জ্যামিতিক আকৃতি - Class 2 Math BD – অধ্যায়ঃ ৪ (পৃষ্ঠা ১০২-১০৪)
জ্যামিতিক আকৃতি
বন্ধুরা,
আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণির চতুর্থ অধ্যায় জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন এর
a-z সমাধান ও আলোচনা করেছি। আমরা ১০০% সঠিকতা বজায় রাখার সহিত তোমাদের মতামত ও পরামর্শ
নিয়ে থাকি, আমাদেরকে লিখে জানিও। আমরা জ্যামিতিক আকৃতি অংশে মূলত গোল, তিনকোণ ও চারকোণ
বিশিষ্ট আকৃতি সম্পর্কে শিখব। এবং পরের অংশে শিখব প্যাটার্ন। চলো, শুরু করি-
#নিকট পরিবেশে
যে সকল জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাইঃ- [পৃষ্ঠা-১০২]
? রাফি ও তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে। চলো তাদের সাথে জ্যামিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথকভাবে সাজাই। [পৃষ্ঠা-১০২]
সমাধান?:
জ্যামিতিক
আকৃতিগুলো পৃথকভাবে সাজিয়ে পাইঃ
১. বস্তুর
সাথে আকৃতিসমূহের দাগ টেনে মিল করি [পৃষ্ঠা-১০৩]
সমাধান১:
নিন্মচিত্রে
দেখানো হলোঃ-
গুরুত্বপূর্ণ
তথ্যঃ
তিনকোণা আকৃতিঃ
ত্রিভুজ আকার;
চারকোণা আকৃতিঃ
চতুর্ভুজ আকার;
গোলাকৃতিঃ
গোলাকার
১. নিচের
মজাদার খাদ্যগুলোর জ্যামিতিক আকৃতি বলিঃ [পৃষ্ঠা-১০৪]
(ক) সামুচা
(খ) পাউরুটি (গ) রসগোল্লা (ঘ) বিস্কুট (ঙ) মোয়া (চ) সন্দেশ
সমাধান১:ক-চ:
(ক) সামুচাঃ
তিনকোণা আকৃতি
(খ) পাউরুটিঃ
চারকোণা আকৃতি/গোলাকৃতি
(গ) রসগোল্লাঃ
গোলাকৃতি
(ঘ) বিস্কুটঃ
চারকোণা আকৃতি/গোলাকৃতি
(ঙ) মোয়াঃ
গোলাকৃতি
(চ) সন্দেশঃ
গোলাকৃতি
২. ত্রিভুজাকার
ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করি। [পৃষ্ঠা-১০৪]
সমাধান২:
প্রদত্ত ছবিতে
ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করে নিচে দেখানো হলোঃ
২. চতুর্ভুজ,
ত্রিভুজ ও গোলাকার জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে ১টি কার্টুন আঁকা হয়েছে। এতে কয়টি
ত্রিভুজাকার, চতুর্ভুজাকার ও গোলাকার রয়েছে? [পৃষ্ঠা-১০৪]
সমাধান২:
ত্রিভুজাকার
রয়েছে ৬টি [২টি হাত, ২টি পা ও ২টি পায়ের পাতা]
চতুর্ভুজাকার
রয়েছে ২টি [গলা ও বুক]
গোলাকার রয়েছে
৩টি [১টি মাথা ও দুটি চোঁখ]
বিশেষ কিছুঃ
আজকের বিশেষ
কিছুতে আমরা গণিতের পাশাপাশি একটি ছড়া শিখবো, এটি লিখেছেন এনটি তুহিন। তোমরাও আমাদেরকে
তোমার লেখা পাঠাতে পার, আমরা গণিতের পাশাপাশি বিশেষ কিছু অংশে প্রকাশ করব। ধন্যবাদ।
দুধ
(এটি ছড়া হিসেবে লিখিত)
চতুর্থ অধ্যায়ের বাকী অংশসমূহঃ
জ্যামিতিক আকৃতি
আরওঃ