দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansion) – SSC Higher Math BD – Chapter 10.2 (1-9) Part 1

দ্বিপদী বিস্তৃতি, Binomial Expansion, ssc higher math bd chapter 10.1, nCr এর মান, প্যাসকেলের ত্রিভুজ, দ্বিপদী উপপাদ্য, (r+1) তম পদ, x বর্জিত পদ,

দ্বিপদী উপপাদ্য, nCr এর মান ও গাণিতিক সমস্যার সমাধান

১. (1+2x+x2)3 এর বিস্তৃতিতে-

(i.) পদসংখ্যা 4  (ii.) ২য় পদ 6x (iii.) শেষ পদ x6

নিচের কোনটি সঠিক?

ক) i, ii  খ) i, iii   গ) ii, iii   ঘ) i, ii, iii

উত্তরঃ

[এখানে,(1+2x+x2)3 = {(1+x)2}3 = (1+x)6; তাহলে এই রাশির বিস্তৃতিতে পদ সংখ্যা হবে ৭; অর্থাৎ (i) সত্য নয়।

রাশিটির বিস্তৃতিতে ২য় পদ = (61).x1 = 6x অর্থাৎ (ii) নং সঠিক।

রাশিটির বিস্তৃতিতে শেষ পদ = (66).x6 =6.5.4.3.2/1.2.3.4.5.6 .x6 = x6  অর্থাৎ (iii) নং সঠিক।]

(x+1/x)n , যেখানে n জোড় সংখ্যা। এই তথ্য থেকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।

২. (r+1) তম পদটি x বর্জিত হলে r এর মান কত?

ক) 0  খ) n/2   গ) n ঘ) 2n

উত্তরঃ

[রাশিটি = (x+1/x)n  

r+1 তম পদ = nCr .xn-r .x-r = nCr. xn-r-r = nCr .xn-2r

x বর্জিত পদের ক্ষেত্রে n-2r = 0 বা, r = n/2]

৩. n=4 হলে, চতুর্থ পদ কত?

ক) 4   খ) 4x  গ) 4/x   ঘ) 4/x2

উত্তরঃ

[n=4 হলে চতুর্থ পদ = 4C3 .x4-3 .x-3 = 4C3 .x4-3-3 =4C3 .x-2 =4.3.2/1.2.3 .x-2 =4x-2=4/x2]

৪. (x+y)5 এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলি হলঃ

ক) 5,10,10,5   খ) 1,5,10,10,5,1

গ) 10,5,5,10    ঘ) 1,2,3,3,2,1

উত্তরঃ

[প্যাসকেলের ত্রিভুজ হতে পাই,



অতএব, দ্বিপদী সহগগুলো হলোঃ 1,5,10,10,5,1.]

৫. (1-x)(1+x/2)8 –এর বিস্তৃতিতে x এর সহগ

ক) -1   খ) ½   গ) 3    ঘ) – ½

উত্তরঃ

[(1-x)(1+x/2)8

=(1-x)[(80).18.(x/2)0+(81).17.(x/2)1+(82).16.(x/2)2+…….]

=(1-x)[1+4x+7x2+……]

অতএব, x এর সহগ = (1.4)+(-1).1 = 4 – 1 = 3 ]

৬. (x2+1/x2)4 এর বিস্তৃতিতে x মুক্ত পদ কত?

ক) 4    খ) 6   গ) 8   ঘ) 0

উত্তরঃ

[(x2+1/x2)4 এর বিস্তৃতিতে সাধারণ পদ Tr+1

=4Cr (x2)4-r (1/x2)r = 4Cr x8-2r x-2r = 4Cr x8-4r

x মুক্ত পদের ক্ষেত্রে, 8-4r = 0 বা, r = 8/4 = 2

অতএব, x মুক্ত পদটি = 4C2 = 4.3/1.2 = 6 ]

৭. (x+4)4 বিস্তৃতির সহগগুলি সাজালে আমরা পাই-



উত্তরঃ

৮. নিন্মোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত করঃ

ক) (2+x2)5

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে,

(2+x2)5

=25+5C1 25-1 x2 + 5C2 25-2 (x2)2 +5C3 25-3 (x2)3+5C4 25-4 (x2)4+5C5 25-5 (x2)5

=25+5C1 24 x2 + 5C2 23 x4 +5C3 22 x6+5C4 21 x8+5C5 20 x10

=32+80x2+(5.4/1.2).8.x4+(5.4.3/1.2.3).4.x6 +(5.4.3.2/1.2.3.4).2.x8+(5.4.3.2.1/1.2.3.4.5).x10

=32+80x2+80x4+40x6+10x8+x10 (Ans.)

খ) (2-1/2x)6

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে,

(2-1/2x)6

=26+6C1 26-1 (-1/2x)1 + 6C2 26-2 (-1/2x)2+6C3 26-3 (-1/2x)3+6C4 26-4 (-1/2x)4+6C5 26-5 (-1/2x)5+6C6 26-6 (-1/2x)6

=26+6C1 25 (-1/2x)1 + 6C2 24 (-1/2x)2+6C3 23 (-1/2x)3+6C4 22 (-1/2x)4+6C5 21 (-1/2x)5+6C6 20 (-1/2x)6

=26+6C1 25 (-1/2x)1 + 6C2 24 (-1/2x)2+6C3 23 (-1/2x)3+6C4 22 (-1/2x)4+6C5 21 (-1/2x)5+6C6 20 (-1/2x)6

=64+6C1 .32 .(-1/2x) + 6C2.16 .(1/4x2)+6C3 .8 .(-1/8x3)+6C4 .4 .(1/16x4)+6C5 .2 .(-1/32x5)+6C6 .1. (1/64x6)

=64-96/x +(6.5/1.2).16 .(1/4x2)+(6.4.3/1.2.3) .8 .(-1/8x3)+(6.5.4.3/1.2.3.4 ).4 .(1/16x4)+(6.5.4.3.2/1.2.3.4.5) .2 .(-1/32x5)+1 .1. (1/64x6)

=64 - 96/x + 60/x2 - 20/x3 + 15/4x4 - 3/8x5+1/64x6 (Ans.)

৯. নিচের বিস্তৃতিগুলোর প্রথম চারটি পদ নির্ণয় কর।

ক) (2+3x)6

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে,

(2+3x)6

=26+6c1 26-1 (3x)1 +6c2 26-2 (3x)2 +6c3 26-3 (3x)3 +………

=26+6c1 25 (3x)1 +6c2 24 9x2 +6c3 23 27x3 +………

=64+6. 32. 3x +(6.5/1.2) .16 .9x2 +(6.5.4/1.2.3). 8. 27x3 +………

=64+576x+2160x2+4320x3+…….. (Ans.)

খ) (4-1/2x)5

সমাধানঃ

দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে,

(4 - 1/2x)5

=45+5c1 .45-1.(- 1/2x)1 +5c2 45-2 (- 1/2x)2 +5c3 45-3 (- 1/2x)3 +………

=1024+5c1 .44.(- 1/2x) +5c2 .43 (1/4x2) +5c3 .42 (- 1/8x3) +………

=1024+5.256.(- 1/2x) +(5.4/1.2).64 (1/4x2) +(5.4.3/1.2.3) .16 (- 1/8x3) +………

=1024 - 640/x + 160/x2 - 20/x3+…… (Ans.)

এই অনুশীলনীর বাকী অংশের লিঙ্কঃ

 দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansion) - SSC Higher Math BD - Chapter 10.2 (10-15) Part 2

 দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansion) - SSC Higher Math BD - Chapter 10.2 (16-19) Part 3

Make CommentWrite Comment