গ্রিড, গুণনীয়ক ও সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় – Class 7 Math BD 2023 – ৩য় অধ্যায় (৬৩ - ৬৯ পৃষ্ঠা)
গ্রিডের সাহায্যে ভগ্নাংশের কোনটি বড় নির্ণয়
কাজঃ
১) গ্রিডের সাহায্যে ২/৫ ও ৪/৭ এর মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো।
২)
গ্রিডের সাহায্যে নির্ণয় করো ১/২৪ ও ১/৪৮ এর মাঝে কোনটি বড়।
সমাধানঃ
১)
২/৫
ও ৪/৭ এর হর ৫ ও ৭ এর লসাগু ৩৫.
এখন,
৩৫÷৫=৭
অতএব,
২/৫ = ২×৭/৫×৭ = ১৪/৩৫
আবার,
৩৫÷৭=৫
অতএব,
৪/৭ = ৪×৫/৭×৫ = ২০/৩৫
এখন,
১৪/৩৫ ও ২০/৩৫ এর গ্রিড চিত্র দেখি,
গ্রিড
হতে পাই,
২০
> ১৪
বা,
২০/৩৫ > ১৪/৩৫
বা,
৪/৭ > ২/৫
অর্থাৎ, ২/৫ ও ৪/৭ এর মাঝে ৪/৭ বড়।
২)
১/২৪
ও ১/৪৮ এর হর ২৪ ও ৪৮ এর লসাগু ৪৮.
এখন,
৪৮÷২৪=২
অতএব,
১/২৪ = ১×২/২৪×২ = ২/৪৮
এখন,
২/৪৮ ও ১/৪৮ এর গ্রিড চিত্র দেখি,
গ্রিড
হতে পাই,
২
> ১
বা,
২/৪৮ > ১/৪৮
বা,
১/২৪ > ১/৪৮
অর্থাৎ,
১/২৪
ও ১/৪৮ এর মাঝে ১/২৪
বড়।
কাজঃ
ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করো।
১)
১/২ ও ১/৩
২)
১/৩ ও ১/৪
৩)
১/৩ ও ১/১০
সমাধানঃ
১)
১/২ এর গুণনীয়কগুলোঃ ১/২, ১/৪, ১/৬, ১/৮ ……….
১/৩
এর গুণনীয়কগুলোঃ ১/৩, ১/৬, ১/৯, ১/১২ ……….
এখন,
১/২ ও ১/৩ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ
সাধারণ গুণনীয়ক পাইঃ ১/৬
অতএব,
নির্ণেয় গসাগুঃ ১/৬
২)
১/৩
এর গুণনীয়কগুলোঃ ১/৩, ১/৬, ১/৯, ১/১২, ১/১৫
……….
১/৪
এর গুণনীয়কগুলোঃ ১/৪, ১/৮, ১/১২, ১/১৬
……….
এখন,
১/৩ ও ১/৪ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ
সাধারণ গুণনীয়ক পাইঃ ১/১২
অতএব,
নির্ণেয় গসাগুঃ ১/১২
৩)
১/৩
এর গুণনীয়কগুলোঃ ১/৩, ১/৬, ১/৯,
১/১২, ১/১৫, ১/১৮,
১/২১, ১/২৪, ১/২৭, ১/৩০, ১/৩৩,
……….
১/১০
এর গুণনীয়কগুলোঃ ১/১০, ১/২০, ১/৩০, ১/৪০
……….
এখন,
১/৩ ও ১/১০ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ
সাধারণ গুণনীয়ক পাইঃ ১/৩০
অতএব,
নির্ণেয় গসাগুঃ ১/৩০
কাজ:
ছক ২.৩ এর
ন্যায় ৩/১১ এর গুণনীয়কগুলো নির্ণয় ও যাচাই করো।
সমাধানঃ
ভগ্নাংশ
|
পূর্ণসংখ্যা
|
গুণনীয়ক
নির্ণয়ের ভাগ প্রক্রিয়া
|
লঘিষ্ঠ
আকারে গুণনীয়ক
|
৩
১১ |
১
|
(৩/১১÷১) = ৩/১১
|
৩
১১ |
২
|
(৩/১১÷২) = ৩/২২
|
৩
২২ |
|
৩
|
(৩/১১÷৩) = ৩/৩৩
|
১
১১ |
|
৪
|
(৩/১১÷৪) = ৩/৪৪
|
৩
৪৪ |
|
৫
|
(৩/১১÷৫) = ৩/৫৫
|
৩
৫৫ |
|
৬
|
(৩/১১÷৬) = ৩/৬৬
|
১
২২ |
|
৭
|
(৩/১১÷৭) = ৩/৭৭
|
৩
৭৭ |
|
৮
|
(৩/১১÷৮) = ৩/৮৮
|
৩
৮৮ |
|
৯
|
(৩/১১÷৯) = ৩/৯৯
|
১
৩৩ |
|
১০
|
(৩/১১÷১০) = ৩/১১০
|
৩
১১০ |
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়
কাজ:
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে পূর্বে প্রদত্ত সকল ভগ্নাংশের জোড়ার গসাগু নির্ণয় করো। এরপর গসাগুর সাহায্যে ১০ টি করে
সাধারণ গুণনীয়ক নির্ণয় করো।
সমাধানঃ
পূর্বে
প্রদত্ত ভগ্নাংশের জোড়াগুলো হলোঃ
১)
১/৬; ১/৮
২)
১/২, ১/৩
৩)
১/৩, ১/৪
৪)
১/৩, ১/১০
৫)
১/৪, ৩/১১
সমাধানঃ
১)
১/৬; ১/৮
ভগ্নাংশ
দুইটির হর ৬ ও ৮ এর লসাগু = ২৪
এখন,
২৪÷৬ = ৪
অতএব,
১/৬ = ১×৪/৬×৪ = ৪/২৪
এবং,
২৪÷৮ = ৩
অতএব,
১/৮ = ১×৩/৮×৩ = ৩/২৪
তাহলে,
ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ৪/২৪, ৩/২৪
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৪ ও ৩ এর গসাগু = ১.
তাহলে,
ভগ্নাংশ দুইটির গসাগু = ১/২৪
এবং
এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ ১/২৪, ১/৪৮,
১/৭২, ১/৯৬, ১/১২০,
১/১৪৪, ১/১৬৮, ১/১৯২,
১/২১৬, ১/২৪০
২)
১/২, ১/৩
ভগ্নাংশ
দুইটির হর ২ ও ৩ এর লসাগু = ৬
এখন,
৬÷২ = ৩
অতএব,
১/২ = ১×৩/২×৩ = ৩/৬
এবং,
৬÷৩ = ২
অতএব,
১/৩ = ১×২/৩×২ = ২/৬
তাহলে,
ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ৩/৬, ২/৬
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৩ ও ৪ এর গসাগু = ১.
তাহলে,
ভগ্নাংশ দুইটির গসাগু = ১/৬
এবং
এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ ১/৬, ১/১২,
১/১৮, ১/২৪, ১/৩০,
১/৩৬, ১/৪২, ১/৪৮,
১/৫৪, ১/৬০
৩)
১/৩, ১/৪
ভগ্নাংশ
দুইটির হর ৩ ও ৪ এর লসাগু = ১২
এখন,
১২÷৩ = ৪
অতএব,
১/৩ = ১×৪/৩×৪ = ৪/১২
এবং,
১২÷৪ = ৩
অতএব,
১/৪ = ১×৩/৪×৩ = ৩/১২
তাহলে,
ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ৪/১২, ৩/১২
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৪ ও ৩ এর গসাগু = ১.
তাহলে,
ভগ্নাংশ দুইটির গসাগু = ১/১২
এবং
এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ ১/১২, ১/২৪,
১/৩৬, ১/৪৮, ১/৬০,
১/৭২, ১/৮৪, ১/৯৬,
১/১০৮, ১/১২০
৪)
১/৩, ১/১০
ভগ্নাংশ
দুইটির হর ৩ ও ১০ এর লসাগু = ৩০
এখন,
৩০÷৩ = ১০
অতএব,
১/৩ = ১×১০/৩×১০ = ১০/৩০
এবং,
৩০÷১০ = ৩
অতএব,
১/১০ = ১×৩/১০×৩ = ৩/৩০
তাহলে,
ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ১০/৩০, ৩/৩০
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ১০ ও ৩০ এর গসাগু = ১.
তাহলে,
ভগ্নাংশ দুইটির গসাগু = ১/৩০
এবং
এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ ১/৩০, ১/৬০,
১/৯০, ১/১২০, ১/১৫০,
১/১৮০, ১/২১০, ১/২৪০,
১/২৭০, ১/৩০০
৫)
১/৪, ৩/১১
ভগ্নাংশ
দুইটির হর ৪ ও ১১ এর লসাগু = ৪৪
এখন,
৪৪÷৪ = ১১
অতএব,
১/৪ = ১×১১/৪×১১ = ১১/৪৪
এবং,
৪৪÷১১ = ৪
অতএব,
৩/১১ = ৩×৪/১১×৪ = ১২/৪৪
তাহলে,
ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ১১/৪৪, ১২/৪৪
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ১১ ও ১২ এর গসাগু = ১.
তাহলে,
ভগ্নাংশ দুইটির গসাগু = ১/৪৪
এবং
এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ ১/৪৪, ১/৮৮,
১/১৩২, ১/১৭৬, ১/২২০,
১/২৬৪, ১/৩০৮, ১/৩৫২,
১/৩৯৬, ১/৪৪০
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়
কাজ: গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক ও গসাগু নির্ণয় করো। উভয় ভগ্নাংশের জন্যেই ন্যুনতম কতটি গুণনীয়ক নির্ণয় করা হলে গসাগু পাওয়া যায়?
সমাধানঃ
এই
কাজের জন্য প্রদত্ত ভগ্নাংশ দুটি হলোঃ ৩/৫ ও ৬/১৩
৩/৫
এর গুণনীয়গুলোঃ ৩/৫, ৩/১০, ১/৫,
৩/২০, ৩/২৫, ১/১০,
৩/৩৫, ৩/৪০, ১/১৫,
৩/৫০, ৩/৫৫, ১/২০, ৩/৬৫,…
৬/১৩
এর গুণনীয়গুলোঃ ৬/১৩, ৬/২৬, ৬/৩৯,
৬/৫২, ৬/৬৫, ১/১৩,
৬/৯১, ৬/১০৪, ৬/১১৭, ৩/৬৫,…..
অর্থাৎ,
৩/৫ ও ৬/১৩
এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু পাই ৩/৬৫
তাহলে
এদের সাধারন গুননীয়কগুলো হলোঃ ৩/৬৫, ৩/১৩০,
৩/১৯৫, ৩/২৬০,……
এখন,
আমাদের
নির্ণেয় গসাগুটি ৩/৫ এর ১৩তম গুণনীয়ক ও ৬/১৩
এর ১০তম গুণনীয়ক। অতএব, উভয় ভগ্নাংশের জন্যেই ন্যুন্যতম ১৩টি গুণনীয়ক নির্ণয় করা হলে
গসাগু পাওয়া যাবে।
কাজ:
গসাগু নির্ণয়ের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে ৩০ ও ৩৯
এর গসাগু নির্ণয় করো।
সমাধানঃ
ভাগ
প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
৩০
---------------
৯)৩০(৩
২৭
--------------------
৩)৯(৩
৯
------------------
০
অতএব,
নির্ণেয় গসাগুঃ ৩
কাজ:
১) গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো।
i) ১/৫
ও ৩/১০
সমাধানঃ
গুণনীয়ক
নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/৫
এর গুণনীয়কগুলোঃ ১/৫, ১/১০, ……
৩/১০
এর গুণনীয়কগুলোঃ ৩/১০, ৩/২০, ১/১০,…..
অতএব,
নির্ণেয় গসাগুঃ ১/১০
আবার,
সমহর
বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত
ভগ্নাংশ = ১/৫ ও ৩/১০
এদের
হর ৫ ও ১০ এর লসাগু ১০
১০÷৫ = ২
১০÷১০=১
তাহলে,
১/৫
= ১×২/৫×২ = ২/১০
৩/১০
= ৩×১/১০×১ = ৩/১০
অতএব,
১/৫ ও ৩/১০ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ
২/১০ ও ৩/১০
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ২ ও ৩ এর গসাগু ১.
তাহলে,
ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/১০ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর
গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
ii) ১/৬ ও ৫/৮
সমাধানঃ
গুণনীয়ক
নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/৬
এর গুণনীয়কগুলোঃ ১/৬, ১/১২, ১/১৮, ১/২৪,……
৫/৮
এর গুণনীয়কগুলোঃ ৫/৮, ৫/১৬, ৫/২৪,
৫/৩২, ৫/৪০, ৫/৪৮,
৫/৫৬, ৫/৬৪, ৫/৭২,
৫/৮০, ৫/৮৮, ৫/৯৬,
৫/১০৪, ৫/১১২, ১/২৪,…..
অতএব,
নির্ণেয় গসাগুঃ ১/২৪
আবার,
সমহর
বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত
ভগ্নাংশ = ১/৬ ও ৫/৮
এদের
হর ৬ ও ৮ এর লসাগু ২৪
২৪÷৬ = ৪
২৪÷৮=৩
তাহলে,
১/৬
= ১×৪/৬×৪ = ৪/২৪
৫/৮
= ৫×৩/৮×৩ = ১৫/২৪
অতএব,
১/৬ ও ৫/৮ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ
৪/২৪ ও ১৫/২৪
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৪ ও ১৫ এর গসাগু ১.
তাহলে,
ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/২৪ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর
গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
iii) ২/৭
ও ৬/৮
সমাধানঃ
গুণনীয়ক
নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
২/৭
এর গুণনীয়কগুলোঃ ২/৭, ২/১৪, ২/২১,
২/২৮, ২/৩৫, ২/৪২,
২/৪৯, ২/৫৬, ……
৬/৮
এর গুণনীয়কগুলোঃ ৬/৮, ৬/১৬, ৬/২৪,
৬/৩২, ৬/৪০, ৬/৪৮,
৬/৫৬, ৬/৬৪, ৬/৭২,
৬/৮০, ৬/৮৮, ৬/৯৬,
৬/১০৪, ৬/১১২, ৬/১২০,
৬/১২৮, ৬/১৩৬, ৬/১৪৪,
৬/১৫২, ৬/১৬০, ২/৫৬,……
অতএব,
নির্ণেয় গসাগুঃ ২/৫৬
আবার,
সমহর
বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত
ভগ্নাংশ = ২/৭ ও ৬/৮
এদের
হর ৭ ও ৮ এর লসাগু ৫৬
৫৬÷৭ = ৮
৫৬÷৮=৭
তাহলে,
২/৭
= ২×৮/৭×৮ = ১৬/৫৬
৬/৮
= ৬×৭/৮×৭ = ৪২/৫৬
অতএব,
২/৭ ও ৬/৮ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ
১৬/৫৬ ও ৪২/৫৬
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ১৬ ও ৪২ এর গসাগু ২.
তাহলে,
ভগ্নাংশদ্বয়ের গসাগু = ২/৫৬ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর
গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
iv) ১/৭
ও ১/১১
সমাধানঃ
গুণনীয়ক
নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/৭
এর গুণনীয়কগুলোঃ ১/৭, ১/১৪, ১/২১,
১/২৮, ১/৩৫, ১/৪২,
১/৪৯, ১/৫৬, ১/৬৩, ১/১০, ১/৭৭,
……
১/১১
এর গুণনীয়কগুলোঃ ১/১১, ১/২২, ১/৩৩,
১/৪৪, ১/৫৫, ১/৬৬, ১/৭৭,…
অতএব,
নির্ণেয় গসাগুঃ ১/৭৭
আবার,
সমহর
বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত
ভগ্নাংশ = ১/৭ ও ১/১১
এদের
হর ৭ ও ১১ এর লসাগু ৭৭
৭৭÷৭ = ১১
৭৭÷১১=৭
তাহলে,
১/৭
= ১×১১/৭×১১ = ১১/৭৭
১/১১
= ১×৭/১১×৭ = ৭/৭৭
অতএব,
১/৭ ও ১/১১ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ
১১/৭৭ ও ৭/৭৭
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ১১ ও ৭ এর গসাগু ১.
তাহলে,
ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/৭৭ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর
গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
v) ১/২,
১/৩, ১/৪
সমাধানঃ
গুণনীয়ক
নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/২
এর গুণনীয়কগুলোঃ ১/২, ১/৪, ১/৬,
১/৮, ১/১০, ১/১২, ……
১/৩
এর গুণনীয়কগুলোঃ ১/৩, ১/৬, ১/৯, ১/১২, …..
১/৪
এর গুণনীয়কগুলোঃ ১/৪, ১/৮, ১/১২, …..
অতএব,
নির্ণেয় গসাগুঃ ১/১২
আবার,
সমহর
বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত
ভগ্নাংশ = ১/২, ১/৩, ১/৪
এদের
হর ২, ৩ ও ৪ এর লসাগু ১২
১২÷২ = ৬
১২÷৩=৪
১২÷৪=৩
তাহলে,
১/২
= ১×৬/২×৬ = ৬/১২
১/৩
= ১×৪/৩×৪ = ৪/১২
১/৪
= ১×৩/৪×৩ = ৩/১২
অতএব,
১/২, ১/৩, ১/৪ এর
সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ৬/১২, ৪/১২,
৩/১২
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৬, ৪ ও ৩ এর গসাগু ১.
তাহলে,
ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/১২ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর
গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
vi) ১/৫,
৩/১০ ও ৭/১৫
সমাধানঃ
গুণনীয়ক
নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/৫
এর গুণনীয়কগুলোঃ ১/৫, ১/১০, ১/১৫,
১/২০, ১/২৫, ১/৩০,
…..
৩/১০
এর গুণনীয়কগুলোঃ ৩/১০, ৩/২০, ১/১০,
৩/৪০, ৩/৫০, ১/২০,
৩/৭০, ৩/৮০, ১/৩০,
…..
৭/১৫
এর গুণনীয়কগুলোঃ ৭/১৫, ৭/৩০, ৭/৪৫,
৭/৬০, ৭/৭৫, ৭/৯০,
৭/১০৫, ৭/১২০, ৭/১৩৫,
৭/১৫০, ৭/১৬৫, ৭/১৮০,
৭/১৯৫, ১/৩০, …..
অতএব,
নির্ণেয় গসাগুঃ ১/৩০
আবার,
সমহর
বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত
ভগ্নাংশ = ১/৫, ৩/১০ ও ৭/১৫
এদের
হর ৫, ১০ ও ১৫ এর লসাগু ৩০
৩০÷৫ = ৬
৩০÷১০=৩
৩০÷১৫=২
তাহলে,
১/৫
= ১×৬/৫×৬ = ৬/৩০
৩/১০
= ৩×৩/১০×৩ = ৯/৩০
৭/১৫
= ৭×২/১৫×২ = ১৪/৩০
অতএব,
১/৫, ১/১০, ১/১৫ এর
সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ৬/৩০, ৯/৩০,
১৪/৩০
এখন
সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৬, ৯ ও ১৪ এর গসাগু ১.
তাহলে,
ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/৩০ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর
গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
২) ১ নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যুনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো।
সমাধানঃ
i) ১/৫
ও ৩/১০ এর জন্য যথাক্রমে
ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ২ ও ৩ বার।
ii)
১/৬ ও ৫/৮ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে
হয়েছিল ৪ ও ১৫ বার।
iii)
২/৭ ও ৬/৮ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে
হয়েছিল ৮ ও ২১ বার।
iv)
১/৭ ও ১/১১ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে
হয়েছিল ১১ ও ৭ বার।
v)
১/২ ও ১/৩ ও ১/৪ এর
জন্য যথাক্রমে ন্যুনতম
গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৬, ৪ ও ৩ বার।
vi)
১/৫,৩/১০ ও ৭/১৫ এর
জন্য যথাক্রমে ন্যুনতম
গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৬, ৯ ও ১৪ বার।
৩)
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর লবের উপাদানগুলোর
তুলনা করে কি তুমি ২
নং কাজের সাথে কোন সম্পর্ক নির্ণয় করতে পারো।
সমাধানঃ
সমহর
বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর লবের উপাদানগুলোর
তুলনা করে আমি ২ নং কাজের
সাথে একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি। আমার নির্ণয় করা সম্পর্কটি
হলোঃ
গুণনীয়ক
নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে
প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণেয় গুণনীয়ক এর সংখ্যা = (প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর
বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর প্রাপ্ত প্রতিটি লবের মান ÷ প্রাপ্ত লবগুলোর গসাগু)।
এই
অধ্যায়ের পূর্ণাঙ্গ অংশের লিঙ্কসমূহঃ
৫৯– ৬২ পৃষ্ঠা (ভগ্নাংশের গসাগু ও লসাগু)
৬৩
- ৬৯ পৃষ্ঠা
৭০ - ৮০ পৃষ্ঠা (সাধারণ ভগ্নাংশের গুণিতক ও লসাগু)
৮১ - ৮৩ পৃষ্ঠা (দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু)