বিস্তার পরিমাপ (২) - Class 9 Math BD 2024 – নবম অধ্যায় (অনুশীলনীঃ ৬-১০ পর্যন্ত) - Part - 2

বিস্তার পরিমাপ (২) - Class 9 Math BD 2024 – নবম অধ্যায় (অনুশীলনীঃ ৬-১০ পর্যন্ত) - Part - 2, 9 class math 2024 new book solution, new book solution,

বিস্তার পরিমাপ (২)

এই অংশে ৬-১০ নং প্রশ্নের সমাধান করেছি যার নাম বিস্তার পরিমাপ (২) রেখেছি। এখান থেকে অনেক বিষয়ের ধারণা পাবে তোমরা। যেমনঃ নিবেশন সারনি, গাণিতিক গড়, শ্রেনি ব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যক, গড়, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান। বিস্তার পরিমাপ অধ্যায়টি ৯ম শ্রেণির শেষ অধ্যায়; আমরা পূর্বে এটার ১-৫ পর্যন্ত সমাধান দিয়েছি। সেই লিঙ্ক নিচে দেয়া হলোঃ-

১ম অংশঃ এখানে দেখ

অনুশীলনী-১০ (২য় অংশ)

৬। নিচের গণসংখ্যা নিবেশন সারণির গাণিতিক গড় 33.2 । গাণিতিক গড় নির্ণয় করে p এর মান নির্ণয় করো।

শ্রেণি ব্যাপ্তি
গণসংখ্যা
0-10
8
10-20
12
20-30
P
30-40
30
40-50
15
50-60
10
60-70
5

সমাধানঃ

গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করিঃ

শ্রেণি ব্যাপ্তি
শ্রেণির মধ্যবিন্দু
Xi
fi
Ui = (xi-a)/h
fiui
0-10
5
8
-2
-16
10-20
15
12
-1
-12
20-30
25 = a
P
0
0
30-40
35
30
1
30
40-50
45
15
2
30
50-60
55
10
3
30
60-70
65
5
4
20
h = 10
 
n = p+80
 
∑fiui = 82

∵ গাণিতিক গড়, X̅

= a + (∑fiui/n) × h

              82
= 25 + -------- × 10
            P+80

             820
= 25 + --------
            P+80

    25p+2000+820
= -------------------
            P+80

= (25p+2820)/(P+80)

শর্তমতে,

X̅ = 33.2

বা, (25p+2820)/(P+80) = 33.2

বা, 25p+2820 = 33.2(p+80)

বা, 25p+2820 = 33.2p+2656

বা, 25p-33.2p = 2656-2820

বা, -8.2p = -164

বা, p = 20

[বিদ্রঃ পাঠ্যবইয়ে এই প্রশ্নে গাণিতিক গড় ব্যবধান 33.2 বলা হয়েছে, কিন্তু পাঠ্যবইয়ের আলোচনার ক্ষেত্রে গড় ব্যবধানকে কখনো গাণিতিক গড় ব্যবধান বলা হয় নাই, আর এই ক্ষেত্রে আমাদের কাছে এই প্রশ্নটাকে কমপ্লিকেটেড মনে হয়েছে, তাই আমরা গাণিতিক গড় ধরে আমাদের মত করে সমাধান করেছি, তোমাদের মতামত জানিও-আমরা আরও যাচাই করব ভবিষ্যতে।]


৭। নিপার একটি ফুলের বাগান আছে। বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। গাছগুলোর উচ্চতার (সেন্টিমিটিারে) মধ্যক 28.5 ।

উচ্চতা (সেমি)
গাছের সংখ্যা
0-10
5
10-20
x
20-30
20
30-40
15
40-50
y
50-60
5

ক) x ও y এর মান নির্ণয় করে সারণিটি পূরণ করো।

সমাধানঃ

এখানে, n = গাছের সংখ্যার সমষ্টি = 5+y+15+20+x+5 = x+y+45

আবার, দেওয়া আছে n = 60.

∵ x+y+45 = 60

বা, x+y = 60-45

বা, x+y = 15 …… (i)

আবার, দেওয়া আছে, 

মধ্যক Me = 28.5 যা নির্দেশ করে এই মান উচ্চতা শ্রেণি 20-30 এ বয়েছে।

তাহলে, এখানে, 

20-30 শ্রেণির নিন্মসীমা, L = 20; 

n/2 = 30; 

20-30 এর পূর্বের শ্রেণির ক্রমজোজিত গাছের সংখ্যা, Fc = 5+x; 

শ্রেণি ব্যবধান, h = 10; 

20-30 শ্রেণিতে গাছের সংখ্যা, fm = 20

∵ Me = L + (n/2 – Fc) × h/fm

বা, 28.5 = 20 + (30-5-x) × 10/20

বা, 28.5 = 20 + (25-x) × 1/2

বা, (25-x) × 1/2 = 28.5-20

বা, (25-x) × 1/2 = 8.5

বা, (25-x) = 17

বা, -x = 17-25

বা, -x = -8

বা, x = 8

এখন, x=8, (i) নং এ বসিয়ে পাই,

8+y = 15

বা, y = 15-8 = 7

∵ x ও y এর মান নির্ণয় পূর্বক সারণিটি নিন্মরুপঃ

উচ্চতা (সেমি)
গাছের সংখ্যা
0-10
5
10-20
8
20-30
20
30-40
15
40-50
7
50-60
5

খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো।

সমাধানঃ

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য নিচের সারণিটি প্রস্তুত করিঃ

উচ্চতা (সেমি)
xi
fi
ui = (xi-a)/h
fiui
0-10
5
5
-3
-15
10-20
15
8
-2
-16
20-30
25
20
-1
-20
30-40
35 = a
15
0
0
40-50
45
7
1
7
50-60
55
5
2
10
h=10
 
n=60
 
∑fiui = -34

∵ সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড়

= a + (∑fiui/n) × h

= 35 + (-34/60)×10

= 35 – 5.67

= 29.33 (প্রায়)


গ) গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।

সমাধানঃ

দেওয়া আছে, গাছগুলোর উচ্চতার মধ্যক, Me = 28.5

মধ্যক থেকে গড় ব্য্যবধান নির্ণয়ের জন্য নিচের সারণিটি তৈরি করিঃ

উচ্চতা (সেমি)
xi
fi
|xi – Me|
fi|xi – Me|
0-10
5
5
23.5
117.5
10-20
15
8
13.5
108
20-30
25
20
3.5
70
30-40
35
15
6.5
97.5
40-50
45
7
16.5
115.5
50-60
55
5
26.5
132.5
h=10
 
n=60
 
∑fi|xi – Me| = 641

∵ মধ্যক হতে নির্ণিত গড় ব্যবধান

   ∑fi|xi – Me|
= ------------
          n

= 641/60

= 10.68 (প্রায়)


ঘ) গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো।

সমাধানঃ

খ থেকে পাই, গাছগুলোর উচ্চতার গড়, X̅ = 29.33

উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য নিচের সারণি তৈরি করিঃ

উচ্চতা (সেমি)
xi
fi
(xi- X̅)2
fi(xi- X̅)2
0-10
5
5
591.9489
2959.745
10-20
15
8
205.3489
1642.791
20-30
25
20
18.7489
374.978
30-40
35
15
32.1489
482.2335
40-50
45
7
245.5489
1718.842
50-60
55
5
658.9489
3294.745
h=10
 
n=60
 
∑fi(xi- X̅)2 = 10473.33

∴ ভেদাঙ্ক, σ2

   ∑fi(xi- X̅)2
= ---------
      n

= 10473.33/60

= 174.5555

∴ পরিমিত ব্যবধান, σ = √σ2 = √174.5555 = 13.2119 (প্রায়)


৮. পাশের ছবিটি লক্ষ করো। ছবিতে ছয় জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে।

ছয় জন শিক্ষার্থীর উচ্চতা

শিক্ষার্থীদের উচ্চতার –

ক) গড় ও মধ্যক নির্ণয় করো।

সমাধানঃ

ছবি হতে প্রাপ্ত ছয় জন শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমেঃ 161, 163, 140, 170, 173, 150

∴ উচ্চতার গড়

  উচ্চতাগুলোর যোগফল
= ----------------------
      শিক্ষার্থীর সংখ্যা

161+163+140+170+173+150
= ------------------------------
                    6

= 957/6

= 159.5 সেমি

আবার,

উচ্চতাগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,

140, 150, 161, 163,170, 173

∴ উচ্চতার মধ্যক

  161+163
= ----------
        2

= 162


খ) গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।

সমাধানঃ

ক হতে পাই, গড়, X̅ = 159.5

গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণি তৈরি করিঃ

xi
|xi - X̅|
161
1.5
163
3.5
140
19.5
170
10.5
173
13.5
150
9.5
n=6
∑|xi - X̅| = 58

∴ গড় ব্যবধান, MD(X̅)

   ∑|xi - X̅|
= ----------
       n  

= 58/6

= 9.667 (প্রায়)

আবার,

ক হতে পাই, মধ্যক, Me = 162

মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণি তৈরি করিঃ

xi
|xi - Me|
161
1
163
1
140
22
170
8
173
11
150
12
n=6
∑|xi - Me| = 55

∴ গড় ব্যবধান, MD(Me)

   ∑|xi – Me|
= -----------
       n  

= 55/6

= 9.167 (প্রায়)


গ) গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো।

সমাধানঃ

ক হতে পাই, গড়, X̅ = 159.5

গড় হতে পরিমিত ব্যবধান নির্ণয়ে সারণি তৈরি করিঃ

xi
xi- X̅
(xi- X̅)2
161
1.5
2.25
163
3.5
12.25
140
-19.5
380.25
170
10.5
110.25
173
13.5
182.25
150
-9.5
90.25
n=6
 
∑(xi- X̅)2 = 777.5

∴ ভেদাঙ্ক, σ2

    ∑(xi- X̅)2
= ---------
       n

= 777.5/6

= 129.583333

∴ পরিমিত ব্যবধান, σ = √σ2 = √129.583333 = 11.3834 (প্রায়)

আবার,

ক হতে পাই, মধ্যক, Me = 162

মধ্যক হতে পরিমিত ব্যবধান নির্ণয়ে সারণি তৈরি করিঃ

xi
xi- Me
(xi- Me)2
161
-1
1
163
1
1
140
-22
484
170
8
64
173
11
121
150
-12
144
n=6
 
∑(xi- Me)2 = 815

∴ ভেদাঙ্ক, σ2

    ∑(xi- Me)2
= ---------
       n

= 815/6

= 135.833333

∴ পরিমিত ব্যবধান, σ = √σ2 = √135.833333 = 11.6547 (প্রায়)


৯। দশ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে 9.5 এবং 2.5। পরে 15 মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো। তাহলে, এগারো সদস্যবিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো।

সমাধানঃ

এগারো সদস্যবিশিষ্ট নমুনার গাণিতিক গড় নির্ণয়ঃ

দেওয়া আছে,

10 সদস্যের নমুনার গাণিতিক গড় = 9.5

∴ 10 সদস্যের নমুনার মানের সমষ্টি = 9.5×10 = 95

এখন, 15 মানের আরও এক সদস্যের নমুনা যোগ করলে, নমুনার মানের সমষ্টি হয় = 95+15 = 110

∴ 11 সদস্যের ক্ষেত্রে গাণতিক গড় = 110/11 = 10

এগারো সদস্যবিশিষ্ট নমুনার পরিমিত ব্যবধান নির্ণয়ঃ

দেওয়া আছে,

σ = 2.5

বা, σ2 = 6.25

          10            10
বা, (1/n∑xi2) – (∑xi/n)2 = 6.25
             i=1          i=1

বা, 1/10(x12+x22+….+x102) – (95/10)2 = 6.25 [∴ 10 সদস্যের নমুনার মানের সমষ্টি = 9.5×10 = 95]

বা, 1/10(x12+x22+….+x102) – 90.25 = 6.25

বা, 1/10(x12+x22+….+x102) = 96.5

বা, (x12+x22+….+x102) = 965

বা, x12+x22+….+x102 + 152 = 965 + 152 [উভয়পক্ষে 152 যোগ করে]

বা, x12+x22+….+x102 + 152 = 1190

বা, x12+x22+….+x112 = 1190 [∴11 তম পদ 15]

আবার, 11টি নমুনার সমষ্টি = 95+15 = 110 [প্রথম অংশে দ্রষ্টব্য]

অর্থাৎ, x1+x2+….+x11 = 110

∴ এগারো সদস্যবিশিষ্ট নমুনার ভেদাংক

         11            11
= (1/n∑xi2) – (∑xi/n)2
           i=1          i=1

= 1190/11 – (110/11)2

= 108.1818 – 100

= 8.1818 (প্রায়)

∴ এগারো সদস্যবিশিষ্ট নমুনার পরিমিত ব্যবধান

=√8.1818 = 2.86 (প্রায়)


১০। 100 টি কোম্পানির বার্ষিক মুনাফার (কোটি টাকায়) তথ্য নিচে দেওয়া হলো:

মুনাফা (কোটি টাকায়)
কোম্পানির সংখ্যা
0-10
7
10-20
12
20-30
22
30-40
30
40-50
20
50-60
9

উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো।

সমাধানঃ

প্রদত্ত উপাত্ত হতে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করি।

মুনাফা (কোটি টাকায়)
xi
fi
ui = (xi-a)/h
fiui
0-10
5
7
-3
-21
10-20
15
12
-2
-24
20-30
25
22
-1
-22
30-40
35 = a
30
0
0
40-50
45
20
1
20
50-60
55
9
2
18
h = 10
 
n = 100
 
∑fiui = -29

∴ গাণিতিক গড়, X̅

= a + (∑fiui/n) × h

= 35 + (-29/100) × 10

= 35 – 2.9

= 32.1

উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ঃ

এর জন্য নিচের সারণিটি প্রস্তুত করি যেখানে, X̅ = 32.1

মুনাফা (কোটি টাকায়)
xi
fi
xi – X̅
fi|xi – X̅|
0-10
5
7
-27.1
189.7
10-20
15
12
-17.1
205.2
20-30
25
22
-7.1
156.2
30-40
35
30
2.9
87
40-50
45
20
12.9
258
50-60
55
9
22.9
206.1
h=10
 
n = 100
 
∑fi|xi – X̅| = 1102.2

∴ গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান

    ∑fi|xi – X̅|
= -----------
        n

= 1102.2/100

= 11.022

আবার,

উপাত্তের গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান নির্ণয়ঃ

এর জন্য নিচের সারণিটি প্রস্তুত করি যেখানে, X̅ = 32.1

মুনাফা (কোটি টাকায়)
xi
fi
(xi – X̅)2
fi(xi – X̅)2
0-10
5
7
734.41
5140.87
10-20
15
12
292.41
3508.92
20-30
25
22
50.41
1109.02
30-40
35
30
8.41
252.3
40-50
45
20
166.41
3328.2
50-60
55
9
524.41
4719.69
h=10
 
n = 100
 
∑fi(xi – X̅)2= 18059

∴ σ2

    ∑fi(xi – X̅)2
= -----------
        n

= 18059/100

= 180.59

∴ গাণিতিক গড় হতে নির্ণীত পরিমিত ব্যবধান = √180.59 = 13.438 (প্রায়)


Part 1: উপরে দেয়া হয়েছে


আরওঃ

Class 9 New Math 1st Chapter

Class 9 New Math 2nd Chapter

Class 9 New Math 3rd Chapter


৯ম শ্রেণির সকল অধ্যায় (নতুন)

৯-১০ সকল অধ্যায় (পুরাতন)

Make CommentWrite Comment