Amar Ganit Class 3 – ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি – পাঠ ২০ – পাতা (১৪৮-১৫৫)

Amar Ganit Class 3 – ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি – পাঠ ২০ – পাতা (১৪৮-১৫৫), আমার গণিত তৃতীয় শ্রেণি, West Bengal Board Class III, WBBSE Class 3 math

ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি

ঘড়িত তিনটি কাঁটার সময় দেখি ও ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি। কালো ছোট কাঁটাটি ঘণ্টার কাঁটা। কালো বড় কাঁটাটি মিনিটের কাঁটা। লাল রঙের কাটাটিকে বলবো সেকেন্ডের কাঁটা। লাল রঙের কাঁটাটি অন্য দুটি কাঁটার তুলনায় দ্রুত ঘুরছে।

ঘড়িতে ঘর আছে ১২টি, কিন্তু দাগ আছে ১২×৫=৬০টি। মিনিটের কাঁটা ১ বার সম্পূর্ণ ঘুরলে ঘণ্টার কাঁটা ঘর যায়, তাই ঘণ্টা হয়।

৬০ মিনিট = ঘণ্টা।

আবার লাল কাঁটা বা সেকেন্ডের কাঁটা ১ বার সম্পূর্ণ ঘুরলে মিনিটের কাঁটা দাগ যায়।

তাই, ১ মিনিট = ৬০ সেকেন্ড।

১৪৮ পাতায় প্রদত্ত ঘড়িগুলোতে কত বাজে তা নিন্ম চিত্রের মাধ্যমে দেখানো হলো।

ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি - ঘড়িগুলোতে কত বাজে

পিসির বাড়ি যাই [পাতা-১৪৯]

আজকে আমি তারকেশ্বরে পিসির বাড়ি বেড়াতে যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠলাম। ২ ঘণ্টা ১৮ মিনিট ২০ সেকেন্ড পরে তারকেশ্বর স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে রিক্সায় চড়ে ২০ মিনিট ১০ সেকেন্ড পরে পিসির বাড়ি পৌঁছালাম।

হাওড়া স্টেশন থেকে পিসির বাড়ি যেতে মোট সময় লাগল,

হাওড়া স্টেশন থেকে পিসির বাড়ি যেতে মোট সময়

বাড়ি ফেরার সময় রিক্সা পেলাম না। তাই পায়ে হেঁটে স্টেশনে এলাম। ৩০ মিনিট ৩০ সেকেন্ড সময় লাগলো। আবার তারকেশ্বর লোকাল ট্রেন তারকেশ্বর স্টেশন থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ৩০ সেকেন্ডে হাওড়া স্টেশনে পৌঁছালো। তাই ফেরার সময়ে পিসির বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মোট সময় লাগল,

পিসির বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যেতে সময়

১৫০ পাতার প্রশ্নসমূহ উত্তরসহ নিন্মে দেওয়া হলোঃ

দুইদিনে পাম্পটি মোট কত সময় চালানো হয়

Q1: আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে ১ঘ২০মি৩৫সে চালানো হয়। পরের দিনে ২ঘ১০মি২০সে চালানো হয়। দুইদিনে পাম্পটি মোট কত সময় চালানো হয়?

দুজনে মিলে কতক্ষন কাজ করেছে

Q2: সেচে জহর ৩ঘ৪০মি৪০সে কাজ করেছে। তারপর মিহির ৩ঘ৪০মি৩০সে কাজ করেছে। তারা দুজনে মিলে কতক্ষন কাজ করেছে?


৩। রমা জলসায় একটা আধুনিক গান গায়। সে ৪ মিনিটে গানটি শেষ করে। তারপর মৃগাঙ্ক একটি অতুলপ্রসাদের গান গায়। সে ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে গান গেয়েছিল। রমা গান গাইতে কত সময় বেশি নিয়েছিল?

সমাধানঃ

৪ মি. = ৪×৬০ সে. = ২৪০ সে.

৩ মি. ১০ সে. = ৩×৬০ সে.+১০ সে. = ১৮০ সে.+১০ সে. = ১৯০ সে.।

এখন, ২৪০-১৯০ = ৫০

রমা গান গাইতে ২০ সেকেন্ড বেশি নিয়েছিল।

কে তাড়াতাড়ি দৌড়েছে

Q4: একটি ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম ২মি৫০সে সময়ে দৌড় শেষ করে। কিন্তু পরাগ সময় নেয় ৩মি৩০সে। কে তাড়াতাড়ি দৌড়েছে এবং কত সময়্য কম নিয়েছে?


সময়ের যোগ করি [পাতা-১৫২]

প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রতিটি সময়ের যোগ নিন্মে ছবি আকারে দেয়া হয়েছে এবং পরে এর একটা সংক্ষিপ্ত রাফ সমাধান যুক্ত আছে, তোমরা ছবিরটা অনুসরণ করবে রাফেরটা নয়।

ঘণ্টা-মিনিট-সেকেন্ডের যোগ - ১

রাফ-১:

  ৪ঘ ২৪মি ২০সে

+২ঘ ৪০মি ৪০সে   

  ৬ঘ ৬৪মি ৬০সে

= ৬ঘ ৬৫মি

= ৬ঘ ৬০মি ৫মি

= ৭ঘ ৫মি

ঘণ্টা-মিনিট-সেকেন্ডের যোগ - ২

রাফ-২:

  ৬ঘ ২৮মি ৪৪সে

+৩ঘ ৪৮মি ২০সে

= ৯ঘ ৭৬মি ৬৪সে

= ৯ঘ ৬০মি১৬মি ৬০সে৪সে

= ১০ঘ ১৭মি ৪সে

সময়ের যোগ করি - ৩

রাফ-৩:

  ৮ঘ ১৭মি ২৩সে

+৮ঘ ৪৩মি ৩৭সে    

 ১৬ঘ ৬০মি ৬০সে

=১৭ঘ ১মি

সময়ের যোগ করি - ৪

রাফ-৪:

  ১ঘ ৩২মি ২৮সে

+৪ঘ ৩১মি ৪১সে    

  ৫ঘ ৬৩মি ৬৯সে

= ৫ঘ ৬০মি৩মি ৬০সে৯সে

= ৬ঘ ৪মি ৯সে

সময়ের যোগ করি - ৫

রাফ-৫:

  ৩ঘ ৩৮মি ১৩সে

+৪ঘ ২৩মি ২৮সে

+৮ঘ ১১মি ২৭সে    

 ১৫ঘ ৭২মি ৬৮সে

= ১৫ঘ ৬০মি১২মি ৬০সে৮সে

= ১৬ঘ ১৩মি ৮সে


ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের হিসাব করি

প্রশ্ন ১-৪ এর সমাধান নিচের ছবিতে দেয়া হলো যেখানে মিনিটকে সেকেন্ডে হিসাব করা হয়েছে।

ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের হিসাব ১-৪

নিন্মে ৫ ও ৬ নং প্রশ্ন উত্তরসহ দেওয়া হলো (চিত্র-দ্বারা)।

ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের হিসাব ৫

Q5: তাৎক্ষণিক বক্তৃতায় পার্থ ২মি৩০সে সময় নিয়েছে। পৃথা ৩মি১০সে সময় নিয়েছে। পৃথা কত সময় বেশি নিয়েছে?

ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের হিসাব ৬

Q6: সুপ্তি সকালে ১ঘ৩০মি৪০সে অঙ্ক কষেছে। শোভন ১ঘ৪০মি২০সে অঙ্ক কষেছে। শোভন কত সেকেন্ড বেশি অঙ্ক কষেছে?


তাড়াতাড়ি স্কুলে যাই [পাতা-১৫৪]

শ্যামলের চেয়ে চন্দ্রার কত সময় বেশি লাগে?

Q: শ্যামল সাইকেল চড়ে স্কুলে যায়। তার সময় লাগে ৩৫মি৪০সে। চন্দ্রা পায়ে হেঁটে স্কুলে যায়। তার সময় লাগে ১ঘ১৯মি২০সে। শ্যামলের চেয়ে চন্দ্রার কত সময় বেশি লাগে?


বিয়োগের চেষ্টা করি [পাতা-১৫৪]

সময়ের বিয়োগ - ১

রাফ-১:

   ৫ঘ ৪০মি ৫০সে

 - ২ঘ ৪০মি ৪০সে      

   ৩ঘ ০মি ১০সে

 =৩ঘ ১০সে

সময়ের বিয়োগ - ২

রাফ-২:

  ৩ঘ ৫০মি ৪০সে = ২ঘ ৬০মি ৪৯মি ৬০সে৪০সে

- ১ঘ ৫৫মি ৫০সে                                    

  ১ঘ ৫৪মি ৫০সে

সময়ের বিয়োগ - ৩

রাফ-৩:

  ২ঘ ৪০মি ২০সে = ১ঘ ৬০মি৩৯মি ৬০সে২০সে

- ১ঘ ৫০মি ৫০সে                                       

  ০ঘ ৪৯মি ৩০সে

সময়ের বিয়োগ - ৪

রাফ-৪:

  ২ঘ ৪০মি ৩০সে = ২ঘ ৩৯মি ৬০সে৩৫সে

- ১ঘ ২০মি ৩৫সে                               

  ১ঘ ১৯মি ৫৫সে

সময়ের বিয়োগ - ৫

রাফ-৫:

  ৬ঘ ২৪মি ১০সে = ৫ঘ ৬০মি২৩মি ৬০সে১০সে

- ৪ঘ ৪০মি ৩০সে                                    

  ১ঘ ৪৩মি ৪০সে

সময়ের বিয়োগ - ৬

রাফ-৬:

 ২ঘ ___মি ___সে = ১ঘ ৬০সে১০সে ৩০সে

- ১ঘ ২০মি ১০সে                                  

      ৫০মি ২০সে

সময়ের বিয়োগ - ৭

রাফ-৭:

  ৩ঘ ____মি ____সে = ৩ঘ ২মি ২সে = ২ঘ ৬০মি১মি ৬০সে২সে

- ২ঘ ৩৭মি ২২সে                                                           

       ২৪মি ৪০সে

সময়ের বিয়োগ - ৮

রাফ-৮:

 ৭ঘ __মি ___সে = ৭ঘ ৩০মি ২২সে

- ৫ঘ ২৯মি ১১সে                         

  ২ঘ   ১মি  ১১সে


পরের পাঠঃ

ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি


আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment