অসমতার সমাধান সেট ও সংখ্যারেখা এবং লেখচিত্র : SSC Higher Math BD-Chapter 6.3 (1-9) Part 1
অসমতার সমাধান সেট ও সংখ্যারেখা এবং লেখচিত্র
১. 5x+5 >
25 অসমতাটির সমাধান সেট কোনটি?
ক) S={x ∈
R : x > 4}
খ) S={x ∈
R : x < 4}
গ) S={x ∈
R : x ≤
4}
ঘ) S={x ∈
R : x ≥
4}
উত্তরঃ
ক
[5x+5 > 25 বা, 5x > 20 বা, x > 4]
২. x+y=-2 সমীকরণটিতে x এর কোন মানের জন্য
y=0 হবে?
ক) 2 খ) 0
গ) 4 ঘ) -2
উত্তরঃ
ঘ
[x+y=-2
বা, y=-2+x বা, x=-2 হলে y=0 হবে]
৩. 2xy+y=3 সমীকরণটির সঠিক স্থানাংক কোনগুলো?
ক) (1,-1),
(2,-1) খ) (1,1), (-1,-3)
গ)
(1,1), (-2,-1) ঘ) (-1,1), (2,-1)
উত্তরঃ
গ
[1,1),
(-2,-1) এর জন্য x=1,y=1 বা, x=-2,y=-1 বসালে
মান 3 হয়]
নিন্মোক্ত অসমতাটি থেকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের
উত্তর দাওঃ
x ≤ x/4+3
৪. অসমতাটির সমাধান সেট কোনটি?
ক) S={x ∈ R :
x >
4}
খ) S={x ∈ R :
x <
4}
গ) S={x ∈ R :
x ≤
4}
ঘ) S={x ∈ R :
x ≥
4}
উত্তরঃ
গ
[x ≤ x/4+3 বা, x-x/4 ≤ 3 বা, 4x-x ≤ 12 বা, 3x ≤ 12 বা, x ≤ 4]
৫. অসমতাটির সমাধান
সেটের সংখ্যা রেখা কোনটি?
উত্তরঃ
গ
৬. 3x+6 > 9
অসমতাটির
নিচের কোনটি সঠিক?
ক) i.
ও ii. খ) i. ও iii. গ) ii. ও iii. ঘ)
i, ii. ও iii.
উত্তরঃ
ক
৭. রিতা, মিতা ও
বীথির বয়স যথাক্রমে x, 2x ও 3x বছর এবং তাদের তিন জনের বয়সের সমষ্টি অনুর্ধব 60 বছর
হলে
(i) সমস্যাটির গাণিতিক প্রকাশ
x+2x+3x ≤ 60
(ii) রিতার বয়স ≤ 10 বছর
(iii) মিতার বয়স > 20
বছর
নিচের কোনটি সঠিক?
ক) i.
ও ii. খ) i. ও iii. গ) ii. ও iii. ঘ) i, ii. ও iii.
উত্তরঃ
ক
[x+2x+3x ≤ 60 বা, 6x ≤60 বা, x ≤ 10 বা, 2x ≤ 20 ]
৮. a, b ও c তিনটি
বাস্তব সংখ্যা। a>b এবং c≠0 হলে
(i) a.c
> b.c যখন c > 0
(ii)
a.c < b.c যখন c < 0
(iii)
a/c > b/c যখন c > 0
নিচের
কোনটি সঠিক?
ক) i.
ও ii. খ) i. ও iii. গ) ii. ও iii. ঘ) i, ii. ও iii.
উত্তরঃ
ঘ
[c>0,
c=1, a=3, b=2 হলে ac>bc বা, 3 > 2 বা, a/c > b/c
বা, 3 > 2
c<0,
c=-1, a=3, b=2 হলে ac<bc বা, -3 < -2]
৯. নিচের প্রত্যেক
অসমতার সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করঃ
ক. x-y >
-10
সমাধানঃ
দেওয়া আছে,
x-y > -10
বা, x-y+10 > 0
এখন,
x-y+10 = 0
বা, y=x+10 সমীকরণের লেখ
অঙ্কন করি।
লেখস্থিত কয়েকটি বিন্দু-
x
|
-6
|
-2
|
0
|
y
|
4
|
8
|
10
|
ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।
এখন, x-y+10 > 0 অসমতার
লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত অসমতায় (0,0) বসালে পাওয়া যায় 10 > 0 যা অসমতাকে সিদ্ধ
করে বা মান সত্য। তাহলে অসমতার ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে মূলবিন্দু রয়েছে সে পাশে।
খ. 2x-y < 6
সমাধানঃ
দেওয়া আছে,
2x-y < 6
বা, 2x-y-6 < 0
এখন,
2x-y-6 = 0
বা, y=2x-6 সমীকরণের লেখ
অঙ্কন করি।
লেখস্থিত কয়েকটি বিন্দু-
x
|
6
|
4
|
2
|
y
|
6
|
2
|
-2
|
ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।
এখন, 2x-y-6 < 0 অসমতার
লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত অসমতায় (0,0) বসালে পাওয়া যায় -6 < 0 যা অসমতাকে সিদ্ধ
করে বা মান সত্য। তাহলে অসমতার ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে মূলবিন্দু রয়েছে সে পাশে।
গ. 3x-y ≥ 0
সমাধানঃ
দেওয়া আছে,
3x-y ≥ 0
এখন,
3x-y=0
বা, y=3x সমীকরণের লেখ অঙ্কন
করি।
লেখস্থিত কয়েকটি বিন্দু-
x
|
0
|
2
|
-2
|
y
|
0
|
6
|
-6
|
ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।
এখন, 3x-y ≥ 0 অসমতার লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত অসমতায়
(0,0) বসালে পাওয়া যায় 0 = 0 এবং 3x-y ≥ 0 অসমতার লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত অসমতায়
(1,1) বসালে পাওয়া যায় 2 > 0 যা অসমতাকে সিদ্ধ করে বা মান সত্য। তাহলে অসমতার ছায়াচিত্র
হবে রেখাটির যে পাশে (1,1) রয়েছে সে পাশের সকল বিন্দু এবং লেখরেখার উপরস্থ সকল বিন্দু।
ঘ. 3x-2y ≤12
সমাধানঃ
দেওয়া আছে,
3x-2y ≤12
বা, 3x-2y-12 ≤ 0
এখন,
3x-2y-12 = 0
বা, 2y=3x-12
3x-12
লেখস্থিত কয়েকটি বিন্দু-
x
|
0
|
4
|
8
|
y
|
6
|
0
|
6
|
ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।
এখন, 3x-2y-12 ≤ 0 অসমতার লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত অসমতায়
(0,0) বসালে পাওয়া যায় -12 < 0 যা অসমতাকে সিদ্ধ করে বা মান সত্য।
তাহলে অসমতার ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে মূলবিন্দু রয়েছে সে পাশের সকল বিন্দু এবং
লেখচিত্রস্থ সকল বিন্দু।
ঙ. y < -2
সমাধানঃ
দেওয়া আছে, y < -2
এখন, y=-2 এর লেখচিত্র আঙ্কন
করি।
ছক কাগজে বৃহত্তম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে (0,-2) বিন্দু দিয়ে x-অক্ষের সমান্তরাল করে লেখ-রেখাটি অঙ্কন
করা হলো।
এখন, y=0 হলে 0 > -2 যা
y < -2 কে সিদ্ধ করে না। তাহলে অসমতার ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে মূলবিন্দু
রয়েছে তার বিপরীত পাশের সকল বিন্দু।
চ. x ≥ 4
সমাধানঃ
দেওয়া আছে,
x ≥ 4
এখন, x=4 সমীকরণের লেখচিত্র
আঁকি।
ছক কাগজে বৃহত্তম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে (4,0) বিন্দু দিয়ে y-অক্ষের সমান্তরাল করে লেখ-রেখাটি অঙ্কন
করা হলো।
এখন, x=0 হলে 0 < 4 যা x ≥ -2 কে সিদ্ধ করে না। তাহলে অসমতার ছায়াচিত্র
হবে রেখাটির যে পাশে মূলবিন্দু রয়েছে তার বিপরীত পাশের সকল বিন্দু এবং লেখ-রেখাটির
উপরস্থ সকল বিন্দু।
ছ. y > x+2
সমাধানঃ
দেওয়া আছে,
y > x+2
বা, y-x-2 > 0
এখন,
y-x-2 = 0
বা, y = x+2 সমীকরণের লেখচিত্র আঁকি।
লেখস্থিত কয়েকটি বিন্দু-
x
|
-2
|
0
|
2
|
y
|
0
|
2
|
4
|
ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।
এখন, y-x-2 > 0 অসমতার লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত অসমতায়
(0,0) বসালে পাওয়া যায় -2 < 0 যা অসমতাকে সিদ্ধ করে না বা মান সত্য নয়। তাহলে অসমতার ছায়াচিত্র হবে রেখাটির
যে পাশে মূলবিন্দু রয়েছে তার বিপরীত পাশের সকল বিন্দু।
জ. y < x+2
সমাধানঃ
দেওয়া আছে,
y < x+2
বা, y-x-2 < 0
এখন,
y-x-2 = 0
বা, y = x+2 সমীকরণের লেখচিত্র আঁকি।
লেখস্থিত কয়েকটি বিন্দু-
x
|
-2
|
0
|
2
|
y
|
0
|
2
|
4
|
ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।
এখন, y-x-2 < 0 অসমতার লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত অসমতায়
(0,0) বসালে পাওয়া যায় -2 < 0 যা অসমতাকে সিদ্ধ করে বা মান সত্য।
তাহলে অসমতার ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে মূলবিন্দু রয়েছে সেই পাশের সকল বিন্দু।
ঝ. y ≥ 2x
সমাধানঃ
দেওয়া আছে,
y ≥ 2x
বা, y-2x ≥ 0
এখন,
y-2x = 0
বা, y =2x সমীকরণের লেখচিত্র আঁকি।
লেখস্থিত কয়েকটি বিন্দু-
x
|
-2
|
0
|
2
|
y
|
-4
|
0
|
4
|
ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।
এখন, y-2x ≥ 0 অসমতার লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত
অসমতায় (0,0) বসালে পাওয়া যায় 0 = 0 যা অসমতাকে সিদ্ধ করে বা মান সত্য
কিন্তু (1,1) বসালে পাওয়া যায় -1 < 0 যা অসমতাকে সিদ্ধ করে না বা মান সত্য
নয়। তাহলে অসমতার ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে (1,1) রয়েছে তার বিপরীত পাশের সকল
বিন্দু এবং লেখ-রেখার উপরস্থ সকল বিন্দু।
ঞ. x+3y < 0
সমাধানঃ
দেওয়া আছে,
x+3y < 0
এখন,
x+3y = 0
বা, 3y = -x
বা, y=-x/3
সমীকরণের
লেখচিত্র আঁকি।
লেখস্থিত কয়েকটি বিন্দু-
x
|
6
|
0
|
-6
|
y
|
-2
|
0
|
2
|
ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের
বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।
এখন, x+3y < 0 অসমতার
লেখচিত্র অঙ্কনের জন্য উক্ত অসমতায় (1,1) বসালে পাওয়া যায় 4 > 0 যা অসমতাকে সিদ্ধ করে না বা মান সত্য
নয়। তাহলে অসমতার ছায়াচিত্র হবে রেখাটির যে পাশে (1,1) রয়েছে তার বিপরীত পাশের সকল
বিন্দু।
এই অনুশীলনীর বাকী অংশঃ
অসমতার সমাধান সেট ও সংখ্যারেখা এবং লেখচিত্র : SSC Higher Math BD-Chapter 6.3 (10-17) Part 2