স্থানাঙ্ক জ্যামিতি (Coordinate Geometry)–SSC Higher Math BD–Chapter 11.2 (6-10) part 2

স্থানাঙ্ক জ্যামিতি সূত্র, স্থানাঙ্ক জ্যামিতি meaning in English, স্থানাঙ্ক জ্যামিতি class 10, স্থানাঙ্ক থেকে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়,

স্থানাঙ্ক জ্যামিতিঃ বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক থেকে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, ঘড়ির কাঁটার বিপরীত দিক বিবেচনা করে ক্ষেত্রফল নির্ণয়

এই অনুশীলনীর পূর্বের অংশঃ

স্থানাঙ্ক জ্যামিতি (Coordinate Geometry)–SSC Higher Math BD–Chapter 11.2 (1-5) part 1

৬. তিনটি বিন্দুর স্থানাঙ্ক A(-2,1), B(10,6) এবং C(a,-6)। AB=BC হলে a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় কর। a এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

প্রদত্ত বিন্দুসমূহ হলোঃ A(-2,1), B(10,6) এবং C(a,-6) 

তাহলে,

AB

=√{(10+2)2+(6-1)2}

=√(122+25)

=√(144+25)

=√169

=13 একক

এবং

BC

=√{(a-10)2+(-6-6)2}

=√{(a2-2.a.10+102+(-12)2} [সূত্রমতে]

=√(a2-20a+100+144)

=√(a2-20a+244)

প্রশ্নানুসারে,

13 = √(a2-20a+244)

বা, 169 = a2-20a+244 [বর্গ করে]

বা, a2-20a+244-169 = 0

বা, a2-20a+75 = 0

বা, a2-15a-5a+75 = 0

বা, a(a-15)-5(a-15) = 0

বা, (a-5)(a-15) = 0

বা, a-5 = 0       অথবা, a-15 = 0

বা, a = 5           বা, a = 15

অতএব, a এর সম্ভাব্য মানসমূহঃ 5, 15 (Ans.)

যখন a=5, তখন বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই,

ABC এর ক্ষেত্রফল

= ½

|

-2  5  10  -2

 1  -6   6   1

|

বর্গ

একক

= ½ (12+30+10-5+60+12) বর্গ একক

= ½ (124-5) বর্গ একক

= ½ 119 বর্গ একক

= 119/2 বর্গ একক

= 59½ বর্গ একক (Ans.)

যখন a=15, তখন বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই,

ABC এর ক্ষেত্রফল

 

= ½

|

-2  15  10  -2

 1  -6    6    1

|

বর্গ

একক

 

= ½ (12+90+10-15+60+12) বর্গ একক

= ½ (184-15) বর্গ একক

 

= ½ 169 বর্গ একক

 

= 169/2 বর্গ একক

 

= 84½ বর্গ একক (Ans.)

 

৭. A, B, C তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে A(a,a+1), B(-6,-3) এবং C(5,-1)। AB এর দৈর্ঘ্য AC এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে a এর সম্ভাব্য মান এবং ABC ত্রিভুজটির বৈশিষ্ট বর্ণনা কর।

সমাধানঃ

প্রদত্ত স্থানাঙ্ক বিন্দুসমূহঃ A(a,a+1), B(-6,-3) এবং C(5,-1)।

তাহলে,

AB

=√{(-6-a)2+(-3-a-1)2}

=√{(-6-a)2+(-4-a)2}

=√{(-6)2-2.(-6).a+a2+(-4)2-2.(-4).a+a2}

=√(36+12a+a2+16+8a+a2)

=√(2a2+20a+52) একক

AC

=√{(5-a)2+(-1-a-1)2}

=√{(5-a)2+(-2-a)2}

=√{52-2.5.a+a2+(-2)2-2.(-2).a+a2}

=√(25-10a+a2+4+4a+a2)

=√(2a2-6a+29) একক

প্রশ্নানুসারে,

AB=2AC

বা, √(2a2+20a+52) = 2√(2a2-6a+29)

বা, 2a2+20a+52 = 4(2a2-6a+29) [বর্গ করে]

বা, 2a2+20a+52 = 8a2-24a+116

বা, 2a2+20a+52-8a2+24a-116 = 0

বা, -6a2+44a-64 = 0

বা, 6a2-44a+64 = 0

বা, 2(3a2-22a+32) = 0

বা, 3a2-22a+32 = 0

বা, 3a2-6a-16a+32 = 0

বা, 3a(a-2)-16(a-2) = 0

বা, (a-2)(3a-16) = 0

বা, a-2 = 0       অথবা, 3a-16 = 0

বা, a = 2           বা, 3a = 16

                        বা, a = 16/3

অতএব, a এর সম্ভাব্য মান 2 এবং 16/3 (Ans.)

এখন,

a=2 হলে,

AB =√(2.22+20.2+52) একক = √(8+40+52) একক =√100 একক = 10 একক

AC =√(2.22-6.2+29) একক = √(8-12+29) একক =√25 একক = 5 একক

BC

=√{(5+6)2+(-1+3)2}

=√(121+4)

=√125

=5√5 একক

দেখা যাচ্ছে, AB2+AC2 = 102 + 52 = 100+25 = 125 =(5√5)2 = BC2

অতএব, পীথাগোরাস এর সূত্র অনুসারে ABC একটি সমকোণী ত্রিভুজ, BC অতিভুজ এবং BAC সমকোণ।

আবার,

a=16/3 হলে,

AB

=√{2.(16/3)2+20.(16/3)+52) একক

= √(2.(256/9)+320/3+52) একক

=√{(512+960+468)/9} একক

= √(1940/9) একক

=√1940/3

AC

=√(2.(16/3)2-6.(16/3)+29) একক

= √(512/9-32+29) একক

=√{(512-288+261)/9} একক

= √485/3 একক

এবং BC = 5√5 একক

যেহেতু, AB AC BC সুতরাং ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ।

৮. নিন্মোক্ত চতুর্ভুজসমূহের ক্ষেত্রফল নির্ণয় কর [পদ্ধতি ২ ব্যবহার কর]:

ক) (0,0), (-2,4), (6,4), (4,1)

সমাধানঃ



প্রদত্ত বিন্দুগুলোকে গ্রাফ কাগজে বসিয়ে পাই,

A(0,0), B(4,1), C(6,4), D(-2,4)

বিন্দু চারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই,

ABCD এর ক্ষেত্রফল

 

= ½

|

0  4  6  -2  0

0  1  4    4  0

|

বর্গ

একক

 

= ½ (0+16+24+0-0-6+8-0) বর্গ একক

= ½ (48-6) বর্গ একক

 

= ½ 42 বর্গ একক

 

= 21 বর্গ একক (Ans.)

 

খ) (1,4), (-4,3), (1,-2), (4,0)

সমাধানঃ



প্রদত্ত বিন্দুগুলোকে গ্রাফ কাগজে বসিয়ে পাই,

A(1,4), B(-4,3), C(1,-2), D(4,0)

বিন্দু চারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই,

ABCD এর ক্ষেত্রফল

 

= ½

|

1  -4  1   4  1

4   3  -2  0  4

|

বর্গ

একক

 

= ½ (3+8+0+16+16-3+8-0) বর্গ একক

= ½ (51-3) বর্গ একক

 

= ½ 48 বর্গ একক

 

= 24 বর্গ একক (Ans.)

 

গ) (0,1), (-3,-3), (4,3), (5,1)

সমাধানঃ



প্রদত্ত বিন্দুগুলোকে গ্রাফ কাগজে বসিয়ে পাই,

A(-3,-3), B(5,1), C(4,3), D(0,1)

বিন্দু চারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই,

ABCD এর ক্ষেত্রফল

 

= ½

|

-3  5  4  0  -3

-3  1  3  1  -3

|

বর্গ

একক

 

= ½ (-3+15+4+0+15-4-0+3) বর্গ একক

= ½ (37-7) বর্গ একক

 

= ½ 30 বর্গ একক

 

= 15 বর্গ একক (Ans.)

 

৯. দেখাও যে, A(2,-3), B(3,-1), C(2,0), D(-1,1) এবং E(-2,-1) শীর্ষবিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক।

সমাধানঃ

প্রদত্ত বিন্দুগুলো A(2,-3), B(3,-1), C(2,0), D(-1,1) এবং E(-2,-1) শীর্ষবিশিষ্ট বহুভুজটি পঞ্চভুজ ABCDE এর ক্ষেত্রফল।

অতএব, বিন্দুসমূকে ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করে পাই,

ABCDE এর ক্ষেত্রফল

 

= ½

|

 2  3  2  -1  -2 2

-3 -1  0  1  -1 -3

|

বর্গ

একক

= ½ (-2+0+2+1+6+9+2-0+2+2) বর্গ একক

 

= ½ (24-2) বর্গ একক

 

= ½ 22 বর্গ একক

 

= 11 বর্গ একক (দেখানো হলো)

 

১০. একটি চতুর্ভুজের চারটি শীর্ষ A(3,4), B(-4,2), C(6,-1) এবং D(p,3) এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে p এর মান নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, চতুর্ভুজের  শীর্ষ A(3,4), B(-4,2), C(6,-1) এবং D(p,3) এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত।

অতএব, বিন্দুসমূকে ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করে পাই,

ABCD এর ক্ষেত্রফল

 

= ½

|

 3  -4  6  p   3

4    2  -1  3  4

|

বর্গ

একক

 

= ½ (6+4+18+4p+16-12+p-9) বর্গ একক

= ½ (23+5p) বর্গ একক

 

আবার, A, B, C ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করে পাই,

ABC এর ক্ষেত্রফল

 

= ½

|

 3  -4   6    3

4    2  -1   4

|

বর্গ

একক

 

= ½ (6+4+24+16-12+3) বর্গ একক

= ½ (53-12) বর্গ একক

 

= 41/2 বর্গ একক

 

প্রশ্নানুসারে,

½ (23+5p) =2 41/2

বা, 23+5p = 412

বা, 5p+23 = 82

বা, 5p = 82-23

বা, 5p =59

বা, p = 59/5 (Ans.)

Make CommentWrite Comment