গণনা - Class 2 Math BD 2024 – অধ্যায়ঃ ১ (পৃষ্ঠা ৮-১৩) - প্রাথমিক গণিত - ২য় শ্রেণি

গণনা - Class 2 Math BD 2024 – অধ্যায়ঃ ১ (পৃষ্ঠা ৮-১৩) - প্রাথমিক গণিত - ২য় শ্রেণি, দ্বিতীয় ক্লাস অংক, দ্বিতীয় শ্রেণির গণিত প্রথম অধ্যায় সমাধান,

গণনা

দ্বিতীয় শ্রেণির গণিতের প্রথম অধ্যায়ঃ সংখ্যা ও স্থানীয় মান এর দ্বিতীয় অংশের নাম হলো গণনা। এখানে যেসক বিষয় আলোচিত হয়েছেঃ (১) দল গঠন করে গনণা (২) ব্লকের সংখ্যা অঙ্কে লেখা (৩) শত, দশ ও এক এর সংখ্যা থেকে সংখ্যা নির্ণয় (৪) কার্ড গণনা (৫) পড়ি ও অঙ্কে লিখি। তাহলে চল, এই অধ্যায় পাঠ ও সমাধান শুরু করিঃ-

ছবিতে দল গঠন - গণনা - পৃষ্ঠা ৮-১০

? ছবিতে কতগুলো ফুল আছে? (পৃষ্ঠা-৮)

কতগুলো ফুল আছে

সমাধান?:

১০টি করে ফুলকে একটি করে দল গঠন করি।

তাহলে, ১০ এর দল ৫টি ও ১ এর দল ৪টি।

এখন, ১০ এর দল ৫টি = ৫০ ও ১ এর দল ৪টি = ৪

∵ ছবিতে ফুলের সংখ্যা = ৫৪টি।


? নিচে কতগুলো কাঠি আছে? (পৃষ্ঠা-৯)

কতগুলো কাঠি আছে

সমাধান?:

চিত্রে, কাঠিগুলো ১০ এর দল ও ১ এর দলে আছে।

১০ এর দল আছে ৩১টি ও ১ এর দল আছে ৫টি

এখন, ১০ এর দল ৩১টি = ৩১০ ও ১ এর দল ৫টি = ৫

∵ ছবিতে কাঠি আছে = ৩১৫টি।


ব্লকের সংখ্যা অঙ্কে লিখি। (পৃষ্ঠা-১০)

⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜⬜⬜
শত
দশ
এক
 
 
 
সংখ্যাটি হলোঃ _____________________________
 

সমাধান:

শত
দশ
এক
২০০
৩০
সংখ্যাটি হলোঃ ২৩৫
 

নিজে করি – গণনা – পৃষ্ঠা-১১

ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি।

ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি

সমাধানঃ

১. সংখ্যাটি হলোঃ ১১৭

২. সংখ্যাটি হলোঃ ৫০৪

৩. সংখ্যাটি হলোঃ ৪৫২


# সংখ্যাটি কত?

কতগুলো (শত)
কতগুলো (দশ)
কতগুলো (এক)
১০০
১০
১০০
১০
১০০
১০
১০০
১০
১০০
১০
১০০
 
 
শত
দশ
এক
 
 
 
সংখ্যাটি হলোঃ

সমাধান#:

কতগুলো (শত)
কতগুলো (দশ)
কতগুলো (এক)
১০০
১০
১০০
১০
১০০
১০
১০০
১০
১০০
১০
১০০
 
 
শত
দশ
এক
৬০০
৫০
সংখ্যাটি হলোঃ ৬৫৫

নিজে করি – গণনা – পৃষ্ঠা-১২

১. কতটি ১০০, ১০ ও ১ এর কার্ড আছে তা গণনা করি। সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি।

১০০     ১০                 ১০০     ১০      

১০                 ১০০     ১০       ১০০

১০০     ১০                 ১০০

১০০               ১০      

সমাধান:

১০০ এর কার্ড আছে ৭টি;

১০ এর কার্ড আছে ৬টি;

১ এর কার্ড আছে ৫টি।

এখন, সংখ্যাকার্ডগুলো সাজিয়ে পাই,

১০০     ১০      

১০০     ১০      

১০০     ১০      

১০০     ১০      

১০০     ১০      

১০০     ১০      

১০০    

∵ সংখ্যাটিঃ ৭৬৫ বা অঙ্কেঃ ৭৬৫


২. অঙ্কে লিখিঃ …………….

টাকা গণনা করে অঙ্কে লিখি

কত টাকা হলো তা অঙ্কে লিখিঃ ………….

সমাধান:

চিত্রে,

১০০ টাকার নোট আছে ৫টি;

১০ টাকার নোট আছে ৫টি;

১ টাকার নোট আছে ৪টি;

∵ মোট টাকা = ৫৫৪ টাকা।

এবং অঙ্কেঃ ৫৫৪।


৩. নিচের সংখ্যাগুলো পড়ি এবং ১০০ থেকে ৫০০ পর্যন্ত ও ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি।

১১২, ৮৯৮, ৩০৪, ৫০৫, ৭১২, ৯২৫, ১৩৪, ৯৯৮, ১০০০, ৪৪৪, ৩৮২, ৭৫০, ৬০০, ৩৩৩, ১০১, ৫৯০

সমাধান:

১০১ থেকে ৫০০ পর্যন্ত সংখ্যাঃ

১১২, ৩০৪, ১৩৪, ৪৪৪, ৩৮২, ৩৩৩, ১০১

৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাঃ

৮৯৮, ৫০৫, ৭১২, ৯২৫, ৯৯৮, ১০০০, ৭৫০, ৬০০, ৫৯০


৪. পড়ি ও অঙ্কে লিখিঃ

পড়ি
অঙ্কে লিখি
(১) একশত দশ
 
(২) তিনশত ঊনপঞ্চাশ
 
(৩) পাঁচশত পঁচাশি
 
(৪) ছয়শত বাহাত্তর
 
(৫) আটশত পঞ্চাশ
 
(৬) নয়শত আট
 

সমাধান:

পড়ি
অঙ্কে লিখি
(১) একশত দশ
১১০
(২) তিনশত ঊনপঞ্চাশ
৩৪৯
(৩) পাঁচশত পঁচাশি
৫৮৫
(৪) ছয়শত বাহাত্তর
৬৭২
(৫) আটশত পঞ্চাশ
৮৫০
(৬) নয়শত আট
৯০৮

১. এই অধ্যায়ের অংশসমূহঃ

    সংখ্যা পড়ি ও কথায় লিখি (২১ থেকে ১০০)

    গণনা

    সংখ্যার তুলনা

    স্থানীয় মান

    সংখ্যার তুলনা (স্থানীয় মানের সাহায্যে)

    জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন

    ক্রমবাচক সংখ্যা


আরওঃ

দ্বিতীয় শ্রেণি গণিত সকল অধ্যায়

Make CommentWrite Comment