০×৪ = ____

৩। ৭০×৮ = ____

৪। ৯০×৮ = ____

৫। ২০×১৫ = ____

৬। ৫০×৬ = ____

৭। ৩০×১৬ = ____

৮। ৪০×১৮ = ____

৯। ২০×১৭ = ____

১০। ৩০×১৯ = ____

সমাধানঃ

১। ২০×৫ = _১০০_

২। ৬০×৪ = _২৪০_

৩। ৭০×৮ = _৫৬০_

৪। ৯০×৮ = _৭২০_

৫। ২০×১৫ = _৩০০_

৬। ৫০×৬ = _৩০০_

৭। ৩০×১৬ = _৪৮০_

৮। ৪০×১৮ = _৭২০_

৯। ২০×১৭ = _৩৪০_

১০। ৩০×১৯ = _৫৭০_


পরের পাঠঃ

দাদুর বাড়ি যাই


আরওঃ

Amar Ganit Class 4 এর সকল পাঠ

Make CommentWrite Comment