রৈখিক সমীকরণের সমাধান - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-4.2 - অধ্যায়-4

রৈখিক সমীকরণের সমাধান - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-4.2 - অধ্যায়-4, Tripura Board Bangla Medium, SCERT Class 9 Math, school math bd,

রৈখিক সমীকরণের সমাধান

বন্ধুরা, আমরা আজ SCERT Class 9 Math ত্রিপুরা এর অনুশীলনী ৪.২ যার নাম রৈখিক সমীকরণের সমাধান এর A-Z প্রশ্নের উত্তর প্রদান করব। রৈখিক সমীকরণের সমাধান কল্পে x এর মানের ভিত্তিতে y এর মান কিংবা y এর মানের ভিত্তিতে x এর মান বের করার অনুশীলন-পদ্ধতি প্রদত্ত অংকসমূহের উত্তরে দেখতে পাব।  চল Tripura Board Bangla Medium এর এই অধ্যায়ের বিস্তারিত নিচে দেখি-


অনুশীলনী-4.2

1. নিচে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি সত্য এবং কেন? এর ক্ষেত্রে y=3x+5

(i) একটি অনন্য সমাধান আছে।

(ii) মাত্র দুটি সমাধান আছে।

(iii) অসংখ্য সমাধান আছে।

সমাধান1:

y=3x+5 এর ক্ষেত্রে, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে (iii) অসংখ্য সমাধান আছে বিকল্পটি সত্য।

কারন, x এর যেকোন মানের জন্য y এর একটি মান থাকবে এবং বিপরীতক্রমেও একই হবে।

যেমনঃ

x=1 হলে, y=3.1+5=8;

x=2 হলে, y=3.2+5=11;

x=3 হলে, y=3.3+5=14;

…………………………………….


2. নিন্মলিখিত সমীকরণগুলোর চারটি করে সমাধান লেখোঃ

(i) 2x+y=7

(ii) πx+y=9

(iii) x=4y

সমাধান2:

(i) 2x+y=7

বা, y=7-2x

এখন, x এর যেকোনো চারটি মানের জন্য y এর মান বের করিঃ

x=1 এর ক্ষেত্রে, y=7-2.1=7-2=5;

x=2 এর ক্ষেত্রে, y=7-2.2=7-4=3;

x=3 এর ক্ষেত্রে, y=7-2.3=7-6=1;

x=0 এর ক্ষেত্রে, y=7-2.0=7-0=7;

অতএব, নির্নেয় সমাধানঃ (1,5), (2,3), (3,1), (0,7).

(ii) πx+y=9

বা, y=9- πx

এখন, x এর যেকোনো চারটি মানের জন্য y এর মান বের করিঃ

x=1 হলে, y=9-π.1=9-π;

x=2 হলে, y=9-π.2=9-2π;

x=3 হলে, y=9-π.3=9-3π;

x=0 হলে, y=9-π.0=9;

অতএব, নির্নেয় সমাধানঃ (1, 9-π), (2, 9-2π), (3, 9-3π), (0,9).

(iii) x=4y

y এর যেকোনো চারটি মানের জন্য x এর মান বের করিঃ

y=1 এর বেলায়, x=4.1=4;

y=2 এর বেলায়, x=4.2=8;

y=3 এর বেলায়, x=4.3=12;

y=0 এর বেলায়, x=4.0=0;

অতএব, নির্নেয় সমাধানঃ (4,1), (8,2), (12,3), (0,0).


3. নিন্মলিখিত সমাধানগুলোর মধ্যে কোনটি x-2y=4 সমীকরণের সমাধান এবং কোনটি নয়, পরীক্ষা করোঃ

(i) (0,2)

(ii) (2,0)

(iii) (4,0)

(iv) (√2,4√2)

সমাধান3:

(i) (0,2) এর ক্ষেত্রে x=0, y=2 বসিয়ে পাই,

0-2.2

= 0-4

= -4 ≠ 4

∵ (0,2), x-2y=4 সমীকরণের সমাধান নয়।

(ii) (2,0) এর ক্ষেত্রে x=2, y=0 বসিয়ে পাই,

2-2.0

= 2-0

= 2 ≠ 4

∵ (2,0), x-2y=4 সমীকরণের সমাধান নয়।

(iii) (4,0) এর ক্ষেত্রে x=4, y=0 বসিয়ে পাই,

4-2.0

= 4 – 0

= 4

∵ (4,0), x-2y=4 সমীকরণের সমাধান।

(iv) (√2,4√2) এর ক্ষেত্রে x=√2, y=4√2 বসিয়ে পাই,

= √2-2.4√2

= √2-8√2 ≠ 4

∵ (√2, 4√2), x-2y=4 সমীকরণের সমাধান নয়।


4. যদি x=2, y=1 সমীকরণ 2x+3y=k এর সমাধান হয় তবে k এর মান নির্ণয় করো।

সমাধান4:

2x+3y=k

বা, 2.2+3.1=k [মান বসিয়ে]

বা, 4+3 = k

বা, 7 = k

∵ k এর মান 7. 


আরওঃ

ত্রিপুরা নবম শ্রেণি গণিতের সকল অধ্যায়

Make CommentWrite Comment