Amar Ganit Class 3 – জুতো ও মোজা কিনি, জোড়-বিজোড় – পাঠ ১৭ – পাতা (১১৪-১২০)

Amar Ganit Class 3 – জুতো ও মোজা কিনি, জোড়-বিজোড় – পাঠ ১৭ – পাতা (১১৪-১২০), Class 3 math book solution west bengal board, WBBSE maths class III,

জুতো ও মোজা কিনি, জোড়-বিজোড়

সুমিতের আজ খুব মজা। সে বাবার সাথে নতুন জুতো কিনতে যাবে। কারণ তার পুরানো জুতো ছিঁড়ে গেছে। দোকানে গিয়ে সুমিত বলল, ১টা জুতো দিন। দোকানি অবাক হয়ে দুটো জুতো 👟👟 দিলেন। বাবা বললেন, ‘অন্য আর এক জোড়া জুতো দেখান’। দোকানি জুতো 👟👟 দেখালেন। সুমিত ‘আমার আগের জোড়া জুতো পছন্দ হলো। তাই ঐ জুতো জোড়া নিলাম। এবার ভাবলাম, জুতো যেমন দুটো হলে ১ জোড়া। তাই মোজাও দুটো হলে ১ জোড়া। আমি বাবাকে বললাম ‘এক জোড়া মোজা নেবো’।

বাড়ি ফেরার পথে বাবা 🍌🍌🍌🍌 কিনলেন। আমি বাবাকে বললাম, 🍌🍌🍌🍌 এটা নিশ্চয়ই ২জোড়া কলা। বাবা খুশী হলেন। বললেন কি ভাবে পেলে?

আমি বললাম, দুটোর দলে ভাগ করলাম, ৪÷২=২।

বাড়ি গিয়ে আমাদের জুতোগুলো সাজালাম 👟👟👟👟👟👟👟👟

বাবাকে বললাম, এখানে নিশ্চয়ই ৪ জোড়া জুতো। বাবা জিজ্ঞেস করলেন কীভাবে পেলে?

বললাম, ৮÷২=৪।

এবার, সব মোজাও জড়ো করলাম

জুতো ও মোজা কিনি, জোড়-বিজোড়

কিন্তু ৫টা মোজা, ১টা হারিয়ে গেছে। এটা তো জোড় করা গেল না। তবে কী বলবো?

বাবা বললেন, জোড় হল না তাই বিজোড় বলবো। তাই ৫টি মোজা বিজোড় সংখ্যার মোজা।

এবার বইগুলি বিজোড় সংখ্যায় আছে। 📚-৩টি বই।

খোপের মধ্যে জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় লিখি।

জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় লিখি

সমাধানঃ

জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় লিখি এর উত্তর

বাজারে জোড়-বিজোড় জিনিস কিনি :

সকালবেলা দাদু বাজার থেকে ৪ জোড়া কলা নিয়ে এলেন। বিকালবেলা বাবা বাজার থেকে আরো ২ জোড়া কলা আনলেন। দুজনে মোট কয়টি কলা আনলেন? [পাতা-১১৬]

সমাধানঃ

দাদু আনলেন ৪×২=৮টি কলা।

বাবা আনলেন ২×২=৪টি কলা।

দুজনে আনলেন (৮+৪)=১২টি কলা।

শিখন ফলাফলঃ ১ জোড়া = ২টি।


দীপু ১৫ জোড়া মোজা বাজার থেকে কিনে আনল। ৬ জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল। [পাতা-১১৬]

হিসাবঃ

দীপু কিনল ১৫×২=৩০টি

কাকিমাকে দিল ৬×২=১২টি

দীপুর কাছে রইল ৩০-১২=১৮টি বা ১৮÷২=৯ জোড়া মোজা।


নিজের শরীরে জোড়-বিজোড় দেখি

আমি আমার মাথা, চোখ, কান, নাক, হাত, পা ও ডান হাতের আঙুল কটা করে আছে এবং সেটি জোড় না বিজোড় তা নিন্ম চিত্রে দেখানো হলঃ

নিজের শরীরে জোড়-বিজোড় দেখি

অনুরুপভাবে, এবার দেখি আমার পেন্সিল, বই ও খেলনার হিসাবটিঃ

আমার পেন্সিল, বই ও খেলনার জোড়-বিজোড় দেখি

প্রতিযোগীরা জোড়ে না বিজোড়ে [পাতা-১১৮]

আমাদের হাউসিং কমপ্লেক্সে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন হয়েছে। ৩৩ জন অংশগ্রহণ করেছে। ৩৩ জনকে কতগুলি জোড়ে ভাগ করা যায় দেখি।

   ১৬  
২|৩৩
  -২     
    ১৩
   -১২    
     ১

১৬টি জোড়ে ভাগ করেও ১ জন পড়ে থাকছে। তাই ৩৩ বিজোড় সংখ্যা।

আমার বন্ধু শ্যামল ব্যাডমিন্টন খেলায় নাম দিল। তাই ৩৩+১=৩৪ জন হলো। এবার জোড় পেলাম ৩৪÷২=১৭। তাই ৩৪ জোড় সংখ্যা।

তাহলে, বিজোড় সংখ্যার সাথে ১ যোগ করলে জোড় সংখ্যা পাই। তেমনি জোড় সংখ্যার সাথে ১ যোগ করলে বিজোড় সংখ্যা পাই।


এসো, ১০ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাকে দুটো ঘরে বসাই।

জোড়ের ঘর
বিজোরের ঘর
১০, ২০, ৩০, ৪০,
১২, ২২, ৩২, ৪২,
১৪, ২৪, ৩৪, ৪৪,
১৬, ২৬, ৩৬, ৪৬,
১৮,  ২৮, ৩৮, ৪৮,
৫০
১১, ২১, ৩১, ৪১,
১৩, ২৩, ৩৩, ৪৩,  
১৫, ২৫, ৩৫, ৪৫,
১৭, ২৭, ৩৭, ৪৭,
১৯, ২৯, ৩৯, ৪৯,
 

জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি ০, ২, ৪, ৬, ৮।

বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি ১, ৩, ৫, ৭, ৯।


নীচের জোড় সংখ্যায় লাল রং ও বিজোড় সংখ্যায় নীল রং করি [পাতা-১১৯]।

সমাধানঃ


জোড় সংখ্যার নীচে লাল রং এর দাগ ও বিজোড় সংখ্যার নীচে হলুদ রং এর দাগ দিই [পাতা-১২০]

১০০, ১০৬, ১০১, ১০৭, ১০২, ১০৮, ১০৩, ১০৯, ১০৪, ১১০, ১০৫, ১১১

সমাধানঃ

প্রথম পদ্ধতিঃ

প্রত্যেকটি সংখ্যাকে ২ দ্বারা ভাগ করে দেখি ভাগশেষ ০ পাই কিনা।

   ৫০   
২|১০০
  -১০   
      ০
     -০   
      ০

   ৫৩   
২|১০৬
  -১০    
      ৬
    -৬    
      ০

   ৫০    
২|১০১
  -১০     
      ১
    -০     
      ১

   ৫৩   
২|১০৭
  -১০    
      ৭
    -৬   
      ১

   ৫১    
২|১০২
  -১০     
      ২
     -২     
      ০

   ৫৪   
২|১০৮
  -১০    
      ৮
    -৮   
      ০

    ৫১   
২|১০৩
  -১০    
      ৩
     -২    
      ১

   ৫৪   
২|১০৯
  -১০    
      ৯
     -৮   
      ১

   ৫২   
২|১০৪
  -১০    
      ৪
    -৪    
     ০

   ৫৫   
২|১১০
  -১০   
     ১০
    -১০    
      ০

   ৫২    
২|১০৫
  -১০   
      ৫
    -৪     
      ০

   ৫৫  
২|১১১
  -১০   
     ১১
    -১০    
      ১

ভাগশেষ ০ পাই যেসকল সংখ্যার ক্ষেত্রে সেগুলোঃ ১০০, ১০৬, ১০২, ১০৮, ১০৪, ১১০

ভাগশেষ ১ পাই যেসকল সংখ্যার ক্ষেত্রে সেগুলোঃ ১০১, ১০৭, ১০৩, ১০৯, ১০৫, ১১১

যেকোন সংখ্যাকে ২ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ এর জন্য সংখ্যাটি জোড় এবং ভাগশেষ ১ এর জন্য সংখ্যাটি বিজোড় হয়।

তাহলে, প্রশ্ন অনুসারে উত্তর নিন্মরুপঃ

১০০, ১০৬, ১০১, ১০৭, ১০২, ১০৮, ১০৩, ১০৯, ১০৪, ১১০, ১০৫, ১১১


দ্বিতীয় পদ্ধতিঃ

সংখ্যাগুলোকে ভাল করে লক্ষ্য করি এবং যে সকল সংখ্যার এককের স্থানে ০, ২, ৪, ৬, ৮ আছে সেগুলো জোড় এবং যে সকল সংখ্যার এককের স্থানে ১, ৩, ৫, ৭, ৯ আছে সেগুলো বিজোড়।

সেই অনুসারে উত্তরঃ

১০০, ১০৬, ১০১, ১০৭, ১০২, ১০৮, ১০৩, ১০৯, ১০৪, ১১০, ১০৫, ১১১


পরের পাঠঃ  

ফল পেড়ে ভাগ করে খাই


আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment