Amar Ganit Class 3 – মনে মনে সহজে হিসাব করি – পাঠ ৭ – পাতা (৫২-৫৪)
মনে মনে সহজে হিসাব করি
এখানে মনে মনে সহজে হিসাব করি পাঠে আমরা দুটি নিয়ম অনুসরণ
করব যার একটি হলো সরাসরি সংখ্যাকে সুবিধামতো বিভক্ত করে লিখে হিসাব করব এবং আর একটি
হলো হাতে কলমে কাঠি দিয়ে সংখ্যাকে বিভক্ত করে প্রকাশ করে হিসাব করব। তোমরা এই ‘মনে
মনে সহজে হিসাব করি’ কে সহজ পদ্ধতি নামেও ডাকতে পার। যাইহোক চল সমাধান করি।
১। ২২ + ২৬
= ২০ + ২ + ২০ + ৬
= ২০+২০ + ২+৬
= ৪০ + ৮
= ৪৮
হাতে কলমে কাঠি দিয়ে পাই
২২ + ২৬
= |||||||||| |||||||||| || |||||||||| |||||||||| ||||||
= |||||||||| |||||||||| |||||||||| |||||||||| ||||||||
= ৪৮
২। ৩৬ + ৪২
= ৩০ + ৬ + ৪০ + ২
= ৩০+৪০ + ৬+২
= ৭০ + ৮
= ৭৮
৩। ১৮ + ২৭
= ১০ + ৮ + ২০ + ৭
= ১০+২০ + ৮+৭
= ৩০ + ১৫
= ৩০ + ১০ + ৫
= ৩০+১০ + ৫
= ৪০ + ৫
= ৪৫
হাতে কলমে কাঠি দিয়ে পাই,
১৮ + ২৭
= |||||||||| |||||||| |||||||||| |||||||||| |||||||
= |||||||||| |||||||||| ||||||||| ||||||||||||||
= |||||||||| |||||||||| |||||||||| |||||||||| |||||
= ৪৫
৪। ৬৯ + ৭২
= ৬০ + ৯ + ৭০ + ২
= ৬০+৭০ + ৯+২
= ১৩০ + ১১
= ১৩০ + ১০ + ১
= ১৩০+১০ + ১
= ১৪০ + ১
= ১৪১
৫। ১১৪ + ১২৩
= ১০০ + ১০ + ৪ + ১০০ + ২০ + ৩
= ১০০+১০০ + ২০+১০ + ৪+৩
= ২০০ + ৩০ + ৭
= ২৩৭
৬। ৩২৭ + ৪৩১
= ৩০০ + ২০ + ৭ + ৪০০ + ৩০ + ১
= ৩০০+৪০০ + ২০+৩০ + ৭+১
= ৭০০ + ৫০ + ৮
= ৭৫৮
৭। ৬০৭ + ২০৮
= ৬০০ + ৭ + ২০০ + ৮
= ৬০০+২০০ + ৭+৮
= ৮০০ + ১৫
= ৮০০ + ১০ + ৫
= ৮০০+১০ + ৫
= ৮১০ + ৫
= ৮১৫
৮। ২৮৬ + ১৩০
= ২০০ + ৮০ + ৬ + ১০০ + ৩০
= ২০০+১০০ + ৮০+৩০ + ৬
= ৩০০ + ১১০ + ৬
= ৩০০ + ১০০ + ১০ + ৬
= ৩০০+১০০ + ১০ + ৬
= ৪০০+১০ + ৬
= ৪১০ + ৬
= ৪১৬
৯। ৫১০ + ২২০
= ৫০০ + ১০ + ২০০ + ২০
= ৫০০+২০০ + ২০+১০
= ৭০০ + ৩০
= ৭৩০
১০। ১৩৪ থেকে ১০ বেশি ___
সমাধানঃ
১৩৪ + ১০
= ১০০ + ৩০ + ৪ + ১০
= ১০০ + ৩০+১০ + ৪
= ১০০+ ৪০ + ৪
= ১৪৪
১৩৪ থেকে ১০ বেশি ১৪৪
১১। ২২৮ থেকে ২০ বেশি ____
সমাধানঃ
২২৮ + ২০
= ২০০ + ২০ + ৮ + ২০
= ২০০ + ২০+২০ + ৮
= ২০০ + ৪০ + ৮
= ২৪৮
২২৮ থেকে ২০ বেশি ২৪৮
১২। ৯৮ থেকে ১০ কম _____
সমাধানঃ
৯৮ – ১০
= ৯০ + ৮ – ১০
= ৯০–১০+ ৮
= ৮০ + ৮
= ৮৮
৯৮ থেকে ১০ কম ৮৮
১৩। ২১০ এর চেয়ে বড়ো সংখ্যা ______
সমাধানঃ
২১০ + ১
= ২০০ + ১০ + ১
= ২১১
২১০ এর চেয়ে বড়ো সংখ্যা ২১১
১৪। ৩৩৩ থেকে ১৪ কমালে _______ পাব।
সমাধানঃ
৩৩৩ – ১৪
= ৩০০ + ৩০ + ৩ – ১৪
= ৩০০ + ৩০–১৪ + ৩
= ৩০০ + ১৬ + ৩
= ৩০০ + ১০ + ৬ + ৩
= ৩০০ + ১০ + ৬ + ৩
= ৩০০ + ১০ + ৯
= ৩১৯
৩৩৩ থেকে ১৪ কমালে ৩১৯ পাব।
১৫। ১৩ নম্বর ঘর থেকে ৬ নম্বর ঘর পর্যন্ত লাফালে
______ ঘর লাফাবো?
সমাধানঃ
১৩ – ৬ = ৭;
∵
১৩ নম্বর ঘর থেকে ৬ নম্বর ঘর পর্যন্ত লাফালে ৭ ঘর লাফাবো?
অতিরিক্ত শিখন অংশঃ
নিচের যোগগুলিকে মনে মনে সহজে হিসাব করি।
ক) ৫৫ + ৪৫
= ৫০ + ৫ + ৪০ + ৫
= ৫০ + ৪০ + ৫ + ৫
= ৯০ + ১০
= ১০০
খ) ৬৩ + ৪
= ৬০ + ৩ + ৪
= ৬০ + ৩+৪
= ৬০ + ৭
= ৬৭
পূর্ব আলোচনাঃ
নিন্মোক্ত অঙ্ক দ্বারা সংখ্যা গঠন করঃ
ক) ১,২,৩
খ) ২,৩,৪
গ) ৩,৪,৫
ঘ) ৪,৫,৬
ঙ) ৬,৭,৮
চ) ৭,৮,৯
সমাধানঃ
ক) ১২৩, ১৩২, ২১৩, ২৩১, ৩১২, ৩২১
খ) ২৩৪, ২৪৩, ৩২৪, ৩৪২, ৪২৩, ৪৩২
গ) ৩৪৫, ৩৫৪, ৪৩৫, ৪৫৩, ৫৩৪, ৫৪৩
ঘ) ৪৫৬, ৪৬৫, ৫৪৬, ৫৬৪, ৬৪৫, ৬৫৪
ঙ) ৬৭৮, ৬৮৭, ৭৬৮, ৭৮৬, ৮৬৭, ৮৭৬
চ) ৭৮৯, ৭৯৮, ৮৭৯, ৮৯৭, ৯৭৮, ৯৮৭
আরওঃ