শতকরা – Class 6 Math BD 2023 – একাদশ অধ্যায় (২০২-২০৪ পৃষ্ঠা পর্যন্ত)

শতকরা – Class 6 Math BD 2023 – একাদশ অধ্যায় (২০২-২০৪ পৃষ্ঠা পর্যন্ত), class 6 math bd 2023 solution percentage, 6 class math new 2023, 2023 math solu,

শতকরাঃ

শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর ১০০ যেখানে ভগ্নাংশটি ১০০ এর সাথে সম্পর্কিত এবং হরটি হলো সেই সংখ্যা যা ১০০ ভাগের নির্দিষ্ট অংশ বোঝায়। যেমন ৭% = /১০০ অর্থাৎ ১০০ ভাগের ৭ ভাগ।


একক কাজঃ এবার নিচের সমস্যাগুলো সমাধান করো।

১) (ক) এখানে শতকরা (%) কত-অংশ সবুজ রং-করা হয়েছে?

শতকরা 1

সমাধানঃ

এখানে, মোট ঘর সংখ্যা ১০০টি। ১০০টি ঘরের মধ্যে ৪৯টি ঘর সবুজ রং করা হয়েছে। অর্থাৎ শতকরা ৪৯ অংশ বা ৭৯% সবুজ রং করা হয়েছে।

(খ) সবুজ রং করা আকৃতিটির নাম কী? তুমি কি আগে কখনো দেখেছ এমন আকৃতি?

সমাধানঃ

সবুজ রং করা অংশটি বাংলাদেশের মানচিত্রের ন্যায়। হ্যাঁ আমি আগে এমন আকৃতি অর্থাৎ বাংলাদেশের মানচিত্র দেখেছি।


২) নিচের ছবি গুলোতে সম্পূর্ণ অংশের শ ত ক রা (%) কত অংশ সবুজ-রং এবং কত অংশ-লাল রং-করা হ য়ে ছে?

শতকরা 2

(ক) তোমার উত্তর, সবুজ রং করা অংশ = ……….%

            লাল রং করা অংশ = ………%

সমাধানঃ

সবুজ রং করা অংশ = ৫০%

লাল রং করা অংশ = ৫০%

(খ) সবুজ রং করা আকৃতিটির নাম কী? তুমি কি আগে কখনো দেখেছ এমন আকৃতি?

সমাধানঃ

সবুজ রং করা আকৃতি একটি আইসক্রিমের ন্যায়। হ্যাঁ, আগে এমন আকৃতি আমি দেখেছি যা একটি কাঠিসহ আইসক্রিম এর।

(গ)

শতকরা 3

সবুজ রং করা অংশ = ……%

লাল রং করা অংশ = …….%

সমাধানঃ

সবুজ রং করা অংশ = ৫০%

লাল রং করা অংশ = ৫০%

[এখানে মোট ১০০টি ঘর আছে যার সবুজ ঘরের সংখ্যা ৫০টি ও লাল ঘরের সংখ্যা ৫০টি]

(ঘ) 

শতকরা 4

সবুজ রং করা অংশ = ……..%

লাল রং করা অংশ = …….%

সমাধানঃ

সবুজ রং করা অংশ = ৪৬%

লাল রং করা অংশ = ৫০%

[এখানে মোট ১০০টি ঘর আছে যার সবুজ ঘরের সংখ্যা ৪৬টি ও লাল ঘরের সংখ্যা ৫০টি]


৩) নিচের ছ.বি.তে দর্শকসারি বা গ্যা.লা.রি.র শতকরা (%) কত-অংশ দ.র্শ.ক.পূ.র্ণ-আছে এবং শ ত ক রা কত-অংশ খালি-আছে?

শতকরা 5

দর্শকপূর্ণ অংশ = …….%

খালি অংশ = ……….%

সমাধানঃ

দর্শকপূর্ণ অংশ = ২২%

খালি অংশ = ৭৮%

[এখানে গ্যালারিরতে মোট ১০০টি চেয়ার আছে যার ২২টি চেয়ারে দর্শক আছে অর্থাৎ ৭৮টি চেয়ার খালি আছে।]


এই অধ্যায়ের বাকী অংশসমূহঃ

ঐকিক নিয়ম Unitary Method (পৃষ্ঠা ১৮৯ - ১৯৩) 

ঐকিক নিয়ম (পৃষ্ঠা ১৯৫ - ১৯৭)

শতকরা (পৃষ্ঠা ২০২-২০৪)- এই অংশে আলোচিত

ভগ্নাংশ ও শতকরার সম্পর্ক (পৃষ্ঠা ২০৬-২০৯)

বার মডেলে শতকরা (২১০-২১৩ পৃষ্ঠা)

অনুপাত (২১৩-২১৮ পৃষ্ঠা)

অনুপাত বিষয়ক সমস্যাবলি (পৃষ্ঠা ২১৯)

সমতুল ভগ্নাংশ (২২০-২২২ পৃষ্ঠা)


আরও সমাধান দেখঃ 

অজানা রাশির জগৎ - অষ্টম অধ্যায়

সরল সমীকরণ -্নবম অধ্যায় 

ত্রিমাত্রিক বস্তুর গল্প - দশম অধ্যায়

Class 6 Math 2023 Table of Content

Make CommentWrite Comment