প্যাটার্ন - Class 2 Math BD – অধ্যায়ঃ ৪ (পৃষ্ঠা ১০৫-১০৬)
প্যাটার্ন
আমি রাস্তায়
‘জেব্রা ক্রসিং’ দেখেছি। এতে প্যাটার্ন আছে। আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই।
এই ক্রসিংকে কেন জেব্রার সাথে তুলনা করা হয় বা এর নামকরণ কেন এমন হলো জানো কি? ক্ষুদে
বন্দুরা উত্তর জানার আগে আমরা জেনে নেই আজকের এই পাঠে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণির
অধ্যায় ৪ এর ২য় অংশের আলোচনা বা প্রশ্নের উত্তর প্রদান করেছি। উত্তরে কোন অসংগতি বা
সংযুক্তির কিছু থাকলে আমাদেরকে জানিও। চলো, তাহলে উত্তরটি দেখিঃ-
কারনঃ জেব্রার শরীরে এ রকম সাদাকালো প্যাটার্ন আছে।
১. আমাদের
চারপাশ থেকে আরও প্যাটার্ন খুঁজে বের করি।
সমাধান১:
(ক) আমি গোলাকার
ও চতুর্ভুজাকার আকৃতি ব্যবহার করে প্যাটার্ন-তৈরি করেছি।
(খ) আমি ত্রিভুজ
ও চতুর্ভুজ আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন-তৈরি-করেছি।
১. নিচের
ছবিগুলো ইচ্ছেমতো প্যাটার্নে সাজাই [পৃষ্ঠা-১০৬]
সমাধান১:
প্রদত্ত ছবিগুলো
ইচ্ছেমতো প্যাটার্নে সাজানো হলো, যা নিচের দেখানো হলোঃ
বিশেষ কিছুঃ
আজ বিশেষ
কিছুতে এনটির লিখিত কয়েকটি ছড়া দেয়া হলো, তোমরাও তোমাদের লেখা পাঠাতে পার-আমরা বিশেষ
কিছুতে প্রকাশ করব। পাঠানোর লিঙ্কঃ যোগাযোগ
(১)
খোকা ও দাদা
(২)
শুধু তুমি ছাড়া
(৩)
আম-ধান-ঝড়
(৪)
পুতুলের বিয়ে
চতুর্থ অধ্যায়ের বাকী অংশসমূহঃ
প্যাটার্ন
আরওঃ