Amar Ganit Class 3 – রঙিন কার্ড নিয়ে খেলি – পাঠ ৩ – পাতা (২৪-২৮)

Amar Ganit Class 3 – রঙিন কার্ড নিয়ে খেলি – পাঠ ৩ – পাতা (২৪-২৮), Amar Ganit Class III Solution, West Bengal Amar Gonit class 3, WB Maths on SMB,

রঙিন কার্ড নিয়ে খেলি

প্রিয় সহযোগী, পশ্চিমবঙ্গের আমার গণিত তৃতীয় শ্রেণির পাঠ তিন এর বিষয়বস্তু হলো রঙিন কার্ড নিয়ে খেলি। এখানে আমরা রঙিন কার্ড হিসেবে , 🔟 ও 💯 ব্যবহার করেছি; উল্লেখ্য পাঠ্যপুস্তকে ব্যবহৃত রঙিন কার্ড থেকে ভিন্ন। পুনশ্চ, এগুলো আমাদের সাইটে প্রকাশের সুবিধার্থে ব্যবহৃত হয়েছে মাত্র। তাহলে চল খেলা খেলি-

হরিণের গায়ের চাকা চাকা দাগ গুনি

হরিণের গায়ের চাকা চাকা দাগ গুনি। (পাতা-২৪)

১ টি দাগের জন্য  কার্ড ঝুড়িতে রাখি। ৬ টি দাগের জন্য  কার্ড রাখি।  টি কার্ড ৮টি দাগের জন্য রাখি।

এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে, কারণ হরিণের গায়ে অনেক দাগ। তাই 🔟 কার্ড রাখব। অর্থাৎ, ১০টি কার্ডের বদলে একটা 🔟 কার্ড রাখব।

আবার, 🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟💯 কার্ড রাখব অর্থাৎ ১০টি 🔟 এর পরিবর্তে একটা 💯 রাখব।


কার্ড এঁকে সংখ্যা তৈরি করি ও রং দিই। (পাতা-২৪)।

২৮, ৩১, ৯২, ১৪২, ২২৫, ৩২১, ৭৩২, ৬০২

সমাধানঃ

২৮= 🔟🔟①①①①①①①①

৩১ = 🔟🔟🔟

৯২ = 🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟①①

১৪২ = 💯🔟🔟🔟🔟①①

২২৫ = 💯💯🔟🔟①①①①①

৩২১ = 💯💯💯🔟🔟

৭৩২ = 💯💯💯💯💯💯💯🔟🔟🔟①①

৬০২ = 💯💯💯💯💯💯①①


ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াই (পাতা-২৫)

আজ বকুলতলার মৈত্রী সংঘ মাঠে পাড়ার খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড়, চামচ-গুলি, অঙ্ক রেস, যেমন খুশি সাজো, ব্যালান্স রেস হবে। দৌড় প্রতিযোগিতায় ২১২ নম্বরের খেলোয়াড় প্রথম হয়েছে। ২১২ নম্বর খেলোয়াড়ের নাম মিহির দাস। ২১২ নম্বর রঙিন কার্ড দিয়ে বোঝাই।

স্থানীয় মান অনুসারে:

শতক
দশক
একক
বিস্তৃত করে লিখি
কথায় লিখি
অঙ্কে লিখি
💯💯
🔟
①①
২০০ + ১০ + ২
দুই শতক এক দশক দুই একক / দুশো বারো
২১২

(যে সংখ্যা দেখেছি তা প্রকৃত মান)      (আসলে যা বোঝাচ্ছে তা স্থানীয় মান)

শতকের ঘরের প্রকৃত মান ২              স্থানীয় মান ২০০

দশকের ঘরের প্রকৃত মান ১               স্থানীয় মান ১০

এককের ঘরের প্রকৃত মান ২              স্থানীয় মান ২

এককের ঘরের স্থানীয় মান ১

দশকের ঘরের স্থানীয় মান ১০

শতকের ঘরের স্থানীয় মান ১০০


স্থানীয় মান অনুসারে কার্ড নিয়ে সংখ্যা বসাই (পাতা-২৬)।

সমাধানঃ

পাঠ্যবইয়ে প্রদত্ত কার্ডগুলোকে সংখ্যায় প্রকাশ নিচে দেখানো হলোঃ

শতক
দশক
একক
বিস্তৃত করে লিখি
কথায় লিখি
অঙ্কে লিখি
💯
🔟🔟🔟
🔟
①①①①①
১০০ + ৪০ + ৫
একশো পঁয়তাল্লিশ
১৪৫
 
🔟🔟🔟
🔟🔟🔟
①①①①
০ + ৬০ + ৪
চৌষট্টি
৬৪
💯💯💯
🔟🔟
①①①
৩০০ + ২০ + ৩
তিনশো তেইশ
৩২৩
💯💯💯💯
🔟🔟
①①①
৪০০ + ২০ + ৩
চারশো তেইশ
৪২৩
💯💯💯
💯💯
 
①①①①①①①
৫০০ + ০ + ৭
পাঁচশো সাত
৫০৭
💯💯💯
💯💯💯
🔟🔟🔟
🔟🔟🔟
 
৬০০ + ৬০ + ০
ছয়শো ষাট
৬৬০
💯💯💯
💯💯💯
💯
🔟🔟🔟
🔟🔟
①①
৭০০ + ৫০ + ২
সাতশো বায়ান্ন
৭৫২
💯💯💯
💯💯
🔟🔟
①①①①①①①
৫০০ + ২০ + ৭
পাঁচশো সাতাশ
৫২৭
💯💯💯
💯💯💯
💯💯
🔟🔟🔟
🔟🔟🔟
🔟🔟
①①①①①①①①
৮০০ + ৮০ + ৮
আটশো অষ্টআশি
৮৮৮
💯💯💯
💯💯💯
💯💯💯
 
 
৯০০ + ০ + ০
নয়শো
৯০০
💯💯💯
💯💯💯
💯💯💯
🔟🔟🔟
🔟🔟🔟
🔟🔟🔟
①①①①①①①①①
৯০০ + ৯০ + ৯
নয়শো নিরানব্বই
৯৯৯

দাগ দিয়ে মিল করি (পাতা-২৮)

বন্ধুরা, আমরা এখানে মিলকরণের উপাদানগুলোকে একই সারিতে লিখে দেখালাম, তোমরা পাঠ্যপুস্তক অনুসারে দাগ টেনে দেখাবে।

সমাধানঃ

সংখ্যায় লিখি
বিস্তৃত করে কথায় লিখি
কথায় লিখি
২০০
দুই শত
দুশো
৫০১
পাঁচ শত এক
পাঁচশো এক
৩৩২
তিন শত তিন দশ দুই
তিনশো বত্রিশ
৪৪৯
চার শত চার দশ নয়
চারশো ঊনপঞ্চাশ
৬৬৬
ছয় শত ছয় দশ ছয়
ছয়শো ছেষট্টি
৭৮৮
সাত শত আট দশ আট
সাতশো অষ্টআশি
৮৯৯
আট শত নয় দশ নয়
আটশো নিরানব্বই
৭০৭
সাত শত সাত
সাতশো সাত
১১০
এক শত এক দশ
একশো দশ
২৫৩
দুই শত পাঁচ দশ তিন
দুশো তিপান্ন

আরও শিখে নাওঃ

১. আগের পড়া মনে করি

২. বিদ্যালয় থেকে বেড়িয়ে আসি


সাধারণ জ্ঞান অংশঃ

চাকা চাকা দাগ কিংবা ডোরাকাটা প্যাটার্ন আর কোন কোন প্রাণির শরীরে বিদ্যমান?

উত্তরঃ চাকা চাকা দাগ বা ডোরাকাটা প্যাটার্ন বিভিন্ন প্রাণির শরীতে দেখতে পাওয়া যায়। যেমনঃ বাঘ, জেব্রা, চিতা বাঘ, গিরিগিটি, প্যাঁচা, সাপ সহ বিভিন্ন মাছ ও পোঁকামাকর।


নৈতিকতাঃ

শিক্ষক, মাতা-পিতা ও গুরুজনে সম্মান করবে।


ধাঁধার অঙ্কঃ

পিতার বোন কে তুমি পিসি বল

১ এর বোন কে তুমি পিসি/পিতা বল

মাতার বোন কে তুমি বলবে সি/তা * মাতা = মাসি


আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table 

Make CommentWrite Comment