ভাগশেষ উপপাদ্য ও বহুপদ রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ - SCERT Tripura Class 9 Math – অনুশীলনী-2.4 - অধ্যায়-2
ভাগশেষ উপপাদ্য
একটি ধণাত্মক মাত্রার বহুপদ q(x) কে একটি নির্দিষ্ট সংখ্যা x-a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে q(a) এর সমান, এই প্রক্রিয়াটিকে ভাগশেষ উপদাদ্য বলা হয়। যেমনঃ q(x) = x2-x-6 কে x-3 দ্বারা ভাগ করলে ভাগশেষ q(3) এর সমান হয় কিনা যাচাই করে দেখি। x2-x-6 = x2-3x+2x-6 = x(x-3)+2(x-3) = (x-3)(x+2). যেহেতু, x-3 হলো x2-x-6 এর একটি উৎপাদক যেহেতু x2-x-6 কে x-3 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। অর্থাৎ q(3) = 0 হতে হবে। এখন q(x) = x2-x-6; অতএব, q(3) = 32-3-6 = 9-3-6 = 0. আমরা এই অধ্যায়ে ভাগশেষ উপপাদ্য এর এই নিয়মকে ব্যবহার করে সকল গাণিতিক প্রশ্নের উত্তর প্রদান করব। তাহলে চল শুরু করি-
বহুপদ রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ
আমরা এই অনুশীলনীতে মূলত বহুপদ রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করব যা তোমরা নিচে প্রদত্ত সকল গাণিতিক প্রশ্নের সমাধানে পেয়ে যাবে। এটা অনুশীলনী-2.4 ত্রিপুরা গণিত সমাধান যা নবম শ্রেণির জন্য প্রযোজ্য। চলো সমাধান শুরু করি-
অনুশীলনী-2.4
1. নিচের
বহুপদ রাশিমালার কোনগুলোর উৎপাদক (x+1) হয় তা নির্নয় করো :
(i) x3
+ x2 + x + 1
(ii) x4
+ x3 + x2 + x +1
(iii) x4
+ 3x3 + 3x2 + x + 1
(iv) x3
– x2 – (2 + √2)x
+ √2
[বিদ্রঃ আমরা
সহজে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এই প্রশ্নের সমাধান করিতে পারি, যা সমাধানে দেখানো
হলো।]
সমাধান1:
মনে করি,
x+1 = 0, অর্থাৎ x = -1
(i) ধরি,
p(x) = x3 + x2 + x + 1
∵p(-1)
= (-1)3
+ (-1)2 + (-1) + 1
= -1 + 1
– 1 + 1
= 2 – 2
= 0
∴ x3
+ x2 + x + 1 এর একটি উৎপাদক হলো x+1
(ii) ধরি,
q(x) = x4 + x3 + x2 + x +1
∵q(-1)
= (-1)4 + (-1)3 + (-1)2
+ (-1) +1
= 1 – 1
+ 1 – 1 + 1
= 3 -2
= 1
∴ x4
+ x3 + x2 + x +1 এর একটি উৎপাদক x+1 নয়।
(iii) ধরি,
m(x) = x4 + 3x3 + 3x2 + x + 1
∵m(-1)
= (-1)4
+ 3(-1)3 + 3(-1)2 + (-1) + 1
= 1 +
3(-1) + 3.1 – 1 + 1
= 1 – 3
+ 3 – 1 + 1
= 5 - 4
= 1
∴ x4
+ 3x3 + 3x2 + x + 1 এর একটি উৎপাদক x+1 নয়।
(iv) ধরি,
n(x) = x3 – x2 – (2 + √2)x + √2
∵n(-1)
= (-1)3
– (-1)2 – (2 + √2)(-1)
+ √2
= -1 – 1
– 2(-1) -√2(-1) + √2
= -1 – 1
+ 2 + √2 + √2
= - 2 +
2 + 2√2
= 2√2
∴ x3
– x2 – (2 + √2)x
+ √2 এর একটি উৎপাদক
x+1 নয়।
2. গুণনীয়ক
উপপাদ্য প্রয়োগে নিচের প্রতিটি ক্ষেত্রে p(x) –এর একটি উৎপাদক g(x) হয় কি না নির্ণয়
করো :
(i) p(x)
= 2x3 + x2 – 2x – 1, g(x) = x+1
সমাধান2(i):
g(x) =
x+1 = 0 হলে, x = -1
∵p(-1)
= 2(-1)3
+ (-1)2 – 2(-1) – 1
= 2(-1)
+ 1 + 2 – 1
= - 2 +
1 + 2 – 1
= 3 – 3
= 0
∴p(x)–এর
একটি উৎপাদক g(x).
(ii)
p(x) = x3 + 3x2 + 3x + 1, g(x) = x+2
সমাধান2(ii):
g(x) =
x+2 = 0 হলে, x = -2
∵p(-2)
= (-2)3
+ 3(-2)2 + 3(-2) + 1
= - 8 +
4.3 – 6 + 1
= - 8 +
12 – 6 + 1
= - 14 +
13
= - 1
∴p(x)–এর
একটি উৎপাদক g(x) নয়।
(iii)
p(x)= x3 – 4x2 + x + 6, g(x) = x-3
সমাধান2(iii):
g(x) =
x-3 = 0 হলে, x = 3
∵p(3)
= 33
– 4.32 + 3 + 6
= 27 –
4.9 + 3 + 6
=27 – 36
+ 3 + 6
= 36 –
36
= 0
∴p(x)–এর একটি উৎপাদক g(x).
3. নিচের
প্রতিটি ক্ষেত্রে p(x)-এর একটি উৎপাদক যদি (x+1) হয় তবে k-এর মান নির্ণয় করো :
(i) p(x)
= x2 + x + k
(ii)
p(x)=2x2 + kx+ √2
(iii)
p(x)=kx2-√2x
+ 1
(iv)
p(x)=kx2 – 3x + k
[বিদ্রঃ এখানেও
আমরা ভাগশেষ উপপাদ্য দ্বারা সহজে k এর মান বের করিতে পারব।]
সমাধান3:
যদি
p(x)-এর একটি উৎপাদক (x+1) হয় তবে x=-1 এর জন্য p(-1) = 0 হবে।
সেক্ষেত্রে,
(i) p(-1)
= x2 + x + k
বা, p(-1)
= (-1)2 + (-1) + k
বা, 0 = 1
- 1 + k
বা, k =
0
[বিদ্রঃ পাঠ্যপুস্তকে
প্রদেয় উত্তরমালা একটি উৎপাদক (x-1) এর জন্য প্রদান করা হয়েছে, সেই হেতু আমাদের উত্তর
পাঠ্যবইয়ের উত্তরের সহিত মিলিবে না।]
(ii)
p(-1)=2x2 + kx+ √2
বা, 0 =
2.(-1)2 + k.(-1)+ √2
বা, 2 -
k+ √2 = 0
বা, -k =
-2 - √2
বা, k =
2 + √2
(iii)
p(-1)=kx2-√2x
+ 1
বা,
p(-1)=k(-1)2-√2(-1)
+ 1
বা, 0 =
k + √2 + 1
বা, k =
-(√2 + 1)
(iv)
p(-1)=kx2 – 3x + k
বা,
p(-1)=k.(-1)2 – 3.(-1) + k
বা, 0 =
k + 3 + k
বা, 2k +
3 = 0
বা, 2k =
-3
বা, k =
- 3/2
4. উৎপাদকে
বিশ্লেষণ করো :
(i) 12x2
– 7x + 1
(ii) 2x2
+ 7x + 3
(iii) 6x2
+ 5x – 6
(iv) 3x2
–x – 4
সমাধান4:
(i) 12x2
– 7x + 1
= 12x2
– 4x – 3x + 1
=
4x(3x-1) – 1(3x-1)
=
(4x-1)(3x-1)
(ii) 2x2
+ 7x + 3
= 2x2
+ 6x + x + 3
=
2x(x+3) + 1(x+3)
=
(2x+1)(x+3)
(iii) 6x2
+ 5x – 6
= 6x2
+ 9x – 4x – 6
=
3x(2x+3) – 2(2x+3)
=
(3x-2)(2x+3)
(iv) 3x2
–x – 4
= 3x2
– 4x + 3x – 4
=
x(3x-4) +1(3x-4)
=
(x+1)(3x-4)
5. উৎপাদকে
বিশ্লেষণ করো :
(i) x3
– 2x2 – x + 2
(ii) x3
– 3x2 – 9x – 5
(iii) x3
+ 13x2 + 32x + 20
(iv) 2y3
+ y2 – 2y – 1
[বিদ্রঃ এখানে
আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বিভিন্ন মানের জন্য p(a) এর মান শুণ্য হয় কিনা যাচাই
করে সহজে একটি উৎপাদক নির্নয় করে ফলাফল বের করতে পারব।]
সমাধান5:
(i) x3
– 2x2 – x + 2
= x2(x-2)
– 1(x-2)
= (x2-1)(x-2)
= (x-1)(x+1)(x-2)
(ii) x3
– 3x2 – 9x – 5
= x2(x+1)
– 4x2 – 9x – 5
= x2(x+1)
– 4x(x+1) – 5x – 5
= x2(x+1)
– 4x(x+1) – 5(x+1)
=
(x+1)(x2-4x-5)
=
(x+1)(x2 – 5x + x -5)
=
(x+1){x(x-5) + 1(x-5)}
=
(x+1)(x+1)(x-5)
(iii) x3
+ 13x2 + 32x + 20
= x2(x+1)
+ 12x2 + 32x + 20
= x2(x+1)
+ 12x(x+1) + 20x + 20
= x2(x+1)
+ 12x(x+1) + 20(x+1)
=
(x+1)(x2+12x+20)
=
(x+1)(x2+10x+2x+20)
=
(x+1){x(x+10)+2(x+10)}
=
(x+1)(x+2)(x+10)
(iv) 2y3
+ y2 – 2y - 1
= 2y2(y-1)
+ 3y2 – 2y – 1
= 2y2(y-1)
+ 3y(y-1) + y – 1
= 2y2(y-1)
+ 3y(y-1) + 1(y-1)
=
(y-1)(2y2+3y+1)
=
(y-1)(2y2+2y+y+1)
=
(y-1){2y(y+1)+1(y+1)}
=
(y-1)(y+1)(2y+1)
আরওঃ