বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহঃ SSC Higher Math BD-Chapter 8.3 (10-16) Part 2

SSC higher math solution pdf, ssc higher math note book, এসএসসি উচ্চতর গণিত, ত্রিকোণমিতিক অনুপাতঃ মান নির্ণয়, অভেদসমূহ যাচাই, chapter 8.3 ssc higher,

বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহঃ মান নির্ণয়, অভেদসমূহ যাচাই, আলফা

এই অনুশীলনীর পূর্বের অংশঃ

বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহঃ SSC Higher Math BD-Chapter 8.3 (1-9) Part 1

১০. θ = π/3 হলে নিন্মোক্ত অভেদসমূহ যাচাই করঃ

ক)

  sin2θ

=2sinθ cosθ

      2tanθ

= --------------
     1+tan2θ

সমাধানঃ

দেওয়া আছে, θ = π/3

বামপক্ষ

= sin2θ

= sin2. π/3

= sin 2π/3

= sin(π- π/3)

= sin π/3

= 3/2

মধ্যপক্ষ

= 2sinθ cosθ

= 2sin π/3 cosπ/3

= 2. 3/2 . ½

= 3/2

ডানপক্ষ

      2tanθ

= --------------
    1+tan2θ

       2tan π/3

= --------------
    1+tan2 π/3

       2. 3

= --------------
     1+(3)2

       2. 3

= -------------
       1+3

       2. 3

= ------------
         4

= 3/2

অতএব, বামপক্ষ=মধ্যপক্ষ=ডানপক্ষ [প্রমাণিত]

খ) sin3θ = 3sinθ – 4sin3θ

সমাধানঃ

বামপক্ষ

= sin3θ

= sin3. π/3

=sin π

=sin(2. π/2+0)

=sin00

=0

ডানপক্ষ

= 3sinθ – 4sin3θ

= 3sin π/3 – 4sin3 π/3

=3. 3/2 – 4.( 3/2)3

=3.3/2 – 4. 3.3/8

=3.3/2 3.3/2

=0

অতএব, বামপক্ষ=ডানপক্ষ [প্রমাণিত]

গ) cos3θ = 4cos3θ – 3cosθ

সমাধানঃ

বামপক্ষ

= cos3θ

=cos3. π/3

=cos π

=cos(2. π/2+0)

=cos00

=-1

ডানপক্ষ

4cos3θ – 3cosθ

=4cos3 π/3 ­– 3cos π/3

=4.( ½ )3 – 3. ½

= 4. 1/83/2

= ½ - 3/2

    1-3

=--------
      2

= -2/2

=-1

অতএব, বামপক্ষ=ডানপক্ষ [প্রমাণিত]

ঘ)

   tan2θ

      2tanθ

= ------------
    1 – tan2θ

সমাধানঃ

বামপক্ষ

= tan2θ

= tan2. π/3

= tan 2π/3

= tan(π- π/3)

= -tan π/3

= -3

ডানপক্ষ

      2tanθ

= ------------
    1 – tan2θ

      2tan π/3

= ------------
    1 – tan2 π/3

      2. 3

= ------------
    1 – (3)2

      2. 3

= ------------
      1 – 3

      2. 3

= ------------
        -2

= -3

অতএব, বামপক্ষ=ডানপক্ষ [প্রমাণিত]

১১. প্রদত্ত শর্ত পূরণ করে (আলফা) এর মান নির্ণয় করঃ

ক) cot = -3, 3π/2 < < 2π

সমাধানঃ

চতুর্থ চতুর্ভাগে cot = -3

বা, cot = - cot π/6

বা, cot = cot(2π- π/6)

বা, cot = cot 11π/6

বা,  = 11π/6 [যা 3π/2 < < 2π শর্ত পূরণ করে]

খ) cot = - ½ , π/2 < < 3π/2

সমাধানঃ

দ্বিতীয় চতুর্ভাগে cos = - ½

বা, cos = cos(π- π/3)

বা, = (π- π/3)

বা, = 2π/3 যা π/2 < < 3π/2 শর্ত পালন করে

আবার,

তৃতীয় চতুর্ভাগে,  cos = - ½

বা, cos = cos(π + π/3)

বা, = (π + π/3)

বা, = 4π/3 যা π/2 < < 3π/2 শর্ত পালন করে

অতএব, = 2π/3 এবং 4π/3

গ) sin = -3/2, π/2 < < 3π/2

সমাধানঃ

sin = -3/2

বা, sin = -sin π/3

বা, sin = sin(π + π/3) [৩য় চতুর্ভাগে sin ঋণাত্মক]

বা, = (π + π/3)

বা, =  4π/3 যা π/2 < < 3π/2 শর্ত পালন করে

ঘ) cot = -1, π < < 2π

সমাধানঃ

cot = -1

বা, cot = -cot π/4

বা, cot = cot(2π - π/4) [৪র্থ চতুর্ভাগে cot ঋণাত্মক]

বা, = (2π - π/4)

বা, = 7π/4 যা π < < 2π শর্ত পালন করে

১২. সমাধান করঃ (যখন 0<θ<π/2)

ক) 2cos2θ = 1+2sin2θ

সমাধানঃ

দেওয়া আছে,

2cos2θ = 1+2sin2θ

বা, 2cos2θ - 2sin2θ = 1

বা, 2(1-sin2θ) – 2sin2θ = 1 [cos2θ = 1-sin2θ]

বা, 2 – 2sin2θ -2sin2θ = 1

বা, 2 – 4sin2θ = 1

বা, - 4sin2θ = - 1

বা, sin2θ = ¼

বা, sinθ = ±½

যেহেতু 0<θ<π/2, সুতরাং sinθ = - ½ গ্রহণযোগ্য নয়।

অতএব, sinθ = ½

বা, sinθ = sin π/6

বা, θ = π/6   

খ) 2sin2θ – 3cosθ = 0

সমাধানঃ

দেওয়া আছে,

2sin2θ – 3cosθ = 0

বা, 2(1-cos2θ) – 3 cosθ = 0

বা, 2 – 2cos2θ – 3cosθ = 0

বা, -(2cos2θ+3cosθ-2) = 0

বা, 2cos2θ + 3cosθ -2 = 0

বা, 2cos2θ + 4cosθ – cosθ – 2 =0

বা, 2cosθ(cosθ+2) – 1(cosθ + 2) = 0

বা, (2cosθ – 1)(cosθ + 2) = 0

বা, 2cosθ – 1 = 0   অথবা, cosθ+2 = 0

বা, 2cosθ = 1         বা, cosθ = - 2 [গ্রহণযোগ্য নয়]

বা, cosθ = ½

বা, cosθ = cosπ/3

বা, θ = π/3 যা 0<θ<π/2 শর্ত পূরণ করে।

অতএব, θ = π/3

গ) 6sin2θ – 11sinθ+4=0

সমাধানঃ

দেওয়া আছে,

6sin2θ – 11sinθ+4=0

বা, 6sin2θ – 8sinθ – 3sinθ + 4 = 0

বা, 2sinθ(3sinθ – 4) – 1(3sinθ – 4) = 0

বা, (2sinθ – 1)(3sinθ – 4) = 0

বা, 2sinθ – 1 = 0    অথবা, 3sinθ – 4 = 0

বা, 2sinθ – 1 = 0     বা, 3sinθ – 4 =0

বা, 2sinθ = 1           বা, 3sinθ = 4

বা, sinθ= ½             বা, sinθ = 4/3 [গ্রহণযোগ্য নয়]

বা, sinθ = sin π/6

বা, θ = π/6  যা 0<θ<π/2 শর্ত পূরণ করে।

অতএব, θ = π/6

ঘ) tanθ+cotθ=4/3

সমাধানঃ

দেওয়া আছে,

tanθ+cotθ=4/3

বা, tanθ+1/tanθ = 4/3

        tan2θ+1     4

বা, ----------- = ------
        tanθ          3

বা, 3(tan2θ+1)=4tanθ

বা, 3tan2θ+3=4tanθ

বা, 3tan2θ-4tanθ+3=0

বা, 3tan2θ-3tanθ-tanθ+3=0

বা, 3tanθ(tanθ-3)-1(tanθ-3)=0

বা, (3tanθ-1)(tanθ-3)=0

বা, 3tanθ-1=0       অথবা, tanθ-3=0

বা, 3tanθ=1         বা, tanθ=3

বা, tanθ= 1/3          বা, tanθ=tan π/3

বা, tanθ=tan π/6       বা, θ =π/3

বা, θ= π/6

এখন, θ= π/6; θ= π/3

যা 0<θ<π/2 শর্ত পূরণ করে।

অতএব,

θ= π/6; π/3

ঙ) 2sin2θ+3cosθ=3

সমাধানঃ

দেওয়া আছে,

2sin2θ+3cosθ=3

বা, 2(1-cos2θ)+3cosθ=3

বা, 2-2cos2θ+3cosθ-3=0

বা, -2cos2θ+3cosθ-1=0

বা, 2cos2θ-3cosθ+1=0

বা, 2cos2θ-2cosθ-cosθ+1=0

বা, 2cosθ(cosθ-1)-1(cosθ-1)=0

বা, (2cosθ-1)(cosθ-1)=0

বা, 2cosθ-1=0              অথবা, cosθ-1=0

বা, 2cosθ=1                 বা, cosθ=1

বা, cosθ= ½                 বা, cosθ=cos0

বা, cosθ=cos π/3              বা, θ=0

বা, θ=π/3

কিন্তু, 0<θ<π/2 শর্তমতে θ0

অতএব, θ=π/3

১৩. সমাধান করঃ (যখন 0< θ < 2π)

ক) 2sin2θ+3cosθ=0

সমাধানঃ

দেওয়া আছে,

2sin2θ+3cosθ=0

বা, 2(1-cos2θ)+3cosθ=0

বা, 2-2cos2θ+3cosθ=0

বা, 2cos2θ-3cosθ-2=0

বা, 2cos2θ-4cosθ+cosθ-2=0

বা, 2cosθ(cosθ-2)+1(cosθ-2)=0

বা, (2cosθ+1)(cosθ-2)=0

বা, 2cosθ+1=0             অথবা, cosθ-2=0

বা, 2cosθ=-1                বা, cosθ=2 যা অসম্ভব।

বা, cosθ= - ½

বা, cosθ = - cos π/3

বা, cosθ = cos(π- π/3), cos(π+ π/3)

বা, cosθ = cos 2π/3, cos 4π/3

বা, θ=2π/3, 4π/3 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

অতএব, θ=2π/3, 4π/3

খ) 4(cos2θ+sinθ)=5

সমাধানঃ

দেওয়া আছে,

4(cos2θ+sinθ)=5

বা, 4(1-sin2θ+sinθ)=5

বা, 4-4sin2θ+4sinθ=5

বা, 4-4sin2θ+4sinθ-5=0

বা, -4sin2θ+4sinθ-1=0

বা, 4sin2θ-4sinθ+1=0

বা, (2sinθ-1)2=0

বা, 2sinθ-1=0 [বর্গমূল করে]

বা, 2sinθ=1

বা, sinθ= ½

বা, sinθ= sin π/6, sin (π-π/6) [শর্তানুসারে]

বা, sinθ= sin π/6, sin 5π/6

বা, θ= π/6, 5π/6 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

অতএব, θ= π/6, 5π/6

গ) cot2θ+cosec2θ=3

সমাধানঃ

দেওয়া আছে,

cot2θ+cosec2θ=3

বা, cot2θ+1+cot2θ=3

বা, 2cot2θ=3-1

বা, 2cot2θ=2

বা, cot2θ=1

বা, cotθ=±1

এখন, cotθ=1 হলে

cotθ=cot π/4, cot(π+ π/4) [শর্তানুসারে]

বা, cotθ=cot π/4, cot5π/4

বা, θ=π/4, 5π/4 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

আবার, cotθ= -1 হলে

cotθ= - cot π/4

বা, cotθ=cot(π- π/4), cot(2π- π/6) [শর্তানুসারে]

বা, cotθ=cot 3π/4, cot7π/4

বা, θ= 3π/4, 7π/4 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

অতএব,

θ= π/4; 5π/4; 3π/4; 7π/4

ঘ) tan2θ+cot2θ=2

সমাধানঃ

দেওয়া আছে,

tan2θ+cot2θ=2

বা, tan2θ.tan2θ+tan2θ.cot2θ= tan2θ.2 [tan2θ.cot2θ=1]

বা, tan4θ+1 = 2tan2θ

বা, tan4θ - 2tan2θ + 1 = 0

বা, (tan2θ – 1)2 = 0

বা, tan2θ – 1 =0

বা, tan2θ = 1

বা, tanθ = ±1

এখন, tanθ = 1 নিয়ে পাই,

tanθ = tan π/4, tan(π+π/4) [শর্তানুসারে]

বা, tanθ = tan π/4, tan5π/4

বা, θ = π/4, 5π/4 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

আবার, tanθ = -1 নিয়ে পাই,

tanθ = - tan π/4

বা, tanθ = tan (π-π/4), tan(2π-π/4) [শর্তানুসারে]

বা, tanθ = tan3π/4, tan7π/4

বা, θ = 3π/4, 7π/4 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

অতএব,

θ = π/4, 5π/4; 3π/4, 7π/4

ঙ) sec2θ+tan2θ=5/3

সমাধানঃ

দেওয়া আছে,

sec2θ+tan2θ=5/3

বা, 3(sec2θ+tan2θ) = 5

বা, 3(1+tan2θ+tan2θ) = 5

বা, 3+6tan2θ – 5 = 0

বা, 6tan2θ = 2

বা, tan2θ = 1/3

বা, tanθ = ±1/3

এখন, tanθ = 1/3 নিয়ে পাই,

tanθ= tan π/6, tan(π+ π/6) [শর্তানুসারে]

বা, tanθ= tan π/6, tan7π/6

বা, θ= π/6, 7π/6 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

আবার, tanθ = - 1/3 নিয়ে পাই,

বা, tanθ = - tan π/6

বা, tanθ = tan (π-π/6), tan(2π-π/6) [শর্তানুসারে]

বা, tanθ = tan5π/6, tan11π/6

বা, θ = 5π/6, 11π/6 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

অতএব,

θ = π/6, 5π/6; 7π/6, 11π/6

চ) 5cosec2θ-7cotθcosecθ-2=0

সমাধানঃ

দেওয়া আছে,

5cosec2θ-7cotθcosecθ-2=0

       5         7cosθ

বা, -------- - ---------- - 2 = 0
      sin2θ     sin2θ

বা, 5 – 7cosθ – 2sin2θ = 0 [sin2θ দ্বারা গুণ করে]

বা, 5- 7cosθ – 2(1-cos2θ) = 0

বা, 5- 7cosθ – 2 + 2cos2θ = 0

বা, 2cos2θ – 7cosθ + 3 = 0

বা, 2cos2θ – 6cosθ – cosθ + 3 = 0

বা, 2cosθ(cosθ-3) – 1(cosθ-3) = 0

বা, (2cosθ-1)(cosθ-3) = 0

বা, 2cosθ-1 = 0 অথবা, cosθ-3 = 0

বা, 2cosθ = 1   বা, cosθ = 3 [গ্রহণযোগ্য নয়*]

বা, cosθ = ½    [*cosθ এর মান 1এর বেশী হয় না]

বা, cosθ = cos π/3; cos (2π - π/3) [শর্তানুসারে]

বা, cosθ = cos π/3; cos 5π/3 যা 0< θ < 2π শর্ত পূরণ করে।

বা, θ = π/3; 5π/3

অতএব,

θ = π/3; 5π/3

ছ) 2sinxcosx=sinx (0 x 2π)

সমাধানঃ

দেওয়া আছে,

2sinx.cosx=sinx

বা, 4sin2x.cos2x = sin2x [বর্গ করে]

বা, 4sin2x(1-sin2x) = sin2x

বা, 4sin2x – 4sin4x = sin2x

বা, -4sin4x + 3sin2x = 0

বা, -sin2x(4sin2x-3)=0

বা, sin2x(4sin2x-3)=0

হয়, sin2x = 0

বা, sinx = 0

বা, sinx =sin0, sin(π-0), sin(2π-0)

বা, x = 0, π, 2π যা 0 x 2π শর্ত পূরণ করে।

অথবা,

4sin2x-3 = 0

বা, 4sin2x = 3

বা, sin2x = ¾

বা, sinx = ±¾

বা, sinx = ± 3/2

বা, sinx = sin π/3; sin(π- π/3); sin(2π- π/3)

বা, sinx  = sin π/3; sin 2π/3; sin 5π/3

বা, x  = π/3;  2π/3; 5π/3 যা 0 x 2π শর্ত পূরণ করে।

অতএব,

x = 0, π, 2π, π/3;  2π/3; 5π/3

১৪. পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিইটার। ঢাকা ও পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে 3.50 কোণ উৎপন্ন করে। শীতকালে একজন মানুষ পঞ্চগড়ের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে চায়। সে 0.84 মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা একটি গাড়ী নিয়ে গেল।

ক) পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড়ের থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান কোণ উৎপন্ন করে?

সমাধানঃ

ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী কোণ

= 3.50

=(3.5 π/180)c

=0.0611c (প্রায়)

খ) ঢাকা এবং পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ, r=6440 কিমি

ক হতে পাই, θ = 0.0611c

ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী দূরত্ব s হলে,

s=rθ=64400.611=393.484 কিমি।

অতএব, ঢাকা এবং পঞ্চগড়ের দূরত্ব 393.484 কিমি.

গ) ঢাকা থেকে পঞ্চগড় আসা যাওয়ার ক্ষেত্রে গাড়ীর প্রতিটি চাকা কতবার ঘুরবে?

সমাধানঃ

দেওয়া আছে, চাকার ব্যাস = 0.84 মি

অর্থাৎ ব্যাসার্ধ r = 0.84/2 মি =0.42 মি

তাহলে চাকার পরিধি = 2πr = 23.14160.42 মি = 2.64 মি (প্রায়)

আমরা জানি, চাকাটি তার পরিধির সমান পথ অতিক্রম করতে 1 বার ঘুরে।

তাহলে, 393.484 কিমি বা 393484 মি. অতিক্রম করতে চাকাটি ঘুরবে

= 393484 ÷ 2.64 = 149046.9697 = 149047 বার (প্রায়)।

অতএব, ঢাকা ও পঞ্চগড় আসা এবং যাওয়ার ক্ষেত্রে চাকা ঘুরবে 1490472 = 298094 বার।

১৫.



ক) চিত্রে ABC একটি বৃত্তাকার চাকা এবং চাকাটির AB চাপের দৈর্ঘ্য 25সেমি হলে θ এর মান কত? চাকাটি 1 বার ঘুরে কত মিটার দূরত্ব অতিক্রম করবে?

সমাধানঃ

দেওয়া আছে, চাকাটির AB চাপের দৈর্ঘ্য s=25 সেমি।

চিত্র হতে চাকার ব্যাসার্ধ r = 25 সেমি

কেন্দ্রস্থ কোণ = θ

আমরা জানি,

s = θr

বা, θ = s/r = 25/25 = 1 রেডিয়ান = 1180/π ডিগ্রি = 57.300 (প্রায়)

অতএব, θ = 57.300 (প্রায়)

আবার, আমরা জানি,

চাকাটির পরিধি =2πr = 23.141625 সেমি = 157.08 সেমি = 1.57 মিটার (প্রায়)।

অতএব, নির্ণেয় দূরত্ব 1.57 মিটার (প্রায়)।

খ) ABC চাকাটি. প্রতি সেকেন্ডে. 5 বার আবর্তিত হলে. চাকাটির গতিবেগ. ঘন্টায় কত হবে?

সমাধানঃ

ক হতে পাই, চাকাটি একবার ঘুরে 1.57 মিটার পথ অতিক্রম করে।

অতএব, চাকাটি প্রতি ঘন্টায় অতিক্রম করে

            = 1.5753600 মিটার পথ

            = 28260 মিটার

            = 28.26 কিমি

অতএব, চাকাটির গতিবেগ ঘন্টায় 28.26 কিমি।

গ) চিত্রে BOD হতে sinθ এর মান ব্যবহার করে প্রমাণ কর যে, tanθ+secθ=x

সমাধানঃ

চিত্র হতে,

sinθ=BD/BO

   x2-1

= --------
   x2+1

এখন,

cos2 θ

= 1-sin2θ

        (x2-1)2

= 1- -------------
        (x2+1)2

    (x2+1)2-(x2-1)2

= --------------------
       (x2+1)2     

      4x2

= ---------
     (x2+1)2

অতএব,

              2x

cosθ= ---------
             x2+1

তাহলে,

tanθ+secθ

    sinθ             1

= --------- + ----------
    cosθ           cosθ

      sinθ+1

= -----------------
        cosθ

     x2-1       

    -------- + 1
      x2+1      
= ---------------
        2x
    ---------
      x2+1

      x2-1 + x2+1      

   --------------------
          x2+1
= ---------------------
           2x
       ---------
         x2+1

           2x2      

   --------------------
          x2+1
= ---------------------
           2x
       ---------
         x2+1

      2x2      x2+1

 = --------.--------
     x2+1      2x

= x

অতএব, tanθ+secθ=x (প্রমাণিত)

১৬. একটি সমকোণী ত্রিভুজের. সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য. 7 সেমি. সবচেয়ে ছোট কোণের পরিমাণ 150 হলে. তার অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধানঃ



মনে করি, ABC সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য BC=7 সেমি এবং BAC=150

ত্রিভুজতির অতিভুজ AB=?

এখন, ABC হতে পাই,

sinBAC = BC/AB

বা, sin150 = 7/AB

বা, AB = 7/sin150

বা, AB=10.764 সেমি (প্রায়)

অতএব, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10.764 সেমি (প্রায়)।

----সমাপ্ত----

Make CommentWrite Comment