Amar Ganit Class 3 – বাগানে ফুল তুলি – পাঠ ৫ – পাতা (৩৩-৪০)
বাগানে ফুল তুলি
সবিতা সকালে বাগান থেকে ফুল তুলতে গেল। সে দেখলো শিউলি
গাছে ও টগর গাছে অনেক ফুল ফুটেছে। সে ফুল গুনতে শুরু করল। গাছে অনেক ফুল। তাই সে ঠিক
করল রঙিন কার্ড দিয়ে গুনবে।
১ টা ফুলকে ▲
কার্ড দিয়ে
১০ টা ফুলকে ⬛ কার্ড দিয়ে
১০০ টা ফুলকে ⬤ কার্ড দিয়ে সে গুনতে শুরু
করল।
সে গুনলো,
শিউলি ফুল = ⬤⬤⬤⬛⬛⬛⬛⬛▲▲▲▲
= ৩০০+৫০+৪ = ৩৫৪টি
টগর ফুল = ⬤⬤⬛▲▲ = ২০০+১০+২ = ২১২টি
∵মোট
ফুল
= (⬤⬤⬤⬛⬛⬛⬛⬛▲▲▲▲)+(⬤⬤⬛▲▲)
= ⬤⬤⬤⬤⬤⬛⬛⬛⬛⬛⬛▲▲▲▲▲
= ৫০০+৬০+৬
= ৫৬৬
যাত্রা পালা দেখতে যাই [পাতা-৩৪]
রসুলপুর গ্রামে যাত্রা পালা চলছে। সামনের মেঝেতে অনেকে বসে যাত্রা দেখছেন। প্রথম দিনে ১১০ জন ও দ্বিতীয় দিনে ১২৩ জন যাত্রা দেখতে এসেছেন।
|
শতক
|
দশক
|
একক
|
|
প্রথম
দিনে |
⬤
|
⬛
|
|
১১০
জন |
দ্বিতীয়
দিনে |
⬤
|
⬛
⬛ |
▲
▲ ▲ |
১২৩
জন |
+
|
⬤
⬤ |
⬛
⬛ ⬛ |
▲
▲ ▲ |
২৩৩
জন |
ঐ দুদিনে মোট ২৩৩ জন যাত্রা দেখতে এসেছেন।
কার্ড নিয়ে খেলা করি। নিন্মে প্রদত্ত খালিঘর কার্ড নিয়ে
খেলার মাধ্যমে পূরণ বা সমাধান কর।
১.
সমাধানঃ
+ ১০৫→⬤▲▲▲▲▲
৩৩৬←⬤⬤⬤⬛⬛⬛▲▲▲▲▲▲
২.
সমাধানঃ
+ ২৩২ →⬤⬤⬛⬛⬛▲▲
৫৩৬ ←⬤⬤⬤⬤⬤⬛⬛⬛▲▲▲▲▲▲
৩.
সমাধানঃ
+ ১১০ →⬤⬛
৩৮১←⬤⬤⬤⬛⬛⬛⬛⬛⬛⬛⬛▲
৪.
সমাধানঃ
+ ৩২১ →⬤⬤⬤⬛⬛▲
৪২৬ ←⬤⬤⬤⬤⬛⬛▲▲▲▲▲▲
ফল কিনে আনি [পাতা-৩৫]
অমল দোকান থেকে কিছু ফজলি আম ৮৭ টাকা আর কিছু ল্যাঙরা আম
২৫ টাকা দিয়ে কিনল। সে দোকানিকে কত টাকা দিয়েছে?
সমাধানঃ
+২৫→⬛⬛▲▲▲▲▲
১১২←⬤⬛▲▲ [∵১০টি⬛=১টি⬤, ১০টি▲=১টি⬛]
∵
অমল দোকানিকে মোট ১১২ টাকা দিয়েছে।
বারুইপুরের এক বাড়ির উঠানে ১০৬টি পেয়ারা রাখা আছে, দিদি
আরো ৫টি পেয়ারা দিল। উঠানে মোট কতটি পেয়ারা হলো।
সমাধানঃ
+৫→▲▲▲▲▲
১১১←⬤⬛▲ [∵১০টি⬛=১টি⬤, ১০টি▲=১টি⬛]
ইচ্ছেমতো কার্ড নিয়ে খেলা করি [পাতা-৩৬]
টেবেলি অনেকগুলো কার্ড রাখা আছে। ইচ্ছেমতো তুলে যোগ করি।
[পাঠ্যপুস্তকে প্রদত্ত গানিতিক প্রশ্ন অনুসারে]
১.
শুভ কার্ড তুলেছে→▲▲▲▲▲→৫
মোট→⬤⬤⬛⬛⬛▲▲▲→২৩৩ [∵১০টি▲=১টি⬛]
২.
মোহিত কার্ড তুলেছে→⬛⬛⬛⬛⬛→৫০
মোট→২৭৮
৩.
কাদির কার্ড তুলেছে→⬤⬤⬤⬤⬤→৫০০
মোট→৭২৮
৪.
৫.
৬.
কার্ড ছাড়া যোগ করি [পাতা-৩৮]
+ ২
৫০১
+১৮
২২৭
+১২
৪২৬
+ ৬
৫০২
+ ৯
৫০২
+২৮
২২৭
+৭৫
৫৪৫
+৭০
৭০৭
+১০৯
২৩
+৪৫
+৪৩
৩২৫
+৪৯
+ ৪
২৫
+ ৭
+৪২০
৫
+ ৮
+৩২৯
৫৩২
+ ০
+৪৯
৬৪৫
+৫০
+ ৯
সমাধানঃ
+ ২
৩২৭
৫০১
+১৮
৫১৯
২২৭
+১২
২৩৯
১
৪২৬
+ ৬
৪৩২
১
৫০২
+ ৯
৫১১
১
৫০২
+২৮
৫৩০
২২৭
+৭৫
৩০২
১
৫৪৫
+৭০
৬১৫
১
৭০৭
+১০৯
৮১৬
১১
২৩
+৪৫
+৪৩
১১১
১
৩২৫
+৪৯
+ ৪
৩৭৮
১
২৫
+ ৭
+৪২০
৪৫২
২
৫
+ ৮
+৩২৯
৩৪২
১
৫৩২
+ ০
+৪৯
৫৮১
১১
৬৪৫
+৫০
+ ৯
৭০৪
বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখি [পাতা-৩৯]
শ্রানণী আজ বইগুলো তিনটি আলমারিতে সাজিয়ে রেখেছে। প্রথম
আলমারিতে রেখেছে ৪৫টি বই, দ্বিতীয় আলমালিতে রেখেছে ৪৪টি বই এবং তৃতীয় আলমারিতে রেখেছে
৪২টি বই।
৪৫
+৪৪
+৪২
১৩১
৩টি আলমারিতে শ্রাবণী সাজিয়েছে মোট ১৩১টি বই।
শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে ১০২টি বই আছে। শ্রাবণীর দিদির
ঘরে ৪৯টি বই আছে। তাহলে তিনজনের মোট বই সংখ্যা কত?
১০২
+ ৪৯
+১৩১
২৮২
মোট বলি হলো ২৮২টি।
হাতে রেখে যোগ করঃ
+৩৪
+৪৮
১২৮
+৭২
+ ৪
১০৫
+২৮১
+১২৬
৩২৬
+১০৫
+ ১০
সমাধানঃ
৮২
+৩৪
+৪৮
১৫৪
১১
১২৮
+৭২
+ ৪
২০৪
১১
১০৫
+২৮১
+১২৬
৫১২
১
৩২৬
+১০৫
+ ১০
৪৪১
১। আমাদের বাগানে তিনটি আমগাছ আছে। কালবৈশাখীর ঝড়ে অনেক
আম পড়ে গেছে। প্রথম গাছ থেকে ৩৬টি আম পড়েছে। দ্বিতীয় গাছ থেকে ৪২টি আম পড়েছে। তৃতীয়
গাছ থেকে ৩৭টি আম পড়েছে। ঝড়ে মোট ___টি আম পড়েছে।
সমাধানঃ
৩৬
+৪২
+৩৭
১১৫
ঝড়ে মোট ১১৫টি আম পড়েছে।
২। মিহির বাজারে গিয়ে ১৬০ টাকার চাল, ৩৫ টাকার চিনি ও ৮
টাকার নুন কিনেছে। সে মোট ___ টাকার জিনিস কিনেছে।
সমাধানঃ
১৬০
+৩৫
+ ৮
২০৩
সে মোট ২০৩ টাকার জিনিস কিনেছে।
৩। স্কুলের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে ১১২ জন ছাত্রছাত্রী
এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে ৫ জন এসেছেন। ৮ জন অতিথি এসেছেন। রবীন্দ্রজয়ন্তী
অনুষ্ঠানে মোট ____ জন এসেছেন।
সমাধানঃ
১১২
+৫
+৮
১২৫
রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে মোট ১২৫ জন এসেছেন।
৪। একটা তিন অঙ্কের, একটা দুই অঙ্কের আর একটা এক অঙ্কের
সংখ্যা নিওয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি।
সমাধানঃ
বাস্তব সমস্যাঃ
রমার কাছে ১০২টি চকটেল আছে। রিতার কাছে আছে ৩১টি এবং রিমার
কাছে ৯টি চকলেট আছে। তাদের কাছে মোট কতগুলো চকলেট আছে?
যোগঃ
১০২
+৩১
+ ৯
১৪২
মোট চকলেট ১৪২টি।
আরওঃ