যোগ (১) - Class 2 Math BD – অধ্যায়ঃ ২ (পৃষ্ঠা ৪০-৪৫)
যোগ (১)
বন্ধুরা এই
অংশে আমরা দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ যোগ বিষয়ক সমাধান প্রদান করেছি।
আমরা কিভাবে যোগ করব তা আগে চলো জেনে আসিঃ- (১) ৪২ + ৩২ = ?, কিভাবে করব। এর জন্য আমরা
সংখ্যা দুইটির একক স্থানের অংকদ্বয়ের যোগফল নির্ণয় করবঃ ৩ + ২ = ৫; একইভাবে দশক স্থানের
ক্ষেত্রে, ৪ + ৩ = ৭; তাহলে যোগফল = ৭৫।
উল্লেখ্য
এক্ষেত্রে হাতে রাখার কোন ব্যাপার নেই। তাহলে চল হাতে রাখার ক্ষেত্রে কি ঘটেঃ-
৩৮ + ২৪ = ?, কিভাবে করব।
সংখ্যাদ্বয়ের
একক স্থানের অংকদ্বয়ের যোগফল, ৮ + ৪ = ১২ অর্থাৎ যোগফলে এককের ঘরে ২ বসাব এবং ১ কে
হাতে রাখব। এবং দশক স্থানের বেলায়, ৩ + ২ = ৫ এবং এই ফলের সাথে হাতে থাকা ১ যোগ করে
যোগফলের দশকের ঘরে বসাব।
▲ যোগ করি (পৃষ্ঠা-৪২)
১।
(১) ৩২
+ ৩০
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(২) ৫১
+ ১৪
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৩) ৩২
+ ২২
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৪) ৫০
+ ২০
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৫) ৬৫
+ ১৩
₋₋₋₋₋₋₋₋₋₋₋
সমাধান১:
(১) ৩২
+ ৩০
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৬২
(২) ৫১
+ ১৪
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৬৫
(৩) ৩২
+ ২২
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৫৪
(৪) ৫০
+ ২০
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৭০
(৫) ৬৫
+ ১৩
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৭৮
২ নিচের যোগগুলো
করি [পৃষ্ঠা-৪২]
(১) ২২ +
৩৬
(২) ৭২ +
১৫
(৩) ৭১ +
৫
(৪) ৮ + ৬০
(৫) ৩৫ +
১০
সমাধান২:
(১) ২২ +
৩৬ = ৫৮
(২) ৭২ +
১৫ = ৮৭
(৩) ৭১ +
৫ = ৭৬
(৪) ৮ + ৬০
= ৬৮
(৫) ৩৫ +
১০ = ৪৫
১. যোগ করি
[পৃষ্ঠা-৪৩]
১)
(১) ২৩
+ ১৮
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(২) ৪৫
+ ২৭
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৩) ৫২
+ ৩৮
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৪) ৭৮
+ ০৮
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৫) ২৬
+ ৩৭
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৬) ৩৭ + ৫৩
৭) ৪৫ + ৪৫
৮) ৪৭ + ১৮
৯) ৬৫ + ৫
১০) ৪২ +
২৯
সমাধান১:
(১) ২৩
+ ১৮
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৪১
(২) ৪৫
+ ২৭
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৭২
(৩) ৫২
+ ৩৮
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৯০
(৪) ৭৮
+ ০৮
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৮৬
(৫) ২৬
+ ৩৭
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৬৩
৬) ৩৭ + ৫৩
= ৯০
৭) ৪৫ + ৪৫
= ৯০
৮) ৪৭ + ১৮
= ৬৫
৯) ৬৫ + ৫
= ৭০
১০) ৪২ +
২৯ = ৭১
২. ৩৮ + ৫২
= ______; কীভাবে যোগটি করতে পারি? [পৃষ্ঠা-৪৪]
সমাধান২:
সংখ্যাদ্বয়ের
একক স্থানের অংকদ্বয়ের সমষ্টি নির্ণয় করিঃ
৮ + ২ = ১০;
এবং ০ কে
যোগফলের ঘরে একক স্থানে বসাই ও ১ কে সংখ্যাদ্বয়ের দশক স্থানের অংকদ্বয়ের সমষ্টির সাথে
যোগ করি। এই প্রক্রিয়াতে ১ কে আমরা হাতে থাকা অংক বলি।
৩ + ৫ + ১
= ৯;
এবং ৯ কে
যোগফলের ঘরে দশক স্থানে বসাই। প্রক্রিয়াটি সংক্ষেপে নিচে দেখানো হলোঃ
+১
৩৮
+৫২
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৯০
৩. কীভাবে
আমরা নিচের যোগগুলো করতে পারি?
(১) ৩৫ +
৬
(২) ৭ + ৩৬
সমাধান৩:
(১) ৩৫ +
৬
+১
৩৫
+৬
৪১
[ব্যাখ্যাঃ
৫ + ৬ = ১১ অর্থাৎ হাতে থাকে ১;
৩ + ১ = ৪;
∵ যোগফল
= ৪১]
(২) ৭ + ৩৬
+১
৭
+৩৬
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৪৩
[ব্যাখ্যাঃ
৭ + ৬ = ১৩ অর্থাৎ হাতে থাকে ১;
৩ + ১ = ৪;
∵ যোগফল
= ৪৩]
২. যোগ করি
[পৃষ্ঠা-৪৫]
(১) ২৬
+ ৩৭
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(২) ৩৮
+ ২২
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৩) ৫৬
+ ১৪
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৪) ৩৬
+ ১৭
₋₋₋₋₋₋₋₋₋₋₋
(৫) ৭৫
+ ১৫
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৬) ৪২ + ২৮
৭) ৭৮ + ১৩
৮) ৬২ + ২৮
৯) ৬ + ৫৭
১০) ৭২ +
৯
সমাধান২:
(১) ২৬
+ ৩৭
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৬৩
(২) ৩৮
+ ২২
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৬০
(৩) ৫৬
+ ১৪
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৭০
(৪) ৩৬
+ ১৭
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৫৩
(৫) ৭৫
+ ১৫
₋₋₋₋₋₋₋₋₋₋₋
৯০
৬) ৪২ + ২৮
= ৭০
৭) ৭৮ + ১৩
= ৯১
৮) ৬২ + ২৮
= ৯০
৯) ৬ + ৫৭
= ৬৩
১০) ৭২ +
৯ = ৮১
৩. দিলীপ
বাজার থেকে ৪৫ টাকার মাছ ও ৩৮ টাকার সবজি কিনল। সে মোট কত টাকা খরচ করল?
সমাধান৩:
দিলীপ মাছ
কিনল ৮৫ টাকার
দিলীপ সবজি
কিনল ৩৮ টাকার
₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋
∵ সে মোট খরচ করল ১২৩ টাকা (যোগ-করে)
৪. মাহদি
ও তাঁর বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। এক দলে ৩৫ জন ও অন্য
দলে ২৭ জন আছে। দুই দলে কতজন আছে?
সমাধান৪:
এক দলে আছে
৩৫ জন
অন্য দলে
আছে ২৭ জন
₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋
(+) দুই দলে
আছে ৬২ জন।
৫. মানহাদের
পারিবারিক লাইব্রেরিতে ৫৪টি গল্পের বই ও ৩৮টি অন্য বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো
বই আছে?
সমাধান৪:
গল্পের বই
আছে ৫৪ টি
অন্য বই আছে
৩৮ টি
₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋₋
(+) মোট বই
আছে ৯২ টি
যোগ (১)
আরওঃ