Amar Ganit Class 3 – বিদ্যালয় থেকে বেড়িয়ে আসি – পাঠ ২ – পাতা (১৮-২৩)
বিদ্যালয় থেকে বেড়িয়ে আসি
আমার গণিত তৃতীয় শ্রেণি এর দ্বিতীয় পাঠ হলো বিদ্যালয় থেকে
বেড়িয়ে আসি যা পাতা ১৮ থেকে ২৩ পর্যন্ত বিস্তৃত। আমরা West Bengal এর বাংলা মাধ্যমের
প্রাথমিক গণিতের সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর দিয়েছি। তোমরা, নিজে নিজে আমাদের প্রতিটি
লেসন থেকে শিখবে এবং যেকোন সমস্যায় আমাদের লিখে জানাবে। তাহলে চল বিদ্যালয় থেকে বেড়িয়ে
আসি এর পাঠ শুরু করি।
পাতা-১৮: আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে
পড়ি। এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি। বোটানিক্যাল গার্ডেনে যাওয়া
হবে। বিভিন্ন শ্রেণি থেকে বেড়াতে যাওয়ার তালিকা করলাম।
প্রথম শ্রেণি – ২৩ জন
দ্বিতীয় শ্রেণি – ২৪ জন
তৃতীয় শ্রেণি – ২৫ জন
চতুর্থ শ্রেণি – ২৭ জন
কাঠিতে পুঁতি বসিয়ে হিসাব করঃ চারটি শ্রেণির মোট ছাত্রছাত্রী
= ____ জন।
সমাধানঃ
প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির মোট ছাত্রছাত্রী
= ৯৯ জন।
পাতা-১৯: বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইল।
এখন, মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয়, ৯৯+১=____ জন।
সমাধানঃ
উত্তরঃ ১০০ জন।
ব্যখ্যাঃ ১০টা লাল পুতি মিলে একটা হলুদ পুতি হয় যা দশকের
ঘরে অবস্থান করে; আমার ১০টা হলুদ পুতি মিলে ১টা সবুজ পুতি হয় যা শতকের ঘরে অবস্থান
করে।
পাতা-২০: নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি
পুরুলিয়া জেলার বি. এন. আর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা
হয়েছে। সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, নন্দলাল প্রাথমিক বিদ্যামন্দির
ও নজরুল প্রাথমিক বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমরা আমাদের তৈরি জিনিস
বিক্রি করব। দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন।
ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল (মাটির জিনিস বিক্রি
করে) → ১১০ টাকা পেয়েছে।
নন্দলাল প্রাথমিক বিদ্যামন্দির (কাপডের জিনিস বিক্রি করে) → ১০১ টাকা পেয়েছে।
নজরুল প্রাথমিক বিদ্যাভবন (আঁকা ও পেপার কাটিং বিক্রি করে) → ২০২ টাকা পেয়েছে।
এখন, ১১০, ১০১ ও ২০২ কে পুতির মাধ্যমে দেখাও।
সমাধানঃ
১০১ কে নিন্মে দেখানো হলোঃ
১১০ কে নিন্মে দেখানো হলোঃ
২০২ কে নিন্মে দেখানো হলোঃ
পাতা-২০: সংখ্যা দেখে পুতি বসাইঃ
(ক) ৪২১ (খ) ৪৫৩ (গ) ৩৩৪
সমাধানঃ
(ক)
(খ)
(গ)
পাতা-২১: টেলিভিশনে কার রান কত দেখি।
দেখে পাই-
দ্রাবিড়ের রান – ১১৯
লক্ষ্মণের রান – ১১১
শচীনের রান – ১২৮
পুঁতি বসিয়ে দ্রাবিড়ের রান সংখ্যায় লিখে পাইঃ-
অনুরুপভাবে, লক্ষ্মণ ও শচীনের রানকে পুঁতি বসিয়ে সংখ্যায়
লিখঃ
সমাধানঃ
নিন্ম চিত্রে দেখঃ
পাতা-২১: নিজের ইচ্ছামতো পুঁতি বসিয়ে সংখ্যা লিখিঃ
নিজে চেষ্টা কর।
(ক) তিন অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা কাঠিতে পুঁতি এঁকে বসাই।
সমাধানঃ
সবচেয়ে বড়ো অঙ্ক = ৯
শতক, দশক ও একক এর সকল স্থানে ৯ বসালে তিন অঙ্কের সবচেয়ে
বড় সংখ্যাটি পাব। তাহলে, ৯৯৯ কে কাঠিতে পুঁতি এঁকে বসিয়ে পাই-
পাতা-২২: মেলার মজা
এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে
ঘাটাল থেকে ৪৮০ জন, চন্দ্রকোণা থেকে ৩৫০ জন ও দাঁতন থেকে ২৩৫ জন এসেছেন। এবার নিচের
চিত্র লক্ষ করিঃ
একইভাবে চন্দ্রকোণা ও দাঁতনের জন্য কাঠিতে পুঁতি এঁকে বসাই।
সমাধানঃ
সঠিক উত্তরটিতে রঙ দিইঃ
চারশত বত্রিশ
|
→
|
৪২০
|
৪৩২
|
৪১২
|
৪০২
|
||
পাঁচশত সাত
|
→
|
৫৮৭
|
৫৭০
|
৫৭১
|
৫০৭
|
||
সাতশত আট
|
→
|
৭০৯
|
৭৬৮
|
৭০৮
|
৭১৬
|
||
দুইশত তেতাল্লিশ
|
→
|
২৫২
|
২৩৪
|
২১৪
|
২৪৩
|
||
তিনশত তেত্রিশ
|
→
|
৩০৩
|
৩৩০
|
৩৩৩
|
৩৩১
|
সমাধানঃ
চারশত বত্রিশ
|
--➢
|
৪২০
|
৪৩২
|
৪১২
|
৪০২
|
||
পাঁচশত সাত
|
--➢
|
৫৮৭
|
৫৭০
|
৫৭১
|
৫০৭
|
||
সাতশত আট
|
--➢
|
৭০৯
|
৭৬৮
|
৭০৮
|
৭১৬
|
||
দুইশত তেতাল্লিশ
|
--➢
|
২৫২
|
২৩৪
|
২১৪
|
২৪৩
|
||
তিনশত তেত্রিশ
|
--➢
|
৩০৩
|
৩৩০
|
৩৩৩
|
৩৩১
|
পাতা-২৩: মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে
যায়। ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন। ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায়
নম্বর লিখবে ও রং করবে। নিচে উক্ত নাম্বারের একটাকে রং করে নিচে দেখানো হলো। [বিদ্রঃ
আমরা এখানে পাঠ্যবইয়ে প্রদত্ত ঘর এর পরিবর্তে excel ব্যবহার করে রং করে দেখিয়েছি।]
|
শতক
|
দশক
|
একক
|
|
|||||||||||||||||||||||||||
৫৮৫
|
|
|
|
পাঁচশো পঁচাশি
|
একইভাবে রং করোঃ ৩০৪, দুশো তেত্রিশ, ৪৪১, দুশো পঁচাত্তর,
৭০০, ৮৫১
সমাধানঃ
|
শতক
|
দশক
|
একক
|
|
|||||||||||||||||||||||||||
৩০৪
|
|
|
|
তিনশো চার
|
|||||||||||||||||||||||||||
২৩৩
|
|
|
|
দুশো তেত্রিশ
|
৪৪১
|
|
|
|
চারশো একচল্লিশ
|
|||||||||||||||||||||||||||
২৭৫
|
|
|
|
দুশো পঁচাত্তর
|
|||||||||||||||||||||||||||
৭০০
|
|
|
|
সাতশো
|
|||||||||||||||||||||||||||
৮৫১
|
|
|
|
আটশো একান্ন
|
আরওঃ