দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansion) – SSC Higher Math BD – Chapter 10.2 (10-15) Part 2

দ্বিপদী বিস্তৃতি, Binomial Expansion, ssc higher math bd chapter 10.1, nCr এর মান, দ্বিপদী উপপাদ্যের ব্যবহার,

দ্বিপদী বিস্তৃতিঃ দ্বিপদী উপপাদ্যের ব্যবহার, বিস্তৃতির পদসংখ্যা ও মধ্যপদ নির্ণয়

এই অনুশীলনীর ১ম অংশ (১-৯ পর্যন্ত) এর লিঙ্কঃ

দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansion) – SSC Higher Math BD – Chapter 10.2 (1-9) Part 1

১০. (p- ½ x)6 = r-96x+sx2+….. হলে, p, r এবং s এর মান নির্ণয় কর।

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই,

(p- ½ x)6

=p6+6c1 p6-1 (- ½ x)1 + 6c2 p6-2 (- ½ x)2+……

=p6 + 6.p5 . (- ½ x) + (6.5/1.2) . p4 (x2/4) + ……..

= p6 – 3p5x + 15/4 p4x2 - ……

কিন্তু, (p- ½ x)6 = r-96x+sx2+…..

অতএব,

p6 – 3p5x + 15/4 p4x2 - ……= r-96x+sx2+….. (i)

(i) নং এর উভয় পক্ষ হতে ধ্রুবক পদ সমীকৃত করে পাই,

p6 = r ……..(ii)

(i) নং এর উভয় পক্ষ হতে x এর সহগ সমীকৃত করে পাই,

3p5 = 96

বা, p5 = 32

বা, p5=25

বা, p = 2

(ii) নং এ p=2 বসিয়ে পাই,

r = 64

অতএব,

p=2, r=64 (Ans.)

১১. (1+x/2)8 এর বিস্তৃতির x3 এর সহগ নির্ণয় কর।

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই,

(1+x/2)8

= 18+8c1 18-1 (x/2)1 + 8c2 18-2 (x/2)2+8c3 18-3 (x/2)3+……..

= 1 + 8 . 1 . x/2 + (8.7/1.2) . 1 . x2/4 + (8.7.6/1.2.3) . 1 . x3/8 + …..

= 1+ 4x + 7x2 + 7 x3 + ……

অতএব, (1+x/2)8 এর বিস্তৃতির x3 এর সহগ 7 (Ans.)

১২. x এর ঘাতের উর্ধবক্রম অনুসারে  (2+x/4)6 কে x3 পর্যন্ত বিস্তৃত কর। উহার সাহায্যে (1.9975)6 এর আসন্ন মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর।

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই,

(2+x/4)6

=26+6c1 26-1 (x/4)1 + 6c2 26-2 (x/4)2 + 6c3 26-3 (x/4)3 +……

=64+6c1 25 (x/4) + 6c2 24 (x2/16) + 6c3 23 (x3/64) +……

=64+6.32.(x/4) +(6.5/1.2).16. (x2/16) +(6.5.4/1.2.3).8.(x3/64) +……

= 64+48x+15x2+(5/2)x3+……(Ans.)

এখানে,

2+x/4 = 1.9975

বা, x/4 = 1.9975-2

বা, x/4 = -0.0025

বা, x = -0.00254

বা, x= -0.01

এখন x=-0.01 বসিয়ে পাই,

{2+(-0.01)/4}6

=64+48(-0.01)+15.(-0.01)2+(5/2)(-0.01)3+……

=63.5214975…..

=63.5215 [চার দশমিক পর্যন্ত]

অতএব, (1.9975)6 = 63.5215 (Ans.)

১৩. দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে (1.99)5 এর মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর।

সমাধানঃ

(1.99)5

=(2-0.01)5

=25+5c1 25-1 (-0.01)1 + 5c2 25-2 (-0.01)2 +5c3 25-3 (-0.01)3 +5c4 25-4 (-0.01)4 +5c5 25-5 (-0.01)5

         [দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে]

=32+5.24.(-0.01) + (5.4/1.2).23.(0.0001) +(5.4.3/1.2.3).22.(-0.000001) +(5.4.3.2/1.2.3.4).2.(0.00000001) +1.20.(-0.0000000001)

=32+5.16.(-0.01) + (5.4/1.2).8.(0.0001) +(5.4.3/1.2.3).4.(-0.000001) +(5.4.3.2/1.2.3.4).2.(0.00000001) +1.1.(-0.0000000001)

=32-0.8+0.008-0.00004+0.0000001-0.0000000001

=31.2079601

=31.2080 [চার দশমিক স্থান পর্যন্ত]

১৪. (1+x/4)n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। n এর মান নির্ণয় কর। বিস্তৃতির পদসংখ্যা ও মধ্যপদ নির্ণয় কর।

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই,

(1+x/4)n

=1n+nc1 (x/4)1 + nc2 (x/4)2 + nc3 (x/4)3 +….

= 1+ ¼ nx + {n(n-1)/1.2}(x/4)2 +{ n(n-1)(n-2)/1.2.3} (x/4)3 +….

= 1+ (¼) nx + (1/32 )n(n-1)x2 + (1/384) n(n-1)(n-2)x3+……

এখানে, তৃতীয় পদের সহগ (1/32 )n(n-1)

এবং চতুর্থ পদের সহগ (1/384) n(n-1)(n-2)

প্রশ্নানুসারে,

2.(1/384) n(n-1)(n-2) = (1/32 )n(n-1)

বা, 2.(1/384)(n-2) = (1/32 )  [উভয় পক্ষকে n(n-1) দ্বারা ভাগ করে]

বা, 2.(1/384)(n-2) = (1/32)

বা, 2.(n-2) = (384/32

বা, 2.(n-2) = 12

বা, n-2 = 6

বা, n = 6+2

বা, n = 8

যেহেতু, n=8

অতএব, বিস্তৃতির পদসংখ্যা = 8+1 = 9

যেহেতু n=8 সেহেতু বিস্তৃতির মধ্যপদ হবে (8/2+1) = 5 তম পদ।

অতএব,

মধ্যপদ = T5

            = T4+1

            = nc4 1n-4 (x/4)4

            = 8c4 18-4 (x/4)4

            = 8c4 14 (x/4)4

            = 8c4 (x/4)4

            =(8.7.6.5/1.2.3.4)(x/4)4

                 35

            =-------x2
               128

১৫.

ক) (2k-x/2)5 এর বিস্তৃতিতে k3 এর সহগ 720 হলে x এর মান নির্ণয় কর।

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই,

(2k-x/2)5

=(2k)5+5c1 (2k)5-1 (-x/2)1 + 5c2 (2k)5-2 (-x/2)2 +………..

=(2k)5+5c1 (2k)4 (-x/2)1 + 5c2 (2k)3 (-x/2)2 +………..

=(2k)5+5c1 24 k4 (-x/2)1 + 5c2 23 k3 (-x/2)2 +………..

অতএব, বিস্তৃতিতে k3 এর সহগ = 5c2 23 (-x/2)2

প্রশ্নমতে,

5c2 23 (-x/2)2 = 720

বা, (5.4/1.2).8.(x2/4) = 720

বা, 20x2 = 720

বা, x2 = 720/20

বা, x2 = 36

বা, x = ±6

খ) (x2+k/x)6 এর বিস্তৃতিতে x3 এর সহগ.160 হলে k এর মান. নির্ণয় কর।

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই,

(x2+k/x)6

=(x2)6+6c1 (x2)5 (k/x)1 +6c2 (x2)4 (k/x)2 +6c3 (x2)3 (k/x)3 +……

=x12+6c1 x10 (k/x) +6c2 x8 (k/x)2 +6c3 x6 (k/x)3 +…..

=x12+6c1 x9 k +6c2 x6 k2 +6c3 x3 k3 +…..

অতএব, বিস্তৃতিতে x3 এর সহগ = 6c3 k3

প্রশ্নমতে,

6c3 k3 = 160

বা, (6.5.4/1.2.3) k3 = 160

বা, 20 k3 = 160

বা, k3 = 160/20

বা, k3 = 8

বা, k = 2

এই অনুশীলনীর বাকী অংশের লিঙ্কঃ

দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansion) - SSC Higher Math BD - Chapter 10.2 (16.-19.) Part 3

Make CommentWrite Comment