Amar Ganit Class 3 - আগের পড়া মনে করি – পাঠ এক - পাতা (১-১৭)

Amar Ganit Class 3 - আগের পড়া মনে করি – পাঠ এক - পাতা (১-১৭), Amar ganit class 3 answer, Class 3 MATH Book solution West Bengal Board, school math WB,

আগের পড়া মনে করি

এটা হলো আমার গণিত তৃতীয় শ্রেণির ১ম পাঠ (পাতা ১-১৭ পর্যন্ত) যার নাম আগের পড়া মনে করি। হ্যাঁ, বন্ধুরা চল আমরা সমাধান করি ও পূর্বের শ্রেণির গণিতের সকল কিছু মনে করি। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ গাণিতিক গল্পের সমাধান পাবে সহজ ও সঠিকভাবে। ধন্যবাদ।

পাতা-১: ছবি আঁকি ও অঙ্ক করি

১) ছবি দেখি। হিসাব করি। ঘরে লিখি।

আগের পড়া মনে করি অংশে টিপের হিসাব করি

সমাধানঃ

টিপের পাতা আছে টি। 

প্রত্যেক টিপের পাতায় ১০টি টিপ আছে।

মোট ৫০টি টিপ আছে। [৫×১০=৫০]

মা দুটি টিপ নিয়ে নিলেন।

টিপ রইল ৪৮টি। [৫০-২=৪৮]


২) এই চাদরে ৪টি টিপের পাতা আঁকি। প্রতিটি টিপের পাতায় ৮টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি।

সমাধানঃ

আগের পড়া মনে করি এ চাদরে ৪টি টিপের পাতা আঁকি

টিপের পাতা আছে টি।

প্রত্যেক টিপের পাতায় টি টিপ আছে।

মোট ৩২টি টিপ আছে। [৪×৮=৩২]

মা তিনটি টিপ নিয়ে নিলেন।

টিপ রইল ২৯টি। [৩২-৩=২৯]


৩) ছবি দেখি। হিসাব করি। ঘরে লিখি।

ছবি দেখি - হিসাব করি - ঘরে লিখি - 3

সমাধানঃ

গাছে আম আছে থোকা।

প্রত্যেক থোকায় টি আক আছে।

গাছে মোট ২১টি আম আছে। [৩×৭=২১]

গাছের তলায় টি আম পড়েছে।

মাটিতে পড়ার আগে গাছে আম ছিল ২৪টি। [২১+৩=২৪]


পাতা-২: ছবি দেখি, হিসাব করি এবং অঙ্কে ও কথায় লিখি।

ছবি দেখি, হিসাব করি এবং অঙ্কে ও কথায় লিখি - 4.1

৬×১২=৭২

অঙ্কেঃ ৭২টা পেনসিল; কথায়ঃ বাহাত্তর টা পেনসিল।

ছবি দেখি, হিসাব করি এবং অঙ্কে ও কথায় লিখি - 4.2

৩×৭=২১

২১+৭=২৮

অঙ্কেঃ ২৮টা পুঁতি; কথায়ঃ আটাশ টা পুঁতি।

ছবি দেখি, হিসাব করি এবং অঙ্কে ও কথায় লিখি - 4.3

২×৭=১৪

১৪+৯=২৩

অঙ্কেঃ ২৩টা সিন্দেশ; কথায়ঃ তেইশ টা সন্দেশ।

ছবি দেখি, হিসাব করি এবং অঙ্কে ও কথায় লিখি - 4.4

১০+৪=১৪

অঙ্কেঃ ১৪টা বেলুন; কথায়ঃ চৌদ্দ টা বেলুন।

ছবি দেখি, হিসাব করি এবং অঙ্কে ও কথায় লিখি - 4.5

১০+২+২০=৩২

অঙ্কেঃ ৩২ টাকা; কথায়ঃ বত্রিশ টাকা।

ছবি দেখি, হিসাব করি এবং অঙ্কে ও কথায় লিখি - 4.6

২০+১০=৩০

অঙ্কেঃ ২০টা ফুল; কথায়ঃ বিশ টা ফুল।


পাতা-৩: মালাগুলো দেখি। মালায় কটি পুঁতি আছে? কটি পাশে পড়ে আছে? পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল?

মালায় পুঁতির হিসাব - ৫.১

মালায় আছে ১৭টি পুঁতি।

পড়ে আছে টি পুঁতি।

মালায় আগে ছিল ১৭+৩=২০টি পুঁতি।

ছবিতে পুতিগুলো গণনা করি - ৫.২

মালায় আছে ১৫টি পুঁতি।

পড়ে আছে ৬টি পুঁতি।

মালায় আগে ছিল ১৫+৬=২১টি পুঁতি।

ছবিতে পুতিগুলো গণনা করি - ৫.৩

মালায় আছে ১৯টি পুঁতি।

পড়ে আছে ১টি পুঁতি।

মালায় আগে ছিল ১৯+১=২০টি পুঁতি।

ছবিতে পুতিগুলো গণনা করি - ৫.৪

মালায় আছে ১১টি পুঁতি।

পড়ে আছে ৯টি পুঁতি।

মালায় আগে ছিল ১১+৯=২০টি পুঁতি।

ছবিতে পুতিগুলো গণনা করি - ৫.৫

মালায় আছে ১৫টি পুঁতি।

পড়ে আছে ৫টি পুঁতি।

মালায় আগে ছিল ১৫+৫=২০টি পুঁতি।

ছবিতে পুতিগুলো গণনা করি - ৫.৬

মালায় আছে ১২টি পুঁতি।

পড়ে আছে ৮টি পুঁতি।

মালায় আগে ছিল ১২+৮=২০টি পুঁতি।


পাতা-৪: প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে। ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল। মোট কত সেকেন্ড উড়ল? ডানায় দুরকম লেখা আছে। যেটা ঠিক সেটায় হালকা হলুদ রঙ দিই।

সমাধানঃ

ফুলে বসার আগে ও ফুল থেকে উঠে প্রতিটি প্রজাপতি যত সেকেন্ড উড়ে তার ভিত্তিতে নিন্ম চিত্রে সঠিক পাখাকে হলুদ রং দেয়া হলো।

[তোমরা প্রদত্ত সময় দুটিকে যোগ করবে ফলে যে ফলাফল পাবে তা দেখে পাখায় রঙ করবে।]

উড়ার ভিত্তিতে প্রজাপতির পাখায় রঙ করি

পাতা-৫: মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি:

১। আজ নীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে ৮টা করে বেলুন দিল। লীলার কাছে বেলুন হলো ১৬ টা।

+ = ১৬

ফোলাতে গিয়ে ৩টে বেলুন ফেটে গেল। নীলার কাছে বেলুন রইল ১৩ টা।

১৬ = ১৩

লীলার বাবা লীলাকে ১৫টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে। সবাইকে ১টা করে দিতে গিয়ে লীলা দেখল ৩টে বাঁশি খারাপ। ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। বাঁশি পেল ১২ জন বন্ধু।

১৫ = ১২


২। প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান ৭জন মিলে বাগানে ফুল তুলল। কে কটা ফুল তুলল তা নীচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুরমাকে দিল। কে কটা দিল তাও নীচে লেখা আছে। তাদের কার জাজিতে কটা ফুল রইল?

[বিদ্রঃ প্রদত্ত ছকে হিসাব কষে উত্তর প্রদান করা হয়েছে।]

নাম
ফুল তুলল
ঠাকুরমাকে দিল
সাজিতে রইল
প্রিয়া
২৮
২২
সোমা
৪৪
৪১
মঙ্গলা
১৬
১৪
শবনম
৩৬
৩০
রোজি
৫৭
৫২
শুকুর
৬৯
৬৫
শান
১০

পাতা-৬: ঘরের মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রং করি।

[বিদ্রঃ এই প্রশ্নে ঘুড়ির পরিবর্তে ঘর ব্যবহার করা হয়েছে।]

  ১৫
+১১ 
 ৩৮
-১২ 
 ৪৩
-৩২ 
 ৪৮
-২৬ 
  ১২
+১৬ 
  ১৮
+২১ 
 ৫৫
-২১ 
  ১৪
+২২ 
 ৮৬
-৬৬ 

ফলাফলে দশকের ঘরে ১ এলে ঘরটা লাল রং করি। ফলাফলে দশকের ঘরে ২ এলে ঘরটা সবুজ রং করি। ফলাফলে দশকের ঘরে ৩ এলে ঘরটা হলুদ রং করি।

(ক) কোন রং বেশি দিলাম?

(খ) কোন রং কম দিলাম?

(গ) যোগ বিয়োগের আগে ঘরের মধ্যে বড়ো সংখ্যা কোনটা ছিল?

(ঘ) যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোটো সংখ্যা কোনটা ছিল?

(ঙ) ফলাফলে সবচেয়ে বড়ো সংখ্যা।

(চ) ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা।

সমাধানঃ

  ১৫
+১১  
  ২৬
 ৩৮
-১২ 
 ২৬
 ৪৩
-৩২ 
 ১১
 ৪৮
-২৬ 
 ২২
  ১২
+১৬ 
  ২৮
  ১৮
+২১ 
  ৩৯
 ৫৫
-২১ 
 ৩৪
  ১৪
+২২ 
  ৩৬
 ৮৬
-৬৬ 
  ২০

ফলাফলে দশকের ঘরে ১ এলে ঘরটা লাল রং করি। ফলাফলে দশকের ঘরে ২ এলে ঘরটা সবুজ রং করি। ফলাফলে দশকের ঘরে ৩ এলে ঘরটা হলুদ রং করি।

(ক) সবুজ রং বেশি দিলাম।

(খ) লাল রং কম দিলাম।

(গ) যোগ বিয়োগের আগে ঘরের মধ্যে বড়ো সংখ্যা ছিল ৮৬।

(ঘ) যোগ বিয়োগের আগে ঘরের মধ্যে ছোটো সংখ্যা ছিল ১১।

(ঙ) ফলাফলে সবচেয়ে বড়ো সংখ্যা ৩৯।

(চ) ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা ১১।


পাতা-৭: চলো বাজারে যাই।

সাইকেলে চড়ে বাজারে চলি। হিসাব করে খরচ করি। ফাঁকা ঘরে লিখিঃ

নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে। পথে দেখল রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে।

প্রতি সাইকেলে টি চাকা। তিনজনের সাইকেলে মোট ৩×৩=৯টি চাকা।

বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে ৪টি ঝুড়ি দেখল। প্রত্যেক ঝুড়িতে ৬টি করে তরমুজ আছে। রমজান বলল মোট ৪×=২৪টি তরমুজ আছে।

এবার তারা ফোন বুথে গেল। মিতা ২টি ফোন করল।

নীলু ১টা ও রমজান ১টা ফোন করল।

তারা মোট ২+১+১=৪ টে ফোন করল।

প্রতি ফোনের জন্য ২টাকা দিতে হলো।

তাদের মোট ×২ টাকা = টাকা দিতে হলো।

তারপর নীলু ৪ আঁটি শাক কিনল। ১ আঁটি শাকের দাম ৫ টাকা। নীলু দিল × টাকা = ২০ টাকা।

রমজান এবার ২টি গন্ধরাজ লেবু আর ১টা বেল কিনল। একটা লেবুর দাম ৪টাকা।

২টি লেবুর দাম × টাকা = টাকা।

১টা বেলের দাম ৭টাকা।

রমজান মোট টাকা + টাকা = ১৫ টাকা দিল।

মিতা ২টি লাউ আর একটা এঁচড় কিনল।

লাউ ৯টাকা করে। ২টি লাউয়ের দাম × টাকা = ১৮ টাকা।

মিতা একটা এঁচড়ের দাম দিল ১৭টাকা।

মিতা মোট ১৮ টাকা + ১৭ টাকা = ৩৫ টাকা দিল।

তাদের মোট খরচ ৮+২০+১৫+৩৫=৭৮ টাকা।


পাতা-৮: যোগ এর বদলে গুণ। কতকে কত দিয়ে গুণ করতে হবে? গুণফল কত হবে?

৩+৩=৬ এর বদলে ৩×২=৬।

৫+৫+৫=১৫ এর বদলে ৫×৩=১৫।

৭+৭+৭+৭=২৮ এর বদলে ৭×৪=২৮।

৮+৮+৮+৮=৩২ এর বদলে ৮×৪=৩২।

৬+৬+৬+৬+৬=৩০ এর বদলে ৬×৫=৩০।

৯+৯+৯+৯+৯=৪৫ এর বদলে ৯×৫=৪৫।

পাতা-৮: ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক ঠিক মতো রং দিই।

×
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
২৪
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

গুনফলের দশকে ৪ থাকলে __ দিই।

গুনফলের দশকে ৪ থাকলে __ দিই।

গুনফলের দশকে ৪ থাকলে __ দিই।

গুনফলের দশকে ৪ থাকলে __ দিই।

গুনফলের দশকে ৪ থাকলে __ দিই।

(ক) __ রং দিয়েছি ___টি ঘরে।

(খ) __ রং দিয়েছি ___টি ঘরে।

(গ) __ রং দিয়েছি ___টি ঘরে।

(ঘ) __ রং দিয়েছি ___টি ঘরে।

(ঙ) __ রং দিয়েছি ___টি ঘরে।

বেশি ঘরে দিয়েছি ____ রং।

সমাধানঃ

×
১০
১২
১৫
১২
১৬
২০
১০
১৫
২০
২৫
১২
১৮
২৪
৩০
১৪
২১
২৮
৩৫
১৬
২৪
৩২
৪০
১৮
২৭
৩৬
৪৫

(ক) ৮

(খ) ২

(গ) ৪

(ঘ) ১২

(ঙ) __


পাতা-৯: সমান ভাগে ভাগ করি

তিন থেকে শুরু করে দুই ঘর ছেড়ে ছেড়ে রং দিই।

সমাধানঃ


১) রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে। রানার দাদু ৯টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো তিন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। রানা প্রতেককে টি করে সন্দেশ দিল।

÷=


২) আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান। ৪টে হনুমানকে ১৬ টা কলা সমান করে ভাগ করে দিলেন। প্রত্যেক হনুমান টি করে কলা পেল।

১৬÷=


৩) চাচা আমিনাদের ৫জনকে মোট ১৫টা চকোলেট সমান ভাগে ভাগ করে দিলেন। আমিনারা প্রত্যেকে টা করে চকলেট পেল।

১৫÷=


৪) রিমলি বইয়ের তাকে ২১টা বই রাখবে। ৩টা খোপ। প্রতি খোপে সমান বই রাখতে হবে। রিমলি প্রতি খোপে টা বই রাখল।

২১÷=


৫) সবুজরা ৪ বন্ধু জল ছেঁচে ২৪টা মাছ ধরল। সমান ভাগে ভাগ করে প্রত্যেকে টা করে মাছ নিল।

২৪÷=


পাতা-১০: ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি। দুটো করে সমস্যা তৈরি করি।

প্রদত্ত ফাঁকা ঘর যা পূরণ করতে হবে

সমাধানঃ

পূরণকৃত ফাঁকা ঘর

তৈরিকৃত সমস্যাগুলোঃ

২।ক) কাকার কাছে কিছু লিচু আছে। তিনি রিমাকে ৩টি লিচু দিলেন এবং বাকী লিচুগুলো তিনি রিতাকে দিলেন। কাকা মোট ৮টি লিচু তাদের দুইজনকে দিলেন। কাকা রিতাকে কয়টি লিচু দিলেন?

খ) মা ৪টি করে লিচু রেনু ও রিতুকে দিলেন। মা তাদেরকে মোট কয়টি লিচু দিলেন?

৩।ক) একটি গাছে কিছু পাথি বসে ছিল। সেখান থেকে ৩টি পাথি উড়ে গেল। গাছে এখন ১০টা পাখি অবশিষ্ট আছে। গাছটিতে মোট কয়টি পাখি ছিল?

খ) একটি গাছে মোট ১০টি পাখি বসে আছে। তার মধ্য ৪টি বাবুই আর বাকীগুলো চড়ুই। গাছে কতটি চড়ুই বসে আছে?


পাতা-১০: ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি। প্রথম ঘরের সংখ্যাটি ২০-র মধ্যে লিখি।

ফাঁকা ঘরে সংখ্যা লিখি - ১০

সমাধানঃ

ফাঁকাঘরে সংখ্যা লেখার পর প্রাপ্ত চিত্র

পাতা-১১: রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে। যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখিঃ

রেলগাড়ির বগির নাম্বার হিসাব

সমাধানঃ

রেলগাড়ির সকল বগিগুলোর নাম্বার পর্যায়ক্রমে লেখা হলোঃ

১ম রেলগাড়িঃ ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯, ২১

২য় রেলগাড়িঃ ৫০, ৪৫, ৪০, ৩৫, ৩০, ২৫, ২০, ১৫, ১০, ৫, ০

৩য় রেলগাড়িঃ ২, ১২, ২২, ৩২, ৪২, ৫২, ৬২, ৭২, ৮২, ৯২, ১০২

৪র্থ রেলগাড়িঃ ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩

৫ম রেলগাড়িঃ ৯৩, ৯৩, ৯০, ৮৭, ৮৪, ৮১, ৭৮, ৭৫, ৭২, ৬৯, ৬৬


পাত-১২: যোগ, বিয়োগ, গুণ

১) যোগ করি

২৮
+৭  
৩৫

২) বিয়োগ করি

৩৭
- ৪  
৩৩

৩) গুণ করি

 ১৩
× ৩  
 ৩৯

৪) উপরে-নীচে লিখে যোগ করি।

ক) ৬৭ ও ৭

খ) ৪৩, ৬ ও ২০

গ) ৭৪, ১৭ ও ৫

ঘ) ৬৪, ৬ ও ৮

ঙ) ৪, ৩ ও ১৬

চ) ৫, ৪ ও ২৩

সমাধানঃ

ক) ৬৭
     +৭  
     ৭৪

খ) ৪৩
   +৬
  +২০  
   ৬৯

গ) ৭৪
  +১৭
   +৫  
   ৯৬

ঘ) ৬৪
   +৬
   +৮  
   ৭৮

ঙ) ৪
  +৩
 +১৬  
   ২৩

চ) ৫
  +৪
+২৩  
  ৩২

৫) উপরে-নীচে লিখে বিয়োগ করি।

ক) ২৭ থেকে ৭

খ) ৪৭ থেকে ১৫

গ) ৭৪ থেকে ৫

ঘ) ৪৮ থেকে ১৪

ঙ) ৫৫ থেকে ১২

চ) ৬৩ থেকে ১৪

সমাধানঃ

ক) ২৭  
    - ৭  
    ২০

খ) ৪৭  
   -১৫  
   ৩২

গ) ৭৪  
    -৫  
   ৬৯

ঘ) ৪৮  
   -১৪  
    ৩৪

ঙ) ৫৫
    -১২  
    ৪৩

চ) ৬৩
   -১৪  
   ৪৯

৬) উপরে-নীচে লিখে গুণ করি।

ক) ৬ কে ৩ দিয়ে

খ) ১৬ কে ৪ দিয়ে

গ) ১৪ কে ৫ দিয়ে

ঘ) ২১ কে ৩ দিয়ে

ঙ) ১০ কে ৫ দিয়ে

চ) ২৪ কে ৪ দিয়ে

সমাধানঃ

ক) ৬
 × ৩  
   ১৮

খ) ১৬
  × ৪  
   ৬৪

গ) ১৪
   ×৫  
   ৭০

ঘ) ২১
  × ৩ 
   ৬৩

ঙ) ১০
  × ৫  
   ৫০

চ) ২৪
  × ৪  
   ৯৬

৭) ভাগ করি। ভাগফল ও ভাগশেষ লিখি।

   ১২ 
৪)৪৮
   ৪   
    ৮
    ৮  
    ০

ভাগফল=১২, ভাগশেষ=০

   ১১  
৫)৫৫
   ৫   
    ৫
    ৫  
    ০

ভাগফল=১১, ভাগশেষ=০

   ১৬ 
৩)৪৯
   ৩   
   ১৯
   ১৮ 
    ১

ভাগফল=১৬, ভাগশেষ=১


৮) ভাগ করি। ভাগফল ও ভাগশেষ লিখি।

ক) ২৭ কে ৩ দিয়ে

খ) ৪৪ কে ৪ দিয়ে

গ) ৩৬ কে ৩ দিয়ে

ঘ) ১৭ কে ৩ দিয়ে

ঙ) ৩৪ কে ৪ দিয়ে

চ) ৫৭ কে ৫ দিয়ে

সমাধানঃ

ক)

   ৯  
৩)২৭
   ২৭  
    ০

ভাগফল=৯, ভাগশেষ=০

খ)

   ১১  
৪)৪৪
   ৪  
    ৪
    ৪  
    ০

ভাগফল=১১, ভাগশেষ=০

গ)

   ১২  
৩)৩৬
   ৩  
    ৬
    ৬  
    ০

ভাগফল=১২, ভাগশেষ=০

ঘ)

   ৫  
৩)১৭
   ১৫ 
    ২

ভাগফল=৫, ভাগশেষ=২

ঙ)

   ৮  
৪)৩৪
   ৩২ 
     ২

ভাগফল=৮, ভাগশেষ=২

চ)

   ১১  
৫)৫৭
   ৫  
    ৭
    ৫  
    ২

পাতা-১৩: আজ আমরা বাগানে খেলা করব। গাছের নীচে অনেক ফুল পড়ে আছে। আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নীচে জড়ো করব।

এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম। নতুনভাবে কাঠি, লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনব। কাঠিতে ৯ টার বেশি পুঁতি রাখা যায় না।

কাঠি-পুতি দ্বারা প্রকাশ - ১৩.১

সমাধানঃ

কাঠি-পুতি দ্বারা প্রকাশ - ১৩.১ উত্তর

এবার ১০ টা ফুলের জন্য ১ টা হলুদ পুঁতি নেব ও আরো একটা কাঠির দরকার, কারণ ৯টার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না, তাই দশক কাঠির দরকার। ১০ বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব।

হলুদ পুঁতির হিসাব

হলুদ ও লাল পুঁতির মানের ভিত্তিতে পাঠ্যপুস্তকের সকল ফাঁকা ঘর পূরণ করে নিচে দেওয়া হলোঃ

আমি কুড়িয়েছি

হলুদ ও লাল পুঁতির মাধ্যমে ফাঁকা ঘর পূরণ - ১৪.১

বেলা কুড়িয়েছে

হলুদ ও লাল পুঁতির মাধ্যমে ফাঁকা ঘর পূরণ - ১৪.২

মলয় কুড়িয়েছে

হলুদ ও লাল পুঁতির মাধ্যমে ফাঁকা ঘর পূরণ - ১৪.৩

শিবু কুড়িয়েছে

হলুদ ও লাল পুঁতির মাধ্যমে ফাঁকা ঘর পূরণ - ১৪.৪

রাণু কুড়িয়েছে

হলুদ ও লাল পুঁতির মাধ্যমে ফাঁকা ঘর পূরণ - ১৪.৫

শিবু ও রাণু মিলে মোট কুড়িয়েছে

হলুদ ও লাল পুঁ-তির মাধ্যমে ফাঁকা ঘর পূরণ - ১৪.৬

বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে

হলুদ ও লাল পুঁ.তির মাধ্যমে ফাঁকা ঘর পূরণ - ১৪.৭

আমি ও রাণু মিলে কুড়িয়েছি

হলুদ ও লাল পুঁতির-মাধ্যমে ফাঁকা ঘর পূরণ - ১৪.৮

১। আমার কাছে ২৩টি কুল ছিল। দিদি আরো ৮টি কুল আমাকে দিল। এখন আমার কাছে কয়টি কুল আছে?

সমাধানঃ

আমার কাছে কয়টি কুল আছে তার হিসাব

অতএব, আমার কাছে ৩১টি কুল আছে।


পাতা-১৬: নিজেরা কাঠি ও পুঁতি এঁকে সমাধান করিঃ

২) পুকুরে প্রথমদিন ২৮টি রুই মাছ ছাড়া হল এবং পরের দিন ২৫টি রুইমাছ ছাড়া হলো। এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো ____টি।

সমাধানঃ

ভাষা দিয়ে সমস্যা তৈরি করি ও সমাধান করি - 2

দুদিনে মোট মাছ হলো ৫৩টি।


৩। বাবা বাজারে গিয়ে ১০ টাকার তরমুজ, ৫১ টাকার মাছ ও ২০ টাকার আলু কিনলেন। বাবা মোট  ____ টাকা খরচ করলেন।

সমাধানঃ

ভাষা দিয়ে সমস্যা তৈরি করি ও সমাধান করি - 3

বাবা মোট ৮১ টাকা খরচ করলেন।


৪) আজ স্কুলের প্রথম শ্রেণিতে ৩৮ জন ও দ্বিতীয় শ্রেণিতে ৪৬ জন এসেছে। ঐ দুই শ্রেণিতে মোট ____ জন এসেছে।

সমাধাণঃ

ভাষা দিয়ে সমস্যা তৈরি করি ও সমাধান করি - 4

মোট ৮৪ জন এসেছে।


পাতা-১৭: ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করিঃ

৫। আমার কাছে ৪২টি লজেন্স ছিল। মধু ৩৩টি লজেন্স দিল। এখন আমার কাছে ____টি লজেন্স রইল।

সমাধানঃ

ভাষা দিয়ে সমস্যা তৈরি করি ও সমাধান করি - 5

আমার কাছে ৭৫টি লজেন্স আছে।


৬। ভাষা দিয়ে সমস্যা তৈরি করি ও সমাধান করি।

# রাজের কাছে ৪৫টি স্টিকার আছে। মালার কাছে ২৫টি স্টিকার আছে। দুইজনের কাছে মোট ___টি স্টিকার আছে।

সমাধানঃ

ভাষা দিয়ে সমস্যা তৈরি করি ও সমাধান করি - 6

দুইজনের কাছে মোট ৭০টি স্টিকার আছে।


আরওঃ 

Amar Ganit Class 3 Table of Content

Make CommentWrite Comment