সম্ভাবনা (Probability)-SSC Higher Math BD-Chapter 14 (11-15) Part 2
সম্ভাবনা, সম্ভাব্য ফলাফল
এই অনুশীলনীর আগের অংশঃ
সম্ভাবনা (Probability)-SSC Higher Math BD-Chapter 14 (1-10) Part 1
১১. কোনো একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিন্মভাবে শ্রেণিকৃত করা যায়ঃ
শ্রেণিকরণ
|
সংখ্যা
|
ব্যবস্থাপনায়
|
157
|
পরিদর্শক হিসেবে
|
52
|
উৎপাদন হিসেবে
|
1473
|
অফিসিয়াল কাজে
|
215
|
ক) ব্যবস্থাপনায়
নিয়োজিত এর সম্ভাবনা কত?
খ) ব্যবস্থাপনায়
অথবা উতপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত?
গ) উৎপাদন কাজে
নিয়োজিত নয় এর সম্ভাবনা কত?
সমাধানঃ
মোট নিয়োগকৃত লোকসংখ্যা
=(157+52+1473+215) জন= 1897 জন।
ক)
এখানে ব্যবস্থাপনায় নিয়োজিত
লোকসংখ্যা = 157 জন।
অতএব,
নির্বাচিত লোকটি ব্যবস্থাপনায়
নিয়োজিত হওয়ার সম্ভাবনা = 157/1897
খ)
ব্যবস্থাপনায় অথবা উৎপাদন
কাজে নিয়োজিত লোকসংখ্যা = (157+1473) জন = 1630 জন।
অতএব,
নির্বাচিত লোকটি ব্যবস্থাপনায়
অথবা উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা = 1630/1897
গ)
উৎপাদন কাজে নিয়োজিত লোকসংখ্যা
= 1473 জন।
তাহলে, উৎপাদন কাজে নিয়োজিত
নয় এমন লোকসংখ্যা = (1897-1473) জন = 424 জন।
অতএব,
নির্বাচিত লোকটি উৎপাদন কাজে
নিয়োজিত নয় এমন হওয়ার সম্ভাবনা = 424/1897
১২. দুই হাজার লাইসেন্স
প্রাপ্ত ড্রাইভার এক বছরে নিন্মলিখিত সংখ্যক বার ট্রাফিক আইন ভঙ্গ করে।
ট্রাফিক আইন
ভঙ্গের সংখ্যা
|
ড্রাইভারের
সংখ্যা
|
0
|
1910
|
1
|
46
|
2
|
18
|
3
|
12
|
4
|
9
|
4 এর অধিক
|
5
|
খ) ড্রাইভারটির
4 এর অধিক বার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত?
সমাধানঃ
মোট ড্রাইভারের সংখ্যা =
(1910+46+18+12+9+5) জন= 2000 জন।
ক)
একটি আইন ভঙ্গ করে এমন ড্রাইভারের
সংখ্যা = 46 জন।
অতএব,
নির্বাচিত ড্রাইভারটির 1
টি আইন ভঙ্গ করার সম্ভাবনা = 26/2000 = 23/1000
খ)
4 এর অধিক অর্থাৎ 5 বা তার
অধিক আইন ভঙ্গ করে এমন ড্রাইভারের সংখ্যা = 5 জন।
অতএব,
নির্বাচিত ড্রাইভারটির 4
এর অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা = 5/2000 = 1/400
১৩. 1 টি মুদ্রা
ও 1 টি চক্কা নিক্ষেপ ঘটনার probability tree তৈরি কর।
সমাধানঃ
একটি মুদ্রা ও একটি ছক্কা
নিক্ষেপ ঘটনার probability tree নিন্মে দেখানো হলোঃ
১৪.
probability tree এর সাহায্যে নিচের ছকটি পূরণ করঃ
মুদ্রা নিক্ষেপ
|
সকল সম্ভাব্য
ফলাফল
|
সম্ভাবনা
|
একবার মুদ্রা
নিক্ষেপ
|
|
P(T)=
|
দুইবার মুদ্রা
নিক্ষেপ
|
|
P(1H)=
P(HT)=
|
তিনবার মুদ্রা
নিক্ষেপ
|
|
P(HHT)=
P(2H)=
|
একবার মুদ্রা নিক্ষেপের probability
tree হলোঃ
মুদ্রা নিক্ষেপ
|
সকল সম্ভাব্য
ফলাফল
|
সম্ভাবনা
|
একবার মুদ্রা
নিক্ষেপ
|
H,T
|
P(T)=½
|
দুইবার মুদ্রা
নিক্ষেপ
|
HH, HT,
TH, TT
|
P(1H)=2/4=½
P(HT)= ¼
|
তিনবার মুদ্রা
নিক্ষেপ
|
HHH, HHT,
HTH, HTT,
THH, THT,
TTH, TTT
|
P(HHT)= 1/8
P(2H)= 3/8
|
ক) লোকটির ঢাকা
হতে রাজশাহী ট্রেন নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের কর।
খ) লোকটির রাজশাহী
ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের কর।
সমাধানঃ
Probability tree:
লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে
নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা,
P [রাজশাহী ট্রেনে নয়, দিনাজপুর
বাসে]=4/9*2/7=8/63
খ)
লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু
দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা,
P [রাজশাহী ট্রেনে নয়, দিনাজপুর
বাসে]=5/9*5/7=25/63
এই অনুশীলনীর পরের অংশঃ
সম্ভাবনা (Probability)-SSC Higher Math BD-Chapter 14 (16-18) Part 3