সরলরেখার সমীকরণ-SSC Higher Math BD-Chapter 11.4 (1-11) Part-1

সরলরেখার সমীকরণ সূত্র, ac সরলরেখার সমীকরণ নির্ণয়, সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র, s দ্বারা বুঝায়, AB রেখার ঢাল, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, chapter 11.4 bd,

সরলরেখার সমীকরণঃ সরলরেখার বা রেখার সমীকরণ নির্ণয়

১. A(-1,3) এবং B(2,5) হলে AB এর

(i)  দৈর্ঘ্য √13 একক

(ii) ঢাল 2/3

(iii) সমীকরণ 2x-3y = 11

নিচের কোনটি সঠিক?

ক) i, ii     খ)  i,iii    গ) ii,iii      ঘ) i,ii iii

উত্তরঃ ক

[(i) AB এর দৈর্ঘ্য =√{(2+1)2+(5-3)2}=√(9+4)= √13

(ii) AB এর ঢাল

       5-3

    =-------
       2+1

         2

    =-------
         3

(iii) AB এর সমীকরণ

     x-(-1)      y-3

    -------=--------
     -1-2       3-5

বা, (y-3).-3=2(X+1)

বা, 3y-9=2x+2

বা, 2x-3y=-9-2

বা, 2x-3y = -11 ]

২. √{s(s-a)(s-b)(s-c) এ s দ্বারা বুঝায়

ক) ত্রিভুজের ক্ষেত্রফল   খ) বৃত্তের ক্ষেত্রফল

গ) ত্রিভুজের অর্ধ পরিসীমা  ঘ) বৃত্তের অর্ধ পরিধি

উত্তরঃ গ

[√{s(s-a)(s-b)(s-c) দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল ব্যঝায় যার বাহু তিনটির দৈর্ঘ্য a, b, c এবং অর্ধপরিসীমা s = (a+b+c)/2]

৩. নিচের চিত্র হতে উত্তর দাওঃ



ত্রিভুজটির ক্ষেত্রফল

ক) 12 বর্গ একক   খ) 15 বর্গ একক  

গ) 6 বর্গ একক      ঘ) 60 বর্গ একক  

উত্তরঃ গ

[ABC সমকোণী, তাহলে BC=√(AC2-AB2)=√(52-32)= √(25-9)= √16=4 একক।

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল

= ½ ABBC

= ½ 34

= 6 বর্গ একক ]

৪. নিচের চিত্র হতে উত্তর দাওঃ



AB রেখার ঢাল

ক) 2    খ) -2     গ) 0     ঘ) 6

উত্তরঃ খ

[AB এর ঢাল

    1-(-3)

=--------
     1-3 

    1+3

=--------
     -2 

       4

=--------
     -2 

= -2  ]

৫. x-2y-10 = 0 ও  2x+y-3 = 0 রেখা দুইটির ঢাল দুইটির গুণফল

ক) -2    খ) 2     গ) -3     ঘ)-1

উত্তরঃ ঘ

[ x-2y-10 = 0

বা, y = ½ x – 5 রেখার ঢাল m1 = ½

আবার,

2x+y-3 = 0

বা, y = -2x+3 রেখার ঢাল m2=-2

অতএব, ঢালদ্বয়ের গুণফল m1m2= ½ (-2) = -1 ]

৬. y=x/2+2 এবং 5x-10y+20 = 0  সমীকরণদ্বয়

ক) দুটি ভিন্ন রেখা নির্দেশ করে    খ) একই রেখা নির্দেশ করে

গ) রেখাদ্বয় সমান্তরাল         ঘ) রেখাদ্বয় পরস্পরচ্ছেদী

উত্তরঃ খ

[y=x/2+2

বা, 10y = 5x+20    {10 দ্বারা গুণ করে}

বা, 5x-10y+20 = 0

অর্তায় ১ম সমীকরণ = ২য় সমীকরণ]

৭. y=x-3 এবং y=-x+3 এর ছেদবিন্দু

ক) (0,0)     খ) (0,3)     গ) (3,0)     ঘ) (-3,3)

উত্তরঃ গ

[ y=x-3…….(i)

এবং y = -x+3……(ii)

তাহলে, x-3 = -x+3

বা, 2x = 3+3 = 6

বা, x =6/2 = 3

x=3, (i) নং এ বসিয়ে

y = 3-3 = 0

অতএব, সমীকরনদ্বয়ের ছেদবিন্দু (3,0).]

৮. x=1, y=1 রেখা দুইটি যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক

ক) (0,1)    খ) (1,0)    গ) (0,0)     ঘ) (1,1)

উত্তরঃ ঘ

৯. x=1, y=1 রেখাদ্বয় অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রটি তৈরি করে তার ক্ষেত্রফল

ক) ½ বর্গ একক   খ)1 বর্গ একক

গ) 2 বর্গ একক    ঘ) 4 বর্গ একক

উত্তরঃ খ

[x=1, y=1 রেখাদ্বয় যথাক্রমে Y ও X অক্ষের সাথে সমান্তরাল রেখা। অর্থাৎ রেখাদ্বয় অক্ষদ্বয়ের সাথে যে বর্গ ক্ষেত্র উৎপন্ন করে তার বাহুর দৈর্ঘ্য 1 একক। অতএব ক্ষেত্রফল = 12 = 1 বর্গ একক]

১০. একটি সরলরেখার সমীকরণ.নির্ণয় কর.যা (2,-1) বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2।

সমাধানঃ

দেওয়া আছে, ঢাল m = 2 এবং নির্দিষ্ট বিন্দু (2,-1)

অতএব, (x1,y1) বিন্দুগামী এবং m.ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ

y-y1=m(x-x1)

বা, y-(-1)  = 2(x-2)

বা, y+1 = 2x-4

বা, y =2x-5 (Ans.)

১১. নিন্মোক্ত বিন্দুসমূহ দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় কর।

ক) A(1,5), B(2,4)

সমাধানঃ

আমরা জানি, (x1,y1) এবং (x2,y2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-x1     x1-x2

----- = ---------
y-y1     y1-y2

এখানে, (x1,y1)=(1,5) ও (x2,y2)=(2,4)

অতএব, A(1,5) ও B(2,4) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-1     1-2

----- = ------
y-5      5-4

      x-1      -1

বা, ----- = ------
      y-5        1

বা, x-1 = -(y-5)

বা, x-1 = -y+5

বা, -y+5=x-1

বা, -y =x-1-5

বা, -y =x -6

বা, y =-x+6 (Ans.)

খ) A(3,0), B(0,-3)

আমরা জানি, (x1,y1) ও (x2,y2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-x1     x1-x2

-----  = ------
y-y1     y1-y2

এখানে, (x1,y1)=(3,0) ও (x2,y2)=(0,-3)

অতএব, A(3,0) ও B(0,-3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-3      3-0

----- = ------
y-0      0+3

      x-3       3

বা, ----- = ------
        y        3

বা, 3y = 3x – 9

বা, y =x-3 (Ans.)

গ) A(a,0), B(2a,3a)

আমরা জানি, (x1,y1) ও (x2,y2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-x1     x1-x2

----- = --------
y-y1     y1-y2

এখানে, (x1,y1)=(a,0) ও (x2,y2)=(2a,3a)

অতএব, A(a,0) ও B(2a,3a) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-a      a-2a

-----=------
y-0      0-3a

      x-a       -a

বা, ----- = ------
        y       -3a

বা, -ya = -3ax+3a2

বা, -y = -3x+3a

বা, y=3x-3a

The next part of this excersize (বাকী অংশসমূহ):

 সরলরেখার সমীকরণ-SSC Higher Math BD-Chapter 11.4 (11-18) Part-2

 সরলরেখার সমীকরণ-SSC Higher Math BD-Chapter 11.4 (19-24) Part-3

Make CommentWrite Comment