Amar Ganit Class 4 – লোকাল ট্রেনে যাই – পাঠ চার – পাতা (৪৪-৪৬)
লোকাল ট্রেনে যাই
আজ হাওড়া স্টেশনে অনেক লোকের ভিড়। কাল ঝড়ে লাইনে গাছ পড়ে গিয়েছিল। তাই ট্রেন দেরিতে ছাড়ছে। আমি বাবার সঙ্গে ব্যান্ডেল যাব। সকাল ১০:১৫-ব্যান্ডেল লোকাল সকাল ১০:৫৫-তে ছাড়ল। অনেক ভিড়। জানতে পারলাম প্রায় ২,২০৭ জন যাত্রী ছিল। আমরা ট্রেনে উঠতে পারলাম না। কিন্তু পরের ব্যান্ডেল লোকালেও প্রায় ১,৪২৮ জন যাত্রী ছিল। অনেক চেষ্টা করে ট্রেনে উঠলাম। দুটিতে মোট যাত্রী সংখ্যা ছিল-
কিন্তু ১১-টায় যে বর্ধমান লোকাল ছাড়ল, সেটাতে আরো অনেক ভিড় ছিল। শুনলাম তাতেও যাত্রী ছিল প্রায় ২৫২২ জন।
দুটি ব্যান্ডেল লোকাল ও ১১-টার বর্ধমান লোকালে
মোট কত জন যাত্রী ছিল দেখি।
সমাধানঃ
পেলাম, তিনটি ট্রেনে মোট যাত্রী ছিল ৬১৫৭ জন।
১১-টার
বর্ধমান লোকালের যাত্রী সংখ্যা ১০:৫৫ ব্যান্ডেল লোকালের থেকে কত বেশি ছিল রঙিন কার্ড
দিয়ে হিসাব করি।
সমাধানঃ
বর্ধমান লোকালে, ১০:৫০ব্যান্ডেল লোকালের চেয়ে যাত্রীসংখ্যা বেশি ছিল ৩১৫ জন।
দ্বিতীয় ব্যান্ডেল লোকালের চেয়ে প্রথম ব্যান্ডেল
লোকালে কত বেশি যাত্রী ছিল তা রঙিন কার্ড দিয়ে হিসাব করি।
তাই পেলাম, প্রথম ব্যান্ডেল লোকালে দ্বিতীয়
ব্যান্ডেল লোকাল থেকে ৭৭৯ জন যাত্রী বেশি।
রঙিন কার্ড দিয়ে যোগ ও বিয়োগ করি [পাতা-৪৫]
২২৩৫
+৮৭০
+৫৫
সমাধানঃ
২২৩৫
+৮৭০
+৫৫
৩১৬০
৪৩০২
-৮৩৫
সমাধানঃ
-৮৩৫
৩৪৬৭
৭০৬৫
+৩৮৭
+২৩
সমাধানঃ
+৩৮৭
+২৩
৭৪৭৫
৫০০০
-৯৯৮
সমাধানঃ
-৯৯৮
৪০০২
ক্রিকেট খেলা দেখি [পাতা-৪৬]
শচীন তেন্ডুলকার ২০০১ সালে মোট ১০০৩ রান করেছিল। কিন্তু ২০০২ সালে মোট রান করেছিল ১৩৯২। ওই দুই বছর শচীন তেন্ডুলকার মোট কত রান করেছিল রঙিন কার্ড দিয়ে হিসাব করি।
হিসাবঃ
পেলাম, ১০০৩+১৩৯২ = ২৩৯৫ রান।
শচীন ২০০২ সালে ২০০১ সালের থেকে কত বেশি রান
করেছে তা রঙিন কার্ড দিয়ে হিসাব করি।
হিসাবঃ
পেলাম, ১৩৯২-১০০৩ = ৩৮৯ রান।
বিষয়বস্তু আলোচনাঃ
বন্ধুরা, এখান থেকে তোমরা মূলত যোগ ও বিয়োগ
কার্ড দিয়ে করতে শিখবে। এখানে ৪ অঙ্কের যোগ ও বিয়োগ শিখবে এবং এই হিসাব হাতে রেখে বা
না রেখে উভয় নিয়মের অনুসরনে সমাধান করা হয়েছে। লোকাল ট্রেনে যাই পাঠে আমরা ট্রেনের
লোকসংখ্যার সমষ্টি দ্বারা যোগ, আর লোক নেমে যোয়া দ্বারা বিয়োগ এর নিয়মকে অনুসরণ করে।
তেমনি ক্রিকেট খেলা দেখি-তেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে। তোমাদের যদি কোন প্রশ্ন থাকে
তা হলে আমাদেরকে এই পাঠ নিয়ে লিখে জানাতে পার। ধন্যবাদ।
পরের পাঠঃ
বইমেলায় বই খুঁজি