সংখ্যা পদ্ধতিঃ বাস্তব সংখ্যার উপর প্রক্রিয়া সমূহ - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-1.5 - অধ্যায়-1

সংখ্যা পদ্ধতিঃ বাস্তব সংখ্যার উপর প্রক্রিয়া সমূহ - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-1.5 - অধ্যায়-1, কোনটি মূলদ, কোনটি অমূলদ, Tripura Scert Math,

বাস্তব সংখ্যার উপর প্রক্রিয়া সমূহ

প্রিয় ত্রিপুরার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 1.5 অনুশীলনীতে বাস্তব সংখ্যার উপর প্রক্রিয়া সমূহ নিয়ে সকল সমাধান দিয়েছি। এখানে আলোচ্য বিষয়সমূহ মূলদ-অমূলদ নির্ধারণ; সরল; সংখ্যা রেখায় উপস্থাপন; হরের করণী নিরসন। তাহলে, চল বন্ধুরা শুরু করি-

অনুশীলনী-1.5

1. নিন্মলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ, কোনটি অমূলদ শ্রেণিবিভাগ করো-

(i) 2 - √5

সমাধান1(i):

2 - √5

= 2 – 2.2360679……

= - 0.2360679…

∵ নির্ণেয় সংখ্যাটি অমূলদ।


(ii) (3 + √23) - √23

সমাধান1(ii):

(3 + √23) - √23

= 3 + √23 - √23

= 3

= 3/1

∵ নির্ণেয় সংখ্যাটি মূলদ।


        2√7
(iii) ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣ 
        7√7

সমাধান1(iii):

   2√7
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
   7√7

= 2/7

∵ নির্ণেয় সংখ্যাটি মূলদ।


           1
(iv) ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
          2

সমাধান1(iv):

         1
   ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
       2

      1×2
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
    2×2

       2
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
        2

    1.442…..
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
       2

= 0.7071….

∵ নির্ণেয় সংখ্যাটি অমূলদ।


(v) 2π

সমাধান1(v):

= 2 × 3.1416…… [মান বসিয়ে]

= 6.2832……

 ∵ নির্ণেয় সংখ্যাটি অমূলদ।


2. প্রদত্ত রাশিগুলোকে সরল করো:-

(i) (3 + √3)(2 + √2)

সমাধান2(i):

(3 + √3)(2 + √2)

= 3×2 + √2×2 + 3×2 + √3×2

= 6 + 2√3 + 3√2 + √23

= 6 + 2√3 + 3√2 + √6


(ii) (3 + √3)(3 – √3)

সমাধান2(ii):

(3 + √3)(3 – √3)

= (3)2 – (√3)2 [a2-b2=(a-b)(a+b) সূত্রমতে]

= 9 – 3

= 6


(iii) (√5 + √2)2

সমাধান2(iii):

(√5 + √2)2

= (√5)2 + 2×5×2 + (√2)2 [সূত্র-অনুসারে]

= 5 + 2√10 + 2

= 7 + 2√10


(iv) (√5 – √2)( √5 + √2)

সমাধান2(iv):

(√5 – √2)( √5 + √2)

= (√5)2 – (√2)2 [a2-b2=(a-b)(a+b) সূত্রমতে]

= 5 – 2

= 3


3. তোমাদের হয়তো মনে আছে, π হল বৃত্তের পরিধি (ধরো c) এবং ব্যাস (ধরো d) এর অনুপাত। অর্থাৎ π = c/d। এটা হতে π যে অমূলদ সংখ্যা, এটা মনে হয় তাঁর বিরুদ্ধাচরণ করছে। বিরুদ্ধাচরণের সমাধান কীভাবে করবে?

সমাধান3:

এখানে কোনও বিরোধীতা নেই। কারণ বৃত্তের পরিধি এবং ব্যাস যখন পরিমাপ করা হয় তখন স্কেল বা অন্য যে কোন মাপক ব্যবহার করে দৈর্ঘ্যের কেবল আসন্ন মান বের করা হয়। কাজেই c ও d এর মান অমূলদ হবে কিনা তা অনুভব করার দরকার নেই।


4. √9.3 কে সংখ্যা রেখার উপর উপস্থাপন করো।

সমাধান4:

√9.3 কে সংখ্যা রেখার উপর উপস্থাপন

অঙ্কনের বিবরণঃ

(i) স্কেলের সাহায্যে AB=9.3 একক অঙ্কন করি।

(ii) AB কে C পর্যন্ত বর্ধিত করি যেন BC=1 একক হয়।

(iii) AC এর মধ্যবিন্দু O নির্ণয় করি।

(iv) O কে কেন্দ্র করে OC এর সমান ব্যাসার্ধ নিয়ে AC এর একপাশে একটি অর্ধবৃত্ত আঁকি।

(v) B বিন্দুতে লম্ব আঁকি যা অঙ্কিত অর্ধবৃত্তকে D বিন্দুতে ছেদ করে। তাহলে লম্ব BD=√9.3 অঙ্কিত হলো।

(vi) আবার, B কে কেন্দ্র করে BD এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা বর্ধিত BC কে E বিন্দুতে ছেদ করে। তাহলে, BE=√9.3 অর্থাৎ E বিন্দুতে √9.3 উপস্থাপিত হলো।


5. নিন্মোক্তগুলোর হরের করণী নিরসন করো:

        1
(i) ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
       7

সমাধান5(i):

       1
    ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
      7

    1×7
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
    7×7

      7
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
       7

         1
(ii) ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
     7 - √
6

সমাধান5(ii):

         1
   ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
    7 - √6

       1×(√7+√6)
=  ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
     (√7-√6)(√7+√6)

       7+√6
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
    (√7)2 – (√6)2

       7+√6
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
      7 –  6

       7+√6
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
         1

= √7+√6


             1
(iii) ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
      
5 + √2

সমাধান5(iii):

          1
   ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
     5 + √2

        1×(√5 - √2)
=  ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
     (√5+√2)(√5-√2)

      5 - √2
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
    (√5)2 – (√2)2

     5 - √2
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
      5 –  2

     5 - √2
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
         3

          1
(iv) ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
      
7 - 2

সমাধান5(iv):
        1
   ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
    7 - 2

        1×(√7+2)
=  ﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
     (√7-2)(√77+2)

      7 + 2
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
    (√7)2 – (2)2

    7 + 2
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
     7 –  4

    7 + 2
﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣﹣
       3
 

এই অধ্যায়ের বাকী অংশসমূহঃ

1.1 সংখ্যা-পদ্ধতি

1.2 অমূলদ-সংখ্যা

1.3 বাস্তব-সংখ্যা-এবং-তাদের-দশমিক-বিস্তার

1.4 সংখ্যা-রেখায়-বাস্তব-সংখ্যার-উপস্থাপন

1.5 বাস্তব-সংখ্যার-উপর-প্রক্রিয়া-সমূহ

1.6 বাস্তব-সংখ্যার-ক্ষেত্রে-সূচকের-সূত্রাবলী 


আরো দেখঃ

SCERT-Tripura-Class-9-Math-All-Chapter

Make CommentWrite Comment