Amar Ganit Class 3 – মেলায় আনন্দ করি – পাঠ ১৪ – পাতা (৮৬-৮৯)
মেলায় আনন্দ করি
রীতার আজ খুব মজা। সে আজ বন্ধুর সাথে মেলায়
যাবে। তার বাড়ি বর্ধমান জেলার আমাদপুর গ্রামে। তার বাবা তাকে ৫০ টাকার নোট দিয়েছে।
তার নোটটা খুচরো করা দরকার। কী রকম খুচরো দরকার।?
নিজে খুচরো করিঃ [পাতা-৮৬]
৫০ টাকাকে আমরা নিন্মোক্ত ভাবে খুচরো করতে
পারি-
(ক) ২০টাকা+২০টাকা+১০টাকা
(খ) ২০টাকা+১০টাকা+১০টাকা+১০টাকা
(গ) ১০টাকা+১০টাকা+১০টাকা+১০টাকা+১০টাকা
(ঘ) ৫টাকা+৫টাকা+৫টাকা+৫টাকা+৫টাকা+৫টাকা+৫টাকা+৫টাকা+৫টাকা+৫টাকা
রীতার বন্ধু মানবের কাছে ১০০ টাকার নোট আছে।
সেও ঠিক করল খুচরো করবে। এই খুচরোর হিসাব ফাঁকা ঘরে নিজে বসাই।
সমাধানঃ নিন্ম চিত্রে দেখানো হলোঃ
এবার মেলায় রীতা ৫ টাকার বাদাম ভাজা, ২০ টাকা
৫০ পয়সার কাঁচের চুড়ি ও ২১ টাকা ৫০ পয়সার জিলিপি কিনেছে।
[উপরে রীতা যা যা কিনেছে তার যোগফল দেখানে
হয়েছে যেখানে একটি শর্ত বা নিয়ম জানা দরকারঃ ১০০ পয়সা = ১ টাকা।]
মানব ১০ টাকা ৫০ পয়সার বাদাম, ২৫ টাকা ৫০ পয়সার
চীনামাটির রবীন্দ্রনাথ ঠাকুর ও ১২ টাকা ৫০ পয়সার দামের ১টা বাশি কিনেছে। সে মোট কত
খরচ করেছে?
সমাধানঃ
[এই চিত্র দ্বারা মানবের বাদাম, চীনামাটির
রবীন্দ্রনাথ ঠাকুর ও বাঁশি ক্রয়ের হিসাব দেখানো হয়েছে।]
বাড়ি ফেরার সময়ে ওরা দুজনে নাগরদোলায় চড়েছে।
প্রত্যেকের ৮ টাকা করে লেগেছে।
দুজনে মোট ৮×৮ = ৬৪ টাকা দিয়েছে।
১। বাবা বাজারে গিয়ে ৫০টাকা ৫০পয়সার মাছ, ২০টাকার
আলু, ২৫টাকা ৫০ পয়সার কাঁচা আনাজ কিনেছেন। আমি হিসাব করে দেখি বাবা কত খরচ করেছেন? [পাতা-৮৭]
হিসাবঃ
[চিত্রে মাছ, আলু, কাঁচা আনাজ ক্রয়ে মোট খরচ
দেখানো হয়েছে যা বাবা কিনেছিল।]
২। আমার কাছে ৮০ টাকা ৫০ পয়সা আছে। আমি ৩ টাকা
৫০ পয়সার ১টা পেনসিল, ১২ টাকার খাতা কিনেছি। আমার কাছে এখন কত আছে?
হিসাবঃ
[উপরোক্ত হিসাব-চিত্রে, আমার খাতা ও পেনসিল
কেনার খরচের যোগফল এবং সেই খরচ আমার কাছে প্রথমে থাকা অর্থ থেকে বাদ দিয়ে বর্তমানে
আমার কাছে থাকা অর্থ হিসাব করেছি।]
৩। গোপার দাদু গোপাকে ৪০ টাকা ৫০ পয়সা দিলেন।
গোপা ৭ টাকা ৫০ পয়সার ফুচকা ও ৫ টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে?
সমাধানঃ
[এখানে, গোপার ফুচকা ও আলুকাবলি খেতে যে খরচ
হয়েছে তা তার দাদূর কাছ থেকে প্রাপ্ত অর্থ থেকে বাদ দিয়ে হিসাব করা হয়েছে।]
নিজের ইচ্ছেমতো জিনিস কিনি
[চিত্রের বর্ণনাঃ উপরের চিত্রটিতে একটি করে
গাড়ি, মগ, চিরুনি, ফুটবল, জামা, গ্লাস, দেয়াল ঘড়ি, ক্রিকেট ব্যাট, বই, ঘুড়ি, পেন্সিল
বক্স ও থালা এদের দামসহ রয়েছে।]
ফাঁকা ঘরে ইচ্ছে মতো জিনিস কিনে দাম বসাই
(১) থালা ও গ্লাস কিনলে খরচ হবেঃ
(২) ঘুড়ি ও ঘড়ি কিনতে খরচ হবেঃ
(৩) মগ ও জামা কিনতে খরচ হবেঃ
শেষ কথাঃ
আমাদের এই লেখনিটি Amar Ganit Class 3 এর জন্য
লিখিত যার বিষয়বস্তু মূলত মুদ্রার যোগ কিভাবে করা হয় যেখানে মুদ্রার নোট ও কয়েন দুটো
রুপ দেখা যায়। তবে পাঠ্যপুস্তকে এই পাঠের নাম দেওয়া হয়েছে মেলায় আনন্দ করি আর সেখানে মুদ্রা বা অর্থের ব্যয়ের হিসাব
করে যোগ শিখে নেই। চল পাঠ ১৪ – পাতা (৮৬-৮৯) পর্যন্ত শিখে নেই। উল্লেখ্য আমরা উপরে
সমাধানগুলি প্রকাশে বিভিন্ন চিত্র ব্যবহার করেছি শুধুমাত্র কিছু প্রকাশজনিত কারণকে
মাথায় রেখে যা এই ব্লগের প্রকাশভঙ্গিও বলতে পার। ধন্যবাদ।
পরের পাঠ- পিঁপড়ের পা গুনি
আরওঃ