সংখ্যা পদ্ধতিঃ অমূলদ সংখ্যা - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-1.2 - অধ্যায়-1
অমূলদ সংখ্যা (Irrational Numbers)
একটি সংখ্যা
‘s’ কে আমরা অমূলদ বলব, যদি s কে p/q আকারে প্রকাশ করা না যায়,
যেখানে p এবং q অখন্ড সংখ্যা এবং q এর মান কখনো 0 হবে না। যেমনঃ √2, √3, √15, π,
0.10110111011110….. এখানে ‘√’
চিহ্নটি ব্যবহার করলে, আমরা ধরে
নিই এটা সংখ্যার ধনাত্মক বর্গমূল। সুতরাং √4
= 2, যদিও 2 -2, 4 এর বর্গমূল। পিথাগোরিয়ানরা প্রমাণ করেছিলেন √2 অমূলদ। পরবর্তী সময়ে প্রায় 425 খ্রি.
পূর্বাব্দে সাইরেনির (Cyrene) থিওডরাস (Theodorus) প্রমাণ করেছিলেন √3, √5, √6, √7, √10, √11, √12, √13, √14, √15 এবং √17 অমূলদ সংখ্যা। π এর ক্ষেত্রে হাজার হাজার বছর ধরে বিভিন্ন
ধরনের অনুশীলনীনের পর 1700 খ্রিস্টাব্দের শেষভাগে একমাত্র ল্যামবার্ট (Lambert) এবং
লিজেন্ডার প্রমাণ করেছিলেন π
একটি অমূলদ সংখ্যা।
অনুশীলনী-1.2
1. নিন্মলিখিত
উক্তিগুলো সত্য না মিথ্যা বলো। তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাওঃ
(i) প্রতিটি
অমূলদ সংখ্যা একটি বাস্তব সংখ্যা।
(ii) সংখ্যারেখার
উপর প্রতিটি বিন্দুই √m
জাতীয় সংখ্যাকে সূচিত করে, যেখানে m একটি স্বাভাবিক সংখ্যা।
(iii) প্রতিটি বাস্তব সংখ্যা একটি অমূলদ সংখ্যা।
সমাধান1:
(i) সত্য,
যেহেতু বাস্তব সংখ্যার সংগ্রহ সংগঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা দ্বারা।
(ii) অসত্য,
কারন সংখ্যারেখায় ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা রয়েছে এবং কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল
ঋণাত্মক সংখ্যা হতে পারে না।
(iii) অসত্য,
উদাহরণস্বরুপ 2 একটি বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ নয়।
2. সব ধনাত্মক
অখন্ড সংখ্যার বর্গমূল কি অমূলদ সংখ্যা? যদি না হয় তবে একটি এমন সংখ্যার উদাহরণ দাও
যার বর্গমূল একটি মূলদ সংখ্যা।
সমাধান2:
না, সব ধনাত্মক
অখন্ড সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা নয়।
উদাহরণস্বরুপঃ
√9 = 3 হল একটি মূলদ সংখ্যা।
3. কীভাবে
√5 কে সংখ্যারেখায় উপস্থাপন
করা যায় দেখাও।
সমাধান3:
পিথাগোরাসের
উপপাদ্য সূত্র প্রয়োগ করে √5
কে সংখ্যারেখায় উপস্থাপন করা যায় যা নিচে দেখানো হলোঃ-
আমরা 5 কে
দুইটি সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করতে পারি।
∵ 5
= 22 + 12
বা, (√5)2 = 22 +
12 ….. (i)
উপরের
(i) নং সমীকরণটি পিথাগোরাসের উপপাদ্য সূত্রানুসারে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এর
দৈর্ঘ্য √5 এবং এর অপর
দুই বাহুর দৈর্ঘ্য 2 ও 1.
তাহলে, সংখ্যারেখায়
2 বিন্দুর উপর AB লম্ব আঁকি যেখানে AB = 1
ও 0A = 2 একক এর সমান। এবং 0, B যোগ করি। তাহলে, ত্রিভুজ 0AB এর অতিভুজ, 0B= √5 একক।
এখন, 0 কে
কেন্দ্র করে 0B এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা সংখ্যারেখাটিকে P বিন্দুতে
ছেদ করে।
∵ সংখ্যারেখায়
P বিন্দু হলো √5 এর অবস্থান।
4. শ্রেণিকক্ষের
কার্যকলাপ (সর্পিল (sppiral) আকৃতির বর্গমূল অঙ্কন): একটি বড় কাগজের টুকরো নাও এবং
নিন্মরূপে ‘সর্পিল বর্গমূল’ অঙ্কন করো।
O বিন্দু
থেকে শুরু করো একক দৈর্ঘ্যের OP1 রেখাংশ অঙ্কন করো। OP1 এর উপর
একক দৈর্ঘ্যের আরেকটি লম্ব P1P2 রেখাংশ অঙ্কন করে (চিত্রে দেখো)।
এখন OP2 এর উপর পুনরায় এক একক বিশিষ্ট লম্ব P2P3
রেখাংশ অঙ্কন করো। আবার OP3 এর উপর এক একক বিশিষ্ট আরও একটি লম্ব P3P4
রেখাংশ অঙ্কন করো। এরুপে অগ্রসর হলে, তোমার একক দৈর্ঘ্যের Pn-1Pn
রেখাংশ অঙ্কন করতে পারবে যা OPn-1 এর উপর লম্ব। এরুপে তোমার P2,
P3,……., Pn,…….. বিন্দুগুলো তৈরি করে এবং তাদের যুক্ত করে একটি
সুন্দর সর্পিল আকৃতি পাবে যেটি √2,
√3, √4….. কে চিহ্নিত করে।
এই অধ্যায়ের
বাকী অংশসমূহঃ
1.2 অমূলদ-সংখ্যা
1.3 বাস্তব-সংখ্যা-এবং-তাদের-দশমিক-বিস্তার
1.4 সংখ্যা-রেখায়-বাস্তব-সংখ্যার-উপস্থাপন
1.5 বাস্তব-সংখ্যার-উপর-প্রক্রিয়া-সমূহ
1.6 বাস্তব-সংখ্যার-ক্ষেত্রে-সূচকের-সূত্রাবলী
আরো দেখঃ