সরলরেখার সমীকরণ-SSC Higher Math BD-Chapter 11.4 part 3 (19-24)

সরলরেখার সমীকরণ সূত্র, রেখাদ্বয়ের চিত্র আঁক, রেখাকে গ্রাফ কাগজে অঙ্কন, রেখার ঢাল m, সমবিন্দু, ক্ষেত্রফল তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয়, চতুর্ভুজের চারটি

সরলরেখার সমীকরণঃ সরলরেখার বা রেখার সমীকরণ নির্ণয়

এই অনুশিলনীর আগের অংশসমূহঃ

সরলরেখার সমীকরণ-SSC Higher Math BD-Chapter 11.4 part 1 (1-11)

সরলরেখার সমীকরণ-SSC Higher Math BD-Chapter 11.4 part 2 (12-18) 

১৯. y=x+5, y=-x+5 এবং y=2 সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। ত্রিভুজটির চিত্র আঁক এবং ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

এখানে,

y=x+5…..(i)

y=-x+5…..(ii)

y=2……(iii)

এখন,

y=x+5

বা, y=5 যখন x=0

তাহলে, (i) নং রেখা X অক্ষকে (0,5) বিন্দুতে ছেদ করে।

y=x+5

বা, 0 = x+5 যখন y = 0

বা, x = -5

তাহলে, (i) নং রেখা Y অক্ষকে (-5,0) বিন্দুতে ছেদ করে।

আবার,

y=-x+5

বা, y = 5 যখন x=0

তাহলে, (ii) নং রেখা X অক্ষকে (0,5) বিন্দুতে ছেদ করে।

y = -x+5

বা, 0 = -x +5 যখন y = 0

বা, x = 5

তাহলে, (ii) নং রেখা Y অক্ষকে (5,0) বিন্দুতে ছেদ করে।

এবং

y=2

অর্থাৎ, এটি হলো. x অক্ষের সমান্তরাল রেখা. যা Y অক্ষকে (0,2) বিন্দুতে ছেদ করে।

উপরিউক্ত তথ্যের আলোকে রেখাগুলো গ্রাফ কাগজে আঁকা হলোঃ



চিত্র থেকে (i), (ii) ও (iii) নং রেখা দ্বারা গঠিত ত্রিভুজ ABC যার A(0,5), B(-3,2), C(3,2) এবং D বিন্দুর স্থানাঙ্ক (0,2).

এখন, ABC এর ভূমি

BC=BD+DC=3+3=6 একক।

উচ্চতা AD=OA-OD=5-2=3 একক।

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল

= ½BCAD বর্গ একক

= ½63 বর্গ একক

=9 বর্গ একক (Ans.)

২০. y=3x+5, এবং 3x+y=10 রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। রেখাদ্বয়ের চিত্র আঁক এবং X অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

y=3x+4

বা, 3x-y+4=0……..(i)

এবং,

3x+y=10

বা, 3x+y-10=0…….(ii)

প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে (i) ও (ii) নং সমীকরণের সমাধান।

(i)+(ii)---à

6x-6=0

বা,6x=6

বা, x=1

এখন, x=1, (i) নং এ বসিয়ে,

3.1-y+4=0

বা, -y+7=0

বা, y=7

তাহলে, রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক (1,7)

(i) নং রেখার উপর একটি বন্দু (1,7) এবং অপর একটি বিন্দু (-4/3,0) [(i) নং এ y=0 বসিয়ে]

(ii) নং রেখার উপর একটি বন্দু (1,7) এবং অপর একটি বিন্দু (10/3,0) [(ii) নং এ y=0 বসিয়ে]

এখন প্রাপ্ত বিন্দুগুলো গ্রাফ কাগজে বসিয়ে ত্রিভুজটি আঁকি।



ABC ত্রিভুজের ভূমি AC={(-4/3-10/3)2+(0-0)2} একক

            ={(-14/3)2} একক

            =14/3 একক

এবং উচ্চতা = 7 একক।

অতএব,

ABC এর ক্ষেত্রফল

= ½ 14/3 7 বর্গ একক

= 49/3 বর্গ একক

=161/3 বর্গ একক (Ans.)

২১. প্রমাণ কর যে, 2y-x=2, y+x=7 এবং y=2x-5 রেখা তিনটি সমবিন্দু (concurrent) অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করে।

সমাধানঃ

প্রদত্ত রেখাত্রয়ঃ

2y-x=2……..(i)

y+x=7

বা, 2y+2x=14……(ii)

এবং

y=2x-5

বা, y-2x=-5……(iii)

(i)-(ii)----à করে পাই,

-3x=-12

বা, x=4

x=4 (i) নং এ বসিয়ে পাই,

2y-4=2

বা, 2y = 2+4

বা, 2y = 6

বা, y = 3

অর্থাৎ, (i) ও (ii) রেখার ছেদবিন্দু (x,y) = (4,3)

প্রদত্ত রেখাত্রয় সমবিন্দু হলে (4,3) বিন্দু দ্বারা (iii) নং সমীকরণটি সিদ্ধ হবে।

সুতরাং (iii) নং এর বামপক্ষ = 3-2.4 = 3- 8 = - 5 = ডানপক্ষ।

সুতরাং, প্রদত্ত রেখাত্রয় সমবিন্দু (প্রমাণিত)।

২২. y=x+3, y=x-3, y=-x+3 এবং y=-x-3 একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। চতুর্ভুজটি আঁক এবং ক্ষেত্রফল তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় কর।

সমাধানঃ

y=x+3------(i)

বা, x=-3 যখন y=0 এবং y=3 যখন x=0

অর্থাৎ, (i) নং রেখা X অক্ষকে (-3,0) বিন্দুতে ছেদ করে

এবং Y অক্ষকে (0,3) বিন্দুতে ছেদ করে।

y=x-3-------(ii)

বা, x=3 যখন y=0 এবং y=-3 যখন x=0

অর্থাৎ, (i) নং রেখা X অক্ষকে (3,0) বিন্দুতে ছেদ করে

এবং Y অক্ষকে (0,-3) বিন্দুতে ছেদ করে।

y=-x+3------(iii)

বা, x=3 যখন y=0 এবং y=3 যখন x=0

অর্থাৎ, (i) নং রেখা X অক্ষকে (3,0) বিন্দুতে ছেদ করে

এবং Y অক্ষকে (0,3) বিন্দুতে ছেদ করে।

y=-x-3------(iv)

বা, x=-3 যখন y=0 এবং y=-3 যখন x=0

অর্থাৎ, (i) নং রেখা X অক্ষকে (-3,0) বিন্দুতে ছেদ করে

এবং Y অক্ষকে (0,-3) বিন্দুতে ছেদ করে।

এখন প্রাপ্ত তথ্যানুযায়ী (i), (ii), (iii) ও (iv) নং রেখাকে গ্রাফ কাগজে অঙ্কন করি।



উৎপন্ন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো হলো A(3,0), B(0,3), C(-3,0) এবং D(0,-3)

চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয়ঃ

প্রথম পদ্ধতিঃ

AC কর্ণ ABCD কে ABC ও ACD তে বিভক্ত করে।

এখন,

AB=√{(3-0)2+(0-3)2}=√(9+9)=3√2 একক

BC=√{(0+3)2+(3-0)2}=√(9+9)=3√2 একক

CD=√{(-3-0)2+(0+3)2}=√(9+9)=3√2 একক

AD=√{(3-0)2+(0+3)2}=√(9+9)=3√2 একক

AC=√{(3+3)2+(0+0)2}=√(6)2=6 একক

ABC এর পরিসীমা = AB+BC+CA=3√2+3√2+6=6√2+6=6(√2+1)

অতএব,  ABC এর অর্ধপরিসীমা = 3(√2+1)

ACD এর পরিসীমা = AB+BC+CA=3√2+3√2+6=6√2+6=6(√2+1)

অতএব,  ACD এর অর্ধপরিসীমা = 3(√2+1)

ABC এর ক্ষেত্রফল = √{s(s-AB)(s-BC)(s-AC) বর্গ একক

=[3(√2+1){ 3(√2+1)- 3√2}{ 3(√2+1)- 3√2}{ 3(√2+1)- 6}] বর্গ একক

=[3(√2+1){(3)(3)(3√2-3)] বর্গ একক

=[(3√2+3){(3)(3)(3√2-3)] বর্গ একক

=√[{(3√2)2-32}(3)(3)] বর্গ একক

=√{(18-9)(3)(3)} বর্গ একক

=√{(9)(3)(3)} বর্গ একক

=√81 বর্গ একক

=9 বর্গ একক

অনুরুপভাবে ACD এর ক্ষেত্রফল = 9 বর্গ একক

তাহলে, ABCD এর ক্ষেত্রফল = 9+9 বর্গ একক=18 বর্গ একক

দ্বিতীয় পদ্ধতিঃ

১ম পদ্ধতি হতে পাই,

AB=BC=CA=DA=3√2 একক

এবং কর্ণ AC = 6 একক

আবার,

কর্ণ BD = √{(0-0)2+(3+3)2}=√62 = 6 একক

যেহেতু ABCD চতুর্ভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান ও কর্ণ AC=কর্ণ BD

অতএব, ABCD একটি বর্গ যার বাহুর দৈর্ঘ্য 3√2 একক

অতএব, ABCD এর ক্ষেত্রফল =(3√2)2 বর্গ একক = 92 বর্গ একক =18 বর্গ একক

তৃতীয় পদ্ধতিঃ

চতুর্ভুজেটির শীর্ষবিন্দুগুলো হলো A(3,0), B(0,3), C(-3,0) এবং D(0,-3)

বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেবেচনা করে পাই,

ABCD এর ক্ষেত্রফল

= ½

|

3 0 -3 0 3

0 3 0 -3 0

|

বর্গ

একক

= ½ (9+0+9+0-0+9+0+9) ‘’

= ½ 36 ‘’

=18 বর্গ একক

২৩. A(-4,13), B(8,8), C(13,-4) এবং D(1,1) একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু।

ক) BD রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণ্য় কর।

সমাধানঃ

দেওয়া আছে, B(8,8) এবং D(1,1)

BD রেখার ঢাল m হলে, tanθ = m

এখন,

m

    8-1

=------
    8-1

= 7/7

=1

অতএব,

tanθ = 1

বা, tanθ = tan450

বা, θ = 450

অর্থাৎ, BD রেখা X অক্ষের সাথে 450 কোণ উৎপন্ন করে।

খ) ABCD চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় কর।

সমাধানঃ

ABCD চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু A(-4,13), B(8,8), C(13,-4) এবং D(1,1)

তাহলে,

AB=√{(-4-8)2+(13-8)2} একক

            =√{(-12)2+52} একক

            =√(144+25) একক

            =13 একক

BC=√{(8-13)+(8+4)} একক= √(25+144) একক=13 একক

CD=√{(13-1)2+(-4-1)2} একক=√(144+25) একক=13 একক

DA=√{(1+4)+(1-13)2} একক=√(5+144) একক=13 একক

অর্থাৎ, ABCD চতুর্ভুজের চারটি বাহু সমান।

এখন,

AC=√{(13+4)2+(-4-13)2 একক=√{172+(-17)2} একক=√2(17)2 একক=17√2 একক

BD=√{(1-8)2+(1-8)2 একক= √72+72 একক=√2.72 একক=7√2 একক

অর্থাৎ, কর্ণ AC কর্ণ BD

চতুর্ভুজটি বাহুগুলো সমান কিন্তু কর্ণদ্বয় সমান নয়।

সুতরাং চতুর্ভুজটি একটি রম্বস।

গ)ABCD চতুর্ভুজের যে x অংশ অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

ABCD চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু A(-4,13), B(8,8), C(13,-4) এবং D(1,1)

বিন্দুগুলোকে XY সমতলে স্থাপন করে পাই,



চিত্র হতে, ধরি, CD রেখা ও BC রেখা X-অক্ষকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে।

অতএব,

CD রেখার সমীকরণ

y-1      1+4         5

----- = ------ = ----
x-1       1-3       -12

বা, 5x-5=-12y+12

বা, 5x+12y=17

বা, 5x = 17 যখন y=0

বা, x = 17/5

তাহলে E বিন্দুর স্থানাঙ্ক (17/5,0)

আবার BC রেখার সমীকরণ,

y-8      8+4        12

----- = ------ = ----
x-8       8-13       -5

বা, 12x-96=-5y+40

বা,12x+5y=136

বা, 12x=136 যখন y=0

বা, x=136/12

বা, x=34/3

তাহলে F বিন্দুর স্থানাঙ্ক (34/3,0)

এখন, E(17/5,0), C(13,-4) F(34/3,0) বিন্দুত্রয় দ্বারা গঠিত

ECF এর ক্ষেত্রফল

= ½ 

|

17/5 13 34/3 17/5

  0  -4   0    0

|

বর্গ

একক

= ½ (-68/5+0+0-0+136/3-0) ‘’

= ½ (136/3-68/5) ‘’

= ½ 476/15 ‘’

=1513/15 বর্গ একক

অতএব, X-অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল  513/15 বর্গ একক।

২৪. একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু হলো P(5,2), Q(-3,2), R(4,-1) এবং S(-2,-1)

ক) PS রেখার সমীকরণ নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, P(5,2) এবং S(-2,-1)

অতএব, PS রেখার সমীকরণঃ

x-5         y-2

----- =--------
5-(-2)   2-(-1)

      x-5      y-2

বা, ----- =------
        7         3

বা, 3x-15=7y-14

বা, 3x-7y-1=0

খ) PQRS চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধানঃ

P(5,2), Q(-3,2), R(4,-1) এবং S(-2,-1) বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই,

PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল

= ½

|

5 -3 -2 4 5

2 2 -1 -1 2

|

বর্গ

একক

= ½ (10+3+2+8+6+4+4+5) ‘’

= ½ 42 ‘’

= 21 বর্গ একক

তাহলে, বর্গের বাহুর দৈর্ঘ্য a = 21

অতএব,

বর্গের কর্ণের দৈর্ঘ্য

=2a একক

=√2√21 একক

=√42 একক

নির্নেয় বর্গের কর্ণের দৈর্ঘ্য √42 একক।

গ) PQRS চতুর্ভুজের যে অংশ ২য় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, P(5,2), Q(-3,2), R(4,-1) এবং S(-2,-1)

বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করে পাই,



PQ রেখা Y অক্ষকে (0,2) বিন্দুতে ছেদ করেছে।

আবার QS রেখার সমীকরণ,

y-2     2+1     3

---- = ---- =----
x+3    -3+2   -1

বা, 3x+9=-y+2

বা, 3x+y=-7

বা, 3x = -7 [রেখাটি X অক্ষকে ছেদ করে বলে, y=0 ধরে]

বা, এক্স =-7/3

অতএব, QS রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক (-7/3,0)

এখন, দ্বিতীয় চতুর্ভাগে (0,0), (0,2), (-3,2) এবং (-7/3,0) বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফলঃ

= ½

|

0 0 -3 -7/3 0

0 2  2   0   0

|

বর্গ

একক

= ½ (0+0+0+0-0+6+14/3-0) ‘’

= ½ (6+14/3) ‘’

= ½ 32/3 ‘’

= 16/3 বর্গ একক

অতএব, PQRS চতুর্ভুজের যে অংশ ২য় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল 16/3 বর্গ একক।

Make CommentWrite Comment