বিয়োগ - Class 3 Math BD 2024 – অধ্যায়ঃ ৩ (পৃষ্ঠা ২৯-৩৩)
বিয়োগ
তৃতীয় শ্রেণির তৃতীয় অধ্যায় এর নাম হলো বিয়োগ। আমরা পূর্ণাঙ্গ সমাধান করেছি এই অনুশীলনীর, পৃষ্ঠা ২৯-৩৩ পর্যন্ত। আশা করি বিয়োগ সম্পর্কে সকল বিষয়ের ধারণা পাবে এই পোস্ট থেকে। মাতামত লিখে জানিও, তবে চল শুরু করি-
২৯-৩২পৃষ্ঠার বিয়োগ
? একটি নার্সারিতে
৭৪২টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য ৩৯৫টি চারা কিনল। এখন নার্সারিতে
কতটি চারা রইল?
সমাধানঃ
নার্সারিতে
গোলাপ চারা ছিল ৭৪২ টি
১. বিয়োগ
করি
(১) ৪৮৭
(২) ৬২৪
(৩) ৪৩৫
(৪) ৭৬৯-৪৯
(৫) ৫৪১-২১৬
(৬) ৭৪২-২০৯
(৭) ২৫২-৭২
(৮) ৩৩১-১৪৬
(৯) ৮৫০-৭৮৭
(১০) ৪০৩-১৭৯
(১১) ৫০০-৬৬
সমাধানঃ
(১) ৪৮৭
(২) ৬২৪
(৩) ৪৩৫
(৪) ৭৬৯-৪৯
= ৭২০
(৫) ৫৪১-২১৬
= ৩২৫
(৬) ৭৪২-২০৯
= ৫৩৩
(৭) ২৫২-৭২
= ১৮০
(৮) ৩৩১-১৪৬
= ১৮৫
(৯) ৮৫০-৭৮৭
= ৬৩
(১০) ৪০৩-১৭৯
= ২২৪
(১১) ৫০০-৬৬
= ৪৩৪
২. রেজার
কাছে ৫৩৪৮ টাকা আছে। হিয়ার কাছে ৩৬৮৫ টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে?
স-মা-ধা-নঃ
রেজার কাছে
আছে ৫৩৪৮ টাকা
২. বিয়োগ
করি
(১) ২৫৭৪
(২) ৮২৩৪
(৩) ১৪৮২
(৪) ৭৮০৪-৬৭২
(৫) ৬৩৮৯-২৩৯৫
(৬) ৩৮৩৬-১৯৪৭
(৭) ৪৫৪৯
– ৩৮৬৯
(৮) ১১৩৮-৫৯৬
(৯) ২৫৩৬-২৪৫৭
স-মা-ধা-নঃ
(১) ২৫৭৪
(২) ৮২৩৪
(৩) ১৪৮২
(৪) ৭৮০৪-৬৭২
= ৭১৩২
(৫) ৬৩৮৯-২৩৯৫
= ৩৯৯৪
(৬) ৩৮৩৬-১৯৪৭
= ১৮৮৯
(৭) ৪৫৪৯
– ৩৮৬৯ = ৬৮০
(৮) ১১৩৮-৫৯৬
= ৫৪২
(৯) ২৫৩৬-২৪৫৭
= ৭৯
৩. একজন লিচু
বিক্রেতার ১০০০টি লিচুর মধ্যে ২৬টি লিচু পচে গেল। তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন?
সমাধান৩:
মোট লিচুর
সংখ্যা ১০০০টি
পঁচা লিচুর
সংখ্যা ২৬টি
∵ ভাল
লিচুর সংখ্যা = (১০০০-২৬) টি = ৯৭৪ টি।
৩. বিয়োগ-করি
(১) ১০০০
(২) ৪০০৩
(৩) ১০০০-৯৯১
(৪) ১০০২-৭৭৭
(৫) ১০০১-৪৮
(৬) ৫০০০-২৬৩
(৭) ৬০০৪-৮
(৮) ৭০০০-২০৩৬
সমাধান৩:
(১) ১০০০
(২) ৪০০৩
(৩) ১০০০-৯৯১
= ৯
(৪) ১০০২-৭৭৭
= ২২৫
(৫) ১০০১-৪৮
= ৯৫৩
(৬) ৫০০০-২৬৩
= ৪৭৩৭
(৭) ৬০০৪-৮
= ৫৯৯৬
(৮) ৭০০০-২০৩৬
= ৪৯৬৪
৪. গতকাল
একটি মেলায় লোক এসেছিল ৪৮৬৫৪ জন এবং আজকে মেলায় লোক এসেছে ৫২৪৭৯ জন। এই দুই দিনের লোকসংখ্যার
পার্থক্য কত?
সমাধান৪:
গতকাল লোক
এসেছিল ৪৮৬৫৪ জন
আজকে লোক
এসেছিল ৫২৪৭৯ জন
∵ দুই
দিনের লোকসংখ্যার পার্থক্য = (৫২৪৭৯-৪৮৬৫৪) জন = ৩৮২৫ জন।
৪. বিয়োগ-করি
(১) ৭৬৮৯৩-৪২৭৩১
(২) ৫৮৪৮৫-৩০৭১
(৩) ৬৯১৪৩-২৪১৯৭
(৪) ১৩৩১৬-৫৯৮১
(৫) ৪২৮১৬-১২৯৩৭
(৬) ৩৪৫২৬-৩৪৩৫২
(৭) ১০০০০-২৪৬৮
(৮) ৪০০০০-৯৮৭
(৯) ৮০০০২-৭০০৩৬
সমাধান৪:
(১) ৭৬৮৯৩-৪২৭৩১
= ৩৪১৬২
(২) ৫৮৪৮৫-৩০৭১
= ৫৫৪১৪
(৩) ৬৯১৪৩-২৪১৯৭
= ৪৪৯৪৬
(৪) ১৩৩১৬-৫৯৮১
= ৭৩৩৫
(৫) ৪২৮১৬-১২৯৩৭
= ২৯৮৭৯
(৬) ৩৪৫২৬-৩৪৩৫২
= ১৭৪
(৭) ১০০০০-২৪৬৮
= ৭৫৩২
(৮) ৪০০০০-৯৮৭
= ৩৯০১৩
(৯) ৮০০০২-৭০০৩৬
= ৯৯৬৬
৬. বিয়োগ-করি
(১) ৭৫০০০-৪২০০০
(২) ৪৮৬৭০-৪৫৫৫০
(৩) ৬৫২০০-৪২৫০০
(৪) ৭৪৩৯১-৫২৮১০
(৫) ৯২৩১৪-৫৭৮৫৮
(৬) ১০০০০০-১১১১১
সমাধান৬:
(১) ৭৫০০০-৪২০০০
= ৩৩০০০
(২) ৪৮৬৭০-৪৫৫৫০
= ৩১২০
(৩) ৬৫২০০-৪২৫০০
= ২২৭০০
(৪) ৭৪৩৯১-৫২৮১০
= ২১৫৮১
(৫) ৯২৩১৪-৫৭৮৫৮
= ৩৪৪৫৬
(৬) ১০০০০০-১১১১১
= ৮৮৮৮৯
নিজে করিঃ ৩৩ পৃষ্ঠার বিয়োগ
১. বিয়োগ
করি
(১) ৪৬২৪-২২৩০
(২) ৭৬৮২-৩৯৫৮
(৩) ৬৩১৫-৪৩২৯
(৪) ১৩৯৫-৮৫১
(৫) ৩২১৩-২৪২৬
(৬) ১০০০-৩৫৬
(৭) ৫৯৪৫৭-৩৬০২১
(৮) ৪৩৫২০-২২৬১৯
(৯) ১৪২৮৩-৭৬৪৮
(১০) ৪৩৬২৫-৮৭৬
(১১) ৮৩১৫৩-৩৩২১৬
(১২) ৫০০০০-৩৮৪২৭
সমাধান১:
(১) ৪৬২৪-২২৩০
= ২৩৯৪
(২) ৭৬৮২-৩৯৫৮
= ৩৭২৪
(৩) ৬৩১৫-৪৩২৯
= ১৯৮৬
(৪) ১৩৯৫-৮৫১
= ৫৪৪
(৫) ৩২১৩-২৪২৬
= ৭৮৭
(৬) ১০০০-৩৫৬
= ৬৪৪
(৭) ৫৯৪৫৭-৩৬০২১
= ২৩৪৩৬
(৮) ৪৩৫২০-২২৬১৯
= ২০৯০১
(৯) ১৪২৮৩-৭৬৪৮
= ৬৬৩৫
(১০) ৪৩৬২৫-৮৭৬
= ৪২৭৪৯
(১১) ৮৩১৫৩-৩৩২১৬
= ৪৯৯৩৭
(১২) ৫০০০০-৩৮৪২৭
= ১১৫৭৩
২. হাসান
সাহেব বইমেলায় প্রথম দিন ৫৬২০ টাকা এবং দ্বিতীয় দিন ৬৩৮৫ টাকার বই বিক্রি করেন। দ্বিতীয়
দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন?
সমাধান২:
২য় দিন বই
বিক্রি করেন ৬৩৮৫ টাকার
৩. নাজমা
বেগম ১৫৬০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৯৭৫ টাকা খরচ করলেন। তাঁর কাছে কত টাকা অবশিষ্ট
রইল?
সমাধান৩:
নাজমা বেগমের
কাছে ছিল ১৫৬০ টাকা
৪. রহিম সাহেবের
মাসিক আয় ১৮৫৫০ টাকা এবং মাসিক ব্যয় ১৭৯৮৪ টাকা। তাঁর মাসিক জমা কত?
সমাধান৪:
রহিম সাহেবের
মাসিক আয় ১৮৫৫০ টাকা
৫. লিমার
৩৪৭০ টাকা আছে এবং রাহুলের ২৬৪৫ টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে?
সমাধান৫:
লিমার আছে
৩৪৭০ টাকা
৬. বিজয় বাবু
৩৫৪৬৫ টাকা দিয়ে একটি সাইকেল এবং ৪৫৭২২ টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি
দিয়ে টিভি কিনলেন?
সমাধান৬:
টিভির ক্রয়মূল্য
৪৫৭২২ টাকা
৭. একটি ট্রেনে
২১৬৫ জন যাত্রী আছেন। একটি স্টেশনে ৭৯৬ জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী
আছেন?
সমাধান৭:
ট্রেনে যাত্রী
ছিল ২১৬৫ জন
৮. আবিদের
মায়ের কাছে ২০৫০০ টাকা ছিল। আবিদ ৩৬৮৫ টাকা নিয়ে বাজার করতে গেল। এখন আবিদের মায়ের
কাছে কত টাকা রইল?
সমাধান৮:
আবিদের মায়ের
কাছে ছিল ২০৫০০ টাকা
৯. নাসিমা
বেগম বছরে ১০০০০০ টাকা আয় করেন এবং ৮৮৭৫৫ টাকা ব্যয় করেন। তাঁর বছরে কত টাকা জমা থাকে?
সমাধান৯:
নাসিমা বেগমের
বাৎসরিক আয় ১০০০০০ টাকা
১০. ১২৫০-৯৬০ = _____ গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি।
সমাধান১০:
গল্পঃ রাতুলের
কাছে ১২৫০ টাকা ছিল। সে তাঁর বোন তুলিকে ৯৬০ টাকা দিল। এখন রাতুলের কাছে আর কত টাকা
থাকল।
আরও