সংখ্যার তুলনা ও স্থানীয় মান - Class 2 Math BD – অধ্যায়ঃ ১ (পৃষ্ঠা ১৪-২১)
সংখ্যার তুলনা ও স্থানীয় মান
সংখ্যা ও
স্থানীয় মান অধ্যায়ের ৩য় অংশ সংখ্যার তুলনা ও ৪র্থ অংশ স্থানীয় মান এর সমষ্টি পোস্ট
আমাদের এই সংখ্যার তুলনা ও স্থানীয় মান। ক্ষুদে বন্ধুরা তোমরা প্রাথমিক গণিত দ্বিতীয়
শ্রেণির ধারাবাহিক সমাধান প্রকাশ এর এই পোস্ট থেকে যদি নতুন কোন মতামত বা জানার থাকে
আমাদেরকে জানিও। চল, পাঠ শুরু করিঃ-
অনুশীলন - সংখ্যার তুলনা – পৃষ্ঠা ১৬
১. বড়ো সংখ্যাটিতে
গোল দাগ দিই।
(ক) ৮৫ ৫৭
(খ) ৫২৪ ৩৪৮
(গ) ৬৩৪ ৬৭০
(ঘ) ৪২৩ ৪২৮
(ঙ) ৮২৩ ৫৪০
(চ) ৯০১ ৯৭২
সমাধান১:
[বিদ্রঃ আমরা
অনলাইনে প্রকাশের সুবিধার্থে গোল দাগের পরিবর্তে ___ ব্যবহার করেছি, তোমরা গোল দাগ দিবে।]
(ক) ৮৫ ৫৭
(খ) ৫২৪ ৩৪৮
(গ) ৬৩৪ ৬৭০
(ঘ) ৪২৩ ৪২৮
(ঙ) ৮২৩ ৫৪০
(চ) ৯০১ ৯৭২
২. ছোটো সংখ্যাটিতে
গোল দাগ দিই।
(ক) ৭৫ ৬৫
(খ) ৪২৩ ৩৩৭
(গ) ৫৫৭ ৬৪২
(ঘ) ৮৭৬ ৭০৬
(ঙ) ৬৭৮ ৯৪৮
(চ) ৭৮৫ ৬৩৯
সমাধান২:
[বিদ্রঃ আমরা
অনলাইনে প্রকাশের সুবিধার্থে গোল দাগের পরিবর্তে ___ ব্যবহার করেছি, তোমরা গোল দাগ দিবে।]
(ক) ৭৫ ৬৫
(খ) ৪২৩ ৩৩৭
(গ) ৫৫৭ ৬৪২
(ঘ) ৮৭৬ ৭০৬
(ঙ) ৬৭৮ ৯৪৮
(চ) ৭৮৫ ৬৩৯
স্থানীয় মান – পৃষ্ঠা ১৮-২০
▲নিচে কতগুলো হাজার, শত, দশ ও এক আছে?
সংখ্যাটি কত? [পৃষ্ঠা-১৮]
১০০০ ১০০ ১০০
১০০০ ১০০ ১০০
১০ ১০ ১ ১
১০ ১০
সমাধান▲:
হাজার আছে
২টি;
শত আছে ৪টি;
দশ আছে ৪টি;
এক আছে ২টি;
∵ সংখ্যাটিঃ
২৪৪২
১. ছবি দেখে
স্থানীয় মান লিখি (পৃষ্ঠা-১৯)।
(খ)
⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ |
⬜
⬜ ⬜ ⬜ ⬜ ⬜ |
…… দশক
|
…… একক
|
স্থানীয় মান………………
|
স্থানীয় মান……………….
|
সমাধান১খ:
⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜ |
⬜
⬜ ⬜ ⬜ ⬜ ⬜ |
৪ দশক
|
৬ একক
|
স্থানীয় মানঃ ৪০
|
স্থানীয় মানঃ ৬
|
২. ছবি দেখে
স্থানীয় মান অঙ্কে ও সংখ্যায় লিখি (পৃষ্ঠা-১৯)
সমাধান২:
(ক)
২ দশক ৬ একক
সংখ্যাঃ ২৬
(খ)
৪ দশক ০ একক
সংখ্যাঃ ৪০
(গ)
৫ দশক ৩ একক
সংখ্যাঃ ৫৩
৩. ৪৭, ৩৫২
ও ১০০০ সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি।
সমাধান৩:
নিজে করি - সংখ্যার তুলনা ও স্থানীয় মান – পৃষ্ঠা ২০-২১
১. খালিঘর
পূরণ করি।
(১) ৫৬ = ___ দশক ___ একক
(২) ৮৩ = ____ দশক ____ একক
(৩) ১২০ = ____ শতক ____ দশক ____ একক
(৪) ৪৬৭ = ____ শতক ____ দশক ____ একক
(৫) ৯৭৬ = ____ শতক ____ দশক ____ একক
(৬) ১০০০ = ____ হাজার ____ শতক ____ দশক ____ একক
সমাধান১:
(১) ৫৬ = ৫ দশক ৬ একক
(২) ৮৩ = ৮ দশক ৩ একক
(৩) ১২০ = ১ শতক ২ দশক ০ একক
(৪) ৪৬৭ = ৪ শতক ৬ দশক ৭ একক
(৫) ৯৭৬ = ৯ শতক ৭ দশক ৬ একক
(৬) ১০০০ = ১ হাজার ০ শতক ০ দশক ০ একক
২. খালিঘর
পূরণ করি।
(১) ২ দশক
৮ একক = ______
(২) ৭ দশক
৪ একক = ______
(৩) ১ শতক
৮ একক = ______
(৪) ২ শতক
৩ দশক = ______
(৫) ৭ শতক
৮ দশক ২ একক = ______
(৬) ১ হাজার
= ______
সমাধান২:
(১) ২ দশক
৮ একক = ২৮
(২) ৭ দশক
৪ একক = ৭৪
(৩) ১ শতক
৮ একক = ১০৮
(৪) ২ শতক
৩ দশক = ২৩০
(৫) ৭ শতক
৮ দশক ২ একক = ৭৮২
(৬) ১ হাজার
= ১০০০
৩. নিচের
সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি।
২৪, ৫৬, ৭৩,
৯৮, ১০৫, ৩২৮, ৬৩৯, ৮৪০, ৯৫৭, ১০০০।
সমাধান৩:
২৪:
৫৬:
৭৩:
৯৮:
১০৫:
৩২৮:
৬৩৯:
৮৪০:
৯৫৭:
১০০০:
১. এই অধ্যায়ের অংশসমূহঃ
সংখ্যা পড়ি ও কথায় লিখি (২১ থেকে ১০০)
সংখ্যার তুলনা - এই পোস্টে সমাধান দেওয়া হয়েছে
স্থানীয় মান -
সংখ্যার তুলনা (স্থানীয় মানের সাহায্যে)
জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন
আরওঃ