প্যাটার্ন - Class 2 Math BD – অধ্যায়ঃ ৪ (পৃষ্ঠা ১০৫-১০৬)

প্যাটার্ন - Class 2 Math BD – অধ্যায়ঃ ৪ (পৃষ্ঠা ১০৫-১০৬), class two math bangladesh new book solution, দ্বিতীয় শ্রেণির অংক সমাধান প্যাটার্ন,

প্যাটার্ন

আমি রাস্তায় ‘জেব্রা ক্রসিং’ দেখেছি। এতে প্যাটার্ন আছে। আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। এই ক্রসিংকে কেন জেব্রার সাথে তুলনা করা হয় বা এর নামকরণ কেন এমন হলো জানো কি? ক্ষুদে বন্দুরা উত্তর জানার আগে আমরা জেনে নেই আজকের এই পাঠে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণির অধ্যায় ৪ এর ২য় অংশের আলোচনা বা প্রশ্নের উত্তর প্রদান করেছি। উত্তরে কোন অসংগতি বা সংযুক্তির কিছু থাকলে আমাদেরকে জানিও। চলো, তাহলে উত্তরটি দেখিঃ-  

জেব্রা ক্রসিং

কারনঃ জেব্রার শরীরে এ রকম সাদাকালো প্যাটার্ন আছে।

১. আমাদের চারপাশ থেকে আরও প্যাটার্ন খুঁজে বের করি।

সমাধান:

(ক) আমি গোলাকার ও চতুর্ভুজাকার আকৃতি ব্যবহার করে প্যাটার্ন-তৈরি করেছি।

গোলাকার ও চতুর্ভুজাকার আকৃতি ব্যবহার করে প্যাটার্ন

(খ) আমি ত্রিভুজ ও চতুর্ভুজ আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন-তৈরি-করেছি।

ত্রিভুজ ও চতুর্ভুজ আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন

১. নিচের ছবিগুলো ইচ্ছেমতো প্যাটার্নে সাজাই [পৃষ্ঠা-১০৬]

ইচ্ছেমতো প্যাটার্নে সাজাই

সমাধান:

প্রদত্ত ছবিগুলো ইচ্ছেমতো প্যাটার্নে সাজানো হলো, যা নিচের দেখানো হলোঃ

ইচ্ছেমতো প্যাটার্নে সাজাই-2

বিশেষ কিছুঃ

আজ বিশেষ কিছুতে এনটির লিখিত কয়েকটি ছড়া দেয়া হলো, তোমরাও তোমাদের লেখা পাঠাতে পার-আমরা বিশেষ কিছুতে প্রকাশ করব। পাঠানোর লিঙ্কঃ যোগাযোগ

(১)

খোকা ও দাদা

খোকা নাচে,
দাদা হাঁসে,
খোকা দেখ দৌড় দিয়েছে
ছুটছে দাদা খোকার পিছে,
দাদা ছুটে ঠকঠক,
হাঁসগুলোতে পকপক;
আকশেতে সাদা বক,
বৃষ্টি এল টাপুর টুপুর
খুকু বাজায় পায়ে নুপুর,
এখন যে ভাই ভর দুপুর ।

(২)

শুধু তুমি ছাড়া

দিবাতে সূর্যের আলো
রাতে চন্দ্র-তারা,
আমার মন নিঠুর কালো
শুধু তুমি ছাড়া ।

আকাশ ভাল, নদী ভাল
ভাল নয়ন তারা,
এ নয়ন অন্ধ হল
শুধু তুমি ছাড়া ।

দিন গেল, রাত এল
নীরব হল পাড়া,
আমার কন্ঠ বকে গেল
শুধু তুমি ছাড়া ।

যা হল, ভাল হল
বইল সুখের ধারা,
আমার কষ্ট রয়ে গেল
শুধু তুমি ছাড়া ।

(৩)

আম-ধান-ঝড়

পাকা আম থরে থরে,
উঠান গেছে ধানে ভরে,
হঠাৎ বুঝি বৃষ্টি এল
ধানের গাদা গোলায় তোল ।
খোকা খুকু আম যে কুড়ায়;
পাকা আমের গন্ধ্যে মাতাল
ঝড় ছেড়েছে উথাল-পাতাল ।

(৪)

পুতুলের বিয়ে

পুতুল-পুতুল রাজার পুতুল
আজ পুতুলের বিয়ে,
খুকুমনি বায়না নিল-সাজাবে পুতুল
ফুল কাপড় আর ভালবাসা দিয়ে।

খোকামনি বায়না নিল-ঘুরাবে পুতুল
মৈয়ূর পঙ্খী ঘোড়ার গাড়ি করে।
পুতুল-পুতুল রাজার পুতুল
আজ পুতুলের বিয়ে।।


চতুর্থ অধ্যায়ের বাকী অংশসমূহঃ

    জ্যামিতিক আকৃতি

    প্যাটার্ন

 

আরওঃ

দ্বিতীয় শ্রেণি গণিত সকল অধ্যায়

Make CommentWrite Comment