Amar Ganit Class 3 – ক্যালেন্ডার তৈরি করি – পাঠ ২৪ – পাতা (১৯০-১৯৩)

Amar Ganit Class 3 – ক্যালেন্ডার তৈরি করি – পাঠ ২৪ – পাতা (১৯০-১৯৩), আমার গণিত তৃতীয় শ্রেণি সমাধান, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষ্মা গণিত ৩য় শ্রেণি সমাধান

ক্যালেন্ডার তৈরি করি

২০১২ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ বুধবার হলে এই মাসের জন্য ক্যালেন্ডার তৈরি করি। [এই সমাধানের জন্য ফেব্রুয়ারি মাস ২৮ দিনের নাকি ২৯ দিনের হবে তা নির্ভর করে বছরটি লিপইয়ার বা অধিবর্ষ কিনা তার উপর। যেহেতু ২০১২ হলো লিপইয়ার সেহেতু এই বর্ষের ফেব্রুয়ারি ২৯ দিনের হবে।] তৈরিকৃত ক্যালেন্ডারটি নিন্মরুপঃ

২০১২ ফেব্রুয়ারি ক্যালেন্ডার তৈরি করি

২০১১ ফেব্রুয়ারি এর ক্যালেন্ডার তৈরি কর যার ১ তারিখ মঙ্গলবার।

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহঃ
শুক্র
শনি
 
 
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
 
 
 
 
 

যেহেতু, ২০১১ লিপইয়ার নয় তাই ক্যালেন্ডারটি ২৮ দিনের।

বর্গের কী মজা আছে দেখি

এই বর্গের কী মজা আছে দেখি-

৯+১০+১১=৩০

৩+১০+১৭=৩০

১৬+১০+৪=৩০

২+১০+১৮=৩০

কী মিল পেলাম দেখি- সব দিক থেকেই যোগফল সমান।


ক্যালেন্ডার থেকে একই রকমের বর্গ তৈরি করি।

সমাধানঃ

একই রকমের তৈরিকৃত বর্গ নিন্মরুপঃ

ক্যালেন্ডার থেকে তৈরিকৃত বর্গ

এই বর্গে সবদিক থেকে যোগফল সমান কিনা দেখি-

১৩+১৪+১৫=৪২

৬+১৪+২২=৪২

২০+১৪+৮=৪২

৭+১৪+২১=৪২


ক্যালেন্ডার না দেখে মজা করি

২০১১ সালের ক্যালেন্ডার ও ২০১২ সালের ক্যালেন্ডার প্রধান তফাত দেখি।

২০১১ সালের ফেব্রুয়ারি মাস ২৮ দিনে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। কারণ সাধারণত প্রতি চার বছর অন্তর লিপইয়ার হয়।

আমরা জানি, দিনে ১ সপ্তাহ

আবার, ৭× দিন = ২৮ দিন

যেহেতু ২০১১ সালের ফেব্রুয়ারি মাস মঙ্গলবার দিয়ে শুরু। তাই ২০১১ সালের মার্চ মাসও মঙ্গলবার দিয়ে শুরু। কারণ ২৮, ৭ দিয়ে বিভাজ্য।

এখন,

২০১২ সালের ১ ফেব্রুয়ারি বুধবার

   ৪    
৭|২৯
  -২৮  
     ১

বুধবারের ১ দিন পরে বৃহস্পতিবার

তাই, ২০১২ সালের ১ মার্চ বৃহস্পতিবার

২০১১ সালের ১ জানুয়ারি শনিবার কিন্তু ১ ফেব্রুয়ারি মঙ্গলবার

কারণ,

   ৪   
৭|৩১
  -২৮   
    ৩

অর্থাৎ, শনিবারের ৩ দিন পরে।

আবার,

২০১২ সালের ১ জানুয়ারি রবি বার কিন্তু ১ ফেব্রুয়ারি বুধ বার।

কারণ,

   ৪   
৭|৩১
  -২৮   
    ৩

অর্থাৎ, রবিবারের ৩ দিন পরে।

এবার ক্যালেন্ডার দেখে উত্তর মিলিয়ে দেখি

কোনো বছরের মার্চ মাস সোম বারে শুরু হলে ঐ বছরের এপ্রিল মাস বৃহস্পতি বার হবে।

কারণ,

   ৪    
৭|৩১
  -২৮   
    ৩

অর্থাৎ, সোমবারের ৩ দিন পরে।


একটা বছরে কতগুলো সপ্তাহ দেখি [পাতা-১৯২]

    ৫২   
৭|৩৬৫
  -৩৫    
      ১৫
     -১৪    
        ১

তাই, এক বছর = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ দিন।

২০১১ এর জানুয়ারি মাস শনি বার শুরু হলে ২০১২ এর জানুয়ারি মাস রবি বার হবে। (কারণ, ১ দিন পরে)

তেমনি,

২০১০ মার্চ মাস সোম বার শুরু হলে, ২০১১ মার্চ মাস মঙ্গল বার হবে।


নিজে করি [পাতা-১৯২]

১) ২০১০ সালের ১ এপ্রিল বৃহস্পতি বার, ২০১১ সালের ১ এপ্রিল শুক্র বার।

২) ২০১১ এর ১ মে রবিবার, ২০১০ এর ১ মে শনিবার

৩) ২০১১ এর ১ জুন বুধবার, ২০১০ এর ১ জুন মঙ্গলবার


কিন্তু লিপইয়ার হলে ১ বছর = ৩৬৬ দিন = ৫২ সপ্তাহ দিন।

তাই, ২০১২ জানুয়ারি মাস রবিবার শুরু হলে ২০১৩ জানুয়ারি মাস মঙ্গলবার শুরু হবে।


২০১২ সালের ক্যালেন্ডার দেখে বার বসাই, আর ২০১৩ সালের ক্যালেন্ডার তৈরি করিঃ

১) ২০১২ সালের মে দিবস মঙ্গলবার হলে, ২০১৩ সালের মে দিবস বুধবার

২) ২০১২ এর স্বাধীনতা দিবস বুধবার, ২০১৩ এর স্বাধীনতা দিবস বৃহস্পতিবার

৩) ২০১২ এর নেতাজীর জন্মদিন সোমবার, ২০১৩ এর নেতাজীর জন্মদিন বুধবার হবে।

৪) ২০১২ সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে, ২০১৩ সালের প্রজাতন্ত্র দিবস শনিবার হবে।

 

২০১৩ সালের ক্যালেন্ডার

জানুয়ারি-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
 

ফেব্রুয়ারি-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28



মার্চ-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31







এপ্রিল-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30


মে-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31


জুন-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30


জুলাই-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31


আগস্ট-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31

সেপ্টেম্বর-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30


অক্টোবর-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31

নভেম্বর-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

ডিসেম্বর-২০১৩

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31

পরের পাঠঃ 

সংখ্যার বিন্যাস তৈরি করি


আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment