Amar Ganit Class 3 – স্কুলে স্বাধীনতা দিবস পালন করি – পাঠ ৯ – পাতা (৬১-৬৪)

Amar Ganit Class 3 – স্কুলে স্বাধীনতা দিবস পালন করি – পাঠ ৯ – পাতা (৬১-৬৪), হাতে কলমে কাজ (কার্ড দিয়ে), নারকেল নিয়ে বাজারে যাই, west bengal marh 3,

স্কুলে স্বাধীনতা দিবস পালন করি

আজ ১৫ আগস্ট। আমাদের স্বাধীনতা দিবস। মিতার স্কুলে জাতীয় পতাকা তোলা হবে। মিতার স্কুলের নাম রামমোহন প্রাথমিক বিদ্যামন্দির। হুগলি জেলায় অবস্থিত। মিতা গুনে দেখল ২৬ জন বন্ধু এসেছে। প্রত্যককে ২টি করে বিস্কুট দেবে।

অর্থাৎ, ২০×২টি =৪০টির বেশি বিস্কুট দরকার

৩০×২টি = ৬০টির কম বিস্কুট হলেই হবে।

ঠিক বিস্কুটের দরকার

= ২০×২+৬×২ টি

= ৪০ + ১২ টি

= ৫২টি

হাতে কলমে কাজ (কাঠি দিয়ে)

|||||||||| |||||||||| |||||| + |||||||||| |||||||||| |||||| = |||||||||| |||||||||| |||||||||| |||||||||| |||||||||| ||


দিদিমণি এবার প্রত্যেককে ৪টি করে লজেন্স দিতে বললেন।

মিতা লজেন্স দিল

= ২০×৪+৬×৪ টি

= ৮০ + ২৪ টি

= ১০৪টি


হাতে কলমে কাজ (কার্ড দিয়ে)

হাতে কলমে কাজ

বিদ্রঃ ১০টি একক কার্ড মিলে হয় ১টি দশক কার্ড এবং ১০টি দশক কার্ড মিলে হয় ১টি শতক কার্ড।


নারকেল নিয়ে বাজারে যাই [পাতা-৬৩]

পূর্ব মেদিনীপুরের দিঘায় শাকিলের বাড়ি। সে ৫ বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। প্রতি বস্তায় ২৮টি নারকেল আছে। শাকিল মোট ____টি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে।

সমাধানঃ

প্রথম পদ্ধতিঃ

২৮×৫

= ২০×৫+৮×৫

= ১০০ + ৪০

= ১৪০

দ্বিতীয় পদ্ধতিঃ

 
 ২৮গুণ্য
× ৫গুণক
১৪০গুণফল

কী পাই দেখি

১) ৫২×৩

২) ৬১×৫

৩) ৮১×৩

৪) ৯২×৪

৫) ৩৮×৪

৬) ৭৮×২

৭) ৬৯×৩

সমাধানঃ

১) ৫২×৩

= ৫০×৩+২×৩

= ১৫০+৬

= ১৫৬

 ৫২
 ×৩  
১৫৬

২) ৬১×৫

= ৬০×৫+১×৫

= ৩০০+৫

= ৩০৫

  ৬১
  ×৫  
৩০৫

৩) ৮১×৩

= ৮০×৩+১×৩

= ২৪০+৩

= ২৪৩

 ৮১
 ×৩ 
২৪৩

৪) ৯২×৪

= ৯০×৪+২×৪

= ৩৬০+৮

= ৩৬৮

  ৯২
  ×৪  
৩৬৮

৫) ৩৮×৪

= ৩০×৪+৮×৪

= ১২০+৩২

= ১৫২

 
 ৩৮
 ×৪  
১৫২

৬) ৭৮×২

= ৭০×২+৮×২

= ১৪০+১৬

= ১৫৬

 
 ৭৮
 ×২  
১৫৬

৭) ৬৯×৩

= ৬০×৩+৯×৩

= ১৮০+২৭

= ২০৭

 
 ৬৯
 ×৩  
২০৭

আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment