Amar Ganit Class 4 – বইমেলায় বই খুঁজি – সমতুল্য পাঠ ৫ – পাতা (৪৭-৪৯)

Amar Ganit Class 4 – বইমেলায় বই খুঁজি – সমতুল্য পাঠ ৫ – পাতা (৪৭-৪৯), আমার গণিত চতুর্থ শ্রেণি সমাধান পৃষ্ঠা, যোগ বিয়োগের প্রশ্নের সমাধান, WBBSE 5,

বইমেলায় বই খুঁজি

বন্ধুরা, এই পাঠের নাম Amar Ganit Class 4 – বইমেলায় বই খুঁজি, পাঠ নং ৫। আমরা এই পাঠটি একটু ভিন্নভাবে বা সমতুল্য প্রশ্ন উত্তর এর উপস্থাপন করেছি যেখানে ভাষা প্রয়োগ স্বতন্ত্রভাবে করা হয়েছে কিন্তু গাণিতিক সকল প্রশ্নের সমাধান একই রাখা হয়েছে। তাহলে চল, বইমেলায় বই খুঁজি পাঠ শুরু করি-


পাতা-৪৭ এর ১ম প্রশ্নঃ

গত বছর একটি প্রকাশনী গল্প, কবিতা, উপন্যাস ও ভ্রমণের বই যথাক্রমে ৩৭২০, ২১৫০, ৭০০ ও ৩৭৫ কপি নিয়ে এসেছিল। ঐ প্রকাশনী মোট কতটি বই নিয়ে এসেছিল?

সমাধানঃ

  গল্পের বই৩৭২০ কপি

কবিতার বই২১৫০ কপি

     উপন্যাস৭০০ কপি

 ভ্রমণের বই৩৭৫ কপি             

 মোট বই ৬৯৪৫ কপি [যোগ করে]

ঐ প্রকাশনী গত বছর মোট ৬৯৪৫টি বই নিয়ে এসেছিল।


পাতা-৪৭ এর ২য় প্রশ্নঃ

কিন্তু এবছরে প্রকাশনীটি গল্প, কবিতা, উপন্যাস ও ভ্রমণের বই এনেছে যথাক্রমে ৪৮০৫টি, ২০২৫টি, ৮৭৫টি এবং ২৮০টি।

এবছর গতবছরের চেয়ে কতটি গল্পের বই বেশি নিয়ে এসেছে?

কবিতার বই-ই বা কতটি কম এনেছে?

নিজে করি [পাতা-৪৭]

(১) এবছর যতগুলো বই এনেছে তার সংখ্যা কত?

(২) ভ্রমণের বই গত বছরের থেকে কত কপি কম এনেছে?

(৩) আগামী বছর প্রকাশনীটি যদি ১০০০টি ভ্রমণের বই আনে তবে এবছরের চেয়ে কতটি বেশি আনতে হবে?

সমাধানঃ

     এবছরে গল্পের বই এনেছে ৪৮০৫টি

  গত বছর গল্পের বই এনেছিল ৩৭২০টি             

এবছর গল্পের বই বেশি এনেছে ১০৮৫টি [বিয়োগ করে]

গত বছর কবিতার বই এনেছিল ২১৫০টি

    এবছর কবিতার বই এনেছে ২০২৫টি             

এবছর কবিতার বই কম এনেছে ১২৫টি [বিয়োগ করে]

নিজে করি অংশের সমাধানঃ

(১)

  গল্পের বই এনেছে ৪৮০৫টি

কবিতার বই এনেছে ২০২৫টি

        উপন্যাস এনেছে ৮৭৫টি

  ভ্রমণের বই এনেছে ২৮০টি          

   মোট বই এনেছে ৭৯৮৫টি [যোগ করে]

(২)

গত বছর ভ্রমণের বই এনেছিল ৩৭৫টি

  এই বছর ভ্রমণের বই এনেছে ২৮০টি       

    এবছর ভ্রমণের বই কম এনেছে ৯৫টি [বিয়োগ করে]

(৩)

           পরের বছর উপন্যাস আনবে ১০০০ কপি

                  এবছর উপন্যাস এনেছে ৮৭৫ কপি           

এবছরের চেয়ে পরের বার বেশি আনবে ১২৫ কপি [বিয়োগ করে]


গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি [পাতা-৪৮]

১। আমাদের গ্রামটিতে মোট ২৪০৩টি মাটির বাড়ি এবং ৭৮৯টি পাকাবাড়ি আছে। আমাদের গ্রামে মোট কতটি বাড়ি আছে?

সমাধানঃ

মাটির বাড়ি আছে ২৪০৩টি

   পাকা বাড়ি আছে ৭৮৯টি          

  মোট বাড়ি আছে ৩১৯২টি [যোগ করে]


২। কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলে দেখতে শুরুতে ৩৬০৭ জন দর্শক এসেছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলো, ফলে ১ ঘণ্টা পর কিছু দর্শক মাঠ ছেড়ে চলে গেল। মাঠে তখনও ২৭২৯ জন দর্শক বসেছিল। ১ ঘণ্টা পর মাঠ থেকে কতজন দর্শক চলে গিয়েছিল?

সমাধানঃ

খেলার শুরুতে দর্শক ছিল ৩৬০৭ জন

     ১ ঘণ্টা পর দর্শক ছিল ২৭২৯ জন        

১ ঘণ্টা পর দর্শক চলে গিয়েছিল ৮৭৮ জন।


৩। আমাদের পাড়ায় রবীন্দ্রনাথ গ্রন্থাগারের জন্য নিন্মের হিসাবে বই কেনা হবে-

বইয়ের নাম
বইয়ের সংখ্যা
ছোটোগল্প
১২৮৯
উপন্যাস
৮০৭
কবিতা
২৭১

তাহলে, হিসাব করি যে কতগুলি বই কেনা হবে?

সমাধানঃ

ছোটোগল্পের বই এর সংখ্যা ১২৮৯টি

             উপন্যাসের সংখ্যা ৮০৭টি

        কবিতার বই এর সংখ্যা ২৭১টি         

         মোট বই কেনা হবে ২৩৬৭টি [যোগ করে]


৪। এবছরের বৈশাখি মেলাতে ১৭২৮ জন শিশু, ৮৯৫ জন মহিলা এবং ৫৭০ জন প্পুরুষ এসেছে। তাহলে, এই মেলায় মোট কতজন লোক এসেছে?

সমাধানঃ

     শিশুর সংখ্যা ১৭২৮ জন

    মহিলার সংখ্যা ৮৯৫ জন

    পুরুষের সংখ্যা ৫৭০ জন         

মোট লোকসংখ্যা ৩১৯৩ জন [যোগ করে]


৫। মা বাবার কাছ থেকে ১০০০ টাকার একটি নোট নিয়ে আমার জন্য ১২০ টাকা দামাএর একটি স্কুল শার্ট এবং ১৭৫ টাকা দামের একটি প্যান্ট কিনল। তাহলে মা বাবাকে কত টাকা ফেরত দেবে?

সমাধানঃ

স্কুলের শার্টের দাম ১২০ টাকা

      প্যান্টের দাম ১৭৫ টাকা     

         মোট খরচ ২৯৫ টাকা (যোগ করে)

আবার,

মায়ের কাছে আছে ১০০০ টাকা

    মা খরচ করলেন ২৯৫ টাকা         

মা বাবাকে ফেরত দেবে ৭০৫ টাকা (বিয়োগ করে)


৬। বড়দি ঠিক করলেন শিশু দিবসে স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে বিস্কুট ও লজেন্স খাওয়াবেন। তাই তিনি ৭৭৫ টাকার লজেন্স ও ৬৭০ টাকার বিস্কুট কিনবেন কিন্তু তার কাছে ১০০০ টাকা আছে। তাহলে, আর কত টাকা লাগবে?

সমাধানঃ

        বিস্কুট কিনলেন ৬৭০ টাকার

      লজেন্স কিনবেন ৭৭৫ টাকার       

বড়দি মোট কিনবেন ১৪৪৫ টাকার [যোগ করে]

   দিদির কাছে আছে ১০০০ টাকা          

     আর টাকা লাগবে ৪৪৫ টাকা [বিয়োগ করে]


৭। হাওড়া স্টেশনে পাশকুড়া লোকালে ৮৭২ জন যাত্রী ট্রেনে আছে। সাঁতরাগাছি স্টেশনে এসে ১২৭ জন যাত্রী নেমে গেল এবং বাগনান স্টেশনে এসে ৩২১ জন যাত্রী উঠল। এখন মোট কতজন যাত্রী ট্রেনে আছে?

সমাধানঃ

  যাত্রী ছিল ৮৭২ জন

 নেমে গেল ১২৭ জন           

 যাত্রী রইল ৭৪৫ জন [বিয়োগ করে]

যাত্রী উঠল ৩২১ জন              

এখন যাত্রী আছে ১০৬৬ জন [যোগ করে]


৮। আনোয়ারা বেগম তার পানের বরোজ থেকে ২৮০০টি পাল পাতা তুললেন। তিনি সেগুলো থেকে ৯৭টি সুভাষকে ও ১২০টি মীরাকে দিলেন। তিনি দুজনকে মোট কতগুলো পান পাতা দিলেন এবং তার কাছে কতগুলো পড়ে রইল?

সমাধানঃ

 সুভাষকে দিলেন ৯৭টি পান পাতা

 মীরাকে দিলেন ১২০টি পান পাতা        

দুজনকে দিলেন ২১৭টি পান পাতা [যোগ করে]

আবার,

পান পাতা তুললেন ২৮০০টি

      দুজনকে দিলেন ২১৭ টি          

তার কাছে পড়ে রইল ২৫৮৩টি পান পাতা [বিয়োগ করে]


নিজে করি যোগ ও বিয়োগ [পাতা-৪৯]

১। ৫৮৩২
    +৯৭১
     +৫২        

২। ৩৫৮৭
  +১২৮_
   +_৩০
   __৭    

৩। ৬৫৪৯
   +১__
     __১    

৪। ৯৬৪২
   -১৭২৮     

৫। ৩৫২০
     -১৫৯  

৬। ৯৯৯০
       -১৭  

৭। ৬৪০০
   -২১৫৯  

৮। ৭০০০
  -৩৯৯৯    

৯। ৭০৬৫
      -৮৭    

১০। ৩৩৩৩
    +২২২২
      +১১১১
      +৪৪৪    

১১। ৩২৭৮
   +১৮০৩
    +৮৪০
     +৫৫    

১২। ২৯০১
     +১৯০
     +৫৮
       +৭    

সমাধানঃ

১। ৫৮৩২
    +৯৭১
     +৫২      
   ৬৮৫৫

হিসাব পদ্ধতি (১-৩)
বইমেলায় বই খুঁজি এ  যোগ করি ও বিয়োগ করি এর হিসাব পদ্ধতি

২। ৩৫৮৭
   +১২৪
    +৩০    
  ০

৩। ৬৫৪৯
  +১
  ০

৪। ৯৬৪২
   -১৭২৮   
    ৭৯১৪

হিসাব পদ্ধতি (৪-৬):
যোগ-বিয়োগের হিসাব পদ্ধতি

৫। ৩৫২০
     -১৫৯  
   ৩৩৬১

৬। ৯৯৯০
       -১৭      
    ৯৯৭৩

৭। ৬৪০০
   -২১৫৯   
    ৪২৪১

হিসাব পদ্ধতি (৭-৯):
হিসাব পদ্ধতি (৭-৯):

৮। ৭০০০
  -৩৯৯৯   
    ৩০০১

৯। ৭০৬৫
      -৮৭   
   ৬৯৭৮

১০। ৩৩৩৩
    +২২২২
      +১১১১
      +৪৪৪   
       ৭১১০

হিসাব পদ্ধতি (১০-১২):
হিসাব পদ্ধতি (১০-১২): যোগ-বিয়োগ

১১। ৩২৭৮
   +১৮০৩
     +৮৪০
      +৫৫     
     ৫৯৭৬

১২। ২৯০১
     +১৯০
      +৫৮
        +৭    
    ৩১৫৬
 

পরের পাঠঃ  

রঙিন কার্ড নিয়ে খেলি   


আরওঃ

Amar Ganit Class 4 এর সকল পাঠ

Make CommentWrite Comment