Amar Ganit Class 3 – পিঁপড়ের পা গুনি, ব্যাং ও খরগোশের লাফ দেখি, মাকড়সার পা গুনি, ফলের হিসাব করি – পাঠ ১৫ – পাতা (৯০-৯৬)

Amar Ganit Class 3 – পিঁপড়ের পা গুনি, ব্যাং ও খরগোশের লাফ দেখি, মাকড়সার পা গুনি, ফলের হিসাব করি – পাঠ ১৫ – পাতা (৯০-৯৬), West Bengal Class 33 Maths,

পিঁপড়ের পা গুনি, ব্যাং ও খরগোশের লাফ দেখি, মাকড়সার পা গুনি, ফলের হিসাব করি

রীমা বাগানে গিয়ে মৌচাক দেখতে পেল। কিছু দূরে একটা ম*রে যাওয়া মৌমাছি দেখল। একটা পিঁপড়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে। চল মৌমাছি ও পিঁপড়ের পা গুনি।

🐜 🐝

১টা মৌমাছির ৬টি পা;

১টা পিঁপড়েরও ৬টি পা। কিছুক্ষণ পরে দেখল

২টো পিপড়ের পা৬+৬=৬×২=১২টি;

৩টে পিঁপড়ের পা৬+৬+৬=৬×৩=১৮টি;

এভাবে,

৬×৪=১৮+৬=২৪

৬×৫=২৪+৬=৩০

৬×৬=৩০+৬=৩৬

৬×৭=৩৬+৬=৪২

৬×৮=৪২+৬=৪৮

৬×৯=৪৮+৬=৫৪

৬×১০=৫৪+৬=৬০


ব্যাং ও খরগোশের লাফ দেখি

🐸 🐇

একটি কুনো ব্যাং,

১ লাফে ৭ ঘর যায়

২ লাফে (৭+৭) = ১৪ ঘর যায়

৩ লাফে (৭+৭+৭) = ২১ ঘর যায়

৪ লাফে (৭+৭+৭+৭) = ২৮ ঘর যায়

৫ লাফে (৭+৭+৭+৭+৭) = ৩৫ ঘর যায়

এবার দেখি একটি খরগোস কিভাবে লাফায়ঃ

ব্যাং ও খরগোশের লাফ দেখি

যোগ করে নামতা গড়ি

৭ এর নামতাঃ

৭×১=৭

৭×২ =৭+৭ =১৪

৭×৩ =৭+৭+৭ =২১

৭×৪ =৭+৭+৭+৭ =২৮

৭×৫ =৭+৭+৭+৭+৭ =৩৫

৭×৬ =৭+৭+৭+৭+৭+৭ =৭২

৭×৭ =৭+৭+৭+৭+৭+৭+৭ =৪৯

৭×৮ =৭+৭+৭+৭+৭+৭+৭+৭ =৫৬

৭×৯ =৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭ =৬৩

৭×১০ =৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭ =৭০

৭×১১ =৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭ =৭৭

৭×১২ =৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭+৭ =৮৪


৯ এর নামতাঃ

৯×১ =৯

৯×২ =৯+৯ =১৮

৯×৩ =৯+৯+৯ =২৭

৯×৪ =৯+৯+৯+৯ =৩৬

৯×৫ =৯+৯+৯+৯+৯ =৪৫

৯×৬ =৯+৯+৯+৯+৯+৯ =৫৪

৯×৭ =৯+৯+৯+৯+৯+৯+৯ =৬৩

৯×৮ =৯+৯+৯+৯+৯+৯+৯+৯ =৭২

৯×৯ =৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯ =৮১

৯×১০ =৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯ =৯০

৯×১১ =৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯ =৯৯

৯×১২ =৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯+৯ =১০৮


মাকড়সার পা গুনি

🕷

১টি মাকড়সার ৮টি পা

২টি মাকড়সার ৮+৮=১৬টি পা

৩টি মাকড়সার ৮+৮+৮=২৪টি পা

এভাবে,

৮×১=৮

৮×২ =৮+৮ =১৬

৮×৩ =৮+৮+৮ =২৪

৮×৪ =৮+৮+৮+৮ =৩২

৮×৫ =৮+৮+৮+৮+৮ =৪০

৮×৬ =৮+৮+৮+৮+৮+৮ =৪৮

৮×৭ =৮+৮+৮+৮+৮+৮+৮ =৫৬

৮×৮ =৮+৮+৮+৮+৮+৮+৮+৮ =৬৪

৮×৯ =৮+৮+৮+৮+৮+৮+৮+৮+৮ =৭২

৮×১০ =৮+৮+৮+৮+৮+৮+৮+৮+৮+৮ =৮০


অনুমান করে সঠিক মানে যাই

৩১×৭ কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে?

সমাধানঃ

৭×৩০=২১০ এর চেয়ে বড়ো হবে।

৭×৪০=২৮০ এর চেয়ে ছোট হবে।

তাহলে, ৭×৩১ এর মান ২১০ ও ২৮০ এর মধ্যে থাকবে।


৩১×৭=?

সমাধানঃ

৩১×৭

=৩০×৭+১×৭

=২১০+৭

=২১৭

অথবা,

৩১

×৭

২১৭

অথবা, কার্ড দিয়ে নিন্মরুপে মান বের করি।

কার্ড দিয়ে মান বের করি

১। ৪২×৬ এর মান কত?

সমাধানঃ

৪২×৬ এর মান ৪০×৬=২৪০ এর চেয়ে বড়ো, ৫০×৬=৩০০ এর চেয়ে ছোটো।

তাই,

৪২×৬

= ৪০×৬+২×৬

= ২৪০+১২

= ২৫২

বিকল্প পদ্ধতি,

 
  ৪২
 ×৬  
২৫২

২। ৫৬×৮ এর মান বের কর।

সমাধানঃ

৫৬×৮ এর মান ৫০×৬=৩০০ এর চেয়ে বড়ো কিন্তু ৬০×৮=৪৮০ এর চেয়ে ছোটো।

তাই,

৫৬×৮

= ৫০×৮+৬×৮

= ৪০০+৪৮

= ৪৪৮

দ্বিতীয় পদ্ধতি,

 
 ৫৬
 ×৮  
৪৪৮

১০২×৭ কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে?

সমাধানঃ

১০০×৭=৭০০

১১০×৭=৭৭০

অর্থাৎ, ১০২×৭ সংখ্যা ৭০০ ও ৭৭০ এর মধ্যে থাকবে।


১০২×৭ =?

সমাধানঃ

১০২×৭

=১০০×৭+২×৭

=৭০০+১৪

=৭১৪


কোন সংখ্যা থেকে বড়ো ও ছোট এবং মান বের কর [পাতা-৯৪]

১। ১১২×৬

২। ১৩৫×৬

সমাধানঃ

১। ১১২×৬ এর মান ১০০×৬=৬০০ এর চেয়ে বড়ো কিন্তু ২০০×৬=১২০০ এর চেয়ে ছোটো।

এখন, ১১২×৬

= ১০০×৬+১০×৬+২×৬

= ৬০০+৬০+১২

= ৬৭২

বা,

 
 ১১২
 ×৬ 
৬৭২

২। ১৩৫×৬ এর মান ১০০×৬=৬০০ এর চেয়ে বড়ো, ২০০×৬=১২০০ এর চেয়ে ছোটো।

১৩৫×৬

= ১০০×৬+৩০×৬+৫×৬

= ৬০০+১৮০+৩০

= ৮১০

নতুবা,


১৩৫
 ×৬  
৮১০

ফলের হিসাব করি [পাতা-৯৫]

নিতু দুটি ঝুড়ি করে জাম ও আম তুলে আনল। নিতু আম ও জাম তার ১২ জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু আম পেল ৬টি।

ঝুড়িতে মোট আম ১২×৬=১০×৬+২×৬=৬০+১২=৭২টি

প্রত্যেক বন্ধু জাম পেল ৯টি।

ঝুড়িতে মোট জাম ১২×৯=১০×৯+২×৯=৯০+১৮=১০৮টি।


(১) একটি গরুরগাড়িতে ৭টি বস্তা আছে। প্রত্যেক বস্তায় ৭৫টি শশা আছে। গরুরগাড়িতে মোট __ __ ___টি = ___টি শশা আছে।

সমাধানঃ

 ৭৫×৭

= ৭০×৭+৫×৭

= ৪৯০+৩৫

= ৫২৫

অথবা,

 
 ৭৫
 ×৭  
৫২৫

উত্তরঃ গরুরগাড়িতে মোট ৭৫ × টি= ৫২৫টি শশা আছে।


(২) দার্জিলিং থেকে ৮ পেটি কমলালেবু এসেছে। প্রত্যেক পেটিতে ৬৪টি কমলালেবু আছে।

মোট ___ __ ___টি = ____টি কমলালেবু এসেছে।

সমাধানঃ

৬৪×৮

= ৬০×৮+৪×৮

= ৪৮০ +৩২

= ৫১২

বিকল্প পদ্ধতিঃ

 
 ৬৪
 ×৮ 
৫১২

উত্তরঃ মোট ৬৪ × টি= ৫১২টি কমলালেবু এসেছে।


(৩) তোমার শ্রেণিয়ে _____ জন ছাত্রছাত্রী আছে। তুমি প্রত্যেককে ১০টি করে কুল দিলে।

তুমি মোট  ___ ___ ___টি = ____টি কুল দিলে।

সমাধানঃ

আমার শ্রেণিতে ছাত্রছাত্রী আছে মোট ৪৯ জন।

তাহলে,

৪৯×১০

=৪০×১০+৯×১০

=৪০০+৯০

=৪৯০

আমি মোট ৪৯ × টি= ৪৯০টি কুল দিয়েছি।


৪। কৃষ্ণনগরের কোন পরিবারে প্রতিদিন ১২৩টি পুতুল তৈরি হয়। ৫ দিনে মোট ১২৩×৫টি = _____টি পুতুল তৈরি হবে।

সমাধানঃ

১২৩×৫

= ১০০×৫+২০×৫+৩×৫

= ৫০০+১০০+১৫

= ৬১৫

অন্যভাবে,

১১
১২৩
 ×৫ 
৬১৫

হাতে কলমে কার্ড দিয়ে [পাতা-৯৬]

হাতে কলমে কার্ড দিয়ে হিসাব

৫। পুকুরের পাড় বাধানর জন্য ৭ জন মানুষকে কাজে লাগানো হয়েছে। প্রত্যেককে ১৩৫ টাকা দেওয়া হল। মোট ____ _____ ____ টাকা = _____ টাকা দেওয়া হল।

সমাধানঃ

১৩৫×৭

= ১০০×৭+৩০×৭+৫×৭

= ৭০০+২১০+৩৫

= ৯৪৫

বিকল্পঃ

২৩
১৩৫
 ×৭  
৯৪৫

মোট ১৩৫ × টাকা = ৯৪৫ টাকা দেওয়া হল।


৬। এক ঘুড়ি বিক্রেতা ১৪৮টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম ৬ টাকা হলে মোট ____ _____ ____ টাকা = _____ টাকা পেয়েছেন।

সমাধানঃ

১৪৮×৬

= ১০০×৬+৪০×৬+৮×৬

= ৬০০+২৪০+৪৮

= ৮৮৮

২য় পদ্ধতিতে,

 ২৪
 ১৪৮
 ×৬  
৮৮৮

মোট ১৪৮ × টাকা = ৮৮৮ টাকা পেয়েছেন।

 

পরের পাঠঃ

ক্লাবে যেমন খুশি বসে আঁকি


আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment