x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-4.4 - অধ্যায়-4

x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-4.4 - অধ্যায়-4, দ্বিচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন,

x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ

সহজে বোঝার জন্য তোমরা একটা গ্রাফ কাগজ নিয়ে মিলিয়ে দেখতে পার যেখানে x এর যেকোন মানের জন্য y এর মান যদি প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট হয় তবে প্রাপ্ত বিন্দুগুলো যুক্ত করলে একটি সরলরেখা পাওয়া যায় যা x অক্ষের সমান্তরাল রেখা হবে। যেমনঃ (x,y)=(0,3), (2,3), (-2,3)…. এর ক্ষেত্রে যে সরলরেখা পাওয়া যায় তার সমীকরণ হবে y=3. অনুরুপভাবে, y এর যেকোন মানের জন্য x এর মান যদি প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট হয় তবে প্রাপ্ত বিন্দুগুলো যুক্ত করলে একটি সরলরেখা পাওয়া যায় যা y অক্ষের সমান্তরাল রেখা হবে। যেমনঃ (x,y)=(3,0), (3,2), (3,-2)…. এর ক্ষেত্রে যে সরলরেখা পাওয়া যায় তার সমীকরণ হবে x=3. নিচে x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বিষয়ক সকল প্রশ্নের উত্তর বা সমাধান নিন্মে দেওয়া হলো। কোন জিজ্ঞাসা থাকলে তা আমরা প্রদানে সর্বদা সচেষ্ট আছি, ধন্যবাদ।  

অনুশীলনী-4.4

1. y=3 সমীকরণটিতে

(i) একচলবিশিষ্ট এবং

(ii) দ্বিচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন করো।

সমাধানঃ

(i) যখন, y=3 সমীকরণটি একচলবিশিষ্ট।

সেক্ষেত্রে, y=3 কে একটি বিন্দুর মাধ্যমে জ্যামিতিক চিত্রে দেখানো যায়। চিত্রটি নিন্মরুপঃ

একচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন - 1

(ii) যখন, y=3 সমীকরণটি দ্বিচলবিশিষ্ট।

সেক্ষেত্রে, y=3 কে একটি সরলরেখার মাধ্যমে জ্যামিতিক চিত্রে দেখানো যায় যেখানে রেখাটি (0,3) বিন্দু দিয়ে যাবে এবং x অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ এটি ঐ সকল বিন্দুর দ্বারা গঠিত সরল রেখা যেখানে x এর যেকোন মানের জন্য y এর মান 3 হবে।

যেমনঃ

যখন, x=0 তখন y=3;

যখন, x=-1 তখন y=3;

(0,3) ও (-1,3) বিন্দুদ্বয় যুক্ত করলে একটি সরলরেখা পাওয়া যায় যা x অক্ষের সমান্তরাল। নিন্মে y=3 দ্বিচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে দেখানো হলোঃ

দ্বিচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন - 1

2. 2x+9=0 সমীকরণটিকে

(i) একচলবিশিষ্ট এবং

(ii) দ্বিচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন করো।

সমাধানঃ

দেওয়া আছে,

2x+9 = 0

বা, 2x = -9

বা, x = -9/2

(i) যখন, x=-9/2 সমীকরণটি একচলবিশিষ্ট।

সেক্ষেত্রে, x=-9/2 কে একটি বিন্দুর মাধ্যমে জ্যামিতিক চিত্রে দেখানো যায়। অর্থাৎ 2x+9 = 0 সমীকরণটির একচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রটি নিন্মরুপঃ

একচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন - 2

(ii) যখন, x=-9/2 সমীকরণটি দ্বিচলবিশিষ্ট।

সেক্ষেত্রে, x=-9/2 কে একটি সরলরেখার মাধ্যমে জ্যামিতিক চিত্রে দেখানো যায় যেখানে রেখাটি (-9/2,0) বিন্দু দিয়ে যাবে এবং y অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ এটি ঐ সকল বিন্দুর দ্বারা গঠিত সরল রেখা যেখানে y এর যেকোন মানের জন্য x এর মান -9/2 হবে।

যেমনঃ

যখন, y=0 তখন x=-9/2;

যখন, y=2 তখন x=-9/2;

(-9/2,0) ও (-9/2,2) বিন্দুদ্বয় যুক্ত করলে একটি সরলরেখা পাওয়া যায় যা y অক্ষের সমান্তরাল। নিন্মে x=-9/2 বা 2x+9 = 0 দ্বিচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে দেখানো হলোঃ

দ্বিচলবিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন - 2

আরওঃ

ত্রিপুরা নবম শ্রেণি গণিতের সকল অধ্যায়

Make CommentWrite Comment