সংখ্যা - Class 3 Math BD 2024 – অধ্যায়ঃ ১ (পৃষ্ঠা ১-১৯)
সংখ্যা
এটা হলো ৩য়
শ্রেণির গণিতের ১ম অধ্যায়, যার নাম হলো সংখ্যা যেখানে আমরা সংখ্যা গঠন, স্থানীয় মান
নির্ণয়, ছোট বড়ো নির্ধারণ সহ বিভিন্ন প্রশ্নের সমাধান করেছি। আমরা এখানে a-z অর্থাৎ
অধ্যায়ের আলোচনা অংশ সহ নিজে করি অংশের সমাধান দিয়েছি; তাহলে শুরু করি-
পৃষ্ঠা-২
এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. নিচের
কোন বক্সে ৯২৫টি ব্লক রয়েছে?
সমাধানঃ
১ম বক্সে
ব্লক সংখ্যা
= ১টি ৯০০
+ ২টি ১০ + ৫টি ১
= ৯০০ +
২০ + ৫
= ৯২৫
২য় বক্সে
ব্লক সংখ্যা
= ১টি ৯০০
+ ৩টি ১০ + ৫টি ১
= ৯০০ +
৩০ + ৫
= ৯৩৫
∵ ১ম বক্সেই ৯২৫টি ব্লক আছে।
২. গণনা করি
ও সংখ্যায় লিখি
হাজার
|
শতক
|
দশক
|
একক
|
১০০০ ১০০০
১০০০ ১০০০ ১০০০ ১০০০ ১০০০ ১০০০ |
১০০
১০০ ১০০ ১০০ |
১০
১০ ১০ ১০ |
১ ১
১ ১ ১ ১ ১ ১ |
সমাধানঃ
∵ সংখ্যাটি
= ৮টি ১০০০
+ ৪টি ১০০ + ৪টি ১০ + ৮টি ১
= ৮০০০ +
৪০০ + ৪০ + ৮
= ৮৪৪৮
৩. পড়ি ও
কথায় লিখি
(১) ১২৩৮
(২) ২৮১৫
(৩) ৩১১১
(৪) ৪৩৩৫
(৫) ৫১৫৩
সমাধানঃ
(১) ১২৩৮
– এক হাজার দুই শত আটত্রিশ।
(২) ২৮১৫
– দুই হাজার আট শত পনের।
(৩) ৩১১১
– তিন হাজার এক শত এগার
(৪) ৪৩৩৫
– চার হাজার তিন শত পঁয়ত্রিশ
(৫) ৫১৫৩
– পাঁচ হাজার এক শত তিপান্ন
৪. অঙ্কে
লিখি
(১) এক হাজার
এক শত পঁয়ত্রিশ
(২) তিন হাজার
নয় শত উনআশি
(৩) সাত হাজার
আট শত উনসত্তর
(৪) নয় হাজার
এক শত এক
সমাধানঃ
(১) এক হাজার
এক শত পঁয়ত্রিশ - ১১৩৫
(২) তিন হাজার
নয় শত উনআশি - ৩৯৭৯
(৩) সাত হাজার
আট শত উনসত্তর - ৭৮৬৯
(৪) নয় হাজার
এক শত এক – ৯১০১
পৃষ্ঠাঃ ৪-৬
এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. কতগুলো
হাজার আছে? সংখ্যাটি কত?
১০০০ ১০০০ ১০০০ ১০০০ ১০০০
১০০০ ১০০০ ১০০০ ১০০০ ১০০০ |
সমাধানঃ
হাজার আছে
১০টি।
∵ ১০টি
১০০০
= ১০ হাজার
= ১ অযুত
= ১০০০০
অর্থাৎ, সংখ্যাটি
১০০০০।
১. দাগ টেনে
মিল করি।
সমাধানঃ
দাগ টেনে
মিল করে নিন্মের চিত্রে দেখানো হলোঃ
২. গণনা করে
অঙ্কে ও কথায় লিখি।
সমাধানঃ
১ম বক্সের
ক্ষেত্রে,
গণনার ফলাফল
= ১টি ১০০০০
+ ৩টি ১০০০ + ৪টি ১০০ + ৫টি ১০ + ৫টি ১
= ১০০০০
+ ৩০০০ + ৪০০ + ৫০ + ৫
= ১৩৪৫৫
∵ অঙ্কেঃ
১৩৪৫৫; কথায়ঃ তের হাজার চার শত পঞ্চান্ন।
২য় বক্সের
ক্ষেত্রে,
গণনার ফলাফল
= ৪টি ১০০০
+ ৪টি ১০০ + ৪টি ১০ + ৪টি ১
= ৪০০০ +৪০০
+ ৪০ + ৪
= ৪৪৪৪
∵ অঙ্কেঃ
৪৪৪৪; কথায়ঃ চার হাজার চার শত চুয়াল্লিশ।
৩. গণনা করি
ও সংখ্যায় লিখি।
অযুত
|
হাজার
|
শতক
|
দশক
|
একক
|
১০০০০
|
১০০০
১০০০ ১০০০ |
১০০
১০০ ১০০ ১০০ |
১০
১০ |
১
১ ১ ১ ১ |
সমাধানঃ
সংখ্যাটি
= ১টি ১০০০০
+ ৩টি ১০০০ + ৪টি ১০০ + ২টি ১০ + ৫টি ১
= ১০০০০
+ ৩০০০ + ৪০০ + ২০ + ৫
= ১৩৪২৫
৪. গণনা করি
ও সংখ্যায় লিখি।
অযুত
|
হাজার
|
শতক
|
দশক
|
একক
|
১০০০০
১০০০০ ১০০০০ |
১০০০
১০০০ ১০০০ ১০০০ |
|
১০
১০ ১০ |
১
১ ১ ১ |
সমাধানঃ
সংখ্যাটি
= ৩টি ১০০০০
+ ৪টি ১০০০ + ৩টি ১০ + ৪টি ১
= ৩০০০০
+ ৪০০০ + ৩০ + ৪
= ৩৪০৩৪
৫. সংখ্যাটি
কত?
১০০০০
১০০০০ |
১০০০
১০০০ ১০০০ |
১০০
১০০ ১০০ ১০০ ১০০ |
১০
১০ ১০ ১০ ১০ |
১
১ ১ ১ |
সমাধানঃ
সংখ্যাটি
= ২টি ১০০০০
+ ৩টি ১০০০ + ৫টি ১০০ + ৫টি ১০ + ৪টি ১
= ২০০০০
+ ৩০০০ + ৫০০ + ৫০ + ৪
= ২৩৫৫৪
৬. অঙ্কে
লিখি।
(১) নয় হাজার
নয় শত নব্বই
(২) নয় হাজার
নিরানব্বই
(৩) দশ হাজার
(৪) দশ হাজার
দশ
(৫) ছাব্বিশ
হাজার আট শত সাইত্রিশ
সমাধানঃ
(১) ৯৯৯০
(২) ৯০৯৯
(৩) ১০০০০
(৪) ১০০১০
(৫) ২৬৮৩৭
৭. পড়ি ও
কথায় লিখি।
(১) ১১২৩৮
(২) ১৭৮০৫
(৩) ১৯১১১
(৪) ১৩৩৫৯
(৫) ১৫১৫৩
(৬) ২৭৫৩৭
সমাধানঃ
(১) এগার
হাজার দুই শত আটত্রিশ
(২) সতের
হাজার আট শত পাঁচ
(৩) উনিশ
হাজার এক শত এগার
(৪) তের হাজার
তিন শত ঊনষাট
(৫) পনের
হাজার এক শত তিপান্ন
(৬) সাতাশ
হাজার পাঁচ শত সাইত্রিশ
পৃষ্ঠাঃ ৮
এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. সংখ্যাগুলো
উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।
(ক) ২৩৫১৭
(খ) ৫১৩৪৭
(গ) ৯৩০০৭
সমাধানঃ
(ক) ২৩৫১৭
কথায়ঃ তেইশ
হাজার পাঁচ শত সতের।
স্থানীয় মান
নির্ণয়ঃ
২ ৩ ৫ ১ ৭
(খ) ৫১৩৪৭
কথায়ঃ একান্ন
হাজার তিন শত সাতচল্লিশ।
স্থানীয় মান
নির্ণয়ঃ
৫ ১ ৩ ৪ ৭
(গ) ৯৩০০৭
কথায়ঃ তিরানব্বই
হাজার সাত।
স্থানীয় মান
নির্ণয়ঃ
৯ ৩ ০ ০ ৭
২. খালিঘর
পূরণ করি।
সমাধানঃ
১৩৪৫৭ = ১ অযুত ৩ হাজার ৪ শতক ৫ দশক ৭ একক
৭৮০৪ = ০ অযুত ৭ হাজার ৮ শতক ০ দশক ৪ একক
৬৮০০৫ = ৬ অযুত ৮ হাজার ০ শতক ০ দশক ৫ একক
৯৭৮৪২ = ৯ অযুত ৭ হাজার ৮ শতক ৪ দশক ২ একক
৩. (ক) ৯৪২৩০
সংখ্যাটিতে ৪ ও ৩ এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত?
(খ) ৮৬৯৩৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি
কত?
সমাধানঃ
(ক)
৯৪২৩০ সংখ্যাটিতে
৪ এর স্থানীয় মান = ৪ হাজার = ৪০০০
এবং ৯৪২৩০
সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান = ৩ দশক = ৩০
(খ)
৮৬৯৩৫ সংখ্যাটিতে
হাজার স্থানের অঙ্কটি = ৬
পৃষ্ঠাঃ ৯
এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. বাংলাদেশের
একটি পৌরসভার মোট জনসংখ্যার ৮০৬৯৯ জন পুরুষ ও ৭৬৬৪৪ জন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে
পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।
সমাধানঃ
১ম সংখ্যাঃ
৮০৬৯৯
পড়াঃ নিজে
নিজে পড়
কথায়ঃ আশি
হাজার ছয় শত নিরানব্বই।
স্থানীয় মান
নির্ণয়ঃ
৮ ০ ৬ ৯ ৯
আবার,
২য় সংখ্যাঃ
৭৬৬৪৪
পড়াঃ নিজে
নিজে পড়
কথায়ঃ ছিয়াত্তর
হাজার ছয় শত চুয়াল্লিশ।
স্থানীয় মান
নির্ণয়ঃ
৭ ৬ ৬ ৪ ৪
২. সংখ্যারেখায়
ক ও খ স্থানের সংখ্যা লিখি।
সমাধানঃ
ক = ৯০০০;
খ = ১০০০০
পৃষ্ঠাঃ ১১-১২
এর প্রশ্নসমূহের সমাধানঃ
২. নিচের
সংখ্যাগুলো তুলনা করি এবং খালিঘরে < বা > চিহ্ন লিখি।
(১) ১০০০
______ ৯৯৯
(২) ২১৯৯
______ ২২০০
(৩) ৯৪৬৯
______ ৯৪৯৬
(৪) ১৩৭৭৭
______ ১৩৬৬৬
(৫) ৩৮৯৬
______ ৩২৮৯
(৬) ৪৫৭৯৯
______ ৪৬৮৯৮
(৭) ৭৯৯৮০
______ ৬৯৯৮৮
(৮) ৯৯৯৯৯
______ ১০০০০০
সমাধানঃ
(১) ১০০০
> ৯৯৯
(২) ২১৯৯
< ২২০০
(৩) ৯৪৬৯
< ৯৪৯৬
(৪) ১৩৭৭৭
> ১৩৬৬৬
(৫) ৩৮৯৬
> ৩২৮৯
(৬) ৪৫৭৯৯
< ৪৬৮৯৮
(৭) ৭৯৯৮০
> ৬৯৯৮৮
(৮) ৯৯৯৯৯
< ১০০০০০
৩. আমরা নিচের
সংখ্যাগুলো এবং প্রতীক ব্যবহার করে ছোটো থেকে বড়ো এবং বড়ো থেকে ছোটো লিখি।
১৯৯৯, ২০০০;
২১১১১, ২১১০৯; ৪২৫৮৬, ৪২৫৮৫; ৬৮৯৯০, ৬৮৮৮৮; ৮৭১০৯, ৮৭০৯৯;
সমাধানঃ
সংখ্যা
|
ছোটো থেকে বড়ো
|
বড়ো থেকে ছোটো
|
১৯৯৯, ২০০০
|
১৯৯৯ < ২০০০
|
২০০০ > ১৯৯৯
|
২১১১১, ২১১০৯
|
২১১০৯ < ২১১১১
|
২১১১১ > ২১১০৯
|
৪২৫৮৬, ৪২৫৮৫
|
৪২৫৮৫ < ৪২৫৮৬
|
৪২৫৮৬ > ৪২৫৮৫
|
৬৮৯৯০, ৬৮৮৮৮
|
৬৮৮৮৮ < ৬৮৯৯০
|
৬৮৯৯০ > ৬৮৮৮৮
|
৮৭১০৯, ৮৭০৯৯
|
৮৭০৯৯ < ৮৭১০৯
|
৮৭১০৯ > ৮৭০৯৯
|
৪. নিচের
সংখ্যাগুলোর তুলনা করি এবং বড়ো থেকে ছোট ও ছোট থেকে বড়ো ক্রমে সাজাই।
(ক) ৪৩৯৯,
৫৪০৯, ৫৪৮০, ৪৩৭৯
(খ) ২৪৭০৯,
৩৫৬৯৯, ৩৬৭৩৫, ৪৭৮০২
(গ) ৭৫৬১১,
৭৫৬৮৯, ৭৭৬৯০, ৭৮৬০৯
(ঘ) ৯১০০৯,
৯১৮০৯, ৯০৮৮৮, ৯১০৯৯
সমাধানঃ
(ক) ৪৩৯৯,
৫৪০৯, ৫৪৮০, ৪৩৭৯
বড়ো থেকে
ছোটঃ ৫৪৮০, ৫৪০৯, ৪৩৯৯, ৪৩৭৯
ছোট থেকে
বড়োঃ ৪৩৭৯, ৪৩৯৯, ৫৪০৯, ৫৪৮০
(খ) ২৪৭০৯,
৩৫৬৯৯, ৩৬৭৩৫, ৪৭৮০২
বড়ো থেকে
ছোটঃ ৪৭৮০২, ৩৬৭৩৫, ৩৫৬৯৯, ২৪৭০৯
ছোট থেকে
বড়োঃ ২৪৭০৯, ৩৫৬৯৯, ৩৬৭৩৫, ৪৭৮০২
(গ) ৭৫৬১১,
৭৫৬৮৯, ৭৭৬৯০, ৭৮৬০৯
বড়ো থেকে
ছোটঃ ৭৮৬০৯, ৭৭৬৯০, ৭৫৬৮৯, ৭৫৬১১
ছোট থেকে
বড়োঃ ৭৫৬১১, ৭৫৬৮৯, ৭৭৬৯০, ৭৮৬০৯
(ঘ) ৯১০০৯,
৯১৮০৯, ৯০৮৮৮, ৯১০৯৯
বড়ো থেকে
ছোটঃ ৯১৮০৯, ৯১০৯৯, ৯১০০৯, ৯০৮৮৮
ছোট থেকে
বড়োঃ ৯০৮৮৮, ৯১০০৯, ৯১০৯৯, ৯১৮০৯
পৃষ্ঠাঃ ১৩
এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. সংখ্যাগুলোকে
প্রতীক ব্যবহার করে ছোটো থেকে বড়ো এবং বড়ো থেকে ছোটো ক্রমে সাজাই।
১৮২৫৭, ১৫৪১৬,
৯৮৪৫, ৮৮৭৫, ৯৩৪৭
সমাধানঃ
বড়ো থেকে
ছোটঃ ১৮২৫৭ > ১৫৪১৬ > ৯৮৪৫ > ৯৩৪৭ > ৮৮৭৫
ছোট থেকে
বড়োঃ ৮৮৭৫ < ৯৩৪৭ < ৯৮৪৫ < ১৫৪১৬ < ১৮২৫৭
২. সুমনা
আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে ১ ভরি ওজনের একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে
তার ৯৭৭৭৯ টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান
নির্ণয় করি।
সমাধানঃ
গহনার মূল্যঃ
৯৭৭৭৯ টাকা
কথায়ঃ সাতানব্বই
হাজার সাত শত ঊনআশি
স্থানীয় মান
নির্ণয়ঃ
৯ ৭ ৭ ৭ ৯
৩. দুইটি
আম বাগানের একটি থেকে ৮৯৩২৫ টাকার এবং অপরটি থেকে ৮৯৭৭৫ টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা
দুইটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোটো বড়ো লিখি।
সমাধানঃ
পড়াঃ নিজে
নিজে পড়।
ছোট বড় নির্ণয়ঃ
৮৯৭৭৫ > ৮৯৩২৫
পৃষ্ঠাঃ ১৫
এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. তোমাদের
শ্রেণিতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি।
সমাধানঃ
নাম
|
বড়ো থেকে ছোট ক্রম
অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর
|
ক্রমবাচক অবস্থান
|
ঐশী
|
১০০
|
প্রথম
|
শিমু
|
৯৮
|
দ্বিতীয়
|
ইমন
|
৯৭
|
তৃতীয়
|
তপন
|
৯৫
|
চতুর্থ
|
হিয়া
|
৯২
|
পঞ্চম
|
লিমন
|
৯০
|
ষষ্ঠ
|
রেখা
|
৮৭
|
সপ্তম
|
ইতি
|
৮৫
|
অষ্টম
|
নাবিলা
|
৮৪
|
নবম
|
দিপু
|
৮২
|
দশম
|
সামি
|
৮০
|
একাদশ
|
জ্যোতি
|
৭৯
|
দ্বাদশ
|
সামিয়া
|
৭৬
|
ত্রয়োদশ
|
কবির
|
৭৫
|
চতুর্দশ
|
রাজু
|
৬৯
|
পঞ্চদশ
|
তিথি
|
৬৫
|
ষোড়শ
|
আরিফ
|
৬৩
|
সপ্তদশ
|
রিফাত
|
৬০
|
অষ্টাদশ
|
মিতু
|
৫৮
|
ঊনবিংশ
|
রিয়া
|
৫৬
|
বিংশ
|
১. বাম দিক
থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটির রং করি।
২. নিচের
সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই।
সমাধানঃ
১ ও ২ নং
এর উত্তর নিচের চিত্রে দেখানো হলোঃ
পৃষ্ঠাঃ ১৬-১৭
এর প্রশ্নসমূহের সমাধানঃ
? নিচের প্যাটার্নগুলো
ভালো করে লক্ষ্য করি। খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি।
১) ৭,১০,১৩,____,১৯,___,২৫,২৮,____
২) ১৮,২০,___,____,২৬,২৮
৩) ১৯,____,১৫,____,১১,৯,____,____
৪) ২,৪,____,____,____,১২,____,____
৫) ____,২৯,২৮,____,২৬,____,২৪
৬)
____,____,____,৩৫,৪০,৪৫,____
সমাধানঃ
১) ৭,১০,১৩,১৬,১৯,২২,২৫,২৮,৩১
২) ১৮,২০,২২,২৪,২৬,২৮
৩) ১৯,১৭,১৫,১৩,১১,৯,৭,৫
৪) ২,৪,৬,৮,১০,১২,১৪,১৬
৫) ৩০,২৯,২৮,২৭,২৬,২৫,২৪
৬) ২০,২৫,৩০,৩৫,৪০,৪৫,৫০
১. ৫টি ভিন্ন
প্যাটার্ন তৈরি করি যেগুলোর প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে +৩।
সমাধানঃ
১) ১,৪,৩,১০
নিয়মঃ +৩
২) ২,৫,৮,১১
নিয়মঃ +৩
৩) ৩,৬,৯,১২
নিয়মঃ +৩
৪) ৪,৭,১০,১৩
নিয়মঃ +৩
৫) ৫,৮,১১,১৪
নিয়মঃ +৩
? নিচের প্যাটার্নগুলোর
নিয়ম খুঁজে বের করি ও খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি।
১) ১৪,১৮,২২,____,___,____
নিয়মঃ +৪
২) ২৮,২৬,২৪,___,___,____
নিয়মঃ ___
৩) ৬৫,____,৭৫,৮০,____,____
নিয়মঃ ___
৪) ৩৬,৩০,২৪,___,___,____
নিয়মঃ ___
৫) ৭৭,৬৬,৫৫,___,___,____
নিয়মঃ ___
সমাধানঃ
১) ১৪,১৮,২২,২৬,৩০,৩৪
নিয়মঃ +৪
২) ২৮,২৬,২৪,২২,২০,১৮
নিয়মঃ -২
৩) ৬৫,৭০,৭৫,৮০,৮৫,৯০
নিয়মঃ +৫
৪) ৩৬,৩০,২৪,১৮,১২,৬
নিয়মঃ -৬
৫) ৭৭,৬৬,৫৫,৪৪,৩৩,২২
নিয়মঃ -১১
২. নিচের
প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি।
(ক) +৬ (খ)
+৩ (গ) -৩ (ঘ) -৪
সমাধানঃ
(ক) ১,৭,১৩,১৯
(খ) ১,৪,৭,১০
(গ) ১০,৭,৪,১
(ঘ) ১২,৮,৪,০
নিজে করি
(পৃষ্ঠা ১৮-১৯ এর প্রশ্নের সমাধান)
১. কতগুলো □ আছে?
সমাধানঃ
চিত্র অনুসারে
□ আছে,
২টি ১০০০
+ ৪টি ১০০ + ৫টি ১০ + ১টি ৫
= (২০০০
+ ৪০০ + ৫০ + ৫) টি
= ২৪৫৫ টি
২. নিচের
প্রশ্নগুলোর উত্তর দিই।
(১) বক্সে
কতগুলো ১০০০, ১০০, ১০ ও ১ আছে?
(২) সংখ্যাটি
কত?
সমাধানঃ
(১)
১০০০ আছে
১০টি;
১০০ আছে ৪টি;
১০ আছে ৬টি;
১ আছে ৬টি।
(২)
সংখ্যাটি
= ২টি ১০০০০
+ ১০টি ১০০০ + ৪টি ১০০ + ৬টি ১০ + ৬টি ১
= ২০০০০
+ ১০০০০ + ৪০০ + ৬০ + ৬
= ৩০৪৬৬
৩. অঙ্কে
লিখি
(১) ত্রিশ
হাজার ছয় শত পাঁচ
(২) সাতান্ন
হাজার পাঁচ শত তেষট্টি
(৩) সাতাশি
হাজার সাত
(৪) আটটি
১০ হাজার ও চারটি ১ হাজার দ্বারা গঠিত সংখ্যা
(৫) আটটি
১০ হাজার নয়টি ১ হাজার ও নয়টি ১ দ্বারা গঠিত সংখ্যা
(৬) নয়টি
১০ হাজার নয়টি ১ হাজার ও নয়টি ১ শত নয়টি দশ নয়টি ১ দ্বারা গঠিত সংখ্যা
সমাধানঃ
(১) ৩০৬০৫
(২) ৫৭৫৬৩
(৩) ৮৭০০৭
(৪) ৮৪০০০
(৫) ৮৯০০৯
(৬) ৯৯৯৯৯
৪. খালিঘর
পূরণ করি
(১) _____ সংখ্যাটি ৭ জাহার, ১ শতক, ৪ দশক ও ৫ একক
(২) ____ সংখ্যাটি ২ হাজার, ২ দশক ও ৭ একক
(৩) ____ সংখ্যাটি ৫ হাজার ৬ একক
(৪) ৪৩৭৫
সংখ্যাটি হচ্ছে ____ হাজার ____ শতক ____ দশক ___ একক
(৫) ৫৪০০৯
সংখ্যাটি হচ্ছে ____ হাজার ____ শতক ____ দশক ___ একক
সমাধানঃ
(১) ৭১৪৫ সংখ্যাটি ৭ জাহার, ১ শতক, ৪ দশক ও ৫ একক
(২) ২০২৭ সংখ্যাটি ২ হাজার, ২ দশক ও ৭ একক
(৩) ৫০০৬ সংখ্যাটি ৫ হাজার ৬ একক
(৪) ৪৩৭৫
সংখ্যাটি হচ্ছে ৪ হাজার ৩ শতক ৭ দশক ৫ একক
(৫) ৫৪০০৯
সংখ্যাটি হচ্ছে ৫৪ হাজার ০ শতক ০ দশক ৯ একক
৫. নিচের
প্রশ্নগুলোর উত্তর দিই
(১) ৩৯ শত
সংখ্যটি কত?
(২) ১২২ শত
সংখ্যাটি কত?
(৩) ২৯০০
এ কয়টি শত আছে?
(৪) ৯১০০০
এ কয়টি শত আছে?
সমাধানঃ
(১) ৩৯ শত
সংখ্যটি ৩৯০০
(২) ১২২ শত
সংখ্যাটি ১২২০০
(৩) ২৯০০
এ ২৯টি শত আছে
(৪) ৯১০০০
এ ৯১০টি শত আছে
৬. খালিঘরে
সংখ্যা লিখি
সমাধানঃ
(১)
১ম খালিঘর
= ২০০;
২য় খালিঘর
= ৪০০;
৩য় খালিঘর
= ৫০০
(২)
১ম খালিঘর
= ২৪০০;
২য় খালিঘর
= ২৮০০;
৩য় খালিঘর
= ২৯০০
৭. সংখ্যাটি
কত?
(১) একটি
সংখ্যা ১২৯৯৯ থেকে ১ বেশি
(২) একটি
সংখ্য্যা ৩০০০০ থেকে ১ কম
(৩) একটি
সংখ্যা ১০০০০ থেকে ১০ কম
(৪) একটি
সংখ্যা ৪৯৯৯০ থেকে ১০ বেশি
সমাধানঃ
(১) সংখ্যাটি
= ১২৯৯৯ + ১ = ১৩০০০
(২) সংখ্যাটি
= ৩০০০০ – ১ = ২৯৯৯৯
(৩) সংখ্যাটি
= ১০০০০ – ১০ = ৯৯৯০
(৪) সংখ্যাটি
= ৪৯৯৯০ + ১০ = ৫০০০০
৮. খালিঘরে
> বা < প্রতীক বসিয়ে বড়ো বা ছোটো তুলনা করি
(১) ৯৭৫ ____ ৯৫৭
(২) ৮৪৭৫
____ ৮৫৭৪
(৩) ১৭৭৭৯
____ ১৭৮৭৯
(৪) ৩৭৫৮৯
____ ৩৮৫৭৯
(৫) ১৭৯৯৯
____ ১৮৯৯৯ ____ ১৯৯৯৯
সমাধানঃ
(১) ৯৭৫ > ৯৫৭
(২) ৮৪৭৫
< ৮৫৭৪
(৩) ১৭৭৭৯
< ১৭৮৭৯
(৪) ৩৭৫৮৯
< ৩৮৫৭৯
(৫) ১৭৯৯৯
< ১৮৯৯৯ <
১৯৯৯৯
আরও