গাণিতিক প্রতীক-(Mathematical sign)

গাণিতিক প্রতীক, গাণিতিক প্রতীক-চিহ্নাদি, বিভিন্ন প্রতীক, বিভিন্ন প্রতীক, প্রতীক, mathematical sign, mathematical symbol, algebra symbol, symbol name,

Mathematical Sign (গাণিতিক প্রতীক)

[ক্লাস 3-10 এ ব্যবহৃত প্রতীকসমূহ; Schoolmathbd.com এ ব্যবহৃত সংকেত বা sign সমূহ]

= is Equal sign. Example: 2+2=4 [সমান চিহ্ন; ভুল উচ্চারণে অনেকে একে সমান সমান বলে থাকে। এই চিহ্নের দু পাশের অংশ পরস্পর একই মান ধারণ করে]

is not equal sign. Example: 2+3≠4 [অসমান চিহ্ন; এই চিহ্ন দ্বারা গাণিতিক পক্ষ সমান নয় বুঝান হয়।]

is Approximate equal sign. Example: x+y≈z [প্রায় সমান চিহ্ন; দুইটি সংখ্যার মান কাছাকাছি নির্দেশ করতে এই চিহ্ন ব্যবহৃত হয়।]

+ is add sign. Example: 1+3=4 [যোগ চিহ্ন; দুই বা ততোধিক সংখ্যাকে যোগ বা একত্রীভূত করতে এই চিহ্ন ব্যবহৃত হয়]

- is subtract sign. Example: 5-2=3 [বিয়োগ চিহ্ন; একটি সংখ্যা থেকে এক বা একাধিক সংখ্যাকে বিয়োগ বা বিচ্ছিন্ন করতে এই চিহ্ন ব্যবহৃত হয়]

± is either a positive sign or negative sign. Example: x2=4, so x=±2 [যোগ এবং বিয়োগ বা  ধণাত্মক ঋণাত্মক উভয় চিহ্ন নির্দেশক; x2=4, so x=±2 হলে, x2=-2-2=4 বা, x2=22=4 অর্থাৎ x এর মান ধণাত্মক বা ঋণাত্মক উওয়ই হতে পারে।]

is multiply sign. Example: 43=12 [গুণ চিহ্ন; যা হলো যোগের সংক্ষিপ্ত রুপ। যেমনঃ 43=12 যেখানে 4+4+4=12; অর্থাৎ তিনটি 4 কে যোগ করার সহজ নিয়ম এটি]

÷ is division sign. Example: 12÷4=3 [ভাগ চিহ্ন; যা হলো বিয়োগের সংক্ষিপ্ত রুপ অথবা একটি সংখ্যা অপর একটি সংখ্যার ভিতর কতবার আছে তা নির্ণয়ের পদ্ধতি। 12÷4=3; 12-4=8; 8-4=4; 4-4=0 বা, 12-4-4-4=0; অর্থাৎ 12 থেকে 4 তিনবার বিয়োগ করলে বিয়োগফল শুন্য হবে বা 12 এর মধ্যে 4 আছে তিন বার]

/ is also division sign. Example: 12/4=3.

% is percent symbol. 10%=0.01 [শতকরা চিহ্ন; এই চিহ্ন দ্বারা 100 এর মধ্যে বিশেষ কোন সংখ্যা বা পরিমাণ হিসাব করা হয়। যেমনঃ বিদ্যালয়ের 47% বালিকা মানে 100 জন শিক্ষার্থীর মধ্যে 47 জন বালিকা।]

is approximately equal sign. [সর্বসম চিহ্ন, এই চিহ্ন দ্বারা আনুমানিক সমতা, সংগতি (জ্যামিতির ক্ষেত্রে), সংগতির সম্পর্কের তুলনা বুঝায়, যেমনঃ ABC ABD]

is squire root sign. [বর্গমূল চিহ্ন; বর্গমূল করতে এই চিহ্ন ব্যবহৃত হয়। যেমনঃ 9 এর বর্গমূল 3, এই সম্পর্ককে কে আমরা লিখতে পারি √9=3]

is therefore sign. [সুতরাং চিহ্ন; এটা সাধারণত কোণ যুক্তি বিশ্লেষনের শেষে সারাংশের পূর্বে ব্যবহৃত হয়]

is angle sign. [কোণের চিহ্ন; ত্রিভুজ, চতুর্ভুজ বা অন্য কোণ ক্ষেত্রের কোণের চিহ্ন নির্দেশক হিসেবে এই চিহ্ন ব্যবহৃত হয়। সাধারনণ এই পদ্ধতিতে কোণের মান বা ডিগ্রিতে প্রকাশ করা হয়।]

is triangle symbol. [ত্রিভুজের চিহ্ন; ত্রিভুজক্ষেত্রকে সহজে বুঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয় যেমনঃ ABC]

is perpendicular to. EX- ABCD. [লম্ব চিহ্ন; কোন রেখা যদি অন্য কোন রেখার সাথে লম্বালম্বি অবস্থানে (900 অবস্থানে) থাকে তবে তারা একে অপরের উপর লম্ব, আর এই লম্ব সম্পর্কের চিহ্ন ]

means ‘is an element of’. Ex- xA means: x is the element of A. [উপাদানের চিহ্ন; A এর উপাদান x, এই ধরণের সম্পর্ক বুঝাতে ব্যবহৃত হয়।]

means ‘is not an element of. [ উপাদান নয় বুঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। যেমনঃ A এর উপাদান নয় x বুঝাতে xA লিখা হয়।]

is less than or equal to sign. [তুলনায় ছোট কিংবা সমান বুঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়। যদি a, b এর সমান বা ছোট হয় তবে আমরা লিখতে পারি a≤b]

is greater than or equal to sign. [তুলনায় বড় কিংবা সমান বুঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়। যদি a, b এর সমান বা বড় হয় তবে আমরা লিখতে পারি a≥b]

is union sign of set elements. [বিভিন্ন সেটের উপাদানের সমষ্টির সংযুক্তি চিহ্ন; যেমন AB দ্বারা A B এর উপাদানের সংযুক্তি বুঝাবে যেখানে AB এর উপাদান A B এর উভয় উপাদান হবে।]

is intersection of two sets. [দুটি সেটের কমন অংশ দ্বারা গঠিত সেট গঠনে ব্যবহৃত চিহ্ন। A={1,2,3} এবং B={2 ,3,4} হলে A∩B={2,3} হবে।]

is ‘not greater than’ sign. [বড় নয় বুঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়। a যদি b থেকে বড় না হয় তবে লিখা হয় ab]

  is ‘not less than’ sign. [ছোট নয় বুঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়। a যদি b থেকে ছোট না হয় তবে লিখা হয় a b]

is the set of empty element. [ফাঁকা সেট বুঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়। {} কেও ফাঁকা সেট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।]

is the subset sign. [কোন সেটের সকল উপাদান যদি অন্য কোন সেটের উপাদানের অংশ হয় তবে সেই সেট উক্ত সেটের সাবসেট বলে। A যদি B এর সাবসেট হয় তবে AB]

is used to indicate the subset where two sets elements are same. [A Bদুইটি সেটের উপাদান একই হলে প্রত্যেকটি সেট একে অপরের সাবসেট হবে এবং তখন লিখা যাবে AB ]

is the sign of ‘not subset’. [AB এর অর্থ A, B এর সাবসেট নয়]

indicates A is superset of B; ie-All elements of B are the elements of A. [দুইটি সেটের উপাদান একই হলে তারা একে অপরের superset অর্থাৎ A B এর উপাদান একই বলে BA]

π is a mathematical constant and its value approximately equal to 3.14159. [প্রতীক π, পাই একটি গাণিতিক ধ্রুবক। এর মান .১৪১৫৯ প্রায়। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে ইউক্লিডীয় জ্যামিতিতে পাই হিসেবে প্রকাশ করা হয়।]

θ is an angle value, a Greek alphabet. [কোণের মান প্রকাশক চিহ্ন হল θ; গ্রীক বর্ণ থেকে এটি নেয়া হয়েছে।]

Σ is the symbol of summation. [Σ যোগ বুঝাবার চিহ্ন বা প্রতীক।]

[knock us on the comment box to know about more mathematical signs]

Make CommentWrite Comment