গণনা - Class 2 Math BD 2024 – অধ্যায়ঃ ১ (পৃষ্ঠা ৮-১৩) - প্রাথমিক গণিত - ২য় শ্রেণি
গণনা
দ্বিতীয় শ্রেণির
গণিতের প্রথম অধ্যায়ঃ সংখ্যা ও স্থানীয় মান এর দ্বিতীয় অংশের নাম হলো গণনা। এখানে যেসক
বিষয় আলোচিত হয়েছেঃ (১) দল গঠন করে গনণা (২) ব্লকের সংখ্যা অঙ্কে লেখা (৩) শত, দশ ও
এক এর সংখ্যা থেকে সংখ্যা নির্ণয় (৪) কার্ড গণনা (৫) পড়ি ও অঙ্কে লিখি। তাহলে চল, এই
অধ্যায় পাঠ ও সমাধান শুরু করিঃ-
ছবিতে দল গঠন - গণনা - পৃষ্ঠা ৮-১০
? ছবিতে কতগুলো
ফুল আছে? (পৃষ্ঠা-৮)
সমাধান?:
১০টি করে
ফুলকে একটি করে দল গঠন করি।
তাহলে, ১০
এর দল ৫টি ও ১ এর দল ৪টি।
এখন, ১০ এর
দল ৫টি = ৫০ ও ১ এর দল ৪টি = ৪
∵ ছবিতে ফুলের সংখ্যা = ৫৪টি।
? নিচে কতগুলো
কাঠি আছে? (পৃষ্ঠা-৯)
সমাধান?:
চিত্রে, কাঠিগুলো
১০ এর দল ও ১ এর দলে আছে।
১০ এর দল
আছে ৩১টি ও ১ এর দল আছে ৫টি
এখন, ১০ এর
দল ৩১টি = ৩১০ ও ১ এর দল ৫টি = ৫
∵ ছবিতে
কাঠি আছে = ৩১৫টি।
⬤ ব্লকের
সংখ্যা অঙ্কে লিখি। (পৃষ্ঠা-১০)
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ |
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ ⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ |
⬜⬜⬜
⬜⬜⬜ ⬜⬜⬜ ⬜⬜⬜ ⬜⬜⬜ ⬜⬜⬜ ⬜⬜⬜ ⬜⬜⬜ ⬜⬜⬜ ⬜⬜⬜ |
⬜⬜⬜⬜⬜
|
শত
|
দশ
|
এক
|
|
|
|
|
|
সংখ্যাটি হলোঃ
_____________________________
|
|
সমাধান⬤:
শত
|
দশ
|
এক
|
২০০
|
৩০
|
৫
|
সংখ্যাটি হলোঃ ২৩৫
|
|
⬤ নিজে করি – গণনা – পৃষ্ঠা-১১
ব্লকের সংখ্যা
গণনা করি এবং অঙ্কে লিখি।
সমাধানঃ
১. সংখ্যাটি
হলোঃ ১১৭
২. সংখ্যাটি
হলোঃ ৫০৪
৩. সংখ্যাটি
হলোঃ ৪৫২
# সংখ্যাটি
কত?
কতগুলো
(শত)
|
কতগুলো
(দশ)
|
কতগুলো
(এক)
|
১০০
|
১০
|
১
|
১০০
|
১০
|
১
|
১০০
|
১০
|
১
|
১০০
|
১০
|
১
|
১০০
|
১০
|
১
|
১০০
|
|
|
শত
|
দশ
|
এক
|
|
|
|
সংখ্যাটি হলোঃ
|
সমাধান#:
কতগুলো
(শত)
|
কতগুলো
(দশ)
|
কতগুলো
(এক)
|
১০০
|
১০
|
১
|
১০০
|
১০
|
১
|
১০০
|
১০
|
১
|
১০০
|
১০
|
১
|
১০০
|
১০
|
১
|
১০০
|
|
|
শত
|
দশ
|
এক
|
৬০০
|
৫০
|
৫
|
সংখ্যাটি হলোঃ ৬৫৫
|
⬤ নিজে করি – গণনা – পৃষ্ঠা-১২
১. কতটি ১০০,
১০ ও ১ এর কার্ড আছে তা গণনা করি। সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি।
১০০ ১০ ১ ১০০ ১০
১০ ১ ১০০ ১০ ১০০
১০০ ১০ ১ ১০০
১০০ ১ ১০ ১
সমাধান১:
১০০ এর কার্ড
আছে ৭টি;
১০ এর কার্ড
আছে ৬টি;
১ এর কার্ড
আছে ৫টি।
এখন, সংখ্যাকার্ডগুলো
সাজিয়ে পাই,
১০০ ১০ ১
১০০ ১০ ১
১০০ ১০ ১
১০০ ১০ ১
১০০ ১০ ১
১০০ ১০
১০০
∵ সংখ্যাটিঃ
৭৬৫ বা অঙ্কেঃ ৭৬৫
২. অঙ্কে
লিখিঃ …………….
কত টাকা হলো
তা অঙ্কে লিখিঃ ………….
সমাধান২:
চিত্রে,
১০০ টাকার
নোট আছে ৫টি;
১০ টাকার
নোট আছে ৫টি;
১ টাকার নোট
আছে ৪টি;
∵ মোট
টাকা = ৫৫৪ টাকা।
এবং অঙ্কেঃ
৫৫৪।
৩. নিচের
সংখ্যাগুলো পড়ি এবং ১০০ থেকে ৫০০ পর্যন্ত ও ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে
লিখি।
১১২, ৮৯৮,
৩০৪, ৫০৫, ৭১২, ৯২৫, ১৩৪, ৯৯৮, ১০০০, ৪৪৪, ৩৮২, ৭৫০, ৬০০, ৩৩৩, ১০১, ৫৯০
সমাধান৩:
১০১ থেকে
৫০০ পর্যন্ত সংখ্যাঃ
১১২, ৩০৪,
১৩৪, ৪৪৪, ৩৮২, ৩৩৩, ১০১
৫০১ থেকে
১০০০ পর্যন্ত সংখ্যাঃ
৮৯৮, ৫০৫,
৭১২, ৯২৫, ৯৯৮, ১০০০, ৭৫০, ৬০০, ৫৯০
৪. পড়ি ও
অঙ্কে লিখিঃ
পড়ি
|
অঙ্কে লিখি
|
(১) একশত দশ
|
|
(২) তিনশত ঊনপঞ্চাশ
|
|
(৩) পাঁচশত পঁচাশি
|
|
(৪) ছয়শত বাহাত্তর
|
|
(৫) আটশত পঞ্চাশ
|
|
(৬) নয়শত আট
|
|
সমাধান৪:
পড়ি
|
অঙ্কে লিখি
|
(১) একশত দশ
|
১১০
|
(২) তিনশত ঊনপঞ্চাশ
|
৩৪৯
|
(৩) পাঁচশত পঁচাশি
|
৫৮৫
|
(৪) ছয়শত বাহাত্তর
|
৬৭২
|
(৫) আটশত পঞ্চাশ
|
৮৫০
|
(৬) নয়শত আট
|
৯০৮
|
১. এই অধ্যায়ের অংশসমূহঃ
সংখ্যা পড়ি ও কথায় লিখি (২১ থেকে ১০০)
গণনা
সংখ্যার তুলনা (স্থানীয় মানের সাহায্যে)
জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন
আরওঃ