লগারিদম (Logarithm) : সরল, লেখচিত্র, ডোমেন, রেঞ্জঃ SSC Higher Math BD-Chapter 9.2 (9-15) Part 4

Logarithm examples with solutions, how to understand Logarithm, লগারিদম, ssc higher math chapter 9.2, bd higher math,

লগারিদম (Logarithm) : সরল, লেখচিত্র, ডোমেন, রেঞ্জ

এই অনুশীলণীর পূর্বোক্ত অংশসমূহের লিঙ্কঃ

লগারিদম (Logarithm)-(-1-6-) Part 1

লগারিদম (Logarithm)-(-7-) Part 2

লগারিদম (Logarithm)-(-8-) Part 3

৯. নিচের ফাংশনের বিপরীত ফাংশন লিখ এবং লেখচিত্র অঙ্কন করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করঃ

ক) y = 1-2x

সমাধানঃ

ধরি, y=f(x)=1-2x

বা, x = f-1(y)………(i)

এখন, y = 1-2x

বা, 2x = 1-y

বা, x = log2(1-y)

বা, f-1(y) = log2(1-y) [(i) থকে মান বসিয়ে]

বা, f-1(x) = log2(1-x)

লেখচিত্র অঙ্কনঃ

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
3
-7
2
-3
1
-1
0
0
-1
0.5
-2
0.75
-3
0.88

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গ ঘর = 1 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y=f(x)=1-2x এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।



ডোমেন ও রেঞ্জ নির্ণয়ঃ

চিত্র হতে দেখা যায় লেখটি (0,0) বিন্দুগামী কারন যখন x=0, তখন y=1-20 = 1-1 = 0.

আবার, x এর মান যত বৃদ্ধি পায় y এর মান তত কমে। অর্থাৎ x à তখন y à -

আবার, x এর মান যত হ্রাস পায় y এর মান তত বাড়ে। অর্থাৎ x à -তখন y à

সুতরাং, ডোমেন D= (-∞, ∞) এবং রেঞ্জ R=(-∞,∞)

খ) y =log10x

সমাধানঃ

ধরি, y=f(x)=log10x

বা, x = f-1(y)………(i)

এখন, y = log10x

বা, x = 10y

বা, f-1(y) = 10y [(i) থকে মান বসিয়ে]

বা, f-1(x) = 10x

লেখচিত্র অঙ্কনঃ

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
0.5
-0.3
1
0
2
0.3
3
0.5
4
0.6
5
0.7
10
1

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 10 বর্গ ঘর = 1 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y=f(x)=log10x এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।



ডোমেন ও রেঞ্জ নির্ণয়ঃ

যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সঙ্গায়িত হয় এবং শূন্যতে (0) অসংজ্ঞায়ীত।

সুতরাং, ডোমেন (0, )

লেখচিত্র হতে পাই, x যতই শূন্যের কাছাকাছি হয় y ততই হ্রাস পায় অর্থাৎ x à 0 তখন y à -

আবার, x যতই বৃদ্ধি পায় y ও ততই বৃদ্ধি পায় অর্থাৎ x à তখন y à

সুতরাং, রেঞ্জ =(-∞,∞)

গ) y = x2, x > 0

সমাধানঃ

ধরি, y=f(x) = x2, x > 0

বা, x = f-1(y)………(i)

এখন, y = x2

বা, x = ±√y

বা, x = √y [যেহেতু, x > 0]

বা, f-1(y) =√y [(i) থকে মান বসিয়ে]

বা, f-1(x) = x

লেখচিত্র অঙ্কনঃ

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
0
0
1
1
2
4
3
9

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর = 1 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y=f(x)=x2 এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।



ডোমেন ও রেঞ্জ নির্ণয়ঃ

প্রদত্ত তথ্যমতে, y=f(x) = x2, x > 0. তাহলে শূন্য ব্যতীত সকল বাস্তব মানের জন্য f(x) সংজ্ঞায়িত।

সুতরাং, ডোমেন (0, +)

এবং লেখচিত্র হতে পাই, রেঞ্জ =(0,+∞)

১০. f(x) = In (x-2) ফাংশনটির ডোমেন Df এবং Rf রেঞ্জ নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে,

f(x) = In (x-2)

আমরা জানি, লগারিদম শুধুমাত্র ধণাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়।

সুতরাং,

x-2 > 0

বা, x > 0

সুতরাং ডোমেন Df = {x : x >2} = (2, ∞)

রেঞ্জ : y= f(x) = ln(x-2)

à ey = x-2

à x = ey+2

y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়।

সুতরাং প্রদত্ত ফাংশনের রেঞ্জ Rf = R

১১.

                1-x

f(x) = In-------
                1+x

ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে,

              1-x

f(x) = In------
              1+x

আমরা জানি, লগারিদম শুধুমাত্র ধণাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়।

সুতরাং,

1-x

----- > 0
1+x

হবে যদি (i) 1-x > 0 এবং 1+x > 0 হয়

অথবা, (ii) 1-x < 0 এবং 1+x < 0 হয়।

এখন,

(i) 1-x > 0        এবং 1+x > 0

বা, -x > - 1       এবং x > -1

বা, x < 1                      

অতএব,

ডোমেন Df = {x:-1<x}∩{x:x<1}

            =(0,1,2,3….)∩(0,-1,-2,…)

            =(-1,1)

(ii) 1-x < 0       এবং 1+x < 0

বা, –x < -1       এবং x < -1

বা, x > 1           এবং x<-1

অতএব,

ডোমেন Df = {x:x<-1}∩{x:x>1}

            = (-2,-3,-4,….) ∩(2,3,4,…)

            =

তাহলে, প্রদত্ত ফাংশনের ডোমেন

Df=(i) ও (ii) এর ক্ষেত্রে প্রাপ্ত ডোমেনের সংযোগ সেট

=(-1,1)

=(-1,1)

ধরি,

                            1-x

রেঞ্জঃ y=f(x) = In------
                           1+x

              1-x

বা, ey = ------
             1+x

বা, 1-x = (1+x)ey

বা, 1-x = ey+xey

বা, 1-ey=x(1+ey)

             1-ey

বা, x = ------
            1+ey

y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়।

অতএব, প্রদত্ত ফাংশনের ডোমেন Rf = R

১২. ডোমেন ও রেঞ্জ উল্লেখসহ লেখচিত্র অঙ্কন কর।

ক) f(x) = |x|, যখন -5 x 5

সমাধানঃ

দেওয়া আছে, f(x) = |x|, যখন -5 x 5

x এর প্রদত্ত সীমার মধ্যে f(x) সর্বদা সংজ্ঞায়িত।

অতএব,

ডোমেন Df = {x: -5 x 5} = [-5,5]

আবার যেহেতু f(x) পরমমান ফাংশন তাই -5 x 5 ব্যবধিতে f(x) এর মান হবে 0 f(x) 5.

অতএব,

রেঞ্জ Rf = {f(x): 0 f(x) 5} = [0,5]    

লেখচিত্র অঙ্কনঃ

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
-5
5
-4
4
-3
3
-2
2
-1
1
0
0
1
1
2
2
3
3
4
4
5
5

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর = 1 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y=f(x)=|x| এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।


  

খ) f(x) = x + |x|,  যখন -2 x 2

সমাধানঃ

দেওয়া আছে, f(x) = x + |x|,  যখন -2 x 2

x এর প্রদত্ত সীমার মধ্যে f(x) সর্বদা সংজ্ঞায়িত।

অতএব,

ডোমেন Df = {x: -2 x 2} = [-2,2]

আবার, x যখন ঋণাত্মক তখন f(x) = -x+|-x| = -x+x = 0

এবং যখন ধণাত্মক তখন f(x) = x+|x| =x+x =2x

অতএব,

f(x) এর রেঞ্জ Rf

= {f(x):0≤f(x) ≤4}=[0,4]

আবার যেহেতু f(x) পরমমান ফাংশন তাই -5 x 5 ব্যবধিতে f(x) এর মান হবে 0 f(x) 5.

অতএব,

রেঞ্জ Rf = {f(x): 0 f(x) 5} = [0,5]    

লেখচিত্র অঙ্কনঃ

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
-2
0
-1
0
0
0
1
0
2
4

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর = 1 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y=f(x)=x+|x| এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।


  

গ) f(x) = |x|/x যখন x 0; f(x) = 0, যখন x = 0

সমাধানঃ

দেওয়া আছে,

f(x) = |x|/x যখন x 0; f(x) = 0, যখন x = 0

এখন, f(x) = |x|/x যখন x 0 এর ক্ষেত্রে, x এর মান 0 বাদে যেকোনো ঋণাত্মক ও ধণাত্মক সংখ্যা।

এবং f(x) = 0, যখন x = 0 এর ক্ষেত্রে x এর মান 0 ভিন্ন অন্য কিছু নয়। অর্থাৎ x এর সকল বাস্তব মানের জন্য প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত।

অতএব, প্রদত্ত ফাংশনের ডোমেন Df = R

আবার,

f(x) = |x|/x যখন x 0 এর ক্ষেত্রে x এর মান ঋণাত্মক হলে f(x) এর মান হয় -1 [যেমনঃ |-2|/-2 = 2/-2 = -1]

এবং x এর মান ধণাত্মক হলে f(x) এর মান হয় 1 [যেমনঃ |2|/2 = 2/2 = 1]

এছাড়া f(x) = 0, যখন x = 0 এর ক্ষেত্রে f(x) এর মান হয় 0

তাহলে,

প্রদত্ত ফাংশনের রেঞ্জ Rf = { -1, 0, 1}

লেখচিত্র অঙ্কনঃ

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
-5
-1
-4
-1
-3
-1
-2
-1
-1
-1
0
0
1
1
2
1
3
1
4
1
5
1

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর = 1 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y=f(x) এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।



১৩. দেওয়া আছে, 22x.2y-1 = 64 ……..(i) এবং

      6y-2

6x. ------ = 72 ………..(ii)
        3

ক) (i) এবং (ii) কে x এবং y চলক বিশিষ্ট সরল সমীকরণে পরিণত কর।

সমাধানঃ

দেওয়া আছে,

22x.2y-1 = 64 ……..(i)

      6y-2

6x. ------ = 72 ………..(ii)
        3

(i) নং থেকে পাই,

22x+y-1 = 26

বা, 2x+y-1 = 6

বা, 2x+y-7 = 0……..(iii)

(ii) নং হতে পাই,

6x.6y-2 = 372

বা, 6x+y-2 = 3236

বা, 6x+y-2 = 662

বা, 6x+y-2 = 61+2

বা, 6x+y-2 = 63

বা, x+y-2 = 3

বা, x+y-5 = 0 …….(iv)

অতএব, (iii) ও (iv) নং সমীকরণদ্বয় (i) ও (ii) নং সমীকরণের x ও y চলকবিশিষ্ট সরল সমীকরণ।

খ) সমীকরণদ্বয় সমাধান করে শুধতা যাচাই কর।

সমাধানঃ

ক হতে পাই,

2x+y-7 = 0……..(iii)

x+y-5 = 0 …….(iv)

(iii)-(iv) করে পাই,

x-2 = 0

বা, x = 2

x এর মান (iv) নং এ বসিয়ে পাই,

2+y-5 = 0

বা, y-3 = 0

বা, y = 3

শুদ্ধতা যাচাইঃ

(i) নং সমীকরণের বামপক্ষে x ও y এর মান বসিয়ে পাই,

বামপক্ষ = 22.2.23-1 = 24.22 = 16.4 = 64 = ডানপক্ষ

আবার, (ii) নং সমীকরণের বামপক্ষে x ও y এর মান বসিয়ে পাই,

বামপক্ষ

         63-2

= 62. ------
           3

           6

= 36. ------
           3

=36.2

=72

=ডানপক্ষ

সুতরাং x=2, y=3 শুদ্ধ।

গ) x ও y এর মান যদি কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হয় (যেখানে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 900) তবে চতুর্ভুজটি আয়ত না বর্গ উল্লেখ কর এবং এর ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধানঃ

এখানে, x=2, y=3 এবং এদের অন্তর্ভুক্ত কোণ 900.

সুতরাং চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। (যেহেতু x y)



অতএব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

= 23

= 6 বর্গ একক

এবং কর্ণের দৈর্ঘ

= √(22+32)

= √(4+9)

=√13 একক

১৪. দেওয়া আছে, y=2x

ক) প্রদত্ত ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কর।

সমাধানঃ

ধরি, y=f(x)=2x

x এর ঋণাত্মক যেকোনো মানের জন্য  f(x) এর মান কোনো সময় 0 এর খুবই কাছাকাছি পৌঁছায়। কিন্তু শূন্য (০) হয় না।

অর্থাৎ, xà -∞, y à 0

আবার, x এর ধণাত্মক মান বৃদ্ধি করলে  y এর মানও বৃদ্ধি পাবে।

অর্থাৎ, x à ∞, y à

সুতরাং, ডোমেন D =(-∞,∞)

এবং রেঞ্জ R =(0, ∞)

খ) ফাংশনটির লেখচিত্র অঙ্কন কর এবং এর বৈশিষ্ট্যগুলি লিখ।

সমাধানঃ

লেখচিত্র অঙ্কনঃ

এখানে, y=f(x)=2x

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
-3
1/8
-2
¼
-1
½
0
1
1
2
2
4

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর = 1 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y=f(x) এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।



লেখচিত্রের বৈশিষ্ট্যঃ

-লেখচিত্রটি (0,1) বিন্দুগামী

-x এর যেকোনো মানের জন্য y ধনাত্মক

-লেখচিত্রটি ক্রমবর্ধমান

-x এর হ্রাস পওয়ার সাথে সাথে লেখটি x-অক্ষের নিকটবর্তী হয়।

-লেখচিত্রটি অবিছিন্ন।

গ) ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করে এটি এক-এক কিনা নির্ধারণ কর এবং বিপরীত ফাংশনটির লেখচিত্র আঁক।

সমাধানঃ

দেওয়া আছে,

y = 2x

বা, x = log2y

আবার, y = f(x) হলে f-1(y) = x

অতএব,

f-1(y) = log2y

সুতরাং, f-1(x) = log2x

মনে, করি, x1 ∈ R, x2 ∈ R

অতএব,

f-1(x1) = f-1(x2)

বা, log2x1 = log2x2

বা, x1 = x2

সুতরাং বিপরীত ফাংশনটি এক-এক।

y = log2x লেখচিত্র অঙ্কনঃ

এখানে, y = log2x

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
0.5
-0.3
1
0
2
0.3
3
0.5
4
0.6
5
0.7
10
1
12
1

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 2 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 20 বর্গ ঘর = 1 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y= log2x এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।



১৫. f(x) = 32x+2 এবং g(x) =27x+1

ক) f(x) এর ডোমেন নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে,

f(x) = 32x+2

উদ্দীপকে উল্লেখিত f(x) ফাংশনটি x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত।

সুতরাং f(x) এর ডোমেন = R

খ) f(x) + g(x) = 36 হলে, x এর মান নির্ণয় কর।

সমাধানঃ

f(x) + g(x) = 36

বা, 32x+2+27x+1 = 36

বা, 32x+2+33(x+1) = 36

বা, (3x+1)2+(3x+1)3 = 36

বা, a2+a3-36 = 0 [3x+1=a ধরে ]

বা, a3-3a2+4a2-12a+12a-36=0

বা, a2(a-3)+4a(a-3)+12(a-3)=0

বা, (a2+4a+12)(a-3)=0

বা, a-3=0

বা, a=3

বা, 3x+1 = 3

বা, 3x+1 = 31

বা, x+1 = 1

বা, x= 0

এবং a2+4a+12 = 0 যা গ্রহণযোগ্য নয় কারন a এর কোন বাস্তব মান নেই।

অতএব, x এর মান 0

গ) q(x) = g(x)/f(x) হলে, q(x) এর লেখচিত্র অঙ্কন করে লেখচিত্র থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কর।

সমাধানঃ

q(x)

= g(x)/f(x)

    27x+1

=--------
    32x+2

    33(x+1)

=--------
    32x+2

    33x+3

=--------
    32x+2

= 33x+3-2x-2

= 3x+1

ধরি, y =3x+1

লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি।


x
y
-2
0.3
-1
1
0
3
1
9
2
27

এখন, ছক কাগজে সুবিধামত X অক্ষ XOX’ এবং Y অক্ষ YOY’ আঁকি। X-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর=1 একক এবং Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গ ঘর = 2 একক ধরে (x,y) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলোকে সহজভাবে বক্ররেখায় যুক্ত করে y = 3x+1 এর লেখ পাওয়া যায়। যা নিচে দেখানো হলো।



চিত্র থেকে লক্ষ্য করলে দেখা যায়, x=-1 হলে y =3-1+1 = 30 =1. অর্থাৎ রেখাটি (-1,1) বিন্দুগামী।

আবার, x এর ঋণাত্মক মানের জন্য xà-∞, yà0+

এবং x এর ধণাত্মক মানের জন্য xà∞, yà

অতএব, ডোমেন = (-∞,∞) রেঞ্জ=(0, ∞)

-%Thanks, stay with us%-

Make CommentWrite Comment