Amar Ganit Class 3 – পাড়ার অনুষ্ঠানে যাই – পাঠ ৬ – পাতা (৪১-৫১)

Amar Ganit Class 3 – পাড়ার অনুষ্ঠানে যাই – পাঠ ৬ – পাতা (৪১-৫১), আমার গণিত তৃতীয় শ্রেণি সমাধান, ক্লাস 3 গণিত প্রশ্ন উত্তর, West Bengal Class 3,

পাড়ার অনুষ্ঠানে যাই

১। মিতালিদের পাড়ায় এবছরের পয়লা বৈশাখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ৪৬ জন এসেছে। কিন্তু বিশেষ কারণে ৪ জন অন্যকাজে চলে গেল।

পাড়ার অনুষ্ঠানে যাই থেকে লোক হিসাব করা

এসেছিল ৪৬ জন

অন্যকাজে চলে গেল ৪ জন

এখন উপস্থিত আছে ৪২ জন [বিয়োগ করে]

পয়লা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত আছে ৪২ জন।


২। স্বাধীনতা দিবসে পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। ১৫৮ জন এসেছিল। তাদের মধ্যে ৬ জন ঠিক করল তারা খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে।

বিয়োগের মডেল

এসেছিল ১৫৮ জন

খাবার নিয়ে চলে গেল ৬ জন

একসঙ্গে খাবার খেল ১৫২ জন  [বিয়োগ করে]


৩। এই বছরে পলাশ তার ক্ষেত থেকে ২৭৮ টি ঝিঙে তুলেছে। তার ভেতর ১৫১ টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এই বছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে ____ টি।

পলাশের ফসল তুলার হিসাব

পলাশ ঝিঙে তুলেছিল ২৭৮ টি

ঝিঙে নষ্ট হয়ে গেছে ১৫১ টি

ঝিঙে ভালো আছে ১২৭ টি [বিয়োগ করে]


৪। আজ মাসুমের জালে ১৯৮টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে ১৭৬টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে?

সমাধানঃ

কে বেশী মাছ ধরেছে

এখানে,

১৯৮ > ১৭৬

মাসুম এর জালে ২২টি রুই মাছ বেশি উঠেছে।


৫। এবছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে ১৭২টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে ১২১টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে?

সমাধানঃ

কে বেশি চারা লাগিয়েছে

মিতা ও তার বন্ধুরা ১৭২টি চারা লাগিছে

অমল ও তার বন্ধুরা ১২১টি চারা লাগিছে

মিতা ও তার বন্ধুরা ৫১টি গোলাপের চারা বেশি লাগিয়েছে [বিয়োগ করে]


টেলিভিশনে খেলা দেখি [পাতা-৪৩]

একটি ম্যাচে শচীন ও সৌরভের রানের তুলনা

শচীনের রান সৌরভের চেয়ে ৭ বেশি।


কার্ড দিয়ে তুলনা করি

(ক) ২১১ – ১০২

(খ) ৫৭২ – ২৫৮

সমাধানঃ

ক)

২১১ – ১০২ = ?

খ)

৫৭২ – ২৫৮ = ?

প্রিয়া ৩২১টি শিউলি ফুল কুড়িয়েছে। সে ১৫৫টি ফুল প্রীতিকে দিয়ে দিল। প্রিয়ার কাছে কতগুলো শিউলি ফুল আছে দেখি।

৩২১-১৫৫=?

কিছু কার্ড দিয়ে দিই এর উদাহরণঃ

উদাহরণ-১:

৪০০-৩৮৯=?

উদাহরণ-২:

৬৬৬-২৭৭=কত?

বিয়োগ করি

 ৮৭
-২৫  

 ৪৫২
-১২১  

 ৮২১
-৬১০  

 ৯৯৯
-১০০  

 ৪১
-১৪  

 ৫৪২
-৩১৭  

 ৮৪৩
-৩১৫  

 ৬৭০
-৫৩৪  

 ৫৩২
-২৮৭  

 ৬২৩
-২৭৭  

 ৫৫৬
-১৫৯  

 ৪২২
-১৭৮  

সমাধানঃ

 ৮৭
-২৫  
 ৬২

 ৪৫২
-১২১  
 ৩৩১

 ৮২১
-৬১০  
 ২১১

 ৯৯৯
-১০০  
 ৮৯৯

 ৩১১
 ৪১
-১৪   
 ২৭

   ১২
 ৪২
-৩১৭   
 ২২৫

   ১৩
 ৮৪৩
-৩১৫  
 ৫২৮

   ১০
 ৬৭০
-৫৩৪  
 ১৩৬

 ৪১২
    ১২
 ৫৩২
-২৮৭   
 ২৪৫

 ৫১১
    ১৩
 ৬২৩
-২৭৭   
 ৩৪৬

 ৪১৪
    ১৬
 ৫৫৬
-১৫৯   
 ৩৯৭

 ৩১১
    ১২
 ৪২২
-১৭৮   
 ২৪৪

বিয়োগ করি

৫৮৩
-২৪১  

 ৪_
-১১২  
  ২

_৫৩
-১১০  
 ৪

৫৬_
-২২২  
     ৫

 ৮৭১
-১২৫  

 ৫৮৩
-২১৪  

 ২১১
-১৬৯  

১০০
-৯৯  

৪০১
-১৯  

৩২০
-  ৮   

২০৮
- ১৮  

৯০১
-  ৭   

৬০২
-   ৮   

৫০২
-  ৬  

৩০৭
-  ৮  

২০১
-  ৫  

সমাধানঃ

 ৫৮৩
-২৪১ 
 ৩৪২

 ৪
-১১২  
 ৩২২
[২+১=৩]

 ৫৩
-১১০
 ৪৪৩
[১+৪=৫]

 ৫৬
-২২২  
 ৩৪৫

 ৮৭১
-১২৫
 ৭৪৬

৫৮৩
-২১৪
৩৬৯

  ২১১
-১৬৯
   ৪২

১০০
-৯৯
   ১

৪০১
-১৯  
৩৮২

৩২০
-  ৮ 
৩১২

২০৮
- ১৮  
১৯০

৯০১
-  ৭  
৮৯৪

৬০২
-  ৮  
৫৯৪

৫০২
-  ৬ 
৪৯৬

৩০৭
-  ৮  
২৯৯

২০১
-  ৫  
১৯৬

আমার হিসাব ঠিক হয়েছে কিনা দেখি [পাতা-৪৭]

১. ৮৩৬
 - ৪২৫  
    ৪১১

যাচাইঃ

  ৪১১
+৪২৫  
  ৮৩৬

হ্যাঁ, হিসাবটি ঠিক হয়েছে।

২. ২০৬
  - ১১৪  
     ৯২

যাচাই করিঃ

   ৯২
+১১৪  
 ২০৬

হ্যাঁ, হিসাবটি ঠিক হয়েছে।

৩. ২২৮
  - ১৬৬  
      ৬২

যাচাই করিঃ

 ১৬৬
+ ৬২  
  ২২৮

হ্যাঁ, হিসাবটি ঠিক হয়েছে।

৪. ৩৯৯
 - ২২৮  
    ১৮১

যাচাই করিঃ

   ১৮১
+ ২২৮  
   ৪০৯

না, হিসাবটি ভূল হয়েছে। সঠিক হিসাবটি নিন্মরুপঃ

 ৩৯৯
-২২৮  
  ১৭১

ফুটবল খেলা দেখে আসি [পাতা-৪৮]

স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে। ৪২৭ জন লোক খেলা দেখতে এসেছে। বিরতির প্পরে ২১২ জন লোক চলে গেল। বিরিতির পরে ২১৫ জন লোক রইল।

এই হিসাবটি করা হয়েছেঃ ৪২৭ – ২১২ = ২১৫


১। আমরা স্কুল থেকে দিঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে ২২১ জন এবং দুপুরের ট্রেনে ১৭২ জন যাচ্ছি। ___ ট্রেনে ____ জন বেশি যাচ্ছি।

সমাধানঃ

২২১–১৭২=৪৯

এবং ২২১>১৭২

সকালের ট্রেনে ৪৯ জন বেশি যাচ্ছি।


২। হুগলির পহলমপুর গ্রামে ২৮৫টি পাকাবাড়ি আছে। ওখানে কাঁচাবাড়ি আছে ৩৪৩টি। পহলমপুর গ্রামে ___ বাড়ির থেকে ____ বাড়ি _____টি বেশি আছে।

সমাধানঃ

৩৪৩>২৮৫

৩৪৩-২৮৫=৫৮

পহলমপুর গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি ৫৮টি বেশি আছে।


৩। হাওড়া স্টেশন থেকে কটোয়া লোকাল ছাড়ল। ৫২২ জন যাত্রী আছে। ব্যান্ডেলে ১৫৮ জন নেমে গেলেন। এখন ট্রেনে ______ জন যাত্রী রইল।

সমাধানঃ

৫২২-১৫৮=৩৬৪

ট্রেনে ৩৬৪ জন যাত্রী রইল।


৪। অয়ন ২০১টি স্ট্যাম্প জমিয়েছে। তার থেকে ১০৮টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে ___ট স্ট্যাম্প রইল।

সমাধানঃ

২০১-১০৮=৯৩

এখন অয়নের কাছে ৯৩টি স্ট্যাম্প রইল।


৫। কাশিমচাচা পানের বরজ থেকে ৬০০টি পান তুলেছেন। ৩০৮টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাশিমচাচার কাছে ____টি পান রইল।

সমাধানঃ

৬০০-৩০৮=২৯২

এখন কাশিমচাচার কাছে ২৯২টি পান রইল।


রং করি [পাতা-৫০]

বিয়োগ করি এবং বিয়োগফলে এক অঙ্কের সংখ্যায় সবুজ রং, দুই অঙ্কের সংখ্যায় নীল রং এবং তিন অঙ্কের সংখ্যায় হলুদ রং দিই।

 ২০৪
-২০১  

 ১৯২
-১১১  

 ৩৩১
-২২৮  

 ৫৮৩
-৫২৮  

 ২৫৯
-১৩৩  

 ৮০০
-৭৯৯  

 ৬১৯
-৫৭১  

 ২১৯
-১৯৯  

 ৮৮৭
-৭০৯  

৩৮৬
-১২১  

৮০৮
- ১৯  

 ২০০
-১৭১  

সমাধানঃ

 ২০৪
-২০১  
   

 ১৯২
-১১১  
  ৮১

 ৩৩১
-২২৮  
 ১০৩

 ৫৮৩
-৫২৮  
   ৫৫

 ২৫৯
-১৩৩   
 ১২৬

 ৮০০
-৭৯৯ 
     

 ৬১৯
-৫৭১  
   ৪৮

 ২১৯
-১৯৯  
  ২০

 ৮৮৭
-৭০৯ 
 ১৭৮

৩৮৬
-১২১  
২৬৫

৮০৮
- ১৯  
৭৮৯

 ২০০
-১৭১  
  ২৯
  

আরওঃ 

Amar Ganit Class 3 Solution Table

Make CommentWrite Comment