জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন - Class 2 Math BD – অধ্যায়ঃ ১ (পৃষ্ঠা ২৫-৩৩)
জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন
আমরা আজ দ্বিতীয়
শ্রেণির ১ম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান এর ৬ষ্ট অংশের সমাধান দিব। এই অংশের নাম হলো জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন
যেখানে প্রথমে জোড়-বিজোড় সংখ্যা এবং পরে সংখ্যা প্যাটার্ন এর আলোচনা এবং সমাধান দেয়া
হয়েছে। আমরা সর্বক্ষেত্রে ১০০% সঠিকতা বজায় রাখার চেষ্টা করি, কোন্ন অসংগতিতে আমাদের
জানাতে পারো, চলো শুরু করিঃ-
জোড়-বিজোড় সংখ্যা
? ২টি করে
গোল দাগ দিই (পৃষ্ঠা-২৫)
সমাধান?:
▲ নিচের ছবিতে ২টি করে গোল দাগ দিই (পৃষ্ঠা-২৫)।
সমাধান▲:
[শিখন ফলাফলঃ
উপরের দুটি প্রশ্ন থেকে আমরা শিখি যেসকল সংখ্যা বা জিনিসকে জোড়া গঠন করে প্রকাশ করা
যায় সেগুলো জোড় আর যেগুলো জোড়া গঠন করে প্রকাশ করা যায় না সেগুলো বিজড়।]
সূত্রঃ
(১) জোড় সংখ্যার
শেষে ২,৪,৬,৮ বা ০ থাকে অর্থাৎ কোন সংখ্যার শেষ অংক ২,৪,৬,৮ বা ০ হলে সংখ্যাটি জোড়
হবে।
(২) বিজোড়
সংখ্যার শেষে ১,৩,৫,৭ বা ৯ থাকে অর্থাৎ কোন সংখ্যার শেষ অংক ১,৩,৫,৭ বা ৯ হলে সংখ্যাটি
বিজোড় হবে।
⬜ অনুশীলন (পৃষ্ঠা-২৯)
১. নিচের
সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি (পৃষ্ঠা-২৯)।
৮, ১৩, ২০,
১১, ২৪, ৯, ১৮, ৭, ২১, ১৬
সমাধান১:
জোড়-সংখ্যাঃ
৮, ২০, ২৪, ১৮, ১৬
বিজোড়-সংখ্যাঃ
১৩, ১১, ৯, ৭, ২১
২. নিচের
সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি (পৃষ্ঠা-২৯)।
৬, ১৫, ১২,
২৫, ২৩, ৩২, ৩৯, ৪৩, ৪৮, ৫০
সমাধান২:
জোড়-সংখ্যাঃ
৬, ১২, ৩২, ৪৮, ৫০
বিজোড়-সংখ্যাঃ
১৫, ২৫, ২৩, ৩৯, ৪৩
৩. ২০ এর
চেয়ে বড়ো এবং ৪০ এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি (পৃষ্ঠা-২৯)।
সমাধান৩:
২০ এর চেয়ে
বড়ো এবং ৪০ এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো হলোঃ
২২, ২৪, ২৬,
২৮, ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮
৪. ২৫ এর
চেয়ে বড়ো এবং ৫০ এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো লিখি (পৃষ্ঠা-২৯)।
সমাধান৪:
২৫ এর চেয়ে
বড়ো এবং ৫০ এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো হলোঃ
২৭, ২৯, ৩১,
৩৩, ৩৫, ৩৭, ৩৯, ৪১, ৪৩, ৪৫, ৪৭, ৪৯
সংখ্যা প্যাটার্ন
● পরবর্তী সংখ্যাগুলো কত হবে? (পৃষ্ঠা-৩০)
(১) ২,৪,৬,৮,__,__,__
(২) ১৫,২০,২৫,__,__,__
(৩) ২১,১৯,১৭,১৫,__,__,__
সমাধান●:
(১) ২,৪,৬,৮,১০,১২,১৪
(২) ১৫,২০,২৫,৩০,৩৫,৪৫
(৩) ২১,১৯,১৭,১৫,১৩,১১,৯
(৪) নিচের
সংখ্যাগুলো কী ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলি লিখি (পৃষ্ঠা-৩১)।
(১) ১,৩,৫,৭,…………
(২) ৪,৬,৮,১০,……….
সমাধান৪:
(১) এখানে
সংখ্যার শুরু ১ দিয়ে এবং প্রতিক্ষেত্রে ২ করে বাড়ছে।
∵ প্যাটার্নটি
বিজোড় সংখ্যার প্যাটার্ন।
এবং পরবর্তী
সংখ্যাগুলি হলোঃ ৯,১১,১৩,১৫,……..
(২) এখানে
সংখ্যার শুরু ৪ দিয়ে এবং প্রতিক্ষেত্রে ২ করে বাড়ছে।
∵ প্যাটার্নটি
জোড় সংখ্যার প্যাটার্ন।
এবং পরবর্তী
সংখ্যাগুলি হলোঃ ১২,১৪,১৬,১৮,……..
(৫) বিজোড়
সংখ্যার প্যাটার্ন তৈরি করি যা ৩ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে ৪ করে বাড়ছে (পৃষ্ঠা-৩১)।
সমাধান৫:
১ম সংখ্যা
৩ এবং পরবর্তী সংখ্যাগুলো পাবার জন্য প্রতি ক্ষেত্রে ৪ যোগ করে নিন্মোক্ত প্যাটার্নটি
পাইঃ
৩,৭,১১,১৫,১৯,২৩,২৭,…….
(৬) নিচের
সংখ্যা প্যাটার্নের পরবর্তী তিনটি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করি।
০,৫,১০,১৫,২০,….,…..,……
সমাধান৬:
পরবর্তী তিনটি
সংখ্যাঃ ২৫,৩০,৩৫
নিয়মঃ এটি
০ দিয়ে শুরু এবং প্রতিক্ষেত্রে ৫ করে বেড়েছে।
(৭) নিচের
সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দিই (পৃষ্ঠা-৩১)।
(১) ১ করে
বৃদ্ধিতে ৫ থেকে ১০ পর্যন্ত
(২) ২ করে
কমে ৪৮ থেকে ৩৮ পর্যন্ত
(৩) ৩ করে
বৃদ্ধিতে ৯ থেকে ২৪ পর্যন্ত
(৪) ৫ করে
কমে ৫০ থেকে ৪০ পর্যন্ত
সমাধান৭:
⬜ অনুশীলন (পৃষ্ঠা-৩৩)
১. পরবর্তী
সংখ্যাগুলো কত হবে?
(১) ১,৩,৫,৭,__,__,__
(২) ২,৩,৫,৮,১২,__,__,__
(৩) ৪০,৪২,__,৪৬,__,৫০,__
সমাধান১:
(১) ১,৩,৫,৭,৯,১১,১৩
(২) ২,৩,৫,৮,১২,১৭,২৩,৩০
(৩) ৪০,৪২,৪৪,৪৬,৪৮,৫০,৫২
২. নিচের
সংখ্যাগুলোর জোড়-বিজোড় প্যাটার্ন শনাক্ত কর এবং পরবর্তী সংখ্যাগুলো লেখো।
(১) ১৬,১৮,২০,….,….,….,….
(২) ৩৭,৩৯,৪১,….,….,….,….
সমাধান২:
প্রথমটি জোড় ও দ্বিয়টি বিজোড় প্যাটার্ন।
পরবর্তী সংখ্যাগুলো
লিখে প্যাটার্নটি সম্পূর্ন করিঃ
(১) ১৬,১৮,২০,২২,২৪,২৬,২৮
(২) ৩৭,৩৯,৪১,৪৩,৪৫,৪৭,৪৯
৩. বিজোড়
সংখ্যার প্যাটার্ন তৈরি করো যা ৪৭ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে ২ করে কমেছে।
সমাধান৩:
১ম সংখ্যা
৪৭ এবং পরবর্তী সংখ্যাগুলো পাবার জন্য প্রতি ক্ষেত্রে ২ বিয়োগ করে নিন্মোক্ত প্যাটার্নটি
পাইঃ
৪৭,৪৫,৪৩,৪১,৩৯,………
৪. জোড় সংখ্যার
প্যাটার্ন তৈরি করো যা ২৪ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে ৪ করে বেড়েছে।
সমাধান৪:
১ম সংখ্যা
২৪ এবং পরবর্তী সংখ্যাগুলো পাবার জন্য প্রতি ক্ষেত্রে ৪ যোগ করে নিন্মোক্ত প্যাটার্নটি
পাইঃ
২৪,২৮,৩২,৩৬,৪০,…….
৫. নিচের
সংখ্যার প্যাটার্নের পরবর্তী তিনটি সংখ্যা লেখো এবং প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করো।
(১) ৩,৬,৯,…..
(২) ১৫,১৩,১১,…
সমাধান৫:
(১) ১২,১৫,১৮
নিয়মঃ প্রতিটি
ক্ষেত্রে ৩ বেড়েছে।
(২) ৯,৭,৫
নিয়মঃ প্রতিটি
ক্ষেত্রে ২ কমেছে।
১. এই অধ্যায়ের অংশসমূহঃ
সংখ্যা পড়ি ও কথায় লিখি (২১ থেকে ১০০)
সংখ্যার তুলনা (স্থানীয় মানের সাহায্যে)
জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন
আরওঃ