গাণিতিক সম্পর্ক (যোগ ও বিয়োগ) - Class 2 Math BD – অধ্যায়ঃ ২ (পৃষ্ঠা ৫৩-৫৪)

গাণিতিক সম্পর্ক (যোগ ও বিয়োগ) - Class 2 Math BD – অধ্যায়ঃ ২ (পৃষ্ঠা ৫৩-৫৪), বিয়োগের ক্ষেত্রে, সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল,

গাণিতিক সম্পর্ক (যোগ ও বিয়োগ)

আমাদের এই পোস্টের আলোচ্য হলো গাণিতিক সম্পর্ক (যোগ ও বিয়োগ); অর্থাৎ যোগের সাথে বিয়োগের গাণিতিক সম্পর্কটিটা কী এই নিয়ে নানান প্রশ্নের সমাধান বা আলোচনা করা। তাহলে চলো আগে এই সম্পর্কটা একটু বুঝে নেই- মনে করো, একটি ব্যাগে কয়েকটি আম ছিল। ৫টি আম বিক্রি করা হলো। এখন ব্যাগে ৬টি আম আছে। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? এই ঘটনাটি নিন্মরুপঃ

মোট আম – বিক্রিত আম = ব্যাগে অবশিষ্ট আম

বা, মোট আম – ৫ = ৬

এখন আমরা চিন্তা করে দেখি কত থেকে ৫ বিয়োগ করলে ৬ হয়। সেটি হবে ১১।

কারন, ১১ – ৫ = ৬।

অর্থাৎ, প্রথমে ব্যাগে প্রথমে ১১টি আম ছিল।

এখন গাণিতিক বাক্যটি একটু বিশ্নেষন করি চল। আমরা পেলামঃ

১১ – ৫ = ৬; এখানে স্পষ্ট ৫ + ৬ = ১১।

অর্থাৎ, বিয়োগের ক্ষেত্রে, সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল;

এবং যোগের ক্ষেত্রে, যেকোন একটি সংখ্যা হচ্ছে যোগফল থেকে অপর সংখ্যার বিয়োগফলের সমান।

গাণিতিক সম্পর্ক (যোগ ও বিয়োগ)

১. খালি ঘর পূরণ করি [পৃষ্ঠা-৫৪]

১) ৯ + ____ = ১৬

২) ৩৯ - ____ = ৩১

৩) ____ + ২৩ = ৩৪

৪) ____ + ১৯ = ৪৫

৫) ১৪ + ____ = ৩৫

৬) ২৯ - ____ = ১৭

৭) ____ + ২৭ = ৭৫

৮) ____ - ৩৯ = ৪৫

৯) ১২ + ৯ - ____ = ১৩

১০) ২২ + ৮ - ____ = ২৩

সমাধান:

১) ৯ +   = ১৬

২) ৩৯ -    = ৩১

৩)   ১১  + ২৩ = ৩৪

৪)  ২৬  + ১৯ = ৪৫

৫) ১৪ + ২১   = ৩৫

৬) ২৯ - ১২   = ১৭

৭)   ৪৮   + ২৭ = ৭৫

৮)  ৮৪  - ৩৯ = ৪৫

৯) ১২ + ৯ -   = ১৩

১০) ২২ + ৮ - = ২৩


২. বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরও ১৫টি আম দিল। ৩৩টি আম বিক্রি করার পর তাঁর কাছে ১২টি আম অবশিষ্ট রইলো। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল?

সমাধান:

মনে করি, বিজয়ের কাছে প্রথমে ___ টি আম ছিল।

তাহলে, প্রশ্নের গাণিতিক বাক্যঃ ___ + ১৫ – ৩৩ = ১২

এখন, ___ + ১৫ – ৩৩ = ১২

বা, ___ + ১৫ = ১২ + ৩৩

বা, ___ + ১৫ = ৪৫

বা, ___ = ৪৫ – ১৫

বা, ___ = ৩০

∵ তার কাছে প্রথমে আম ছিল ৩০টি।


৩. জলিল সাহেব বাজার থেকে ১০০টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে ২৫টি মেয়েকে, ২৩টি ছেলেকে দিলেন। এখন তার কাছে কতটি লিচু থাকল?

সমাধান:

প্রদত্ত প্রশ্নের গাণিতিক বাক্যঃ

১০০ – ২৫ – ২৩ = ____

বা, ৭৫ – ২৩ = ____

বা, ৫২ = ____

∵ এখন তার কাছে লিচু আছে ৫২টি।


৪. কোন বাক্সে ২৫টি চকলেট ছিল। এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো। বাক্সে ১৭টি চকলেট থাকল। কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল? গাণিতিক বাক্য কী হবে?

সমাধান:

গাণিতিক বাক্যঃ

২৫ - ____ = ১৭

বা, ২৫ = ১৭ + ____

বা, ২৫ – ১৭ = ____

বা, ৮ = ____

∵ মিতুকে চকলেট দেয়া হয়েছিল ৮টি।


 দ্বিতীয় অধ্যায়ের বাকী অংশসমূহঃ

    যোগ (১)

    বিয়োগ (১)

    গাণিতিক সম্পর্ক (যোগ ও বিয়োগ)

    যোগ (২)

    বিয়োগ (২)

    যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা

 

আরওঃ

দ্বিতীয় শ্রেণি গণিত সকল অধ্যায়

Make CommentWrite Comment