Amar Ganit Class 3 – কার্ড নিয়ে মজা করি – পাঠ ১০ – পাতা (৬৫-৭২)
কার্ড নিয়ে মজা করি
প্রিয় সহযোগী, কার্ড নিয়ে মজা করি এর
এই অংশে আমরা কার্ড ১০০ কে ⬤
ধরে হিসাব করেছি। চল আমরা এর প্রাথমিক
ধারনাটিকে বুঝে নেই এবং তারপর অবশিষ্ট অংশের শিখন গ্রহণ করি। ধন্যবাদ।
১টা ১০০ = ১×১০০ = ১০০
এবার বলো কত?
২টি ১০০ = ২×১০০ = ⬤⬤ = ১০০+১০০ = ২০০
অনুরুপভাবে,
৩×১০০ = ⬤⬤⬤ = ১০০+১০০+১০০ = ৩০০
৪×১০০ = ⬤⬤⬤⬤ = ১০০+১০০+১০০+১০০ = ৪০০
৫×১০০ = ⬤⬤⬤⬤⬤ = ১০০+১০০+১০০+১০০+১০০ = ৫০০
৬×১০০ = ⬤⬤⬤⬤⬤⬤ = ১০০+১০০+১০০+১০০+১০০+১০০ = ৬০০
৭×১০০ = ⬤⬤⬤⬤⬤⬤⬤ = ১০০+১০০+১০০+১০০+১০০+১০০+১০০ = ৭০০
৮×১০০ = ⬤⬤⬤⬤⬤⬤⬤⬤ = ১০০+১০০+১০০+১০০+১০০+১০০+১০০+১০০ = ৮০০
৯×১০০ = ⬤⬤⬤⬤⬤⬤⬤⬤⬤ = ১০০+১০০+১০০+১০০+১০০+১০০+১০০+১০০+১০০ = ৯০০
প্রিয়ার হিসাব [পাতা-৬৬]
প্রিয়া নতুন স্কুলে যাবে। তার স্কুলের
জামা দরকার। দোকান থেকে ৪টি জামা কিনতে হবে। ১টি জামার দাম ১০০ টাকা।
প্রিয়ার মা দোকানিকে ৪×১০০ টাকা = ৪০০
টাকা দিলেন।
স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল
থেকে ২টি ১০০ টাকা দেওয়া হল।
প্রিয়া ২×১০০ টাকা = ২০০ টাকার বই
কিনতে পারবে।
প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলের জুতো
কেনার জন্য ৩টি ১০০ টাকার নোট দিল।
প্রিয়া ৩×১০০ টাকা = ৩০০ টাকার জুতো
কিনতে পারবে।
দীপার বইমেলায় ভ্রমণ [পাতা-৬৭]
দীপার আজ খুব মজা। দীপা ও তার স্কুলের
বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেছে। স্কুলের নাম বিদ্যাসাগর
প্রাথমিক বিদ্যালয়। অনেক বন্ধু যাবে। তাই তারা দু-বারে যাবে। প্রতিবারে ১০৩ জন
যাবে। তাই দীপা বই মেলায় যাওয়ার জন্য ঠিক কতজনের নামের তালিকা বানাবে?
সমাধানঃ
১০৩×২
= ১০০×২+৩×২
= ২০০+৬
= ২০৬
অথবা,
×২
২০৬
অর্থাৎ, দীপা ঠিক ২০৬ জনের নামের
তালিকা তৈরি করবে।
দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেককে
২ টো করে লজেন্স দেবে। মোট কতগুলো লজেন্স দীপা নেবে?
সমাধানঃ
২০৬×২
= ২০০×২+৬×২
= ৪০০+১২
= ৪১২
অথবা,
২০৬
×২
৪১২
অথবা,
হাতে কলমে কাজ (কার্ড দিয়ে)
তাহলে, দীপা ৪১২টি লজেন্স নেবে।
টগর ফুলের সংখ্যা জানি [পাতা-৬৯]
১। একটি গাছে ১১২টি টগর ফুল ফুটেছে।
প্রতিগাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে, এরকম ৩টি গাছে ___টি টগর ফুল ফুটেছে।
হিসাবঃ
১১২×৩
= (১০০+১০+২)×৩
= ১০০×৩+১০×৩+২×৩
= ৩০০+৩০+৬
= ৩৩৬
দ্বিতীয় পদ্ধতি,
×৩
৩৩৬
তিনটি গাছে ৩৩৬টি টগর ফুল ফুটেছে।
২। ধর্মতলা থেকে কামারপুকুরে যাওয়ার
৪টি বাস ছাড়ছে। খুব ভিড় হয়েছে। প্রতি বাসে ১১৩ জন যাত্রী যাচ্ছেন। ৪টি বাসে মোট ____ জন যাত্রী যাচ্ছেন।
সমাধানঃ
১১৩×৪
= (১০০+১০+৩)×৪
= ১০০×৪+১০×৪+৩×৪
= ৪০০+৪০+১২
= ৪০০+৪০+১০+২
= ৪০০+৫০+২
= ৪৫২
দ্বিতীয় পদ্ধতিঃ
১১৩
×৪
৪৫২
৪টি বাসে মোট ৪৫২ জন যাত্রী যাচ্ছেন।
৩। বাবা দোকানে গিয়ে ২টো শাড়ি কিনলেন।
প্রত্যেক শাড়ির দাম ২৭৫ টাকা। বাবা মোট _____ টাকার শাড়ি কিনলেন।
সমাধানঃ
২৭৫×২
= (২০০+৭০+৫)×২
= ২০০×২+৭০×২+৫×২
= ৪০০+১৪০+১০
= ৪০০+১০০+৪০+১০
= ৫০০+৫০
= ৫৫০
অথবা,
২৭৫
×২
৫৫০
বাবা মোট ৫৫০ টাকার শাড়ি কিনলেন।
এই হিসাবটি হাতে কলমে কাজ অর্থাৎ
কার্ড দিয়ে করিঃ
বইয়ের দাম বের করি
৪।
১টি তাকে বই আছে ৬টি
প্রতিটি বইয়ের দাম ১৪০ টাকা
মোট দাম
= ১৪০×৬
= ১০০×৬+৪০×৬
= ৬০০+২৪০
= ৮৪০ টাকা
২য় নিয়মঃ
১৪০
×৬
৮৪০
৫।
চেয়ারের সংখ্যা ৪টি
প্রতিটি চেয়ারের দাম ২৪৫ টাকা
মোট দাম
= ২৪৫×৪
= ২০০×৪+৪০×৪+৫×৪
= ৮০০+১৬০+২০
= ৯৮০
অথবা,
২৪৫
×৪
৯৮০
৬।
মাছ →৫টি
প্রতিটির দাম →১৭৫
টাকা
মোট দাম→১৭৫×৫
= ১০০×৫+৭০×৫+৫×৫
= ৫০০+৩৫০+২৫
= ৮৭৫
অথবা,
১৭৫
×৫
৮৭৫
গুণ করতে পারি না কি দেখি
×২
(২) ২০২
×২
(৩) ১২১
×৩
(৪) ১২২
×৩
(৫) ১৮৬
×৪
(৬) ১৭৫
×৩
(৭) ২২৮
×৪
(৮) ১৫৭
×৫
সমাধানঃ
×২
২৬৬
(২) ২০২
×২
৪০৪
(৩) ১২১
×৩
৩৬৩
(৪) ১২২
×৩
৩৬৬
৩২
(৫) ১৮৬
×৪
৭৪৪
২১
(৬) ১৭৫
×৩
৫২৫
১৩
(৭) ২২৮
×৪
৯১২
২৩
(৮) ১৫৭
×৫
৭৮৫
(৯) ২০০ এর ছোটো একটি তিন অঙ্কের
সংখ্যা লেখো। ঐ সংখ্যাটিকে ৬-এর ছোটো সংখ্যা দিয়ে গুণ করো।
সমাধানঃ
২০০ এর ছোটো একটি তিন অঙ্কের সংখ্যা
১৯৯
৬-এর ছোটো সংখ্যা ৫
১৯৯
×৫
৯৯৫
আরওঃ