আজানা রাশির সমীকরণ বিধি – Class 7 Math BD 2023 – দ্বাদশ অধ্যায় (২৩১ পৃষ্টা একক কাজ)

আজানা রাশির সমীকরণ বিধি – Class 7 Math BD 2023 – দ্বাদশ অধ্যায় (২৩১ পৃষ্টা একক কাজ), পাল্লা ও ওজন-বাটখাড়া ব্যবহার করে সমীকরণের পরিবর্তীত সমীকরণ নির্ণয়

আজানা রাশির সমীকরণ বিধি

আমরা আজানা রাশির সমীকরণ বিধি অংশে (অধ্যায় ১২শ এর) ২৩১ পৃষ্ঠার একক কাজ এর সমাধান করব। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত কিছু বিধি দ্বারা কিভাবে সমীকরণ গঠণ করা যায় তা দেখানো হয়েছে। তাহলে শুরু করা যাকঃ-

পাল্লা ও ওজন-বাটখাড়া ব্যবহার করে নিচের সমীকরণগুলোর পরিবর্তীত সমীকরণ নির্ণয় করো। সমীকরণগুলো পর্যবেক্ষণ করে কোন ক্ষেত্রে যোগের বর্জন বিধি, গুণের বর্জন বিধি, আড়গুণন বিধি, প্রতিসাম্য বিধি ব্যবহার করা যাবে সে সম্পর্কে সিদ্ধান্ত দাও।

একক কাজ:

২। 7x + 5 = 25 থেকে 7x = 20

৩। 5(3x + 2) = 5(2x +1) থেকে 3x + 2 = 2x + 1

৪। 3x/2 = 7/4 = থেকে 12x = 14

৫। 5x + 2 = 7x - 4 থেকে 7x - 4 = 5x + 2


২ নং এর সমাধানঃ

7x + 5 = 25 থেকে 7x = 20

পাল্লায় ওজন-বাটখাড়া হিসেবে x এর জন্য 🟩, +1 এর জন্য 🟢 ব্যবহার করে সমীকরণ 7x + 5 = 25 এর ভারসাম্য নির্ণয় করি। অতপর 7x + 5 = 25 থেকে 7x = 20 পাওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষন করি।

7x + 5 = 25 থেকে 7x = 20

পাল্লা ওজন-বাটখাড়ায় পর্যবেক্ষনকৃত প্রক্রিয়াটি নিন্মরুপঃ

7x + 5 = 25

বা, 7x + 5 – 5 = 25 – 5 [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করি]

বা, 7x = 20

অর্থাৎ, এই প্রক্রিয়ায় যোগের বর্জন বিধি ব্যবহার করা যাবে।


৩ নং এর সমাধানঃ

5(3x + 2) = 5(2x +1) থেকে 3x + 2 = 2x + 1

পাল্লায় ওজন-বাটখাড়া হিসেবে (3x+2) এর জন্য 🟩, (2x+1) এর জন্য 🟢 ব্যবহার করে সমীকরণ 5(3x + 2) = 5(2x +1) এর ভারসাম্য নির্ণয় করি। অতপর 5(3x + 2) = 5(2x +1) থেকে 3x + 2 = 2x + 1 পাওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষন করি।

5(3x + 2) = 5(2x +1) থেকে 3x + 2 = 2x + 1

পাল্লা ওজন-বাটখাড়ায় পর্যবেক্ষনকৃত প্রক্রিয়াটি নিন্মরুপঃ

5(3x + 2) = 5(2x +1)

বা, (3x + 2) = (2x +1) [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ বা 5 বর্জন করে]

অর্থাৎ, এই প্রক্রিয়ায় গুণের বর্জন বিধি ব্যবহার করা যাবে।


৪ নং এর সমাধানঃ

3x/2 = 7/4 = থেকে 12x = 14

এখানে,

3x/2 = 7/4

বা, 4×3x/2 = 4×7/4 [উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করে]

বা, 6x = 7

এখন,

পাল্লায় ওজন-বাটখাড়া হিসেবে x এর জন্য 🟩, +1 এর জন্য 🟢 ব্যবহার করে সমীকরণ 6x = 7 এর ভারসাম্য নির্ণয় করি। অতপর 6x = 7 থেকে 12x = 14 পাওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষন করি।

3x/2 = 7/4 = থেকে 12x = 14

পাল্লা ওজন-বাটখাড়ায় পর্যবেক্ষনকৃত প্রক্রিয়াটি নিন্মরুপঃ

6x = 7

বা, 2×6x = 2×7 [উভয়পক্ষ 2 দ্বারা গুণ করি]

বা, 12x = 14

এখন, এই সমগ্র প্রক্রিয়াটিকে আমরা নিন্মোক্তভাবে সহজীকরণ করে দেখাতে পারিঃ-

3x/2 = 7/4

বা, 3x×4 = 7×2 [আড়গুণন করে]

বা, 12x = 14

অর্থাৎ, এই প্রক্রিয়ায় আড়গুণন বিধি ব্যবহার করা যাবে।


৫ নং এর সমাধানঃ

5x + 2 = 7x - 4 থেকে 7x - 4 = 5x + 2

পাল্লায় ওজন-বাটখাড়া হিসেবে x এর জন্য 🟩, +1 এর জন্য 🟢 এবং -1 এর জন্য 🔴 ব্যবহার করে সমীকরণ 5x + 2 = 7x - 4 এর ভারসাম্য নির্ণয় করি। অতপর 5x + 2 = 7x - 4 থেকে 7x - 4 = 5x + 2 পাওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষন করি।

5x + 2 = 7x - 4 থেকে 7x - 4 = 5x + 2

পাল্লা ওজন-বাটখাড়ায় পর্যবেক্ষনকৃত প্রক্রিয়াটি নিন্মরুপঃ

5x + 2 = 7x - 4

বা, 7x - 4 = 5x + 2 [পক্ষান্তর করে]

অর্থাৎ, এই প্রক্রিয়ায় প্রতিসাম্য বিধি ব্যবহার করা যাবে।


এই অধ্যায়ের সমাধান লিঙ্কঃ

২২৯ – ২৩১ পৃষ্ঠা (আজানা রাশির সমীকরণ)

২৩১ পৃষ্ঠার একক কাজ (বিধি প্রয়োগ) - এই অংশে আলোচিত

২৩৪ ও ২৩৬ পৃষ্ঠা (দাঁড়িপাল্লার ভারসাম্য ও আদর্শ সমীকরণ)

২৪১ পৃষ্ঠা (দ্বিঘাত সমীকরণ কাগজ কেটে সমাধান)


সপ্তম শ্রেণির অন্যন্য অধ্যায় লিংকঃ

১০ম অধ্যায়

৯ম অধ্যায়

৮ম অধ্যায়

৭ম অধ্যায়

৬ষ্ট অধ্যায়

৫ম অধ্যায়


সপ্তম শ্রেণির সম্পূর্ণ লিঙ্ক 

Make CommentWrite Comment