Amar Ganit Class 3 – ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি – পাঠ ২১ – পাতা (১৫৬-১৬৫)

Amar Ganit Class 3 – ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি – পাঠ ২১ – পাতা (১৫৬-১৬৫), WBBSE Maths Class three, West Bengal Class 3 math path 21, SMB,

ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি

আজ ৬ অক্টোবর। কি মজা। আমার স্কুলে আর দু-সপ্তাহ পরে ছুটি পড়বে। ১৮ দিন স্কুলে ছুটি থাকবে। আগের বছরের মতো এ বছরেও আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাবো। ক্যালেন্ডারে দেখি আর কতদিন পরে গ্রামে যাবো।

October
S
 
7
14
21
28
M
1
8
15
22
29
T
2
9
16
23
30
W
3
10
17
24
31
Th
4
11
18
25
 
F
5
12
19
26
 
Sat
6
13
20
27

 

১৯ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছি।

ক্যালেন্ডার থেকে পাই, ১৯ অক্টোবর শুক্রবার; ২৭ অক্টোবর শনিবার। আমরা মোট ৯ দিন গ্রামের বাড়িতে ছিলাম।


পাঁচ বছরের ক্যালেন্ডার দেখি ও ফাঁকা ঘরে দিন সংখ্যা বসাই [পাতা-১৫৮]

বন্ধুরা, তোমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত ক্যালেন্ডার দেখবে। আমরা দেখার পর যে শিখন ফলাফল পাই তার উল্লেখ নিচে করেছি। তোমরা পাঁচ বছরের ক্যালেন্ডার দেখে যা শিখবে তা এখানে রয়েছে।

মাস-দিন সংখ্যা

জানুয়ারি-৩১
ফেব্রুয়ারি-২৯/২৮
মার্চ-৩১
এপ্রিল-৩০
মে-৩১
জুন-৩০
জুলাই-৩১
আগস্ট-৩১
সেপ্টেম্বর-৩০
অক্টোবর-৩১
নভেম্বর-৩০
ডিসেম্বর-৩১
মোট-৩৬৬/৩৬৫

পরপর পাঁচ বছরের ক্যালেন্ডার থেকে পেলামঃ

ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনও ২৮ কখন ২৯

২০০৮ সালের ৪ বছর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হলো। যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়, সেই সালকে লিপইয়ার বলি।

১ বছর = ৩৬৫ দিন।

কিন্তু লিপইয়ারে ১ বছর = ৩৬৬ দিন।

উপরের ক্যালেন্ডারে ২০০৮২০১২ সাল লিপইয়ার।

যে সালটা লিপইয়ার সাধারণত তার বছর পর সালটা লিপইয়ার হয়।


নিজে করি [পাতা-১৫৯]

(১) লিপইয়ার ____ চিহ্ন দিই।

২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২১

সমাধানঃ

২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২১


(২) আমি ১ বছর ২ মাস নতুন স্কুলে আছি।

ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি এর আগে স্কুলে

(৩) বাড়ির সামনের মিষ্টির দোকান ২ বছর ৩ মাস বন্ধ ছিল।

বাড়ির সামনের মিষ্টির দোকান বন্ধ থাকার সময়

(৪) দাদা ২ মাস ২৩ দিন দার্জিলিং-এ আছে।

দাদা যতক্ষন দার্জিলিং থাকে

(৫) আমি ৩ মাস ২১ দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই।

আমার ফুটবল খেলার ক্ষণ

১৬০ পাতার বিষয়াদিঃ

১টা ক্যালেন্ডারে আমরা ১২টি মাস দেখি।

১২ মাস = ১ বছর।

ক্যালেন্ডারে আমরা ৭টি বার দেখি।

রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি।

তাই, সপ্তাহ = দিন।


২০১২ সালের মাস ও প্রতিমাসে দিন সংখ্যা লিখ [পাতা-১৬০]

উত্তরঃ

মাস-দিন সংখ্যা

জানুয়ারি-৩১
ফেব্রুয়ারি-২৯
মার্চ-৩১
এপ্রিল-৩০
মে-৩১
জুন-৩০
জুলাই-৩১
আগস্ট-৩১
সেপ্টেম্বর-৩০
অক্টোবর-৩১
নভেম্বর-৩০
ডিসেম্বর-৩১

অলোক ২০ অক্টোবর গ্রামের বাড়িতে গেল। সেখানে বন্ধুদের নতুন জামা দিল। কয়েকদিন ওখানে আনন্দ করলো। সে ২৬ অক্টোবর ফিরে এলো।

আলোক, ২৬ অক্টোবর

         - ২০ অক্টোবর                 

(৬+১) = ৭ দিন গ্রামের বাড়িতে ছিল।

তাই অলোক ৭ দিন = ১ সপ্তাহ গ্রামের বাড়িতে ছিল।


পাঁচ সপ্তাহে বাড়ি রং করি [পাতা-১৬১]

দিন সংখ্যাকে সপ্তাহে পাল্টাইঃ

আমাদের স্কুল বাড়ি রং করতে ৩৫ দিন সময় লেগেছে। স্কুল বাড়ি রং করতে কত সপ্তাহ লেগেছে?

সমাধানঃ

   ৫    
৭|৩৫
  -৩৫  
    ০

৫ সপ্তাহ সময় লেগেছে।


আরও জানি,

   ৬   
৭|৪২
  -৪২  
    ০

(১) ৪২ দিন = ৬ সপ্তাহ


   ৮    
৭|৫৬
  -৫৬   
     ০

(২) ৫৬ দিন = ৮ সপ্তাহ


   ৭   
৭|৫০
  -৪৯    
     ১

(৩) ৫০ দিন = ৭ সপ্তাহ ১ দিন


   ৪   
৭|৩০
  -২৮   
     ২

(৪) ৩০ দিন = ৪ সপ্তাহ ২ দিন


১। হাওড়ার ক্যারি রোডের বাস খারাপ হয়ে গেছে। রাস্তা সারাতে একদল লোক ১ মাস ১০ দিন কাজ করলেন। এরপরে আর একদল লোক বাকি কাজটা ১ মাস ১৫ দিনে শেষ করলেন।

সমাধানঃ

দুদলে মোট, ১মাস ১০দিন

            + ১মাস ১৫দিন       

               ২মাস ২৫দিন কাজ করেছিলেন।


২। আজ থেকে ২ মাস ২৫ দিন পরে পরীক্ষা। তার ১ মাস ৫ দিন পরে আমরা বেড়াতে যাবো।

                ২মাস ২৫দিন

               +১ মাস ৫দিন        

আজ থেকে ৩মাস ৩০ দিন পরে বেড়াতে যাবো। প্রায় ৪মাস পর বেড়াতে যাবো। (সাধারণত ১মাস=৩০দিন)


বাড়ি তৈরি দেখি [পাতা-১৬২]

একদল লোক প্রথম বাড়িটি তৈরি করতে মাস ২৫দিন সময় নিয়েছেন। তারপর দ্বিতীয় বাড়িটি তৈরি করতে মাস ২৮দিন সময় নিয়েছেন। দুটি বাড়ি তৈরিতে মোট 

    মাস ২৫দিন

+ মাস ২৮দিন     

   মাস ৫৩দিন

= মাস ৩০+২৩দিন

= ৭+১মাস ২৩দিন।


যোগ করতে চেষ্টা করি [পাতা-১৬২]

১। মাস ২০দিন

+ মাস ২৫দিন        

   মাস ৪৫দিন

= মাস ৩০+১৫দিন

= ৬+১মাস ১৫দিন

= মাস ১৫দিন


২। মাস ২০দিন

+ মাস ২৮দিন      

   মাস ৪৮দিন

= মাস ৩০+১৮দিন

= ৯+১মাস ১৮দিন

= ১০মাস ১৮দিন


৩। মাস ২৬দিন

+ মাস ২৫দিন    

   মাস ৫১দিন

= মাস ৩০+২১দিন

= ৯+১মাস ২১দিন

= ১০মাস ২১দিন


৪। মাস ২০দিন

+ মাস ২০দিন       

   ১২মাস ৪০দিন

= ১২মাস ৩০+১০দিন

= ১৩মাস ১০দিন

= ১২+১মাস ১০দিন

= বছর মাস ১০দিন


৫। মাস ২৫দিন

+ মাস ২০দিন      

   ১৩মাস ৪৫দিন

= ১৩মাস ৩০+১৫দিন

= ১৪মাস ১৫দিন

= ১২+২মাস ১৫দিন

= বছর মাস ১৫দিন


১৬৩ পাতার প্রশ্ন-উত্তরঃ

১। ধনেখালির এক তাঁতির ১০টা তাঁতের শাড়ি বুনতে ১ মাস ১০ দিন সময় লেগেছিল। কিন্তু জরির পাড় দেয়া ১০টা শাড়ি বুনতে ২ মাস ২০ দিন সময় লেগেছিল।

  ২মাস ২০দিন

- ১মাস ১০দিন    

  ১মাস ১০দিন

জরির পাড় দেওয়া শাড়ি বুনতে ১মাস ১০দিন বেশি সময় লেগেছিল।


২। রায়গঞ্জের মেলা ২৭ দিন ধরে চলে। আন্দুলের মেলা ১ মাস ১০ দিন ধরে থাকে।

মেলার সময় হিসাব-নিকাশ

৩। আমার দাদার বয়স ৯ বছর ৪ মাস ১২ দিন। আমার বয়স ৭ বছর ৩ মাস ২০ দিন।

আমার দাদা আমার থেকে কতদিনের বড়?

বিয়োগ করার চেষ্টা করি [পাতা-১৬৪]

নিচে ছবিতে ও রাফে বিয়োগের সমাধান দেওয়া হলো, তোমরা ছবিরটা অনুসরণ করবে।

বিয়োগ - ১

রাফ-১:

 ৫মাস ২৬দিন

-৪মাস ২০দিন     

  ১মাস ৬দিন

বিয়োগ - ২

রাফ-২:

৪মাস ৫দিন = ৩মাস ৩০দিন৫দিন

-২মাস ২০দিন                           

 ১মাস ১৫দিন

বিয়োগ - ৩

রাফ-৩:

১০বছর ৮মাস ১০দিন = ১০বছর ৭মাস ৩০দিন১০দিন

-৮বছর ৬মাস ২০দিন                                

  ২বছর ১মাস ২০দিন

বিয়োগ - ৪

রাফ-৪:

৮বছর ৬মাস ৩দিন = ৮বছর ৫মাস ৩০দিন৩দিন

-৭বছর ৪মাস ২০দিন                 

১বছর ১মাস ১৩দিন

বিয়োগ - ৫

রাফ-৫:

১১বছর ৫মাস ১২দিন = ১০বছর ১২মাস৪মাস ৩০দিন১২দিন

-৮বছর ৮মাস ২১দিন                                          

২বছর ৮মাস ২১দিন

বিয়োগ - ৬

রাফ-৬:

২৫বছর ৭মাস ৮দিন = ২৪বছর ১২মাস৬মাস ৩০দিন৮দিন

-২০বছর ১০মাস ১০দিন                        

৪বছর ৮মাস ২৮দিন


সমস্যা সমাধানের চেষ্টা করি [পাতা-১৬৫]

১। আমাদের পাড়ায় পুকুর কাটতে ২মাস ১৮দিন সময় লেগেছে। পাশের পাড়ার পুকুর কাটতে ১মাস ২৭দিন সময় লেগেছে। কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছিল?

সমাধানঃ

কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছিল?

অতএব, আমাদের পাড়ায় পুকুর কাটতে ২১ দিন বেশি সময় লেগেছিল।


২। আমার বয়স ৮বছর ২মাস ১৩দিন। আমার বোনের বয়স ৪বছর ১১মাস ১৭দিন। আমাদের দুজনের মোট বয়স কত?

সমাধানঃ

    ৮বছর ২মাস ১৩দিন

+  ৪বছর ১১মাস ১৭দিন      

   ১২বছর ১৩মাস ৩০দিন

= ১২বছর ১৩মাস ১মাস [৩০দিন=১মাস]

= ১২বছর ১৪মাস

= ১২বছর (১২+২)মাস

= ১২বছর ১বছর ২মাস [১২মাস=১বছর]

= ১৩বছর ২মাস

অতএব, আমাদের দুজনের মোট বয়স ১৩বছর ২মাস।


৩। আমার ছোটোকাকা অফিসের কাজে আসামে ছিলেন ৩মাস ১৩দিন এবং ভুবনেশ্বরে ছিলেন ২মাস ১৪দিন। কোথায় কতদিন বেশি ছিলেন?

সমাধানঃ

কোথায় কতদিন বেশি ছিলেন?

অর্থাৎ, ছোটকাকা আসামে ২৯ দিন বেশি ছিলেন।


৪। রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। একদল লোক ১মাস ২৭দিন কাজ করার পরে অন্যদল ২মাস ৫দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন। দুইদল লোক মোট কতদিন সময় নিয়েছিল?

সমাধানঃ

  ১মাস ২৭দিন

+২মাস ৫দিন    

  ৩মাস ৩২দিন

= ৩মাস (৩০+২)দিন

= ৪মাস ২দিন


৫। একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে ১মাস ২৮দিন সময় লেগেছিল। কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা ২মাস ৬দিনে মেরামত করেছিল। কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল?

সমাধানঃ

কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল?

অতএব, বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে ৮ দিন কম সময় লেগেছিল।


৬। আমাদের স্কুলের তিনটি ঘর তৈরি করা হলো। প্রথম ঘরটি তৈরি করতে ১মাস ২৭দিন, দ্বিতীয় ঘরটি তৈরি করতে ২মাস ৫দিন ও তৃতীয় ঘরটি তৈরি করতে ১মাস ২৭দিন সময় লেগেছে। স্কুলের তিনটি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে?

সমাধানঃ

  ১মাস ১৭দিন

+২মাস ৫দিন

+১মাস ২৭দিন    

  ৪মাস ৪৯দিন

= ৪মাস (৩০+১৯)দিন

= ৫মাস ১৯দিন

 

পরের পাঠঃ

ছুটিতে দুপুরবেলায় গল্প করি


আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment