Amar Ganit Class 3 – সময়ের কাজ সময়ে করি, ঘণ্টা ও মিনিট – পাঠ ১৯ – পাতা (১৩৬-১৪৭)
সময়ের কাজ সময়ে করি, ঘণ্টা ও মিনিট
আমরা সর্বদা সময়ের কাজ সময়ে করি নিয়ম অনুসরণ
করব। তাইজন্য, প্রথমে আমাদেরকে ঘড়ি দেখে ঘণ্টা ও মিনিট এর কাটা দেখে সময় দেখা শিখব।
চল ঘড়ি দেখে সময় বসাই [পাতা-১৩৫]।
[উপরের চিত্রে প্রদত্ত ৩টি ঘড়িতে ঘন্টা ও মিনিটের
কাটা অনুসারে সময় ফাঁকা ঘরে বসানো হয়েছে। চিত্র থেকে তোমরা উত্তর দেখে নাও।]
মিনিট ও ঘন্টার কাঁটা বসাই [পাতা-১৩৬]
ক) সকাল ৯টা/রাত্রি ৯টা
খ) সকাল সাড়ে ১০টা
গ) দুপুর ১২টা
ঘ) সন্ধ্যা ৭টা
সমাধানঃ
সময় অনুসারে কাঁটা বসানো হলো যা নিচের চিত্রে
দেখঃ
কাজ করি সময় দেখি [পাতা-১৩৭]
আজ রবিবার। আমার স্কুল ছুটি। আজ আমার বাড়িতে
অনেক বন্ধু আসবে। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম,
ঘন্টার কাঁটা ৬ থেকে সরে গেছে,
মিনিটের কাঁটা ১ এর ঘরে গেছে।
আমি বুঝতে পারছি ৬টা বেছে গেছে কিন্তু ঠিক
কটা বাজে?
দিদি বলল, ৬টা বেজে ৫ মিনিট হয়েছে।
একটু পরে যখন ঘন্টার কাঁটা ৬ থেকে আরো সরে
গেছে, মিনিটের কাঁটা ২-এর ঘরে।
এবার বুঝলাম মিনিটের কাঁটা ১২-র থেকে ১০টা
দাগ যাওয়া = ১০ মিনিট।
দাদা বলল, এখন ৬টা বেজে ১০ মিনিট।
এবার আরো পরে আমি ঘড়ি দেখলাম। আমি বললাম, এখন
৬টা বেজে ২০ মিনিট।
দিদি বলল, ঠিক বলেছিস।
আমি আজ আমার পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু
করলাম। ঘড়িতে তখন ঘন্টার কাঁটা ৬ এর ঘর থেকে সরে গেছে। মিনিটের কাঁটা ৩ এর ঘরে। এখন
৬টা বেজে ১৫ মিনিট বা ‘সওয়া ৬টা’।
পড়ার টেবিল পরিষ্কারের শেষে দেখলাম,
ঘন্টার কাঁটা ৬ ঘর থেকে আরো সরে গেছে। মিনিটের
কাঁটা ৬ এর ঘরে। এখন ৬টা বেজে ৩০ মিনিট বা ‘সাড়ে ৬টা’।
আরও পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম
এবং ঘড়িতে দেখলাম ঘন্টার কাঁটা ৬-এর ঘর থেকে আরো সরে গেছে এবং মিনিটের কাঁটা ৯ এর ঘরে।
এখন ৬টা বেজে ৪৫ মিনিট বা ‘পৌনে সাতটা’।
বন্ধুরা এল সকাল ৮টা ২৫ মিনিটে। ঘড়িতে তখন
ঘন্টার কাঁটা ৮-এর ঘর থেকে সরে গেছে। মিনিটের কাঁটা ৫-এর ঘরে।
কিছু পরে, আমি বন্ধুদের সাথে কাছের মাঠে খেলতে
গেলাম। তখন ঘড়িতে ৯টা বাজে বা ৮টা বেজে ৬০ মিনিট তখন ঘন্টার কাঁটা ৯ এর ঘরে, মিনিটের
কাঁটা ১২ এর ঘরে।
৬০ মিনিট=১ ঘন্টা।
সময় বসাই [পাতা-১৪০]
সমাধানঃ
পাঠ্যপুস্তকে প্রদত্ত ঘড়ির সময় বসিয়ে নিন্মে
দেওয়া হলো।
মনে মনে অঙ্ক করি [পাতা-১৪০]
সঠিকটিতে ✔ চিহ্ন দিইঃ
(১) ঘন্টার কাঁটা মিনিটের কাটার চেয়ে ✔ছোটো/বড়ো।
(২) মিনিটের কাঁটা ১বার সম্পূর্ণ ঘুরলে ৩০
মিনিটঃ/✔৬০ মিনিটঃ।
(৩) ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ১ ঘন্টা/✔১২ ঘন্টা।
(৪) ১ দিনে ঘড়িতে ১২টা বাজে ১ বার/✔২ বার।
(৫) ১ দিনে ঘন্টার কাঁটা ৫-এর ঘরে আসে সকালে/বিকালে/✔সকাল ও বিকালে।
(৬) ১ দিনে ঘণ্টার কাঁটা ১০ বার/১২ বার/ ✔২ বার সম্পূর্ণ ঘোরে।
(৭) ১ দিনে মিনিটের কাঁটা ১০ বার/১২ বার/ ✔২৪ বার সম্পূর্ণ ঘোরে।
(৮) ১ ঘণ্টাতে হয় ✔৬০ মিনিটঃ/৩০ মিনিটঃ।
১। রজতের দুপুরে ভাত খেতে ২০ মিনিটঃ সময় লাগে।
রজত ১২টা ১০ মিনিটে খেতে বসেছে।
রজতের খেতে +২০ মিনিটঃ সময় লাগে।
রজতের ১২টা ৩০ মনিটে খাওয়া শেষ হবে।
২। সুদীপ ও রীনার স্কুলে যেতে ২০ মিনিটঃ সময়
লাগে। সকাল ৬টা ১৫ মিনিটে রওনা দিল।
স্কুলে রওনা দিল ৬টা ১৫ মিনিটে।
যেতে লাগল +২০ মিনিটঃ
তারা স্কুলে সকাল ৬টা ৩৫ মিনিটে পৌঁছাবে।
৩। বাবা সকাল ৮টা ২০ মিনিটে বাজারে গেলেন।
৩০ মিনিটঃ পরে ফিরে এলেন।
তিনি বাজারে গেলেন ৮টা ২০ মিনিটে
+৩০ মিনিট
তিনি সকাল ৮টা ৫০ মিনিটে ফিরলেন।
৪। আমি বিকাল ৪টা ২৫ মিনিটে খেলা শুরু করি।
৩০ মিনিট খেলি।
আমি খেলা শুরু করি ৪টা ২৫ মিনিটে
খেলি + ৩০ মিনিটঃ
আমি খেলা শেষ করি ৪টা ৫৫ মিনিটে
৫। দাদা রাত ৮টা ৫ মিনিটে গল্পের বই পড়া শুরু
করল। ৪৫ মিনিটঃ গল্পের বই পড়ল।
দাদা গল্পের বই পড়া শুরু করল ৮টা ৫ মিনিটে
গল্পের বই পড়ল + ৪৫ মিনিটঃ
দাদা গল্পের বই পড়া শেষ করল ৮টা ৫০ মিনিটে
সময় নিয়ে ভালো করে কাজ করি [পাতা-১৪৩]
১। আজ রবিবার। স্কুলে ছুটি। আমি সকাল ৭টায়
ঘুম থেকে উঠলাম। আমি ও আমার দিদি সকাল ৭টা ১৫ মিনিটে বাগানে চারাগাছ লাগানোর কাজ শুরু
করলাম। ৩০ মিনিট বাগানে কাজ করলাম।
৭টা ১৫ মিনিট
+ ৩০ মিনিট
৭টা ৪৫ মিনিট
অর্থাৎ, বাগানের কাজ শেষ করলাম ৭টা ৪৫ মিনিটে।
আরো ১৫ মিনিট পরে পড়তে বসলাম।
৭টা ৪৫ মিনিট
+ ১৫ মিনিট
পড়তে বসলাম ৭টা ৬০ মিনিটে অর্থাৎ ৮টায়।
২। আমি সকাল ১১টা ১০ মিনিটে নাজিয়ার বাড়ি গিয়েছিলাম।
সেখান থেকে ৫৫ মিনিট পরে বাড়ি ফিরে এলাম।
আমি নাজিয়ার বাড়ি গেলাম ১১টা ১০ মিনিটে
+৫৫ মিনিট
আমি বাড়ি ফিরে এলাম ১১টা ৬৫ মিনিটে
=
১১টা ৬০ মিনিট + ৫ মিনিট
=
১২টা ৫ মিনিটে।
৩।
সন্ধ্যায় ৭টা ২৫ মিনিটে গান গাইতে বসলাম। ৫৫ মিনিট গান গাইলাম।
গাইতে বসলাম ৭টা ২৫ মিনিটে
+৫৫ মিনিট
গান গেয়ে উঠলাম ৭টা ৮০ মিনিটে
=
৭টা ৬০ মিনিটে + ২০ মিনিটে
=
৮টা ২০ নিনিটে
সময়ের হিসাব করি [পাতা-১৪৪]
১। ৫ ঘণ্টা ২০ মিনিট
+ ১ ঘণ্টা ৫০ মিনিট
৬ ঘন্টা ৭০ মিনিট
= ৬ ঘণ্টা ৬০ মিনিট﹡ + ১০ মিনিট﹡
= ৭ ঘন্টা ১০ মিনিট﹡
২। ২ ঘণ্টা ৫৫ মিনিট
+ ৫৫ মিনিট
২ ঘণ্টা ১১০ মিনিট﹡
= ২ ঘণ্টা ৬০ মিনিট﹡ + ৫০ মিনিট﹡
= ৩ ঘণ্টা ৫০ মিনিট﹡
পাতা-১৪৫ এর প্রশ্নাবলিঃ
১। সুদীপা সকাল ৬টা ২৫ মিনিটে আঁকতে বসেছে।
সকাল ৬টা ৫৫ মিনিট পর্যন্ত এঁকেছে।
সে ৬টা ৫৫ মিনিটে﹡
- ৬টা ২৫ মিনিট﹡
৩০ মিনিট এঁকেছে।
২। মামা আমার শরীর খারাপ হয়েছে শুনে দেখতে
এসেছিলেন। মামা ৬টা ৫৫ মিনিটে এলেন ও ৭টা ১০ মিনিটে চলে গেলেন।
৭টা ১০ মিনিটে = ৬টা ৭০ মি.
- ৬টা ৫৫ মিনিটে
১৫ মিনিট
৩। আমাদের স্কুলের একটি ক্লাস ৬টা ৪০ মিনিটে
শুরু হয়। ৭টা ২০ মিনিটে শেষ হয়।
ঐ ক্লাসটি হয় -->
৭টা ২০ মিনিটে = ৬টা ৮০ মিনিটে
- ৬টা ৪০ মিনিট
৪০ মিনিট হয়।
এবছরের ২৩ জানুয়ারি আমরা সকাল ৮টা ৩০ মিনিটে
স্কুলে যাই। স্কুলে নাচ, গান, আলোচনা, অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১১টা ৪০ মিনিটে
আমাদের ছুটি দেওয়া হয়।
১১টা ৪০ মি.
- ৮টা ৩০ মি.
৩ ঘণ্টা ১০ মি.
অর্থাৎ, আমরা ৩ ঘণ্টা ১০ মিনিট স্কুলে ছিলাম।
ঘণ্টা মিনিটের হিসাব করি [পাতা-১৪৬]
১। ১০ ঘণ্টা ৫০ মি.
- ১০ ঘণ্টা ২০ মি.
৩০ মি.
২। ৫ ঘণ্টা ২০ মি. = ৪ ঘণ্টা ৮০ মি.
- ২ ঘণ্টা ৪০ মি.
২ ঘণ্টা ৪০ মি.
৩। ৭ ঘণ্টা = ৬ ঘন্টা ৬০ মি.
- ৫ ঘণ্টা ২০ মি.
১ ঘণ্টা ৪০ মি.
৪। ৯ ঘন্টা ১০ মি. = ৮ ঘন্টা ৭০ মি.
- ৭ ঘণ্টা ৫০ মি.
১ ঘন্টা ২০ মি.
৫। ৮ ঘণ্টা = ৭ ঘণ্টা ৬০ মি.
- ৬ ঘন্টা ৫৫ মি.
১ ঘণ্টা ৫ মি.
৬। ২ ঘণ্টা ৪০ মি.
+ ৩ ঘন্টা ৩০ মি.
+ ১ ঘন্টা ১১ মি.
৬ ঘন্টা ৮১ মি.
= ৩ ঘন্টা ৬০ মি + ২১ মি
= ৪ ঘন্টা ২১ মি
৭। ৭ ঘন্টা = ৬ ঘন্টা ৬০ মি
- ৬ ঘণ্টা ৫০ মি
১০ মি
৮। ৩ ঘঃ ২০ মিঃ
+ ২ ঘঃ ২৬ মিঃ
+ ২ ঘঃ ১৮ মিঃ
৭ ঘঃ ৬৪ মিঃ
= ৭ ঘঃ ৬০ মিঃ + ৪ মিঃ
= ৮ ঘঃ ৪ মিঃ
৯। ১০ ঘঃ = ৯ ঘঃ ৬০ মিঃ
- ৯ ঘঃ ৫০ মিঃ
১০ মি.
১০। ১১ ঘঃ ৫ মিঃ = ১০ ঘঃ ৬৫ মিঃ
- ৯ ঘঃ ৫৫ মিঃ
১ ঘঃ ১০ মিঃ
ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি
আরওঃ