অসমতার সমাধান সেট ও সংখ্যারেখা এবং লেখচিত্র : SSC Higher Math BD-Chapter 6.3 (10-17) Part 2
অসমতার সমাধান সেট ও সংখ্যারেখা এবং লেখচিত্র
এই অনুশীলনীর পূর্বের অংশঃ
অসমতার সমাধান সেট ও সংখ্যারেখা এবং লেখচিত্র : SSC Higher Math BD-Chapter 6.3 (1-9) Part 1
১০. হযরত শাহজালাল বিমান বন্দর থেকে সিঙ্গাপুর বিমান বন্দরের দূরত্ব 2900 কিমি। বাংলাদেশ বিমানের সর্বোচ্চ গতিবেগ 500 কিমি/ঘন্টা। কিন্তু হযরত শাহজালাল বিমান বন্দর থেকে সিঙ্গাপুর যাবার পথে প্রতিকূলে 60 কিমি/ঘন্টা বেগে বায়ু প্রবাহের সম্মুখীন হয়।
ক) প্রদত্ত সমস্যাটির
প্রয়োজনীয় সময় t ঘন্টা ধরে সমস্যাটিকে অসমতায় প্রকাশ কর।
সমাধানঃ
ধরি, প্রদত্ত দুই বিমান বন্দরের
বিমান পথের দূরত্ব 2900 কিমি যেতে প্রয়োজনীয় সময় t ঘন্টা।
∴ বিমানের গতিবেগ=2900/t
কিমি/ঘন্টা
আবার বিমানের সর্বোচ্চ গতিবেগ
500 কিমি/ঘন্টা
অর্থাৎ বিমানের গতিবেগ ≤500 কিমি/ঘন্টা
এবং বায়ুর গতিবেগ=60 কিমি/ঘন্টা
∴ বায়ুর প্রতিকুলে বিমানের বেগ ≤(500-60) কিমি/ঘন্টা
∴ নির্ণেয় অসমতাঃ
2900/t ≤ (500-60)
খ) হযরত শাহজালাল
বিমানবন্দর থেকে সিঙ্গাপুর বিমান বন্দর পর্যন্ত বিরতিহীন উড্ড্যনের প্রয়োজনীয় সময় ১০ক
তে বর্ণিত অসমতা থেকে নির্ণয় কর এবং সংখ্যা রেখায় দেখাও।
সমাধানঃ
ক-হতে পাই,
2900/t ≤ (500-60)
বা, 2900/t
≤ 440
বা, 2900 ≤ 440t
বা, 2900/440
≤ t
13
সংখ্যা
রেখাঃ
গ) সিঙ্গাপুর থেকে
হযরত শাহজালাল বিমানবন্দরে ফেরার পথে বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময়কে x ধরে সমস্যাটিকে
অসমতার মাধ্যমে প্রকাশ করে লেখচিত্রের সাহায্যে সমাধান কর।
সমাধানঃ
প্রদত্ত শর্তমতে বিমান x
ঘন্টায় 2900 কিমি অতিক্রম করলে বিমানের গতিবেগ হবে 2900/x কিমি/ঘন্টা
আবার বিমানের সর্বোচ্চ গতিবেগ
500 কিমি/ঘন্টা
অর্থাৎ বিমানের গতিবেগ ≤500 কিমি/ঘন্টা
এবং বায়ুর গতিবেগ=60 কিমি/ঘন্টা
∴ বায়ুর অনুকুলে বিমানের বেগ ≤(500+60) কিমি/ঘন্টা
তাহলে,
2900/x ≤(500+60)
বা, 2900/x
≤ 560
বা, 2900 ≤ 560x
বা, 2900/560 ≤ x
বা, 5.18 (প্রায়)≤ x
বা, x ≥ 5.18 (প্রায়)
ছক কাগজের
বৃহত্তম বর্গের এক বাহু সমান 1 একক ধরে অসমতাটিকে ছক কাগজে স্থাপন করি। লেখচিত্র হতে
দেখা যায় যে, x=5.18 বিন্দুগামী রেখাস্থ সকল বন্দু ও রেখার ডানপাশে অবস্থিত সকল বিন্দুই
অসমতার সমাধান।
১১. দুইটি সংখ্যার ১ম সংখ্যাটির
3 গুণ থেকে ২য় সংখ্যাটির 5 গুণ বিয়োগ করলে 5 অপেক্ষা বৃহত্তর হয়। আবার ১ম সংখ্যা থেকে
২য় সংখ্যার 3 গুণ বিয়োগ করলে অনুর্ধব 9 হয়।
ক) উদ্দীপকের সমস্যাগুলোকে
অসমতায় দেখাও।
সমাধানঃ
মনে করি,
সংখ্যা দুইটি x ও y
তাহলে,
3x-5y > 5
এবং,
x-3y ≤ 9
খ) ১ম সংখ্যাটির
5 গুণ, ১ম সংখ্যার দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট হলে সংখ্যাটির সম্ভাব্য মান
অসমতায় প্রকাশ কর।
সমাধানঃ
প্রশ্নমতে,
5x < 2x+15
বা, 5x-2x < 2x-2x+15
[উভয়পক্ষের সাথে -2x যোগ করে]
বা, 3x < 15
বা, x < 5 .[উভয়পক্ষকে
1/3 দ্বারা গুণ করে].
গ) ক. এ প্রাপ্ত
অসমতা যুগলের সমাধান সেটের লেখচিত্র অঙ্কন কর।
সমাধানঃ
ক-হতে পাই
3x-5y > 5……..(i)
এবং,
x-3y ≤ 9…….(ii)
ধরি,
3x-5y = 5…..(iii)
x-3y = 9…..(iv)
(iii) নং হতে পাই
বা, -5y=5-3x
বা, y=-1/5(5-3x)
বা, y=1/5(3x-5)
এখানে,
x
|
0
|
-10
|
10
|
y
|
-1
|
-7
|
5
|
-3y = 9-x
বা,
y=1/3(9-x)
বা,
y=1/3(x-9)
এখানে,
x
|
0
|
3
|
6
|
y
|
-3
|
-2
|
-1
|
এখন, 3x-5y > 5 অসমতায়
(0,0) বসালে পাওয়া যায় 0 < 5 যা অসমতাকে সিদ্ধ করে না। তাহলে অসমতার
ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে মূলবিন্দু রয়েছে তার বিপরীত পাশের সকল বিন্দু।
আবার,
x-3y ≤ 9 অসমতায় (0,0) বসালে পাওয়া যায় 0 < 9 যা অসমতাকে সিদ্ধ করে। তাহলে অসমতার
ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে মূলবিন্দু রয়েছে তার সেই পাশের সকল বিন্দু ও রেখাস্থ
সকল বিন্দু।
সুতরাং, x-3y=9 লেখ-রেখাসহ
(দুটি রেখার ছেদ বিন্দু ছাড়া) চিহ্নিত অংশদ্বয়ের ছেদাংশই প্রদত্ত অসমতাদ্বয়ের সমাধান
সেটের লেখচিত্র। চিত্রে লাল দাগ চিহ্নিত অংশই এই লেখচিত্র।
১২. একটি কলম, একটি
রাবার ও একটি খাতার মূল্য 100 টাকা। খাতার মূল্য দুইটি কলমের মূল্যের থেকে বেশি। তিনটি
কলমের মূল্য চারটি রাবারের থেকে বেশি এবং তিনটি রাবারের মূল্য একটি খাতার মূল্যের থেকে
বেশি। যদি সকল মূল্যই পূর্ণ টাকায় হয় তাহলে প্রত্যেকটির মূল্য কত?
সমাধানঃ
মনে করি, একটি কলম, একটি
রাবার ও একটি খাতার মূল্য যথাক্রমে x, y, z টাকা।
প্রশ্নমতে,
x+y+z=100…….(i)
z > 2x…….(ii)
3x > 4y…….(iii)
3y > z…….(iv)
এখন,
(i) - (ii) করে পাই,
x+y > 100-2x
বা, x+y+2x >
100-2x+2x
বা, 3x+y >
100………….(v)
(i)+(iv) করে পাই,
x+y+z+3y > 100+z
বা, x+4y+z > 100+z
বা, x+4y > 100
বা, 3x+12y > 300………….(vi)
এখন, (vi)-(v) করে পাই,
11y > 200
বা, y > 200/11
বা, y > 18.18
যেহেতু টাকা পূর্ণ সংখ্যায়
সেহেতু y=19
এখন,
3x > 4y
বা, 3x > 4.19
বা, 3x > 76
বা, x > 76/3
বা, x > 25.33
যেহেতু টাকা পূর্ণ সংখ্যায়
সেহেতু x=26
আবার,
x+y+z=100
বা, z=100-x-y
বা, z=100-26-19
বা, z=55
∴ একটি কলম, একটি রাবার ও একটি খাতার মূল্য
যথাক্রমে 26, 19, 55 টাকা।
১৩. তিনটি পূর্ণসংখ্যার.
গুণফল. 720 হলে. সবচেয়ে ছোট সংখ্যাটি. কত বড় হতে পারে?
সমাধানঃ
2)270
এখানে,
(-1)✕(-2)✕360=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা -1
(-1)✕2✕(-360)=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা -360
1✕(-2)✕(-360)=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা -360
(-2)✕(-5)✕72=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা -5
……………………………………………………….
1✕2✕360=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা 1
2✕5✕72=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা 2
3✕5✕78=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা 3
4✕5✕36=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা 4
5✕9✕16=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা 5
6✕10✕12=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা 6
8✕9✕10=720 যেখানে সবচেয়ে ছোট সংখ্যা 8
∴ দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে তিনটি সংখ্যার মধ্যে যে ছোট সংখ্যাটি পাওয়া যায় তার ভিতর সবচেয়ে বড় সংখ্যা 8। অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটি 8 এর সমান বড় হতে পারে।
১৪. একটি সমদ্বিবাহু
ত্রিভুজের কোনো একটি কোণের সমদ্বিখন্ডক দিয়ে ত্রিভুজকে দুইটি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত
করা হলো। প্রথম সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ কত বড় হতে পারে? ১ম সমদ্বিবাহু ত্রিভুজ
এর একটি কোণ কত ছোট হতে পারে?
সমাধানঃ
মনে করি, ABC সমদ্বিবাহু
ত্রিভুজের AB=AC এবং ∠BAC=x, ∠ABC=∠ACB=y
যেখানে x<y.
ABC ত্রিভুজের ∠ACB এর সমদ্বিখন্ডক CD রেখা আঁকা হলো
যা AB কে D বিন্দুতে ছেদ করে। ABC ত্রিভুজটি
ACD ও BCD দুইটি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হয়।
BCD সমদ্বিবাহু ত্রিভুজে,
BC=CD
∴ ∠BDC=∠DBC=y
[ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান]
এখন, ABC ত্রিভুজে,
∠BAC+∠ABC+∠ACB=1800
বা, x+y+y=1800
বা, x+2y=1800
……………(i)
আবার, BCD ত্রিভুজে,
∠DBC+∠BCD+∠CDB=1800
বা, y+y/2+y=1800
বা, 2y+y+2y=3600
[উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে]
বা, 5y=3600
বা, y=3600/5
বা, y=720.
(i) এ y এর মান বসিয়ে পাই,
x+2.720=1800
বা, x+1440=1800
বা, x=1800-1440
বা, x=360
অতএব, প্রথম সমদ্বিবাহু ত্রিভুজের
একটি কোণ সর্বোচ্চ 720 এবং একটি কোণ সর্বনিন্ম 360 হতে পারে।
১৫. একটি আয়তাকার
ঘরে এক বর্গ মিটার ক্ষেত্রফলের 7 টি টেবিল বসানো যায়। ঘরের পরিসীমা 16 মিটার। তার দৈর্ঘ্য
ও প্রস্থ কত হতে পারে?
সমাধানঃ
ধরি, আয়তাকার ঘরের দৈর্ঘ্য
ও প্রস্থ যথাক্রমে x ও y
১ম শর্তমতে,
xy ≥ 7 ………….(i)
২য় শর্তমতে,
2(x+y)=16
বা,
x+y=8
বা,
y=8-x………..(ii)
y এর মান
(i) নং এ বসিয়ে পাই,
x(8-x) ≥ 7
বা, 8x-x2 ≥ 7
বা, 8x-x2-7 ≥ 7-7
বা, 8x-x2-7 ≥ 0
বা, x2-8x+7 ≤ 0
বা, x2-7x-x+7 ≤ 0
বা, x(x-7)-1(x-7) ≤ 0
বা, (x-1)(x-7) ≤ 0
বা, x-1 ≤ 0 অথবা,
x-7 ≤ 0
বা, x ≤ 1 বা, x ≤ 7
যেহেতু
ঘরের দৈর্ঘ্য 0 বা ঋণাত্মক হতে পারে না সেহেতু দৈর্ঘ্য x এর মান 1 থেকে 7 মিটার পর্যন্ত
হবে।
তাহলে y এর মান হবে
(8-x) মিটার।
১৬. এমন কোনো ত্রিভুজ
আছে কি যার কোনো শীর্ষ থেকে অঙ্কিত উচ্চতাই 1 সেমি এর বেশি নয় কিন্তু ক্ষেত্রফল
100 বর্গ সেমি?
সমাধানঃ
ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা
h হলে
১ম শর্তমতে,
h ≤ 1……….(i)
২য় শর্তমতে,
½.h.x=100
বা, h= 200/x
………(ii)
h এর মান (i) নং এ বসিয়ে,
200/x ≤ 1
বা, 200 ≤ x [উভয়পক্ষকে x দ্বারা গুণ করে]
অর্থাৎ
ত্রিভুজের ভূমি 200 সেমি বা তার বেশি হলে এর উচ্চতা অনধিক 1 সেমি হলেও ক্ষেত্রফল
100 বর্গ সেমি হতে পারে।
১৭. সতেজ ও সজীব
জমজ ভাই। তাদের দৌড়ানোর বেগ সমান এবং হাঁটার বেগও সমান। একদিন স্কুলে যেতে সতেজ অর্ধেক
পথ হাঁটলো আর বাকী অর্ধেক দৌড়ালো। কিন্তু সজীব অর্ধেক সময় হাঁটলো আর বাকী অর্ধেক সময়
দৌড়ালো। স্কুলে যেতে কি তাদের সমান সময় লাগবে?
সমাধানঃ
ধরি, সতেজ ও সজীবের হাঁটার
বেগ u এবং দৌড়ের বেগ v (u≠v) এবং বাসা থেকে স্কুলের দূরত্ব x.
সতেজের ক্ষেত্রে প্রয়োজনীয়
সময়,
t1=
x/2 x/2
=x/2u+x/2v
x (u+v)
সজীবের ক্ষেত্রে,
হেঁটে অতিক্রান্ত দূরত্ব,
t2
দৌড়ে অতিক্রান্ত দূরত্ব,
t2
∴ x=x1+x2
ut2 vt2
বা, 2x=ut2+vt2
বা, 2x=(u+v)t2
2x
∴t1≠t2
অতএব, স্কুলে যেতে তাদের সমান সময় লাগবে না।