Amar Ganit Class 3 – সমানভাগে ভাগ করি | হাতে কলমে কাজ – পাঠ ১১ – পাতা (৭৩-৭৮)

Amar Ganit Class 3 – সমানভাগে ভাগ করি | হাতে কলমে কাজ – পাঠ ১১ – পাতা (৭৩-৭৮), কার্ড দিয়ে ভাগ করি, amar gonit class 3 solutions, west bengal math 3,

সমানভাগে ভাগ করি, হাতে কলমে কাজ

আমি মালদহ জেলার ইংলিশবাজারে থাকি। বাবা, মা, দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। আজ সকালে বাবা বাজার থেকে ১ ঝুড়ি আম এনেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে ২৫টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। প্রত্যেকে কয়টি করে আম পাবে?

সমাধানঃ

আমের সংখ্যা ২৫টি

বাবা, মা, দিদা, দাদু ও আমি মিলে মোট ৫ জন

২৫÷৫=৫

প্রত্যেকে ৫টি করে আম পাবে।


বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম। সেখানে নাগরদোলায় চড়লাম। দেখলাম নাগরদোলার খাঁচাগুলোয় ৩৫ জন বসেছে। প্রত্যেক খাঁচায় ৫ জন বসেছে। সেখানে মোট কতগুলো খাঁচা আছে?

সমাধানঃ

৩৫÷৫=৭

মোট খাঁচার সংখ্যা ৭টি।


মেলায় অনেক মজা করলাম। শেষে বাড়ি ফেরার সময়ে দাদু এক ঠোঙা জিলিপি কিনলেন। বাড়ি ফিরে দেখলাম ২০টি জিলাপি আছে। প্রত্যেকে কয়টি করে জিলাপি পাবে?

সমাধানঃ

২০÷৫=৪

প্রত্যেকে ৪টি করে জিলাপি পাবে।


(১)

👟 👟 👟 👟 👟 👟 👟 👟
👟 👟 👟 👟 👟 👟 👟
👟 👟 👟 👟 👟 👟 👟 👟
👟 👟 👟 👟 👟 👟 👟

কত জন মেয়ে পরতে পারবে।

হিসাবঃ

ছবিতে, মোট জুতা = ৩০টি।

৩০÷২=১৫ [দুই পায়ের জন্য দুটি জুতা প্রয়োজন।]

১৫ জন মেয়ে পরতে পারবে।


(২)

🔘 🔘 🔘 🔘 🔘 🔘 🔘 🔘 🔘 🔘
🔘 🔘 🔘 🔘 🔘 🔘 🔘 🔘
👕 👕 👕 👕 👕 👕

ছবিতে ১৮টি বোতাম আছে।

টি জামা আছে।

১টি জামায় ১৮÷=টি বোতাম লাগবে।


(৩)

🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
🍌🍌🍌🍌🍌🍌

বাগান থেকে ৩৬টি কলা তুলে এনেছি। পাঁচিলে হনুমান ৪টি। সমানভাগে ভাগ করে দিলে, প্রত্যেক হনুমান পায় ৩৬÷=টি কলা।


(৪)

 🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗

১টি গাড়িতে ৪টি চাকা লাগে,

৪৪টি চাকা ৪৪÷=১১টি গাড়িতে লাগানো যাবে।

   ১১   
৪|৪৪
  -৪   
    ৪
  -৪   
   ০

হাতে কলমে কাজ (কাঠি দিয়ে)

৪৪ |||||||||| |||||||||| |||||||||| |||||||||| ||||

|||||||||| | |||||||||| | |||||||||| | |||||||||| |

৪৪÷৪ |||||||||| |১১


মাছ ভাগ করি

১। দিঘার সমুদ্রে ১০০ কেজি মাছ উঠেছে। ২টি বাক্স রাখা আছে। সমান ভাগে ভাগ করলে, প্রত্যেক বাক্সে ১০০÷২=৫০ কেজি মাছ রাখা যাবে। [৫০×২=১০০]

একে হাতে কলমে কাজ (কার্ড দিয়ে) এর মাধ্যমে প্রকাশ করঃ

সমাধানঃ

সমানভাগে ভাগ করি | হাতে কলমে কাজ - ১

২। এবার শিশুদিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের ২১০টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে ২টি করে লজেন্স নিয়েছি। সেইদিন আমরা ২১০÷২=১০৫ জন স্কুলে এসেছিলাম।

হাতে কলমে (কার্ড দিয়ে) প্রকাশ করঃ

সমাধানঃ

সমানভাগে ভাগ করি | হাতে কলমে কাজ - ২

৩। ৩ দিনে ৩৬০টি মাটির হাঁড়ি তৈরি হলে ১ দিনে ৩৬০÷=১২০টি হাঁড়ি তৈরি হয়।

হাতে কলমে কাজ (কার্ড দিয়ে) এর মাধ্যমে দেখাওঃ

সমানভাগে ভাগ করি | হাতে কলমে কাজ - ৩

৪। একটি গ্রামের প্রত্যেক পরিবারকে ২ কেজি চাল দেওয়া হয়। মোট ৩০০ কেজি চাল পাঠানো হলো। ৩০০÷=১৫০টি পরিবার চাল পেল।

হাতে কলমে কাজ (কার্ড দিয়ে) এর মাধ্য্যমে দেখাওঃ

কার্ড দিয়ে ভাগ করা - ৪

১) রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে ৩টি করে বই দেওয়া হল। মোট ৪৫০টি বই দেওয়া হল। ওই বিদ্যালয়ে ৪৫০÷৩=১৫০ জন ছাত্র আছে।

হাতে কলমে কাজ (কার্ড দিয়ে):

কার্ড দিয়ে ভাগ করা - ৫

কার্ড দিয়ে ভাগ করিঃ

২) ৩১০÷২

৩) ১২০÷৩

৪) ১৫০÷৫

সমাধানঃ

২) ৩১০÷২

কার্ড দিয়ে ভাগ করি - ৬.২

৩) ১২০÷৩

কার্ড দিয়ে ভাগ করি - ৬.৩

৪) ১৫০÷৫

কার্ড দিয়ে ভাগ করি - ৬.৪

আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment