Amar Ganit Class 3 – বার্ষিক খেলায় যাই | সরলরেখাংশ ও বক্ররেখাংশ– পাঠ ১২ – পাতা (৭৯-৮৩)

Amar Ganit Class 3 – বার্ষিক খেলায় যাই | সরলরেখাংশ ও বক্ররেখাংশ– পাঠ ১২ – পাতা (৭৯-৮৩), WBBSE Class 3 maths solution, West Bengal Maths, WB Maths 3,

বার্ষিক খেলায় যাই, সরলরেখাংশ ও বক্ররেখাংশ

কাল আমাদের বার্ষিক খেলা হবে। তাই আজ সকালে চুন দিয়ে সোজা লাইন তৈরি করছি। চল বার্ষিক খেলায় যাই আর খেলা দেখি। বিভিন্ন আকার চিহ্নিত করি, সরলরেখাংশ ও বক্ররেখাংশ খুঁজে বের করি।

অমল দৌড়ে প্রথমে গেল। কিন্তু অমলকে বাদ দেওয়া হল। কারন অমল তার লাইনে সোজা দৌড়ায়নি।

এবার এক জায়গায় দাঁড়িয়ে খেলা শুরু হবে। যারা নাম দিয়েছে তারা মাঠের একদিকে চলে গেল ও নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ল।

দৌড়ের জন্য টানা চুনের লাইন ও লাফ দড়ির জন্য টানা চুনের লাইন এক নয়। প্রথমটা সরলরেখাংশ, অন্যটা বক্ররেখাংশ।

এবার শ্রেণিকক্ষে দেখি,

Amar Ganit Class 3 – বার্ষিক খেলায় যাই | সরলরেখাংশ ও বক্ররেখাংশ– পাঠ ১২ – পাতা (৭৯-৮৩)

কাগজের উপর একটা বাতি উপুর করে পেন্সিল দিয়ে বাটির চারপাশে ঝুলিয়ে একটা পেলাম। এটা একটা বক্ররেখা।


আজ আমরা দেশলাই কাঠি দিয়ে কিছু তৈরি করব [পাতা-৮০]

একটা পিচবোর্ডের ট্রে-তে কিছু দেশলাই কাঠি আছে। যার দ্বারা কিছু আকার তৈরি করা হলো। আকারগুলির নাম, কাঠির সংখ্যা ও বাহুর সংখ্যা লেখ।

সমাধানঃ

তৈরিকৃত আকার ও জিজ্ঞাসু উত্তর নিচে দেওয়া হলোঃ

আকার ও জিজ্ঞাসু উত্তর

বাহুর সংখ্যা খুঁজি

বাহুর সংখ্যা খুঁজি

ছবির মধ্যে আকার খুঁজি

ছবির মধ্যে আকার খুঁজি

শুভেন্দু বাবা ও মায়ের সঙ্গে দার্জিলিং বেড়াতে গেছে, সেখানে বসে সে ছবি আঁকছে। ছবি থেকে কয়েকটি সরলরেখাংশ ও বক্ররেখাংশ খুঁজছে। সে খুঁজে পেয়েছে-

সরলরেখা টি, বক্ররেখা টি

বর্গাকার চিত্র টি, আয়তাকার চিত্র টি

বৃত্ত টি, ত্রিভুজ ১০টি।


সরলরেখাংশয় নীল রং ও বক্ররেখাংশয় লাল রং দিইঃ

রং দিয়ে সরল এবং বক্র রেখাংশ চিহ্নিতকরণ

চিত্রের নানা জায়গায় অতিরিক্ত সরলরেখাংশ দিলে কী কী নতুন ধরনের চিত্র হয়, চিত্রের আকারে ও সংখ্যার কেমন পরিবর্তন হয় দেখি এবং ত্রিভুজ, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, আর বৃত্তাকার খুঁজি।

চিত্র থেকে চিত্র

শেষ কথাঃ

আমাদের এই পোস্ট Amar ganit class III West Bengal Board এর ১২তম পাঠ যার নাম বার্ষিক খেলায় যাই কিন্তু এর বিষয়বস্তু হিসেবে সরলরেখাংশ-বক্ররেখাংশ আলোচিত হয়েছে। এর সহিত আমরা বিভিন্ন আকার সম্পর্কে পরিচিত হয়েছি। পাঠ্যপুস্তক অনুসারে সকল প্রশ্নের উত্তর আমরা প্রদান করেছি। আমাদের সাথে থাক এবং জীবনে সুখী হও। ধন্যবাদ।


আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment